"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৭৫ [তারিখ : ১৪-০৪-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৯০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @selinasathi1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ সেলিনা সাথী । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত এবং দুই সন্তানের জননী । তার শখ- বই পড়া, কবিতা লেখা এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

11.png

22.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


hgfhfk.jpeg

꧁:স্বরচিত কবিতা "নববর্ষ" :꧂☆ by @selinasathi1 (date 14.04.2024 )

বন্ধুরা নববর্ষের অনাবিল শুভেচ্ছা সবাইকে। আশা করছি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নববর্ষ সবার জীবনে কল্যাণ বয়ে আনুক। এই শুভ কামনায় আজকের ব্লগ শুরু করছি। বর্ষবরণের শোভাযাত্রা দিয়ে আজকের দিনের শুরু। সম্মিলিত সংস্কৃতি জোটের পক্ষ থেকে, ও জেলা শিল্পকলার আয়োজনে,বর্ষবরণের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশাল এই শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে আমার আজকের দিনটা শুরু হয়েছে। বর্ষবরণের এই দিনটা আসলে প্রতিবছরে খুবই চমৎকারভাবে আমরা পালিত করি। সেই সাথে পান্তা ইলিশ ও নানা ধরনের ভর্তা দিয়ে, খুবই জাঁকজমকপূর্ণভাবে, এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাঙালির নানা ধরনের ঐতিহ্যবাহী ফেস্টুন ব্যানার সঙ্গে করে নিয়ে, ঢাকঢোল একতারা বাজার মাধ্যমে, নানা রঙে সজ্জিত হয় এই শোভাযাত্রা। শোভাযাত্রা শেষ করে আমরা শহীদ মিনার প্রাঙ্গণে পান্তা ভাতের আয়োজন করা হয়। এবং আমরা সকলে মিলে সেখানে পান্তা ভাত খাওয়ার মাধ্যমে বাঙালিয়ানার ঐতিহ্য কে ফুটিয়ে তোলার চেষ্টা করি।…


আজ বাংলা নববর্ষের প্রথম দিন এবং এই বাংলা নববর্ষকে ঘিরেই আজকের ফিচার্ড আর্টিকেলের লেখক একটি কবিতা রচনা করেছেন। সেই কবিতাটি অনেক চমৎকার লেগেছে আমার কাছে। সেলিনা সাথী আমাদের সকলের পরিচিত একটি মুখ। কমিউনিটির যাত্রার শুরু থেকেই তিনি তার কবিতা দিয়ে সবাইকে মুগ্ধ করে আসছেন। প্রতিনিয়ত তিনি সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়ে যাচ্ছেন আমাদের। তারই ধারাবাহিকতায় আজও একটি কবিতা শেয়ার করেছেন আমাদের সাথে। কবিতা মানুষের মনের কঠিন ভাবকেউ শ্রুতি মধুর করে দেয়। সুন্দর করে কবিতা লিখতে পারাটা একটি দারুন বিষয়।

তিনি আজ যে কবিতাটি শেয়ার করেছেন সেটা বাংলা নববর্ষকে নিয়ে। বাংলা নববর্ষ কে নিয়ে তার মনের ভাব, অনেক চমৎকারভাবে তিনি কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। আজ ফিচার্ড আর্টিকেলের জন্য অনেকগুলো পোস্ট চেক করা হলো তবে নববর্ষের দিনে নববর্ষকে নিয়ে কবিতাটি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। সেলিনা সাথী তিনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কবিতা, কবিতা আবৃত্তি, বিভিন্ন ধরনের জেনালের রাইটিং এবং রেসিপি করে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে সমৃদ্ধ করে যাচ্ছেন।

তার আজকের কবিতায় তিনি নববর্ষকে সদরে গ্রহণ করেছেন এবং নববর্ষের গুরুত্ব এবং তাৎপর্য কবিতার ছন্দে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সবকিছু বিবেচনায় আজকের ফিচার আর্টিকেলে সেলিনা সাথীর কবিতাটি স্থান পাচ্ছে।


kkiju.jpeg

ছবিটি সাথী আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে আমার কবিতাটি স্থান পাওয়ায় অনেক বেশি খুশি এবং আনন্দিত বোধ করছি। সেই সাথে আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে শুভ নববর্ষের একরাশ শুভেচ্ছা ও আমার বাংলা ব্লগ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

 last year 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে @selinasathi1 আপুর নামটা দেখে অনেক বেশি ভালো লাগলো। সেলিনা সাথী আপুর কবিতা গুলো অনেক বেশি পছন্দের। আর ওনার কবিতা দেখলেই না পড়ে পারি না। নববর্ষের প্রথম দিনে নববর্ষকে ঘিরে করা একটা পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে দেখেই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সেলিনা সাথী আপুর এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।

 last year 

নববর্ষ উপলক্ষে লেখা কবিতাটি অসাধারণ হয়েছে। সাথী আপু সত্যিই দারুণ কবিতা লিখেন। আর উনার মত একজন কবির লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে।

 last year (edited)

ফিচারড আর্টিকেলে সেলিনা আপুর নামটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। সেলিনা আপুর কবিতা গুলো যেমন অসাধারণ তেমনি তার কবিতা আবৃতি। নববর্ষকে ঘিরে বেশ দারুন একটি কবিতা আপু লিখেছেন। সত্যিই আপু দারুন কবিতা লেখেন। আপুর পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আসলে সেলিনা সাথী আপুর প্রত্যেক কর্মসূচি আমার অনেক ভালো লাগে। তার কবিতা, ছড়া, গান থেকে শুরু করে প্রতিটি অ্যাক্টিভিটিই আমার অনেক ভালো লাগে।উনাকে ফিচারড পোস্টে দেখতে পেয়ে খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.033
BTC 115324.49
ETH 4502.80
SBD 0.85