এবিবি ফান প্রশ্ন- ৩১২| বিয়ের পর বউ কি সত্যিই মারে? নাকি গুজব?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বিয়ের পর বউ কি সত্যিই মারে? নাকি গুজব?

প্রশ্নকারীঃ

@nirob70

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের পরামর্শ চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আরে দুরও কে বলে এসব কথা বিয়ের পর বউ মারবে কেন? বরং বউ আদর করে মুখে তুলে ভাত খাইয়ে দেয়। শার্টের বোতাম লাগিয়ে দেয়। সারাদিনে ১০০ একবার ফোন করে খোঁজ নাই। সবটাই গুজব।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বিয়ের পর বউ কি সত্যিই মারে? নাকি গুজব?

এটা একেবারেই গুজব। বিয়ের পর বউ শুধু আদর আর আদর করে। আদর করে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়, হাত পায়ে লোশন মেখে দেয়, আরো কতো কি। সুতরাং মানুষের কথায় কান না দিয়ে, আপনি নিশ্চিন্তে বিয়েটা করে ফেলুন। এখন এসবিডি পে-আউট হচ্ছে, তাই এই সুযোগ মিস করবেন না😂😂।

বিঃদ্রঃ বিয়ের পর যদি বউয়ের হাতে একটু কিল গুঁতা খান,তাহলে কিন্তু আমাকে মনে মনে গালি দিয়েন না ভাই 🤣🤣।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বিয়ের পর বউ মারার ঘটনা অনেক প্রকার রয়েছে।যেমন -কেউ ভালোবাসার গভীর বন্ধনে মারে,কেউ হাতা-খুন্তি দিয়ে মারে কেউবা রান্না করে এবং থালা বাসন ধুয়ে নিয়ে মারে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাবাগো, এতো প্রকারভেদ! প্রতিটি ক্লাসে মনে হচ্ছে আলাদা আলাদা অভিজ্ঞতা থাকে হি হি হি।

 2 years ago (edited)

তবে এই অভিজ্ঞতা আমার নেই ভাইয়া, সবই বর্তমানের কল্পনা থেকে বলা।☺️☺️

 2 years ago 

আসলেই গুজব ভাই। বিয়ের পর আপনি আপনার সেবা করা ও যত্ন করার জন্য একটা মানুষ পাবেন। আপনার খেয়াল রাখার জন্য একটা মানুষ পাবেন। সারাদিনে কেউ খোঁজ না নিলেও একটা বার আপনার খোঁজ নেবে। আর কথা হচ্ছে ভাই মারা বলতে ওটা হচ্ছে ভালোবাসার মার।নিশ্চিন্তে বিয়ে করে ফেলুন,, জীবনটাকে সুন্দর করুন 🙂

 2 years ago 

বিয়ের পর বউ কি সত্যিই মারে? নাকি গুজব?

কথায় আছে যা রটে, তার কিছু তো ঘটে হি হি। এখন বউ যদি না মারতো তাহলে এমন কথা রটতো না হা হা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার এক বন্ধু বলে মেয়ারা মায়াবীনী, সাপিনী, কালনাগিনী, তাদের ছোবল থেকে কেউ রক্ষা পায়নি 😂
ভাই এরা হাতে মারে না ভাতে মারে, পানিতে মারে, কানের কাছে প্যান প্যান করা মাছির মতো মারে। উঠতে বসতে কথা দিতে গুতা মারে, তাদের শখ আহ্লাদ পূর্ণ করলেও লাখ টাকার বাজেট দিয়ে টাকায় মারে। মাঝে মাঝে ঘুমের মধ্যে স্বপ্নে মারে, আপনাকে কিছু করতে না পারলে পোলাপাইন মারে‌। শুধু মাইর আর মাইর 😜
ভাই আর বললে কোনদিন বিয়ে করবেন না 😂

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই, আপনাকে ফেসবুকে ফলো দিয়ে, ভাবীর আইডি খুঁজে বের করে এই উত্তরের স্ক্রীনশটটা ভাবীকে দিতে ইচ্ছে করছে ভাই.... ভাবীর সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দেন পিলিজ লাগে!!

Posted using SteemPro Mobile

 2 years ago 

হা হা হা 😄
প্রথমত আমাকে ফেসবুকে খুঁজে বের করা খুব সহজ একটা কাজ কারণ আমাদের কমিউনিটির অনেকেই আমাকে ফলো করে।
আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি আমার স্ত্রীকে এই প্রশ্নটি এবং উত্তর সহকারে একটি স্ক্রিনশট তার মোবাইলে অলরেডি পাঠিয়ে দিয়েছি 😜
যদি আপনি প্রমান চান তাহলে প্রমাণ স্বরূপ দিতে পারব হা হা হা 😄
তাছাড়া আমি সত্যি বলতে কখনো পিছপা হই না। 😂

Posted using SteemPro Mobile

 2 years ago 

বউ যদি বাংলা সিনেমার রিনা খান, রশন জামিল, সুষমা আলম, শবনম পারভীনের মত হয় তাহলেতো কথাই নেই☺️, বউয়ের মাইর হবে তবে স্বামীর আওয়াজ হবে না😄

 2 years ago 

আওয়াজ যত কম হবে মাইরের পরিমাণ তত কম হবে। তাই গলা নামিয়ে রাখাই ভালো।

 2 years ago 

মূলত বিষয়টা হচ্ছে যারা বাসর রাতে বিড়াল মারতে পারে, তারা বউয়ের হাতে মার খায় না বরং উল্টা দেয়। আর যারা বাসর রাতে বিড়াল মারতে না পারে তারাই বউয়ের হাতে মাইর খায়।😂😂বিষয়টা গুজব ও আংশিক সত্য, ২ এর মাঝে অবতরণ করছে।

 2 years ago 

আপাতত আমি যাকে বউ হিসেবে ধরে রেখেছি, সে তো আমাকে পূর্বেই বলে দিয়েছে, বিয়ের পরে আমাকে মার খেতেই হবে! আমি কারণ জিজ্ঞেস করেছিলাম তার কাছে, কেন মার খাব? সে উত্তরে বলেছে, জানিনা। হিহি🤣🤣 আমি তো ভয়ে ভয়ে আছি এই জন্য ।

 2 years ago 

বউ গুরুজন মানুষ৷ আর গুরুজন মানুষ ধোলাই দিলে সেটাকে মারা বলে না, সেটাকে বলে শাসন করা। তাই বিয়ের পর বউ মারে কথা টা গুজব। বলতে হবে বিয়ের পর বৌ শাসন করে শুধু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সে কি অভিজ্ঞতা। 🤣🤣

 2 years ago 

দেখে দেখে শেখা।😁

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া ঠিক বলেছেন, আপনার যুক্তির কাছে নিউটনের সূত্র ফেইল,হা হা হা।

 2 years ago 

হিহি😁

Posted using SteemPro Mobile

 2 years ago 

বউ যেহেতু গুরুজন তাই বউয়ের কাছ থেকে শাসন পাওয়া কোন লজ্জার কাজ না ! মার খাওয়া ওয়ার্ড টা কেমন জানি শোনা যাচ্ছিল, শাসন ওয়ার্ড টা ঠিক আছে । হিহি🤣🤣

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 112929.20
ETH 4100.40
SBD 0.85