এবিবি-ফান প্রশ্ন ১৩০|| ধরুন আপনাকে বারমুডা ট্রায়াংগেল অঞ্চলে.... । সাথে কাকে নিতে চান?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ধরুন আপনাকে বারমুডা ট্রায়াংগেল অঞ্চলে নির্বাসনে পাঠানো হবে। সাথে কাকে নিতে চান?

প্রশ্নকারীঃ

@rupok

প্রশ্নকারীর অভিমতঃ

আমার জানা নেই, তবে আমি জানতে ভীষণ ইচ্ছুক। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

ধরুন আপনাকে বারমুডা ট্রায়াংগেল অঞ্চলে নির্বাসনে পাঠানো হবে। সাথে কাকে নিতে চান?

আমাকে যে বারমুডা ট্রায়াংগেল অঞ্চলে নির্বাসনে পাঠাচ্ছে তাকেই আমি সাথে করে নিয়ে যেতে চাইবো। আমার সাথে সেও গিয়ে দেখুক রহস্যময় এই জায়গায় কি রহস্য লুকিয়ে আছে! দুনিয়ায় এত জায়গা থাকতে সে যখন আমাকে এই অজানা, অমীমাংসিত রহস্যময় জায়গায় নির্বাসনে পাঠাচ্ছে তাই আমি চোখ বন্ধ করে প্রথমেই এই ব্যক্তিকে সাথে করে নিয়ে যেতে চাইবো।

 last year 

আপনি তো দেখছি ভয়ানক লোক মশাই। কোন কথা কোন দিকে দিকে নিয়ে যান? আপনার কাছ থেকে দূরে থাকা লাগবে। হা হা হা

 last year 

হা হা হা হা 🤣🤣 দাদা সবাই মিলে তাহলে চলো ঘুরে আসি ওই জায়গা দিয়ে। নিউ জায়গা সবার একটু ঘুরাও হয়ে যাবে, কি রহস্য আছে দেখেও আসা যাবে।

 last year 

নিজ দায়িত্বে আমার প্রতিবেশীদেরকে নিয়ে যাব। আমি আবার অনেক মহৎ। তাদেরকে ছাড়া কোথাও যাই না।😅😅

 last year 

তারপর মনে মনে বলবেন দেখ ব্যাটা প্রতিবেশী এখন কতো মজা। হা হা হা

বারমুডা ট্রায়াঙ্গেল এ যাওয়ার জন্য তো প্রথমে আমাকে মাছ বা জলস কোন প্রাণী হতে হবে তাই ছাড়া সেখানে সারভাইভ করা অসম্ভব, যেহেতু আটলান্টিক মহাসাগরের ভিতরে অবস্থিত এই জায়গাটা। যাইহোক এসব বাদ দিয়ে আমি ধরে নিলাম আমার ফুসফুস নেই, তার বদলে রয়েছে ফুলকা। এই বার আসি আসল কথায়, আমাকে যদি বারমুডা ট্রায়াঙ্গেলে পাঠানো হয় নির্বাসনে তাহলে সাথে করে আপনাকে নিয়ে যাব। কারণ এই বিষয়ে আপাতত আপনার ইন্টারেস্ট মনে হচ্ছে সব থেকে বেশি। এরপর যদি আপনি রাজি না হন, তাহলে আমার কিছু এক্স গার্লফ্রেন্ড এবং সত্য বিবাহিত বউ নিয়ে যাব। তারা দিনরাত চুলোচুলি করতে থাকবে আর আমি সামুদ্রিক মাছ ভেজে ভেজে খাব।
 last year 

বারমুন্ডা ট্রাইংগেল পৃথিবীর মধ্যে সবচেয়ে রহস্যময় একটি জায়গা তার পরেও নির্বাসনে গেলে আমার সবচেয়ে বড় শত্রু কে নিয়ে যেতে চাই কারণ কোন বন্ধুবান্ধবকে নিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। শুনেছি বারমুডা ট্রায়াঙ্গেল এর উপর দিয়ে যা কিছুই যাক না কেন সেটা হারিয়ে যায়। সে ক্ষেত্রে আমার সাথে কোন শত্রু থাকলে আমি এবং শত্রু উভয়েই হারিয়ে যাব, বিষয়টি অনেক মজার তাই, হাহাহা।

শত্রু নিয়ে যাওয়ার দরকার নেই। চলেন সিয়াম ভাই আমি আর আপনি ঘুরে আসি। সেখানে এত পরিমাণে সামুদ্রিক জাহাজ ডুবেছে যে গুপ্তধনের সন্ধান পেয়ে যেতে পারি।

 last year 

আমি তো ঐখানে আপনারে রেখে আসতে চাই😜😜

আমার মতো একটা ভালো এবং মিষ্টি ছেলেকে নিয়ে যেতে আপনার কষ্ট হবে না...?😭😭

 last year 

ওমা, গুপ্তধনের কথা তো আমি ভুলে গিয়েছিলাম! চলেন, একটি জাহাজ ভাড়া নেন আমিও রেডি হচ্ছি, হাহাহা।

হা হা হা 🤣

 last year 

গুপ্তধন খুঁজে পেতে পারেন। তবে সেগুলো নিয়ে ফিরতে পারবেন না।

এত বুদ্ধিমান মানুষ নিয়ে যেহেতু যাবো সেক্ষেত্রে একটা উপায় নিশ্চয়ই বেরোবে। আপনিও তো যাবেন সাথে।

 last year 

শত্রুদের সাথে হারিয়ে যাওয়ার কি দরকার। পরে দেখা যাবে আবার একসাথে মিলিত হয়ে যাবেন। এর চেয়ে অন্য কাউকে নিয়ে গেলে ভালো হয়।

 last year 

দারুন বলেছেন। শুধু শুধু কাছের মানুষকে বিপদে ফেলে কি লাভ?

 last year 

কাউকে নিয়ে যাওয়া তো দূরের কথা, আগে বলুন আমার অপরাধটা কি। সর্বোচ্চ আমি নরকে যেতে পারি। কিন্তু বারমুডা ট্রায়াংগেলে যাওয়ার মতো অপরাধ তো আমি করি নি।

 last year 

হা হা হা ভালো বলেছেন দাদা। অবশ্য আজকাল চারপাশের যে অবস্থা দেখছি। তাতে করে বারমুডা ট্রায়াংগেল এর পরিবেশ এর থেকে খুব একটা খারাপ হবে বলে মনে হয় না।

 last year 

শুনেছি বারমুডা ট্রায়াঙ্গেলকে নাকি শয়তানের ত্রিভুজ বলা হয় আর সেখানে জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।তাই আমি একটি ময়ূর সাথে করে নিয়ে যেতে চাই কারন যখনই উধাও হওয়ার পরিস্থিতি সৃষ্টি হবে তখনই হাওয়ায় উড়ে উড়ে চলে আসবো ময়ূরের পিঠে চড়ে।

 last year 

এটা একটা ভালো বুদ্ধি বের করেছেন।

 last year 

হি হি☺️☺️

 last year 

আমার কি মাথা খারাপ হয়েছে নাকি বারমুডা ট্রায়াংগেল অঞ্চলে যাব😜😜,তবে আমাদের দেশের কিছু মন্ত্রীদের রেখে আসতে চাই🤪🤪।যেভাবে দেশটাকে ডিজিটাল বড়লোক্সস বানাচ্ছে তাতে আমাদের মত সাধারণ গরীব মানুষদের চলাফেরায় অসুবিধা হচ্ছে 😜😜।হি হি

 last year 

আপু আপনাদের দেশের কিছু মন্ত্রীর সাথে আমাদের দেশেরও কিছু মন্ত্রী নিয়ে যাবেন আমাদের বড্ড উপকার হবে 🤭।

 last year 

এটা একটা দারুন আইডিয়া। যতো নষ্টের গোড়া ওই ব্যাটা মন্ত্রীরা।

 last year 

এদের স্মাট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ গড়ার অত্যাচারে আমরা সাধারণ জনগন অতিষ্ঠ 🤪🤪

 last year 

সাথে নিয়ে যাবো আমার সাথে সারাবছর ধরে কুচুটে গিরি করা মেয়েটাকে 😤। আর নিয়ে গিয়ে বলবো নে আমার সাথে সাথে এবার তুইও বোঝ ঠেলা😗।

 last year 

বারমুডা ট্রায়াঙ্গেল হলো রহস্যময় ও ভয়ংকর একটি জায়গা। সে অঞ্চলে যদি আমাকে নির্বাসনে পাঠানো হয় সাথে করে আমি আমার বউকে নিয়ে যাবো। সেখানে গিয়ে চিন্তা করবো আমার বউয়ের সাথে যেহেতো এতদিন বসবাস করতে পেরেছি, বারমুডা ট্রায়াংগেল অঞ্চলেও বসবাস করতে কোন সমস্যা হবে না। কারন আমার বউয়ের থেকে রহস্যময় ও ভয়ংকর প্রাণী পৃথিবীতে নাই,হা হা হা ।😜😜😜

ভাইয়া আমার বউ যেন আমার কমেন্ট টা না দেখে হাইড করে দিয়েন,কারন বউ দেখলে আজকে হ্যাংআউট শুনতে হবে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে🤣🤣🤣

 last year 

বিষয়টা সবাই নোট করে রাখুন হা হা হা 😆

 last year 

ভাই ভাবীর ফোন নম্বর টা দেন আমি কিছু কমুনা।😁😁😁

 last year 

ভাই আমি কিন্তু ভাবিকে বলে দেব।😄😄🫣

 last year 

আমি একটা মেয়েকে অনেক আগে প্রোপজ করেছিলাম কিন্তু সে রিজেক্ট করেছিল।আমি বারমুডা ট্রায়াংগেল অঞ্চলে সেই মেয়েটিকে নিয়ে যেতে চাই। বিপদে পড়ে সে আমার কাছে সাহায্য চাইবে আর আমি তাকে রিজেক্ট করে মনের জ্বালা মেটাবো।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71452.56
ETH 3843.99
USDT 1.00
SBD 3.44