আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -২২steemCreated with Sketch.

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

ভালবাসা দিবস নিয়ে মজার কোন কৌতুক বা হাসির অনু গল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@moh.arif

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

ভালোবাসা দিবসে টিটুকে তার স্ত্রী জিজ্ঞাসা করলো-
স্ত্রী: আচ্ছা তুমি আমাকে কেমন ভালোবাসো?
টিটু: খুব ভালোবাসি। অনেক অনেক ভালোবাসি।
স্ত্রী: আচ্ছা মনে করো তোমার আগেই আমি মরে গেলাম। তখন তুমি কী করবে?
টিটু: আমি শোকে দুঃখে একেবারে পাগল হয়ে যাবো।
স্ত্রী: তাহলে কি তুমি আবার বিয়ে করবে?
টিটু: পাগলে কী না করে!

সেয়ানা পাগল। হা হা হা...

 3 years ago 

পাগলদের তাহলে সবকিছুই করার অধিকার আছে। এসব দেখি পাগলের হাট বাজার। 🤭🤭

 3 years ago 

এটাতো দেখি অত্যন্ত চতুর পাগল! বউ মরার পর পাগল সেজে নতুন করে বিয়ে করার ধান্দা।

 3 years ago 

ভালোবাসা দিবসের দিন হাজবেন্ড এবং ওয়াইফ মধ্যে কথা হচ্ছে:

ওয়াইফ : একটা কথা বলব রাগ করবা না তো?

হাজবেন্ড: না, বলো

ওয়াইফ: আমি প্রেগনেন্ট

হাজবেন্ড : এটা তো খুশির খবর, রাগ করার কি আছে?

ওয়াইফ : বিয়ের আগে একবার আমার এক্স বয়ফ্রেন্ডকে বলেছিলাম সে প্রচন্ড রাগ করেছিলো এজন্য আর কি তোমায় জিজ্ঞেস করলাম !

 3 years ago 

বল্টু ভালবাসা দিবসে ফুল নিয়ে প্রমিকার বাড়ি গেছে তাকে ইউশ করার জন্য। প্রেমিকাকে ফুল দেওয়ার সময় প্রেমিকার বাবা দেখে ফেলে।
প্রেমিকার বাবা:- বল্টু তুই আমার মেয়েকে ফুল দিচ্ছিস কেন..?
বল্টু:- আজকে তো চাচা ভাতিজা দিবস তাই আপনাকে না পেয়ে আপনার মেয়ের হাতে ফুল দিয়ে ইউশ করলাম।
প্রেমিকার বাবা:- এমন দিবস তো কখনো শুনি নাই।
বল্টু:- মনে মনে বললো আপনি তো কখনো ফুল দিতে গিয়ে ধরা পড়েন নি..?
প্রেমিকার বাবা:- কিছু বললি না কি..?
বল্টু:- জী চাচা, পরিস্থিতির শিকার হয়ে নতুন আবিষ্কার করিছি, হি হি হি।🤪🤪🤪

 3 years ago 

চাচার মেয়েকে ফুল দিয়ে উইশ করেছেন এটা কি ভাবি জানে 😜😜

 3 years ago 

চাচা ভাতিজা দিবস এখন থেকে পালন করবেন। তাহলে আর বিপদে পড়তে হবে না। বাবা মেয়ে দুজনকেই একসাথে ফুল দেওয়া যাবে। 😅😅

 3 years ago 

প্রেমিক প্রেমিকার কথোপকথন,
প্রেমিক: ভালোবাসা দিবসে প্রেমিক অনেক আশা নিয়ে প্রেমিকার জন্য অপেক্ষা করছে। খুশি মনে প্রেমিকাকে ফোন দিল।
প্রেমিকা: এইতো আমি প্রায় চলে এসেছি।
প্রেমিক: কিছুক্ষণ অপেক্ষার পর প্রেমিকা চলে এলো। আর প্রেমিক তাকে দেখে অবাক নয়নে তাকিয়ে রইল।
প্রেমিকা: এত অবাক হওয়ার কিছুই নেই সাথের জন আমার নানা। নানাকে পার্কে ঘুরানোর কথা বলে বাসা থেকে বের হয়েছি।
প্রেমিক: তোমার কথা শুনে মনটা আমার হালকা করে ভেঙে গেল।
প্রেমিকা: চিন্তার কোনো কারণ নেই আমার নানা কানে তেমন কিছু শুনতে পায় না।
নানা: ভাগ্যিস এখনো চোখে দেখতে পাই।
🤪🤪🤪🤪

 3 years ago 

ভ্যালেন্টাইন’স ডে’তে এক প্রেমিক গেছে রেস্টুরেন্টে খেতে। তার উদ্দেশ্য ঐ রেস্টুরেন্টের সুন্দরী ওয়েট্রেসকে প্রেম নিবেদন করা। সুন্দরী ওয়েট্রেস এগিয়ে এলো।

সুন্দরী ওয়েট্রেস: কী দেব?

প্রেমিক: একটা কাটলেট আর কফি আর...

সুন্দরী ওয়েট্রেস: আর?

প্রেমিক: আর তোমার মুখ থেকে দাও ভালোবাসার কোনো বাণী- যা শোনার জন্যে আমি যুগ যুগ ধরে অপেক্ষা করছি।

সুন্দরী ওয়েট্রেস অর্ডার নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর কাটলেট আর কফি তার টেবিলে নামিয়ে রাখল। উদগ্রীব প্রেমিক গলা বাড়িয়ে দিলো।

সুন্দরী ওয়েট্রেস: ভা-ভালোবাসার বানী?

মাথা নামিয়ে আনলো সুন্দরী ওয়েট্রেস। তারপর ফিসফিস করে প্রেমিকের কানে কানে বললো, কাটলেটটা দুদিন আগের। খেও না।

 3 years ago 

হা হা হা মজার ছিলো এটা।

 3 years ago 

☺️☺️

 3 years ago 

এটা কিন্তু সত্যিই দারুণ ছিল । কিছু সময় হা হা হা করে হেসে নিলাম এটি পড়ে 🤣🤣🤭🤭

 3 years ago 

হি হি☺️☺️

 3 years ago 

প্রেমিকার বাবা: তুমি কোন সাহসে আমার মেয়েকে আলিঙ্গন করলে শুনি?

প্রেমিক: প্রথম কারণ আজ ভ্যালেন্টাইনস ডে, দ্বিতীয় কারণ একজন বিখ্যাত ব্যক্তি...

প্রেমিকার বাবা: বিখ্যাত ব্যক্তি মানে?

প্রেমিক: একজন বিখ্যাত ব্যক্তির বাণী অনুসরণ করেছি মাত্র।

প্রেমিকার বাবা: বিখ্যাত ব্যক্তিটি কে? বাণীটাই বা কী?

প্রেমিক: থমাস কার্লাইল। তিনি বলেছেন- এ জগতে যা কিছু মহৎ সুন্দর, তাকেই আলিঙ্গন কর।

 3 years ago 

খাইছেরে আপনি দেখছি মাইর খাওয়ার বুদ্ধি দিলেন।

 3 years ago 

😁😁😁😁😁😁

স্ত্রীর ভালোবাসার বিশ্বস্ততা পরীক্ষা করার জন্য স্বামী ভ্যালেন্টাইন ডে’র রাতটাকেই বেছে নিল। সে তার বিছানার নিচে এক গামলা দুধ রাখল আর একটা ভারী জিনিস দড়ি দিয়ে বেঁধে ডুবিয়ে দিল ঐ গামলায়। দড়িটা বাধা থাকলো বিছানার সঙ্গে। তারপর দুদিনের জন্যে সে গায়েব হয়ে গেল। দুদিন পর ফিরে এসে দেখলো- সেই দুধের পুরোটাই ঘুটনি খেয়ে মাখন হয়ে গেছে।
 3 years ago 

পুরটাই মাথার উপর দিয়ে গেলো, বুঝলাম না কিছুই

চিন্তা করার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করতে হবে হাফিজ ভাই। বুঝতে পারলে খুব হাসি পাবে। প্রাপ্তবয়স্কদের জন্য কৌতুকটা, এজন্য ওপেনলি বলাও যাচ্ছে না। হা হা হা...

 3 years ago 

প্রেমিকঃ জান, আজকের দিনে কথা দাও তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না!
প্রেমিকাঃ হ্যা জান কথা দিলাম কখনো ছেড়ে যাবো না!!
প্রেমিকঃ আচ্ছা, জান! আজকের দিনে তোমার কোনো ইচ্ছা থাকলে বলো!
প্রেমিকাঃ আমার শুধু একটাই ইচ্ছে!
প্রেমিকঃ সেটা কি?
প্রেমিকাঃ আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আইফোন গিফট!
প্রেমিকঃ জান, অলরেডি আমার একটা কিডনী বিক্রি করে আইফোন কিনেছি! আরেকটা বিক্রি করলে আমি মারাই যাবো!!

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 112519.15
ETH 4161.79
USDT 1.00
SBD 0.85