আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৯steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

রংধনু ভাসা রঙিন আকাশে হয়তো
সব কিছুর দেখা পাওয়া যায়
কল্পনার জগতে রঙিন স্বপ্নে হয়তো
সব অনুভুতির স্বাদ পাওয়া যায়।
কিন্তু বাস্তবতায়, সব কিছুতে নির্মমতা
স্বার্থের মায়ায়, সব কিছুতে প্রতারণা।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

আমরা প্রতিনিয়ত নানা কিছুর মুগ্ধতায় সতেজ ও সজীব হয়ে হৃদয়ের চঞ্চলতা বাড়ানোর চেষ্টা করি, কারণ কারো কল্পনায় নিজেকে বার বার হারাতে চেষ্টা করি কিন্তু বাস্তবতা আমাদের সেখানে সফল হতে দেয় না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

আমার একাকিত্বের শহরে,আমি রয়েছি বিদ্যমান।
একলা আমি বেঁচে আছি,এটাই হলো তার প্রমাণ।
রোদ দুপুরে খুঁজি আঁধার,রাত্রি বেলায় আলো।
সবাই আমায় খারাপ জানলেও,আমার আমি ভালো।

আমি আছি বেজায় খুশি,আমার মত করে।
কারো কারো জন্য আমার,মনটা আজও পুড়ে।
মনটাকে সামলে নিতে,মনে যে না চায়।
তুমি যে আছো আমার,মনের মণিকোঠায়।

 last year 

যার জন্য মনপুড়ার কথা সে তো পাশে আছে, হাহাহা

 last year 

হাহাহ।।।

আপনার লেখা অনু কবিতার লাইন গুলো খুব ভালো ছিল ভাই। বেশ ভালো লাগছিলো পড়তে।🌝

 last year 

খুশি হলাম ভাই আপনার ভালো লেগেছ যেনে।

 last year 

নীল সমুদ্রের জলে আকাশের প্রতিবিম্বে
হয়তো সবকিছু প্রতীয়মান হয় দৃষ্টিগোচরে,
স্বপ্নের মায়াজালে সবকিছুই হয়তো অপরূপ
শুধু উপলব্ধির আস্বাদনে ঘেরা।
অকল্পিত দুনিয়ায়,সব কিছুতে মমতাশূন্য
স্বকার্যের লোলুপতায়,সর্বভাবে প্রবঞ্চনায়।

খুব ভালো লিখেছো গ্রীন... ইদানিং আমি তোমার লেখা কবিতা গুলো পড়ছি।

 last year 

দাদা,তোমাদের মতো পাঠক পেয়ে আমি ধন্য।🙏

 last year 

কল্পনার রঙিন স্বপ্নে তোমাকে আমি দেখি
হৃদয়ের রঙিন ফ্রেমে এঁকেছি তোমার ছবি।
খোঁপায় দিয়েছো একগুচ্ছ ফুলের মালা
কাজল কালো চোখের মায়াবী পাতা।
সে কি আমার ভুল ! নাকি ব্যাকুলতা
মুহূর্তেই উম্মক্ত হলে হৃদয়ের চঞ্চলতা।

 last year 

বাহ! কি দারুণ অনুুভূতি ভাই, খুব সুন্দর লিখেছেন।

 last year 

কবিতার প্রত্যেকটি লাইন খুবই চমৎকার হয়েছে ভাই।

 last year 

রংধনুর ঐ সাতটি রঙে
ছেয়ে গেছে আকাশ,,
কল্পনাতে স্বপ্ন হয়ে
আসছে তারই আভাস।

বাস্তবে যা দেখি তা তো
শুধুই ছলনা,,
প্রতারণা কেন করো
আজকে বলোনা।

স্বার্থ ছাড়া কেন তুমি
কিছুই বোঝনা,,
ভদ্রবেশী মুখোশটাকে
কেন খোলোনা??
♥♥

 last year 

রঙিন আকাশের দিকে তাকালে
ভেসে আসে দীর্ঘশ্বাস
রঙিন আকাশের ভাঁজে ভাঁজে
মেঘ জমেছে আজ।
অবিশ্বাসের কালো ছায়া
ঘিরে ধরেছে চারপাশ
আকাশের অপার সৌন্দর্যের মাঝেও
খুঁজে পাই যেন প্রতারণার আভাস।
স্বার্থের মায়ায় বদলে যায় মানুষ
বদলে যায় অতি আপনজন
স্বার্থ ফুরালে চেনা যায় মানুষ
আর অতি প্রিয় জন।

 last year 

অনেক সুন্দর করে লেখাগুলো লিখেছেন আপু। খুব ভালো লাগলো লাইনগুলো পড়ে।

 last year (edited)

কল্পনার মায়ায় তোমায় রেখেছি,
এই মায়াবী চোখে যেন তোয়ায় হারিয়েছি।
স্বপ্ন দেখিয়েছিলে তুমি আমায়,
কিন্তু করলে প্রতারণা।
যার কারণে হলাম সর্ব দিশেহারা।
কিন্তু আজও তোমায় আমি রেখেছি স্বপ্নেরই হৃদয়ে।
এখানে থাকবে তুমি মায়ার ভালোবাসার তরে।

 last year 

অসাধারণ হয়েছে

 last year 

রংধনুর রাজ্যে হারিয়ে,
যেতে চাই তোমায় নিয়ে।
রংধনুর সাথে মিশে হারিয়ে,
যাব প্রেমের রাজ্যে।
যেখানে গিয়ে বাস করব,
তুমি আর আমি।
স্বপ্নের রঙিন রাজ্যে হবে তুমি,
আমার ভালোবাসা রাণী।

আমি তোমাকে কতলক্ষ কটিবার মিস করি
সেটা তোমাকে বলে বুঝাতে পারব না,
আমি স্বপ্নে তোমার ছায়ার সঙ্গে কথা বলি
তোমার উষ্ণ কচিডানা স্পর্শ করি,
তোমার ভুরু ছুঁই,তোমার গালে আলতো চুমু খাই
তোমার মেহেদী রাঙা হাতটি ধরি।
আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তুমি,
তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশা।

 last year 

রংধনু ভাসা রঙিন আকাশে হয়তো
সব কিছুর দেখা পাওয়া যায়
কল্পনার জগতে রঙিন স্বপ্নে হয়তো
সব অনুভুতির স্বাদ পাওয়া যায়।
কিন্তু বাস্তবতায়, সব কিছুতে নির্মমতা
স্বার্থের মায়ায়, সব কিছুতে প্রতারণা।

সবুজ প্রকৃতির সমারোহ হয়তো
মনের মাঝে প্রশান্তি এনে দেবে
বৃষ্টির প্রতিটি ফোঁটায় হয়তো
স্নিগ্ধতার কোমল স্পর্শ পাওয়া যাবে।
কিন্তু বাস্তবতায়, সব কিছুতেই নাটকীয়তা
ভালোবাসার আড়ালে, সবাই বড় অভিনেতা।

বাহ... বেশ ভালো লিখেছেন তো। আপনার কবিতার প্রত্যেকটা লাইনই আমার কাছে বেশ ভালো লাগলো।

 last year 

অনেক ধন্যবাদ ভাই, অনুপ্রাণিত হলাম ☺️

 last year 

রংধনু ভাসা রঙিন আকাশে হয়তো
সব কিছুর দেখা পাওয়া যায়
কল্পনার জগতে রঙিন স্বপ্নে হয়তো
সব অনুভুতির স্বাদ পাওয়া যায়।
কিন্তু বাস্তবতায়, সব কিছুতে নির্মমতা
স্বার্থের মায়ায়, সব কিছুতে প্রতারণা।

বাস্তব সত্য চরম সত্য ,কেহ নয় কারো
রংধনুর সাত রঙের আড়ালে
লুকিয়ে থাকে স্বাথপর সেই মুখগুলো।
তবুও অধরা স্বপ্নের পিছনে
ছুটে যাই স্বপ্ন আহরণে আমরন
কারন রংধনুর প্রতীক,সেই সাত রঙ।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 57824.15
ETH 2965.89
USDT 1.00
SBD 3.70