এবিবি ফান প্রশ্ন-৬৭০ |আপনি যদি সকালে ঘুম থেকে উঠে দেখেন যে...
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আপনি যদি সকালে ঘুম থেকে উঠে দেখেন যে আপনি অদৃশ্য হয়ে গেছেন,তাহলে প্রথমে কী করবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
পরীক্ষার খাতা গুলোর আরেকটু লিখে দিয়ে আসবো!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





পাশের বাড়ির সমালোচনা করা প্রতিবেশীর সমালোচনা শুনবো তারপর ভিডিওসহ রেকর্ড করে পূর্ব প্রচার করবো বিপরীত মানুষের কাছে।☺️☺️
প্রথমেই রাস্তায় গিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে দেখতাম, মানুষ আমাকে ধাক্কা দেয় কিনা😂😂। ধাক্কা না খেলেই প্রমাণ হয়ে যাবে, আমি সত্যি সত্যিই অদৃশ্য হয়ে গিয়েছি🤣🤣।
আমি যদি অদৃশ্য হয়ে যাই তাহলে তাদের কে ভূত হয়ে ভয় দেখাবো যারা কিনা নিজেকে বড় মনে করে, আর অন্যের ভালো কিছু দেখলে হিংসায় জ্বলে পুড়ে মানুষের ক্ষতি করে। হি হি হি
আমি যদি ঘুম থেকে উঠে দেখি অদৃশ্য হয়ে গেলাম তাহলে প্রথমে আমি মানুষগুলোর মুখ দেখবো। যে মানুষগুলো মানুষের পিছনে খারাপ মন্তব্য করে। আর ভালো মন্দ মানুষ যাচাই করব।
খুব দারুণ একটা কথা বলেছেন আপনি।
অদৃশ্য হয়ে আড্ডা দিতে যাবো পার্কে।বন্ধুদের মাঝে বসে বলব, “এই দিক থেকে কে হাসছে?” তারা বলবে, “নিশ্চয়ই প্রেমভঙ্গ ভূত এসেছে😂😂
প্রেমিকাকে দেখতে যাব কিন্তু কথা বলব না শুধু বাতাসে বলব তোমার অদৃশ্য ভালোবাসা এসেছিল।
আমি যদি অদৃশ্য হয়ে যাই প্রথমে নিজে তো চমকে যাব। তারপর সবাইকে নাম ধরে ডাকবো এবং অদৃশ্য কথা বলে ভয় দেখাবো। মানুষ আমার কথা শুনে চারপাশ দেখবে এবং ভয় পাবে।
হা হা হা 🤣🤣। এটা খুব সুন্দর ছিল।
অদৃশ্য হয়ে প্রথমেই সিনেমা হলে যাবো, ফ্রিতে মুভি দেখব।
আর মাঝেমাঝি সময়ে কারো কানে বলব, এই দৃশ্যটা খুব বোরিং।🤣😀
বেশি দেরি না করে সোজা গার্লফ্রেন্ডের কাছে চলে যাবো 🙃