আমার তোলা সাধারণ গাঁদা ফুলের আলোকচিত্র 📸🌱 // 💖 প্রিয়, বিউটি অফ ক্রিয়েটিভিটি 💞||
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টার দেখবেন।
আসুন শুরু করি
ফুলের আলোকচিত্র
এই ফুলটি আমাদের সবাই নিকট সাধারণ গাঁদা বা, পট
গাঁদা হিসেবে পরিচিত। এই ফুলটি সাধারণত শীতকালে বেশি ফুটে। এই ফুল গাছগুলো বহুবর্ষজীবী উদ্ভিদ।এই ফুলটি কে অনেকে ভেষজ ফুল হিসেবে চিনে কারণ এতে অনেক প্রকার ওষুধি গুণাগুন রয়েছে। এই ফুল গাছ গুলো বিরুৎ জাতীয় উদ্ভিদ। গাছগুলো গোড়ায় কান্ড জাতীয় এবং পাতাগুলো লম্বা অমসৃণ হয়ে থাকে।
এই ফুল গাছগুলো লাগানো দুই থেকে তিন মাসের মধ্যে ফুল ফুটে। এই ফুলগুলো বাসা বাড়ির ব্যালকনিতে বা, ছাদে টবের মধ্যে লাগানো যেতে পারে। এই ফুলগুলো বিভিন্ন জাতের রয়েছে এগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। সাধারণত কমলা হলুদ গোলাপি রঙের। ফুল দেখা যায়।
এইগুলোর বীজ বপন করে চারা উৎপাদন করা যায়।
এই ফুলগুলো দেখতে অত্যন্ত সুন্দর। এই ফুলগুলোর সৌন্দর্য যে কোন মানুষের মন কেড়ে নিতে পারবে। অসাধারণ গঠন এবং এর নাদিকতা মানুষকে খুব বেশি আকর্ষণ করে। এই ফুলগুলো আমি আমাদের নানাবাড়িতে যখন গিয়েছিলাম তখন দেখেছি । আমার মামাতো ভাই তাদের ছাদের উপরে এই ফুলের কয়েকটি টপ লাগিয়েছে। ফুল গুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগার কারনে আমি কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম। সত্যিই ফুলগুলো খুব মনমুগ্ধকর এবং খুব অসাধারণ। ফুল গুলোর
সৌন্দর্য চারপাশের পরিবেশকে কোনরকম করে তোলে
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | Redmi note 7 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার চিত্রকর্মটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
Nice images taken by you my dear brother. Share like this and different from this. You doing good, keep it up.
#boc
Thank you so much for the nice comments.