আমার তোলা কসমস ফুলের আলোকচিত্র 📸 🌹 / 💞|| ১০% প্রিয় বিউটি ক্রিয়েটিভিটি জন্য ।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজও এসে
হাজির হলাম।
আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু কসমস ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টার দেখবেন।
আসুন শুরু করি
কসমস ফুলের আলোকচিত্র
ফুল সষ্ট্রার এক অদ্ভুত সৌন্দর্যের রহস্যময় সৃষ্টি। ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। এই ফুলটির নাম হচ্ছে কসমস ফুল বা, মেক্সিকান এষ্টার। এই ফুলের বিভিন্ন জাত বা, প্রজাতি রয়েছে। কসমস ফুল দেখতে অসাধারণ সুন্দর। এই ফুলের পাঁচ টি পাপড়ি রয়েছে। এই ফুল সাদা গোলাপি বেগুনিসহ আরো বিভিন্ন রঙের হয়ে থাকে। কসমস ফুলের গাছ লতানো উদ্ভিদ এর মতন ডাটা এবং চিকন চিকন পাতা দেখতে বেশ ভালো লাগে।
কসমস ফুল গাছ সাধারণত দুই থেকে চার ফুট লম্বা হয়ে থাকে। একসাথে যখন অনেক রঙ্গের ফুল দেখা যায় তখন খুব সুন্দর লাগে। তখন ফুলের সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। এই ফুল সাধারণত শীতকালে ফোটে থাকে।
কসমস ফুল আমাদের দেশীয় ফুল নয়। একই মেক্সিকো থেকে আনা হয়েছে। এই ফুলের অপরূপ সৌন্দর্যের কারণে খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে। এই ফুলের সৌন্দর্যের কারণে দিন দিন জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। সত্যি ফুল গুলো দেখতে খুবই অসাধারণ।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | Redmi note 7 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুল গুলো দেখতে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর। এর সুন্দর বনর্না দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া
লেখায় আরও মনোযোগী হলে, ভাবটা আরও সহজ হতো। ফুলের ছবি গুলো অনেক ভাল ছিল। সুন্দর।