DIY- Project এসো নিজে করি ✨কলমদানি দিয়ে নাইট ল্যাম্প তৈরি 💡 [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago
✨নাইট ল্যাম্প তৈরি💡

png_20220726_150107_0000.png

Create by Canva Pro

siam,.png

আপনারা সবাই অবগত রয়েছেন বাংলাদেশের বিদ্যুতের অবস্থা বর্তমানে কিরকম। তাই আমার রুমের জন্য একটি ছোট ল্যাম্প এর প্রয়োজনীয়তা অনুভব করছি। বেশ কিছু দোকান ঘুরেছি আমি কিছুদিন ধরে কিন্তু মনের মত কোন ল্যম্প পাই নি। যেহেতু কিছুদিন পর আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো তাই আমি চিন্তা করলাম সেখান থেকেই ল্যম্প কিনে বাসায় পাঠিয়ে দেবো। কিন্তু ততদিন কি করব? তখনই মাথার মধ্যে একটি বুদ্ধি খেলে গেল।

আমার বাসায় বিভিন্ন ধরনের লাইট রয়েছে। সেগুলো দিয়ে একটি ল্যাম্প তৈরি করার সিদ্ধান্ত গ্রহন করলাম। আমার টেবিলে বিভিন্ন ধরনের রঙিন লাইট রয়েছে এবং এক্সট্রা কিছু লাইট আমি কিনে রেখেছিলাম। সেগুলো দিয়ে ল্যাম্প তৈরি করার উদ্যোগ গ্রহণ করলাম। আজ সেই ল্যাম্প তৈরি করার সম্পূর্ণ প্রসেস আমি এই পোস্টটিতে আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে ল্যাম্পটি দেখে আসা যাক।

siam,.png


উপকরন


  • লাইট ( ৪ ভোল্ট সাদা, ১২ ভোল্ট সবুজ ও নীল)
  • পাওয়ার ব্যাংক বা ব্যাটারি
  • ১২ ভোল্ট এটেপটর
  • গ্লু গান
  • সাদা কলমদানি
  • সাদা টেপ
  • চিকন তার

IMG_20220726_122255.jpg

siam,.png

১ম ধাপ

  • প্রথমে ৪ ভোল্টের সাদা লাইট দিয়ে গ্লু গান দিয়ে কলমদানি নিচের অংশে লাগিয়ে দেবো।

IMG_20220726_123004.jpg

IMG_20220726_123042.jpg

IMG_20220726_123445.jpg

siam,.png

২য় ধাপ

  • ১২ ভোল্ট লাইট লাগানোর জন্য একটি কাগজে সাদা টেপ পেচিয়ে নিয়েছি।

IMG_20220726_123258.jpg

siam,.png

৩য় ধাপ

  • এর পরে ১২ ভোল্টএর লাইট এভাবে গ্লুগান দিয়ে লাগিয়ে নেই।

IMG_20220726_123742.jpg

siam,.png

৪র্থ ধাপ

  • এখন সেই লাইট টি আমাদের কলমদানি ভিতর ঢুকিয়ে দেই এবং গ্লু গান দিয়ে লাগিয়ে দেই।

IMG_20220726_123847.jpg

siam,.png

৫ম ধাপ

  • যেহেতু এখানে দুই ধরনের লাইট এর লাগিয়েছি আমরা সেহেতু এখান থেকে দুটি আউটপুট বাহির হবে। সেই আউটপুট গুলো ভালোভাবে বের করে সেই জায়গাটিকে টেপ দিয়ে আটকে দেই। যাতে করে কোনো শর্ট-সার্কিট না হয়ে যায়।

IMG_20220726_125109.jpg

siam,.png

৬ষ্ঠ ধাপ

  • আউটপুট গুলো বার করা হলে, কলমদানি টি এমন দেখতে লাগবে। যেদিকে তার বের করেছি সেটি হলো লাইটের পিছনের দিক।

IMG_20220726_125122.jpg

siam,.png

৭ম ধাপ

  • একটি হচ্ছে আমার বিশ হাজার এম্পিয়ার এর পাওয়ার ব্যাংক। আপনারা চাইলে এখানে ব্যাটারি ব্যবহার করতে পারেন এবং হাতের ডান সাইডে রয়েছে ১২ ভোল্টের একটি এটেপটর। যেহেতু ১২ ভোল্টের লাইট ব্যাটারি দিয়ে চলবে না তাই এই এটেপটর ব্যবহার করতে হবে। বিশেষ আমার রুমে এই এটেপটর দিয়ে অনেকগুলো লাইট জ্বলে।

IMG_20220726_142419.jpg

siam,.png

৮ম ধাপ

  • এই ল্যাম্পে আমি সুইচের ব্যবহার করিনি। আউটপুটের জায়গাগুলোতে সরাসরি আমি চার্জারের কেবল দিয়ে দিয়েছি অর্থাৎ সরাসরি আপনি পাওয়ার ব্যাংকের ঢুকিয়ে দিলেই সম্পন্ন লাইট জ্বলে উঠবে। এই ল্যাম্পের ৩টি কালারে জ্বলবে। একটি সাদা, একটি সবুজ এবং অন্যটি নীল। আশা করি আপনাদের ভালো লেগেছে এই পোস্টটি। আজকের মত এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।

IMG_20220726_143232.jpg

IMG_20220726_143314.jpg

IMG_20220726_143206.jpg

IMG_20220726_143131.jpg

IMG_20220726_143107.jpg

IMG_20220726_143101.jpg

siam,.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: DIY- Project এসো নিজে করি ✨কলমদানি দিয়ে নাইট ল্যাম্প তৈরি 💡

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........

Sort:  
 2 years ago 

বেশ দারুন একটা নতুন আইডিয়া শেয়ার করেছেন। কাজটিও বেশ ইউনিক লাগলো। তাছাড়া আপনি কিভাবে তৈরি করেছেন তার শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে দেখলাম। সবশেষে ল্যাম্পটি যখন জালিয়েছেন বেশ কারন লাগল। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ছোটবেলা থেকেই এ সব বিষয়ে একটু পারদর্শী ছিলাম বিধায় এখনো এই কাজগুলো মোটামুটি পারি

 2 years ago 

কলমদানি দিয়ে নাইট ল্যাম্প তৈরির বিষয়টা খুবই ইউনিক এবং খুব সুন্দর ভাবে ল্যাম্প টি বানিয়েছেন যথাযথ সময় দিয়ে। ধন্যবাদ আপনাকে ইউনিক একটি আইডিয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

এই প্রজেক্টটা তৈরি করতে সময়ের অনেক প্রয়োজন হয় ভাই, ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই যেমনটি করে আপনার এই প্রজেক্টটি শেষ করতেও অনেক সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ ভালো বুদ্ধি, আপনার অনেক গুন আছে,কি সুন্দর একস্ট্রা লাইট ও কলমদানি দিয়ে ল্যাম্প
তৈরি করেছেন।সুন্দর লাগছে।আরেকটা বানিয়ে আমারে গিফট দিয়েন😉।ধন্যবাদ

 2 years ago 

আচ্ছা আপনাকে গিফট করবো।।

 2 years ago 

কলমদানি দিয়ে নাইট ল্যাম্প তৈরির আইডিয়াটা দারুন হয়েছে ভাই। আপনার বুদ্ধির তারিফ করতে হয়। কলমদানি দিয়ে অনেক সুন্দর করে নাইট ল্যাম্প তৈরি করেছেন। আপনার তৈরি করা নাইট ল্যাম্পটি দেখতে ভারী সুন্দর হয়েছে। আর এই সুন্দর নাইট ল্যাম্প কিভাবে তৈরি করেছেন তার প্রতিটা ধাপ খুব সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার এমার্জেন্সি একটি ল্যাম্পের প্রয়োজন ছিল তাই বাসায় বানিয়ে ফেলেছি।।

 2 years ago 

কলমদানি দিয়ে নাইট ল্যাম্প তৈরি করার আইডিয়াটা কিন্তু বেশ দারুন ছিল। নাইট ল্যাম্পটি দেখতে সত্যি অনেক চমৎকার লাগছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে ইউনিক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

দোকানে গিয়েছিলাম ল্যাম্প কিনার জন্য কিন্তু আমার পছন্দ মত ল্যাম্প পায়নি তাই বাসায় বানিয়ে ফেললাম।।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে তো ভাইয়া । আপনি কলমদানি দিয়ে খুব চমৎকার একটি ল্যাম্প বানিয়ে ফেলেছেন । সেটি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের দেখিয়েছেন । রাতে রঙিন আলো দেখতেও সুন্দর লাগে ।

 2 years ago 

প্রসেস গুলো অনেক সহজ শুধুমাত্র একটু সময় দিলে এরকম প্রজেক্ট তৈরি করা যাবে।।

 2 years ago 

কলমদানি দিয়ে নাইট ল্যাম্প তৈরি অনেক সুন্দর হয়েছে ভাই। সত্যি আপনি দক্ষতা দিয়ে এই সুন্দর ডাইটি তৈরি করলেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আমিও শিখতে পারলাম। পরবর্তীতে তৈরি করব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

তৈরি করলে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি তে শেয়ার করবেন।।

ভাই আপনি অনেক সুন্দর ভাবে কলমদানি দিয়ে নাইট ল্যাম্প তৈরি করেছেন। দেখে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি নাইট ল্যাম্প তৈরি করা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই তবে এই ল্যাম্পটির প্রয়োজন ছিল বিধায় তৈরি করেছি।

 2 years ago 

সময় উপযোগী একটি ডাই পোস্ট শেয়ার করেছেন ভাই। আসলে যদি ঘরে থাকা লাইট দিয়ে এভাবে একটি নাইট ল্যাম্প তৈরি করা যায় তাহলে তো খুবই ভালো হয়। আপনি খুব সুন্দর করে এই নাইট ল্যাম্প তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বর্তমানে বিদ্যুতের যা অবস্থা ঘরে একটা লাইট খুবই প্রয়োজন।।।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69390.09
ETH 3783.14
USDT 1.00
SBD 3.83