।। এলোমেলো কয়েকটি ফটোগ্রাফি ।। 10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৩ই আশ্বিন ১৪২৯ বাং।
২৮শে সেপ্টেম্বর/২০২২ইং।
রোজঃ বুধবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশা রাখি আপনাদের সকলের ভালো লাগবে।

IMG_20220408_061036112_AI~2.jpg উপরের ফুলের গাছটি অবহেলায় অযত্নে বেড়ে ওঠা একটি গাছ। এই ফুলের গাছটি মাটি থেকে অনেক উঁচু। গত ৪ ই এপ্রিল/২০২২ ইং তারিখে ভেন্ডাবাড়ি বাজারে একটি বাসার পরিত্যক্ত জায়গা থেকে ফটোগ্রাফি করেছিলাম। ফুলগুলিকে অসম্ভব সুন্দর লাগছে। ফুলের গাছটির নাম কি এটি আমার জানা নেই। আশেপাশে অনেক কয়জন কে জিজ্ঞেস করেছিলাম তারাও বলতে পারেনি। যদি আপনাদের কারো জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন।

IMG_20220511_055751266~3.jpg উল্লেখিত ফুলটি ও আমার বাড়ির পাশেই অযত্ন অবহেলায় বেড়ে উঠেছে। ফুলটি দেখতে খুবই অপরূপ সুন্দর লাগছে। তবে এই ফুলটির নাম আমাদের গ্রামের সকলেই বলে এটি কলাবতী ফুল। এটি গত ১১মে/২০২২ ইং তারিখে ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20220405_172844851_AI~3.jpg উল্লেখিত ফুলটি ও বাসা বাড়ির আশপাশে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে। এটিও আমার বাড়ির পাশেই বেড়ে উঠেছে। এটি গত ৫ই এপ্রিল/২০২২ ইং তারিখে ফটোগ্রাফি করেছিলাম। এই ফুলটির নাম সন্ধ্যা মালতী ফুল। ফুলটি দেখতে খুব চমৎকার লাগে।

IMG_20220903_090306700~2.jpg উল্লেখিত ফুলের গাছটি আমি রাস্তা থেকে তুলে এনে বাসায় লাগিয়েছিলাম। এখন সেটিতে সুন্দর ফুল ফুটেছে। কিন্তু আমি ফুলটির নাম জানি না। আপনাদের জানা থাকলে প্লিজ জানাবেন। এটি গত ৩ সেপ্টেম্বর/২০২২ ইং তারিখে ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20220903_090246772~2.jpg উল্লেখিত ফুলটিকে আমরা বটফুল বলে থাকি। অনেকে আবার এটিকে বিস্কুট ফুল বলে থাকে। এই ফুলের গাছটিও আমার বাড়ির পাশে অযত্ন অবহেলায় বেড়ে উঠেছে। দেখতে খুবই চমৎকার লাগছে। গত ৩ সেপ্টেম্বর/২০২২ ইং তারিখে এটির ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20220910_174003972~3.jpg উল্লেখিত ফটোগ্রাফিটি আমার বাড়ির পাশেই একটি খালের। আমার নিজের লাগানো এমন ধানের ক্ষেতের জমি দেখতে গিয়ে সূর্যাস্তের সময় এই ফটোগ্রাফিটি করেছিলাম। অপরূপ সুন্দর লাগছে ফটোগ্রাফিটি। এটি গত ১০ সেপ্টেম্বর/২০২২ ইং তারিখে ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20220910_174745365~3.jpg **উপরে উল্লেখিত ফটোগ্রাফিটিও উক্ত খালের। বর্ষা মৌসুমে এইখানে প্রচুর মাছ ধরা পড়ে। অনেকেই এই খালে মাছ মেরে জীবিকা নির্বাহ করে। গত ১০ সেপ্টেম্বর/২০২২ ইং তারিখে এই ফটোগ্রাফিটি করা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif
বন্ধুরা, এই ছিল আজকে আমার এলোমেলো কয়েকটি ফটোগ্রাফি। আজকে এ পর্যন্তই, আবার কথা হবে আগামীকাল অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ বিকাল।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Sort:  
 2 years ago 

সূর্যের আলোয় আলোকিত ফটোগ্রাফিটি দেখতে অসাধারণ হয়েছে। আর বাকি সব ফটোগ্রাফি গুলোও দেখতে অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

পড়ন্ত বিকেলের সূর্য রশ্মির ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগে ভাই। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি যে ফুলের নামটি জানেন না সেটা হল মিনি টগর ফুল গাছ। এই ফুল প্রথম কয়েকদিন একটু যত্ন করতে হয় পরে আর যত্ন না করলেও চলে ।কম বেশি সারা বছরের ফুল দেয়। আপনি যেটাকে বট ফুল বলছেন সেটা আসলে নয়ন তারা ফুল। প্রথম যে ফুলটার ছবি দিয়েছে সেটার নাম টগর ফুল। ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ফুলগুলির নাম বলে দেয়ার জন্য। ফুল সম্পর্কে আপনার অনেক অভিজ্ঞতা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

চমৎকার কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে আপনার সুন্দর উপস্থাপনা তো রয়েছেই।।

আপনার ফটোগ্রাফির মধ্যে কলাবতী ফুল এবং সূর্যাস্তের ফটোগ্রাফিটি সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে।।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো সবসময়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন।।

 2 years ago 

কলাবতী ফুলটি বাড়ির আশেপাশে ঝোপঝাড়েই হয়েছে। এটি অনেকের বাড়ির আশেপাশে হয়ে থাকে। তবে দেখতে সত্যিই অপূর্ব লাগে এই ফুলটিকে। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে এই ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন আমাদের মাঝে। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। এটি আমার খুবই প্রিয় একটি শখ।

 2 years ago 

আমিও ভাই চোখের লাগার মত কোন প্রাকৃতিক দৃশ্য অথবা আনকমন ফুলের গাছ ফুল সামনে পেলেই ফটোগ্রাফি করে ফেলি। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বাহ খুব অসাধারণ আপনি অনেক সুন্দর করে কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে যথার্থ বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 58576.55
ETH 2982.45
USDT 1.00
SBD 3.71