বাসায় তৈরি স্পেশাল তন্দুরি চিকেন রেসিপি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago
বাসায় তৈরি স্পেশাল তন্দুরি চিকেন রেসিপি

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।

1.jpg

মজাদার ও সুস্বাদু খাবারের মধ্যে আমার এই একটা পছন্দের খাবার। আর সেটি হলো বাসায় তৈরি স্পেশাল তন্দুরি চিকেন রেসিপি। চিকেন দিয়ে তো কত রকমের খাবার তৈরি করা সম্ভব যা গণনা করেও শেষ করা যাবে না। তবে আমি মনে করি চিকেনের তৈরি তন্দুরি চিকেন রেসিপি সবার পছন্দের টপ লেভেলে আছে। আমি প্রায় সময় বাসায় ভিন্ন ভিন্ন ভাবে তন্দুরি চিকেন রেসিপি তৈরি করি। আর যতই খাই তবুও যেন এর স্বাদ নষ্ট হয় না, তবে এটাও সত্য যে এক টানা কোনো কিছুই ভালো লাগে না। তাই কিছুদিন পর পর খেলে স্বাদের মান ঠিক থাকে ও খেতেও ভালো লাগে। আজকে আমি ইফতারের জন্য স্পেশাল ভাবে বাসায় তৈরি করেছি এই তন্দুরি চিকেন রেসিপি সেই সাথে আপনাদের সাথেও সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

তন্দুরি চিকেন রেসিপি আমার উনার অনেক পছন্দের তাই আরো মজাদার ও স্পেশাল ভাবে তৈরি করার চেষ্টা করেছি। চিকেন , গরম মসলা , টক দই ও আরো কয়েক রকম প্রয়োজনীয় উপকরণ একসাথে করে তৈরি করা হয়েছে মজাদার তন্দুরি চিকেন রেসিপি। ফুড কালার ব্যবহার করে চিকেন গুলো আরো কালারফুল করা হয়েছে। আর খেতেও অনেক দারুন হয়েছে। আপনারা চাইলে বাসায় খুব সহজেই আমার পোস্ট দেখে তৈরি করে নিতে পারেন তন্দুরি চিকেন রেসিপি। আর নিজেই বাসায় এমন মজাদার খাবার তৈরি করার মধ্যে অনেক আনন্দ রয়েছে।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে বাসায় তৈরি করেছি স্পেশাল তন্দুরি চিকেন রেসিপি। স্পেশাল তন্দুরি চিকেন রেসিপি তৈরির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সুন্দর ভাবে একে একে শেয়ার করেছি ও ছবির মধ্যে লিখে দিয়েছি। আপনারা খুব সহজেই আমার পোস্ট দেখে বাসায় এভাবে স্পেশাল তন্দুরি চিকেন রেসিপি তৈরি করতে পারেন ও শিখে নিতে পারেন। আশাকরি আপনাদের কাছে আমার আজকের স্পেশাল তন্দুরি চিকেন রেসিপি তৈরিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক...........

ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

04.jpg

ধাপ-4.

4.jpg

ধাপ-5.

5.jpg

ধাপ-6.

6.jpg

ধাপ-7.

7.jpg

ধাপ-8.

8.jpg

ধাপ-9.

9.jpg

ধাপ-10.

10.jpg

ধাপ-11.

11.jpg

ধাপ-12.

12.jpg

ধাপ-13.

13.jpg

ধাপ-14.

14.jpg

ধাপ-15.

15.jpg

ধাপ-16.

16.jpg

ধাপ-17.

017.jpg

ধাপ-18.

17.jpg

ধাপ-19.

18.jpg

ধাপ-20.

19.jpg

ধাপ-21.

20.jpg

আমার আজকের বাসায় তৈরি স্পেশাল তন্দুরি চিকেন রেসিপি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।



break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

এতো এতো খাবার দেখলে মনের ভেতরে যে এখন কি দুঃখ হয়। বাড়ি যেতে ইচ্ছে করে খুব। খুব ভালো পোস্ট সাজিয়েছেন। ভালো থাকুন সকলে।

 2 years ago 

আমি আশা করি আপনি খুব জলদি বাড়ি যাবেন এবং বাড়িতে গিয়ে মায়ের হাতে মজার মজার খাবার খেতে পারবেন।

 2 years ago 

তন্দুরি চিকেন খেতে আমার খুবই ভালো লাগে। বাসায় নিজের হাতে তৈরি করতে পারলে তো ভালই। আপনি খুব সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন আপু। দেখতে খুবই লোভনীয় লাগছে রোজা রেখে এরকম লোভনীয় রেসিপি দেখলে কি আর ঠিক থাকা যায়। আপনার রেসিপি দেখে আমি শিখে নিয়েছি অবশ্য এভাবে বাসায় একদিন ট্রাই করে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর স্পেশাল তন্দুরি চিকেন রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রোজা রেখে সত্যিই এত মজার রেসিপি দেখলে নিজেকে ঠিক রাখা যায় না। একদিন বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু ইফতারিতে দাওয়াত না দিয়ে একাএকা খাবেন না।খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আমি অনেক পছন্দ করি তবে রোজার মধ্যে এখনও খাওয়া হয়নি।আপনার তন্দুরি চিকেন রেসিপি দেখে লোভ সামলানো যাচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার বাংলা ব্লগ পরিবারের সকলের জন্য আমার ঘরের দরজা সব সময় খোলা থাকবে,যেকোন সময় যেকোন কেউ আমার বাসায় চলে আসতে পারেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার এক কলিগ একবার তার বাসায় তন্দুরি চিকেন খাইয়ে ছিল। সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। আপনার রান্নার ছবি দেখে মনে হচ্ছে এটাও খেতে বেশ সুস্বাদু হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

তন্দুরি চিকেন বিশেষভাবে রান্না করতে পারলে সত্যিই এর অসাধারণ স্বাদ হয়ে থাকে। আপনিও আমার মত করে বাসায় এভাবে একদিন চেষ্টা করে দেখতে পারেন। এটি বেশ সুস্বাদু হয়েছে।

 2 years ago 

ইফতারের জন্য আপনি বাসায় স্পেশালভাবে তন্দুরি চিকেন রেসিপি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে তন্দুরি চিকেন এর স্বাদ এতটাই অতুলনীয় যে যতবারই খাওয়া হোক না কেন খেয়ে মন ভরে না। আপনি বাসায় পারফেক্ট খাবে তন্দুরি চিকেন তৈরির রেসিপি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

তন্দুরি চিকেন এর স্বাদ এতটাই অতুলনীয় যে যতবারই খাওয়া হোক না কেন খেয়ে মন ভরে না

একদম ঠিক বলেছেন আমিও প্রায় সময় বাসায় তন্দুরি চিকেন তৈরি করে খাই, তবুও যেন আরো খেতে ইচ্ছে করে।

 2 years ago (edited)

image.png


আপু আপনার চিকেন তান্দুরি রেসিপি টা অনেক সুন্দর হয়েছে। ফুড কালার ব্যবহার করায় একবারে মনে হচ্ছে রেস্টুরেন্টের চিকেন তান্দুরি। ঠিকই বলেছেন আপু। চিকেন তান্দুরি সবার পছন্দের তালিকায় শীর্ষে থাকবে। আপনার অনেক রেসিপি টা খেয়ে বেশ প্রশংসায় করবেন। রেসিপির প্রস্তুত প্রণালি তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল আপনার জন্য।


image.png

 2 years ago 

আমি মনে করি আমার তৈরি করা এই চিকেন তন্দুরি রেস্টুরেন্ট থেকেও আরো বেশি স্পেশাল হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তন্দুরি চিকেন রেসিপি আমার উনার অনেক পছন্দের তাই আরো মজাদার ও স্পেশাল ভাবে তৈরি করার চেষ্টা করেছি।

আপনি আপনার প্রিয় মানুষটির জন্য তার পছন্দের রেসিপি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। তন্দুরি চিকেন রেসিপি খুবই লোভনীয় হয়েছে। অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 2 years ago 

সবসময় চেষ্টা করি নতুন ও মজাদার কিছু তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু এক খাবার অতিরিক্ত খেলে ভাললাগেনা, তাই একটু গ্যাপ দিয়ে খাওয়া ভালো যেন খাবারের স্বাদ এর মান ঠিক থাকে।
যাইহোক আপনার তৈরি করা তন্দুরি চিকেন রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। বিশেষ করে ফুড কালার ব্যবহার করার কারণে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আপনি তো আমার লোভ লাগিয়ে দিলেন আপু। আমি অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখব।
ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

লোভনীয় খাবার দেখে তো লোভ লাগবে এটাই স্বাভাবিক। বাসায় ট্রাই করে দেখেন বানাতে পারবেন খুব সহজেই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তন্দুরি চিকেন রেসিপি 🤤
সত্যিই এটা আমারও পছন্দের তালিকায় টপ লেভেলে রয়েছে।
ভীষণ ভালো লাগে এটা খেতে 😋
আমার বাসায় চিকেন আইটেম ভালোই চলে।
লোভনীয় রেসিপি এটি 👌

 2 years ago 

আপনার বাসায় চিকেন আইটেম যে ভালোই চলে এটা আপনাকে দেখলে বোঝা যায়। হাহাহা....... ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হা হা হা 😄
কিভাবে বুঝলেন 🤗
যদি একটু বলতেন, ‌‌আমি‌‌ কি মোটা হয়ে যাচ্ছি 😄

 2 years ago 

তন্দুরি চিকেন রেসিপি দেখে জিভে জল চলে এসেছে ।আপু খুব সুন্দর একটি কালার ,ইচ্ছে করছে এক পিছ নিয়ে খেয়ে ফেলি। আপনি এমন সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন যা দেখে খুব লোভ লেগে যায়। সব সময় দোকান থেকে কিনে খেতাম ।আপনার আজকের রেসিপি মাধ্যমে শিখে নিয়েছি এখন বাসায় তৈরি করতে পারব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

দোকানে কিনতে সবকিছুই পাওয়া যায়, তবে বাসায় তৈরি করার মতো স্বাস্থ্যসম্মত না। রেসিপিটি শিখে নিয়েছেন এবার বাসায় নিজেই তৈরী করতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.12
JST 0.031
BTC 61258.08
ETH 2873.80
USDT 1.00
SBD 3.56