আমার কবিতার খাতা থেকে:একটা দুঃখ।।২৮ মে ২০২৩
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করছি আপনাদের খারাপ লাগবে না।
কতটা ভালোবাসলে বলো
বার বার ফিরে আসা যায়?
এই শ্যামল বাংলার মুখ চেয়ে
তোমাকেই ভীষণ ভাবে পাওয়া যায়।
আমি একটা দুঃখ নিয়ে বসবাস করি
নিষিদ্ধ সব ইচ্ছের মিছিলে আমি সম্মুখে
প্রতিবাদী স্লোগান নিয়ে হেঁটে যাই,
কত রাত আমি পরিকল্পনা সাজাই
তোমার রাজ্যে হাহাকার উঠাবো বলে।
অনেক রক্তে আমার হাত রাঙানো
অনেক বাধা বিপত্তি পেরিয়ে
আমার সংগ্রাম এখনো চলছে,
আমি জিততে চাই না আমি লড়াই চাই।
একদিন চলো সমুদ্রে যাই,
নোনা জলে হৃদয় নামিয়ে ভালোবেসে যাই।
কত বার হাওয়ায় শুনেছি তোমার বদনাম
আমি তো পেয়েছি স্বর্গীয় সুবাস,
চিরদিন একটা মুগ্ধতা নিয়ে আমি চলছি
তোমাকে পেয়েও আমি আরো তোমাকে চাইছি।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
দাদা আপনার কবিতার চরণ গুলো অসাধারণ ছিল পড়ে আমি মুগ্ধ হয়েছি। আসলে দাদা ভালোবাসার মানুষের জন্য সবকিছু করা যায়। তাকে নিয়ে একটু কল্পনা করলেই বোঝা যায় সে কত কাছে, যে দিকে তাকাই সেদিকেই মনে হয় তাকেই দেখতে পায়। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য দাদা।
দাদা আজকে আপনার কবিতার খাতা থাকে অসাধারণ একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেন। আপনার প্রত্যেকটা কবিতা আমার খুবই ভালো লাগে। আজকের এই কবিতাটি খুবই ভাল হয়েছে, কবিতার ভাষা ছিল অসাধারণ।
দাদার কবিতা মাঝে মাঝে মাথার উপর দিয়ে যায়, সত্যি বলছি আজকের কবিতাটি কয়েকবার পড়লাম কিন্তু এর গভীরতা একটুও বুঝতে পারি নাই। তবে একটা চাপা কষ্টের অনুভূতি বেশ উপলব্ধি করেছি। ধন্যবাদ
ভালোবাসার যে আকুলতা প্রকাশ পেয়েছে, তাতে যেন হৃদয়টা ছুয়ে গেল। কবির ভালোবাসা বাস্তবে রূপ পাক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করি।
যথার্থ লিখেছেন ভাই 🙏❤️
প্রিয় দাদা, আপনার লেখা "একটা দুঃখ" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে দাদা আপনার লেখায় কবিতাটিতে মনের গভীর ভাব দারুন ভাবে ফুটে উঠেছে। এ ধরনের কবিতা গুলো পড়তে আমার এমনিতে অনেক ভালো লাগে। চমৎকার একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।