আমার কবিতার খাতা থেকে: অন্য রকম হতে পারতো
হ্যালো বন্ধুরা ,আপনারা কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করতে চলেছি।আশা করি ভালো লাগবে আপনাদের।আপনাদের একটু ভালো লাগলেই সেটা আমার লেখার স্বার্থকতা।
অনেক লুকোচুরি আর নিমন্ত্রণ নিয়ে
পাহাড়ি প্রবঞ্চনা আর নিস্তেজ ইচ্ছেরা,
কিছু কিছু অনাকাঙ্ক্ষিত দোলাচলে,
আমাদের গল্প থেমে যায় মাঝ রাস্তায়।
জানি শ্বাশত সত্যের অনিবার্য বিশ্বাস নিয়ে
আমাদের গল্প কখনোই শেষ হওয়ার নয়,
মাঝ রাস্তায় হাজারো স্বপ্ন জুড়ে যাত্রা আরম্ভ,
সব কিছুর পর ও সত্য বিচ্ছেদের নয়।
বহু ক্লান্তির পথ পাড়ি দিয়ে এক মধ্যাহ্নে
শুনেছি রাখালের বাঁশি এই প্রযুক্তির যুগে
আমি হয়তো তোমার হয়েও তোমার হতে পারিনি,
তবে ভালোবাসা সত্যি আছে দারুণ বিশ্বাসী।
এই জগতে কেউ হারতে চায় না
লড়াইয়ে লড়াইয়ে জেতার জেদ চেপে যায়
তবুও হারতে হয় তোমাকে ভালো রাখার দায়,
ফুলের বাগানে যদি ফুল না থাকে,
কিসের আয়োজন বলো এই উৎসবের?
জানি তোমার ভালোবাসা সত্যি ছিলো
যে বিশ্বাসের হাত বাড়িয়েছিলে ছিলো মজবুত
সময় টা বড় অসময়ে আমাকে জানান দেয়,
আমি পরাজিত অনিবার্য এই রায়।
কষ্ট ফুরিয়ে যাবে সময়ের পরশে
মরা গাছে দেখা দেবে সবুজ পল্লবের,
সব কিছুই ঠিক থাকবে এই চারিপাশ,
তবুও ভালো থাকা যাবে না কারণ থাকা যায় না।
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Beauty of Creativity.
Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord
অনেক জটিল শব্দ দিয়ে লেখা কবিতাটি।বারবার পড়ে বোঝার চেষ্টা করেও খুব কম বুঝতে সক্ষম হয়েছি।সত্যিই কিছু গল্প কখনো শেষ হয় না আর সত্য সবসময় জীবন্ত থাকে।মানুষের বিশ্বাসে লুকিয়ে থাকে অনিবার্য ভালোবাসা।মরা গাছে যেমন কচি সবুজ পাতায় ভরে যাবে তেমনি শুন্য হৃদয়ে সারাজীবন ভালোবাসা জেগে থাকবে ।যাকে ছাড়া কেউ ভালো থাকতে পারিনি ও পারে না।সুন্দর লেখনী,ধন্যবাদ দাদা।
দাদা আপনার আজকের কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে। অনেক দক্ষতার সাথে কবিতাটি লিখেছেন এবং আমাদের সাথে উপস্থাপন করলেন। আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। আসলে প্রিয়জনকে সুখী করার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। আপনি খুবই সুন্দরভাবে কবিতার মাধ্যমে বুঝিয়ে দিলেন।
আসলেই তাই,এই জগতে কেও ই হারতে চায় না।এতো দারুণ লিখেন আপনি ভাইয়া।
ভাইয়া দারুন লিখেন ,আসলে ভালো থাকা যায়না যতক্ষণ না আমরা নিজের চাওয়া পাওয়ার জিনিসটা কে কাছে পাইনা। ধন্যবাদ ভাইয়া।
দাদা,আপনি খুব সুন্দর এবং শক্ত কবিতা লিখেন।আমার কাছে ভালো লাগে।তবে একবার পড়ে হয় না।কয়েকবার পড়া লাগে।
ধন্যবাদ আপনাকে।
আমার কাছে অনেক ভালো লাগলো এই লাইনটি। সত্যি আপনি অনেক সুন্দর কবিতা লেখেন।
এইটা একদম ঠিক কথা বলেছেন ভাই । প্রিয়জনকে ভালো রাখার জন্য অনেক কিছুই বিসর্জন দিতে হয় । কি একটা অদ্ভুত মায়া । যেমন আকর্ষণ, তেমন বিকর্ষণ । ভালো লিখেছেন ভাই ।
দাদা আপনার প্রত্যেকটা কবিতা পড়ে আমার খুব খুব ভালো লাগে। আপনার প্রত্যেকটা কবিতা খুবই অসাধারণ। কবিতা গুলো পড়ে মনে এক ধরনের শান্তি আসে। আজকেও কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
দাদা আমি ছোট মানুষ ছোট মাথা আমার কবিতার লাইন গুলো সব মাথার উপর দিয়ে গেলো।তবে এরকম কবিতা পড়লে আবার একটা এনার্জি পাওয়া যায়।কি শক্ত লেখনি রে বাবা সত্যিই দাদা প্রণাম আপনাকে🙏
পুরো কবিতাটিই অসাধারণ ছিলো তবে এই লাইন গুলো একদম বুকে বিধে গেছে।ভালোবাসা নিবেন দাদা🖤🖤
সত্যি দাদা আপনার আবেগ কিংবা ছন্দময় কবিতার কোন তুলনা হয় না, উপরের লাইনগুলো একদম হৃদয় ছুঁয়ে গেছে আমার, ভালোলাগায় ভরে গেছে হৃদয়। বেশ সুন্দর লিখেছেন।
ধন্যবাদ আপনাকে।এতো সুন্দর কমেন্ট করার জন্য।সর্বদা এই ভাবে পাশে থাকবেন।