অন্ধকার কাটুক আলো আসুক।।২৯ এপ্রিল ২০২২।।
Credit:Pixabay
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।কয়েকদিন আসলে অনেক মানসিক যন্ত্রনা ও ভয়াবহ দুশ্চিন্তা নিয়ে দিন কেটেছে।মানুষের জীবন খুবই অনিশ্চিত তার জ্বলন্ত বাস্তবতায় আমি এখন একটা সুন্দর সকালের অপেক্ষায়।জানি বিশাল ঝড় জলের রাত শেষে এক স্নিগ্ধ সকাল আসে।আর এটাই মানব জীবনের শ্বাশত সত্য।
শরীর থাকলে সেই শরীর খারাপ হবেই।এটা স্বাভাবিক।কিন্তু একজন সবচেয়ে প্রিয় মানুষ যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তখন কাছের মানুষ হয়ে সেটা সহ্য করা বা মেনে নেয়া ভীষণ কঠিন।তারপর ও আমাদের মনকে শক্ত করে পরিস্থিতির সাথে লড়াই করে যেতে হয় সব কিছু আগের মতো স্বাভাবিক করতে।এটাই জীবন এটাই a part of life.
সব কিছুই সুন্দর চলছিলো।কিন্তু বিনা মেঘে বজ্রপাত এর মতো আমার খুবই কাছের প্রিয় মানুষ টি অসুস্থ হয়ে পড়লো।অসুস্থতা তেমন কিছুই ছিলো না কিন্তু অসুস্থতা ২৪ ঘন্টায় ঠিক না হওয়ায় সিদ্ধান্ত হলো হাসপাতালে যাওয়া।কিন্তু ভালো হসপিটালে যে কি পরিমাণ অরাজকতা আর ভয়ংকর জীবন নিয়ে খেলা চলছে তা বিশ্বাস করা খুব কঠিন।কম গুরুত্ব দেয়ার কারণে পরিস্থিতি অনেক অনেক খারাপ হলো।
রোগীকে তাৎক্ষণিক নিয়ে যাওয়া হলো ICU তে।কিন্তু মজার ব্যাপার হলো এই কর্পোরেট হসপিটাল টি সম্পূর্ণ ডাক্তার দের দিয়ে পরিচালিত ও মালিকানা ও তাদের ই।আমার কাছের মানুষটি এই হসপিটাল বেছে নিয়েছিল কারণ তার এক সিনিয়র ডাক্তার বন্ধু ওই হাসপাতালের নামকরা সার্জন ও একজন অংশীদার।
এছাড়া স্বাস্থ্য প্রশাসনের সকল সাপোর্ট থাকা শর্তেও রোগী টি কিছুটা অবহেলার শিকার হলো আর থাকে যেতে হলো ICU তে।তারপর অনেক কিছুই হসপিটাল কর্তৃপক্ষ কে face করতে হলো তাতে কি এসে যায় যা হওয়ার তা তো হয়েই গেছে।
আসলে আমি মনে করি অন্তত এই ডাক্তারি পেশায় আশার আগে তাদের কে মানসিক ভাবে প্রস্তুতি নেয়া উচিত।শুধু বাজার ভালো বলে জোর করে এই পেশায় আসা উচিত নয়।মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করার কোনো অধিকার এদের নেই।এই পেশায় যে বা যারা আসেন তাদের অনেক বেশি আন্তরিক হওয়া উচিত।মানুষের জীবন নিয়ে একবার ভুল ও অত্যান্ত বিপদজ্জনক।আর তার প্রমান আমার কাছের মানুষের আজকের এই অবস্থা।
তবে সুখের কথা বিপদের কালো মেঘ সরে গেছে সম্ভাবনার আকাশ পরিস্কার।রোগী বিপদমুক্ত ও আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি।তবে সে ক্ষেত্রে কিছু জটিলতা আসার সম্ভাবনা আছে।তবে ঈশ্বরের কৃপায় আশা করি খুব ভালো ভাবেই সে সুস্থ হয়ে যাবে।
এখন আসি কিছু অন্য কথায়।বিপদে বন্ধুর পরিচয়,এই প্রাচীন প্রবাদ সব যুগে সমান প্রাসঙ্গিক।আজকে এই ঘটনায় ও এই প্রবাদ দারুণভাবে সত্য ও প্রতিফলিত।কিছু আত্মীয় ফোন মারফত খবর নিয়ে চলেছে প্রতিনিয়ত।হাতে গোনা কয়েকজন এসেছে সশরীরে।কিন্তু অধিকাংশ সাহায্য করার ভয়তে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলেছে।কিন্তু মজার ব্যাপার হলো আমাদের আর্থিক সাহায্যের কোনো দরকার নেই এমনকি শ্রমের ও না।তারাই বরং এগুলো আমাদের কাছ থেকে পেয়ে থাকে।
কিন্ত রক্তের সম্পর্কের চেয়ে ও ভালোবাসার সম্পর্ক অনেক বড় তার প্রমাণ চোখের সামনে।আমার কাছের মানুষ তার সহকর্মী যারা সকলেই ডাক্তার office সহযোগী ,ছাত্র জীবন ও পেশাগত জীবনের বড়ভাই ছোট ভাই সবাই যে ভাবে স্বতঃস্ফূর্ততা নিয়ে এগিয়ে এসেছেন তা এক কথায় অসাধারণ।সত্যি বলতে আমাদের বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই।সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা তারাই করছে।আর্থিক বিষয় নিয়ে আমরা কথা বললে ও তারা সেটা না শুনে সব নিজেরাই করছে।
তাহলে আত্মীয় বনাম অনাত্মীয় ,তফাৎ কোথায়?
ভালোবাসা আর মানবতায়।
আমরা পরিবারে ছোট বড় নিয়ে মোট ৯ জন আছি।এই নয় জন এর প্রত্যেকে একে অন্যের পরিপূরক।একজন এর কিছু খারাপ হলেই পুরো পরিবার ভারসাম্য নষ্ট হয়ে যায়।আর এখন সেটাই হয়েছে।তারপর ও জীবন চলবে জীবনের নিয়মে।তবে লড়াই জারি আছে জয় ঈশ্বরের কৃপায় অনিবার্য।
আর একজন মানুষ যার কথা যদি না বলি আমি মনে করি অধর্ম হবে।ভালোবাসার আরেক নামই এই মানুষটি।এই ভয়ংকর কঠিন সময়ে যখন আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি তখন আমাকে শক্তি জুগিয়েছে আমাকে বিশ্বাস করিয়েছে যে সব কিছু ঠিক আগের মতো হয়ে যাবে।প্রত্যেকটা মিনিট সে দূরে থেকে ও আমাদের পরিবারের সাথে ছিলো।সারারাত ঘুমোয়নি কারন একই যন্ত্রণায় সে ছটফট করছে যে যন্ত্রণা আমাদের ঘুমোতে দেয়নি।
শুধু ঈশ্বরের কাছে ডেকে গেছে যে মানুষ টা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে।তবে একটা বিষয় যার অসুস্থতায় এই মানুষটি এতটা অস্থির এতো ব্যথিত অথচ তাকে সে কোনোদিন ও সামনা সামনি দেখেনি।তবুও আমাদের পরিবারের একজন হয়েই আমাদের সাথেই এই কঠিন সময়ে লড়ে যাচ্ছে দিনরাত এক করে।মানুষ হিসাবে তাকে আমি শ্রদ্ধা করি এটা বলতে ও আমি দ্বিধাবোধ করবো না।যদিও সে আমার সবচেয়ে কাছের বন্ধু ও ভালোবাসার মানুষ @swagata21।
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Beauty of Creativity.
Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord
বর্তমানে অধিকাংশ ডাক্তার ই এমন, মনে হয় এখন সব মানুষ ডাক্তার হতে চায় শুধুমাত্র টাকার জন্য। সেবা দেওয়ার মানসিকতা এখন অনেক ডাক্তারই নেই। আপনার পরিবারের প্রিয় মানুষটি এখন বিপদমুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে জেনে খুব ভালো লাগলো। আশা করছি উনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
বড় দাদা মারফত অনেক আগেই জানতে পেরেছি আপনার পরিবারের সদস্যের অসুস্থতার কথা। সেজন্য আমি তথা আমার বাংলা ব্লগ পরিবারের প্রতিটি নিবেদিত সদস্য অন্তর থেকে প্রার্থনা করেছে তার সুস্থতার জন্য এতে কোন সন্দেহ নেই।
আপনার বলা এই প্রাচীন প্রবাদটি প্রত্যেক মানুষই বিপদে পড়লে জীবনে কখনো না কখনো সত্যিকার ভাবে উপলব্ধি করতে পারে। তবে এটা জেনে ভালো লাগলো যে কিছু মানুষ যেমন আপনাদের বিপদে সরে পড়েছে ঠিক তেমনি আবার কিছু মানুষ আপ্রাণ চেষ্টা করেছে আপনাদের পাশে থাকতে। সবচাইতে বেশি ভাল লেগেছে আপনার পছন্দের মানুষটি তার সর্বোচ্চ চেষ্টা করেছে এ বিপদে আপনার সাহস যোগাতে, আপনার পাশে থাকতে। জীবনসঙ্গী হিসেবে আসলে এমন মানুষকেই বেছে নেয়া উচিত। শুভকামনা রইল আপনার এবং আপনার পরিবারের জন্য। ভাল থাকবেন শান্তিতে থাকবেন এটাই প্রত্যাশা।
এটা সত্য কথা দাদা, যারা ডাক্তারি পেশায় আছে তাদের বেশির ভাগের মানবিকতা অনেক আগেই পঁচে গিয়েছে এবং আজকাল নিজেকে আর ডাক্তার হিসেবে পরিচয় দিতে ভাল লাগে না। কারণ আমি খুব কাছ থেকে এই ব্যপারগুলো দেখেছি, জীবনের থেকে পয়সার মূল্য অনেকটাই বেশি এদের কাছে । পয়সার জন্য জীবনটাকে এরা বেপরোয়া করে ফেলে । তবে সর্বোপরি সব জেনে ভালো লাগলো যে, আপনি এখন অনেকটাই চিন্তামুক্ত আছেন এবং আপনার ভালোবাসার মানুষকে দেখে বেশ ভালো লাগলো । আপনাদের ভালোবাসা বেঁচে থাকুক যুগ থেকে যুগান্তর, এই প্রার্থনাই করি । এবং সে প্রতিনিয়ত আপনাকে চিন্তা মুক্ত রাখুক, সেই কামনায় থাকবে ।
ভালোবাসা রইল ভাই ।।
আমি কি বলবো সত্যিই বুঝতে পারছি না।আমি মানুষটাকে দেখিনি এটা একদম ঠিক, কিন্তু সেই মানুষটির বিষয়ে আমি এত শুনেছি তোমাদের সবার মুখে যে ভালো না বেসে থাকতে পারিনি।আর আমার মনে হয় বিপদের দিনে বিশ্বাস হারানো টা একেবারেই উচিত নয় তাই যতটা পেরেছি দূর থেকে তোমাদের সবার সাথে থাকার চেষ্টা করেছি। প্রিয় মানুষটি পুরোপুরি সুস্থ হয়ে যাক।সব কিছু আগের মত হয়ে যাক এটাই শুধু চাই।
ভালোবাসি ব্ল্যাক্স ❤️❤️
দাদা আপনাদের কষ্ট আমি কিছুটা হলেও বুঝতে পারি। কারণ আমি একাধিকবার এই ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছি। কাছের মানুষ যখন বিপদগ্রস্ত থাকে তখন পৃথিবীর কোনো কিছুই মানুষের কাছে ভালো লাগে না। অবশ্য সেই সময়টাতে কে আপন কে পর সেটা সবচাইতে ভালো বোঝা যায়। তবে আপনার পোষ্ট থেকে একটা জিনিস পড়ে আমি অবাক হলাম। আমাদের দেশের শতকরা ৯০ ভাগ মানুষ চিকিৎসকদের নিয়ে অভিযোগ করে। এখন দেখছি আপনাদের ওখানেও সে সমস্যা কিছুটা রয়েছে। এমন হলে আমরা যাবো কোথায়? কারণ শারীরিক সমস্যা হলে আমাদের প্রথমে ডাক্তারের কাছে যেতে হয়। তারা যদি কর্তব্যে অবহেলা করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তবে আপনাকে সৌভাগ্যবান বলতে হবে যে স্বাগতা দিদির মত একজন চমৎকার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছেন। যে কোনো দিন আপনার ভাইকে না দেখেও আপনাদের বেদনায় সমানভাবে ব্যথিত হয়েছে। এমন সমব্যথী কোথায় পাওয়া যায়? সবশেষে আপনাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
প্রথমত সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি যে রোগী সুস্থ হয়ে উঠেছে। সে যেন সুস্থ থাকে সেই কামানাই করি। আর আপনার ভালোবাসার মানুষ @swagata21 আপুকে আমারো বেশ পছন্দ। কিন্তু অবাক হলাম এটা জেনে যে, রোগীকে আপু সরাসরি এখনো দেখেনি কিন্তু তিনি তার জন্য অস্থির ছিলেন।
যাইহোক আপনার জন্য ও আপনার ভালবাসার মানুষের জন্য শুভকামনা রইল দাদা।
দোয়া করছি দাদা অনেক দ্রুত আপনার প্রিয় মানুষ টি পুরোপুরি সুস্থ হয়ে উঠুক। আর ডাক্তারদের কথা কিছু না বলি।তবে এখনো কিছু ডাক্তার আছে অনেক ভালো। আর দাদা বিপদ আসলে হঠাৎ করেই আসে। ধৈর্য ধরা ছাড়া তখন আর কোন উপায়ও থাকে না।যাইহোক প্রিয় মানুষ সবসময় আপনাকে চিন্তা মুক্ত রাখুক এই কামনা।
বাহ্! দাদা আপনাদের পরিবারের একাত্মতা দেখে খুবই ভালো লাগলো।আপনারা একে অন্যের বিপদ আপদে ও সুখে দুখে ঝাঁপিয়ে পড়েন আপনার সম্পর্ক অটুট থাকুকু এটাই কামনা করছি।
দাদা, বিগত কিছুদিন ধরে তুমি কতটা কঠিন সময় পার করেছে তোমার এই আজকের ব্লগের মাধ্যমে আমরা তা পুরোপুরি ভাবে জানতে পারছি। প্রিয় মানুষটা হঠাৎ করেই চোখের সামনে যদি এভাবে অসুস্থ হয়ে যায় সত্যিই তা ভালবাসার মানুষগুলো মেনে নিতে পারে না। এটা তোমার জন্য এক প্রকার যুদ্ধ ছিল।এই যুদ্ধে তুমি এক বিজয়ী যোদ্ধা। শত বাধা অতিক্রম করে তোমার সেই প্রিয় মানুষটা এখন সুস্থ রয়েছে শুনে আমরাও মনে শান্তি পেলাম। তোমার কথাই বুঝতে পেলাম তোমার পরিবারের প্রত্যেকের সদস্যের হৃদয় একই মালায় গাঁথা। এরকম পরিবার এখনকার সময়ে দেখা খুব ভাগ্যের বিষয়। যাহোক দাদা তোমার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য শুভকামনা রইল । সবাই ভাল থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো ।এভাবে হাসি খুশি থাকো সারা জীবন পরিবারের সবাইকে নিয়ে ।আমিও সবশেষে এটাই বলতে চাই দাদা "আলো আসুক অন্ধকার কাটুক"।