আমার বাংলা প্রতিযোগিতা-২৬||ভিন্ন স্বাদে,ভিন্ন রূপে মাটন-চিজ-কেক তৈরির রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।সবার সুস্থতা কামনা করে আজকের এই পোস্ট শুরু করলাম।

আজকে আমি আপনাদের সাথে একদম ভিন্ন এবং একটি নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগ মানে ভিন্ন কিছু ভিন্নভাবে উপস্থাপন করার একটি জায়গা। যেখানে আমরা প্রতিনিয়তই কোনো না কোনো নতুন জিনিস আবিষ্কার করতে থাকি এবং সবার দক্ষতা, অভিজ্ঞতা অথবা গুণ দেখতে পাই। ঠিক তেমনি @shuvo35 ভাইয়ার আয়োজিত কনটেস্টে আজ আমি যোগদান করতে আসছি। এটি তো ভিন্ন রকম কেকের রেসিপি নিয়ে কনটেস্ট। তাই ভাবলাম ভিন্নভাবে এটি তৈরি করব।

1667876320411.jpg

যেই ভাবনা সেই কাজ। করে ফেললাম মাটন চিজ আর বিভিন্ন রকম উপকরণ দিয়ে মাটন চিজ কেক। কেমন যেন, তাই না? তবে খেতে অনেক ভালো হয়েছিল। চলুন তাহলে রেসিপি দেখার আগে কিছু কথা শেয়ার করি।

IMG-20221107-WA0007.jpg

IMG-20221107-WA0004.jpg
সবার হয়তো আচারের কন্টেস্টের কথা মনে আছে। সেখানে ইউনিক আচারগুলো তৈরি করা হয়েছিল। আর তখন আমি ভেবেছিলাম মাটনের আচার করব। সেজন্য আমাদের মেহমানদের জন্য আনা মাটন থেকে কিছু পরিমাণ আমি রেখে দিয়েছিলাম।কিন্তু কাঁঠালের আচারের কথাও মাথায় এলো আর যেহেতু কাঁঠাল পেয়ে গিয়েছিলাম তাই কাঁঠালের আচার করেছি এবং যেটুকু মাটন আচারের জন্য রেখেছিলাম তা দিয়েই আজকের কেক তৈরি করলাম।

তাহলে দেরি না করে এই কেকের রেসিপিটি শুরু করা যাক।

মাটন রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ

1667876864630.jpg

উপকরণ
পরিমাণ
মাটন১ কাপ
চিজআধা কাপ
গোলমরিচ গুড়ো১ চা চামচ
হলুদ গুড়োআধা চা চামচ
লবণআধা চা চামচ
পেয়াজ২ টি
রসুন কুচি২ টি
কাচামরিচ কুচি২ টি
পেঁপে কুচি১টেবিল চামচ
ধনেপাতা কুচিপরিমাণ মত
সয়াবিন তেল১ টেবিল চামচ

প্রথম ধাপ

প্রথমে আমি ১ কাপ মাটন ভালোভাবে ধুয়ে একটি পাত্রে নিলাম।এখানে পরিমাণ মতো পানি, ১ চা চামচ লবণ এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাটন সিদ্ধ করতে থাকলাম। একেবারে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এগুলো রান্না করলাম।
20221107_102610.jpg20221107_102908.jpg

20221107_103546.jpg

সিদ্ধ হওয়ার পর নামিয়ে ঠান্ডা করে নিলাম।হাত দিয়েই ছোট ছোট টুকরো করে নিলাম।

20221107_110930.jpg20221107_111629.jpg

দ্বিতীয় ধাপ

এ পর্যায়ে একটি ফ্রাইপ্যানে তেল গরম হওয়ার জন্য দিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁপে কুচি। সবকিছু দিয়ে একসাথে ভাজতে থাকলাম।

20221107_111941.jpg

20221107_112035.jpg20221107_112126.jpg

তৃতীয় ধাপ

এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং গোল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আবারো ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম মাটন। এগুলো দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নিতে থাকলাম। এরপরে আমি এর মধ্যে আধা কাপ পরিমান চিজ গ্রেট করে দিয়ে দিলাম। সবকিছু একসাথে দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভেজে নিলাম। শেষ পর্যায়ে ধনেপাতা দিলাম। রান্না শেষ, এরপর নামিয়ে নিলাম।

20221107_112203.jpg20221107_112453.jpg
20221107_112542.jpg20221107_115138.jpg

কেকের ব্যাটার তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

1667837745308.jpg

উপকরণ
পরিমাণ
ময়দাদেড় কাপ
চিনি৪ টেবিল চামচ
লবণপরিমাণ মত
ডিম৩টি
গুড়ো দুধআধা কাপ
তরল দুধআধা কাপ
বেকিং পাউডার১ চা চামচ
সয়াবিন তেলআধা কাপ

প্রথম ধাপ

ময়দা, বেকিং পাউডার এবং দুধ পাউডার সবকিছু একসাথে আমি চালনি দিয়ে চেলে নিলাম। তার সাথে লবণ যুক্ত করলাম।

20221107_113043.jpg

দ্বিতীয় ধাপ

বড় আকারের একটি বাটিতে আমি তিনটি ডিম ভেঙে নিলাম। তারপরে বিটার দিয়ে তিন থেকে চার মিনিট বিট করে নিলাম। এরপরে এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে আবারও বিট করতে থাকলাম কিছুক্ষণ।

20221107_113636.jpg20221107_113712.jpg
20221107_114027.jpg20221107_114229.jpg

তৃতীয় ধাপ

তারপরে আমি এর মধ্যে আধা কাপ পরিমাণ তেল দিয়ে আবারও বিট করতে থাকলাম কিছুক্ষণ ধরে। সব কিছুই বিট করার পর এখন ময়দা সহ যে উপকরণগুলো চেলে নিয়েছিলাম সেগুলো অল্প অল্প করে দিতে থাকলাম আর বিট করতে থাকলাম। সবকিছু ভালোভাবে মিশাতে আমি অনেকক্ষণ বিট করে নিলাম।

20221107_114216.jpg

20221107_114325.jpg20221107_114305.jpg

চতুর্থ ধাপ

শুকনো উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নেয়ার পর আমি অল্প অল্প পরিমানে আধা কাপ পরিমাণ দুধ এর সাথে যোগ করলাম এবং আবারও বিট করলাম। সবকিছু ভালোভাবে বিট করে কেকের ব্যাটার তৈরি করে নিলাম।

20221107_114523.jpg20221107_115034.jpg

পঞ্চম ধাপ

এখন কেকের ব্যাটারের মধ্যে রান্না করা মাটন গুলো দিয়ে দিলাম। ভালোভাবে সবকিছু মিশিয়ে নিলাম। এরপরে কেকের মোল্ডে হালকা তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে দিলাম।

20221107_115146.jpg20221107_115309.jpg

এর উপরে একটি পাতলা কাগজ বসিয়ে দিলাম এবং পাশেও দিয়ে দিলাম। এই মোল্ডের মধ্যে কেকের ব্যাটার দিয়ে দিলাম।

20221107_115601.jpg20221107_115954.jpg

20221107_120040.jpg

ষষ্ঠ ধাপ

এরপর এটি চুলায় দেয়ার পালা। এর কিছুক্ষণ পূর্বেই আমি একটি পাতিল বসিয়ে দিয়েছিলাম।সেখানে একটি স্ট্যান্ড দিয়েছিলাম কেকের মোল্ড রাখার জন্য। কিছুক্ষণের জন্য হিট করে নিয়েছি এটি।তারপর কেকের ব্যাটার সহ মোল্ডটি স্ট্যান্ডের উপরে সাবধানে বসিয়ে দিলাম।ঢাকনা দিয়ে দিলাম। ৩০ থেকে ৩৫ মিনিটের মধ্যে এই কেকটি হয়ে গেল। তবে এর মাঝে আমি পেঁয়াজের রিং এবং পেঁপে দিয়ে হালকা কিছু ডেকরেশন উপর দিয়ে করে দিলাম।

20221107_120146.jpg20221107_121249.jpg

সপ্তম ধাপ

একটা সময় পর কাঠি দিয়ে চেক করে দেখলাম কেকটি সম্পূর্ণভাবেই তৈরি হয়ে গেছে। এই জন্য আমি নামিয়ে নিলাম এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে এটি মোল্ড থেকে বের করে কাগজগুলো ছাড়িয়ে নিয়ে রাখলাম।
20221107_124146.jpg

জেলি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

1667837890310.jpg

উপকরণ
পরিমাণ
আগার আগার পাউডারদেড় চা চামচ
লাল ফুড কালার২ ফোটা
পানিদেড় কাপ
চিনি২ টেবিল চামচ

প্রথম ধাপ

এখন আমি একটি পাতিলে এক কাপ পরিমাণ পানি দিলাম। এর মধ্যে ২ টেবিল চামচ পরিমাণ চিনি, দুই ফোঁটা ফুড কালার এবং দুই চা চামচ আগার আগার পাউডার দিয়ে নেড়ে দিলাম। এরপর প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত এটি জ্বাল দিয়ে নিলাম।

20221107_150743.jpg20221107_150926.jpg

দ্বিতীয় ধাপ

কেক তৈরি করার ক্ষেত্রে যে মোল্ড ব্যবহার করেছিলাম সেখানে আমি জেলির এই তরল দিয়ে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি ডিপ ফ্রিজে দেড় ঘন্টার জন্য রেখে দিলাম। এটি জমে গেলে নামিয়ে নিলাম।

20221107_161649.jpg

পরিবেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ

সবকিছু তৈরি হয়ে গেল। এখন পরিবেশনের সময়। এক্ষেত্রে আমি পূর্বে কিছু নারিকেল শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এগুলো একদম মিহি করে নিয়েছিলাম। শুকনো ভাবে রেখে দিলাম।

1667837693112.jpg

এখন কেকের উপরে আমি জেলি বসিয়ে দিলাম খুব সাবধানে। কারণ জেলি ভেঙে যেতে পারে।

20221107_161929.jpg

তারপর কেকের কিনারার অংশগুলোতে খুব সাবধানে নারকেলের গুড়ো গুলো দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20221107-WA0054.jpgIMG-20221107-WA0053.jpg

মাঝখানেও আরও একটি ডিজাইন করে নিয়েছি। পাশে খালি জায়গা গুলোতে পেঁপের বিচি দিয়ে ডিজাইন করে নিলাম।

1667874587553.jpg

IMG-20221107-WA0060.jpg

IMG-20221107-WA0043.jpg

IMG-20221107-WA0028.jpg

এভাবেই আমি কেকটি সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করেছি।এত এত ছবি তুলেছি যে কোনটা রেখে কোনটা দেব ভেবেই পাচ্ছিনা, তাই যা যা পেরেছি তাই দিয়েছি।
IMG-20221107-WA0003.jpg

IMG-20221107-WA0024.jpg

IMG-20221107-WA0006.jpg

আশা করি এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে।কেমন লাগলো আমার আজকের এই রেসিপি তা মন্তব্য করে জানাবেন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 last year 

ভিন্ন স্বাদে,ভিন্ন রূপে মাটন-চিজ-কেক তৈরির রেসিপি
দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। সত্যি আপনার রেসিপির পরিবেশন আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এই রেসিপিটি একদম নতুন লেগেছে আমার কাছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

নতুন তো লাগবেই,কারণ এমন কেক আগে কেউ তৈরি করতে দেখি নি,আর আমি ভাবলাম দেখি না কেমন হয়।অনেক ভালো লেগেছিল খেতে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক ইউনিক চিন্তাভাবনা থেকে এবং গতানুগতিক ধারার বাইরে গিয়ে অনেক চমৎকার ও সুস্বাদু একটি কেক বানিয়েছ। অনেক অনেক ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 last year 

প্রথমবার এমন কেক বানালাম,সবাই যে মজা করে খেয়েছে এটাই অনেক।

 last year 

যেমন ইউনিক তেমন মজা ও হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি সুস্বাদু ইউনিক কেক খাওয়ানোর জন্য

 last year (edited)

আপনি অনেক উপকরণ ব্যবহার করে কেকটি তৈরি করেছেন। দেখতে খুবই ইউনিক লাগছে। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

 last year (edited)

অসংখ্য ধন্যবাদ আপনাকে,মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 last year 

সত্যি খুব ইউনিক একটি কেক এর রেসিপি করেছেন আপনি আপু। মাংসের কেক এর আগে কখনো দেখিনি আমি। এই প্রথম দেখা জীবনে। খুব সুন্দর করে ডেকোরেশন করেছেন। তাই বেশি সুন্দর দেখাচ্ছে। তবে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে খাওয়ার সময় কি পেঁপের বিচি ফেলে দিতে হবেনা? কারণ পেঁপের বিচি তো তেতো হয়।

 last year 

আরে না ভাইয়া,এটাতো শুধুমাত্র ডেকোরেশন এর জন্য করেছি😜,কারণ দেখতে সুন্দর দেখাচ্ছিল তাই।আর কেক কাটার সময় এগুলো ফেলে দিয়েছি।

 last year 

আপু আপনি এটা কি দেখালেন আমি তো পুরো বিস্মিত হয়ে গেছি। পরিবেশন এত চমৎকার হয়েছে যে মনে হচ্ছে কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনা কেক। আর এভাবে মাটন চিজ কেক তৈরি করা যায় আমার কখনো জানা ছিল না ।এই প্রতিযোগিতার মাধ্যমে জানতে পেরেছি আপু আপনি এত দক্ষ রান্নাবান্নায় আজ বুঝতে পেরেছি।

 last year 

হ্যা আপু,আমি নিজেও কেকটা ডেকোরেশন করার পর ভাবলাম এত সুন্দর দেখাচ্ছে।বিশেষ করে কেকটি খেতেও মজা হয়েছিল।

 last year 

আপু এইরকম কেক এই জীবনের প্রথম দেখলাম। একদমই ইউনিক ছিল।যদি খেতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম।মাটন দিয়ে কেক তৈরি করা যায় এইটা প্রথম দেখলাম এবং শুনলাম। আসলে এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন একটি রেসিপি দেখতে পেলাম। আসলে কনটেস্ট এ নতুন নতুন জিনিস দেখতে পায়। এইটা খুবই ভালো লাগে।অন্য কিছু হলে বানানোর চেষ্টা করতাম কিন্তু এইটা চেষ্টা করেও আমার পক্ষে সম্ভব হবে না।আপু মজাটা কেমন হয়েছে জানাবেন আশা করছি। পরিবেশনা থেকে শুরু করে সবকিছুই পারফেক্ট হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর ইউনিক একটা কেকের রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া,কেকটা দেখতে তো মনে হচ্ছে খুবই সহজে তৈরি করা।কিন্তু আমার বাবুকে সামলানো মুশকিল,তারে নিয়ে অনেক কষ্টে সকাল থেকে বিকেল গড়িয়ে গিয়েছিল কেকের কাজ সম্পূর্ণ করতে।

 last year 

আপু আপনার কেকের মাটন চিজ রেসিপিটা একদম ইউনিক একটি রেসিপি ছিল। আর পরিবেশনটা তো ছিল চমৎকার। একদম দোকানের কেক গুলোর মত হয়েছে। তবে মাটন দিয়ে যে কেক তৈরি করা হয় তা আমার জানা ছিল না। যাক আপনি আচারের রেসিপি জন্য যে মাটন রেখেছিলেন সে মাটন দিয়ে আজকে কেকের রেসিপি তৈরি করে ফেললেন ভালোই বুদ্ধি আপনার। তবে রেসিপিটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে দেখে খুব খেতে ইচ্ছা করছে। আমি অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

অবশ্যই দেখবেন বানিয়ে,মজা লাগবে।আমি ভেবেছিলাম ভালো লাগবেনা খেতে।কিন্তু পরিবারের সবাই মিলে এক বসাতেই শেষ কেকটা।

 last year 

আপনার মাটন চিজ কেক তৈরি দেখে প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি। বিভিন্ন ধরনের কেক খাওয়া হয়েছে কিন্তু বাড়িতে এভাবে এত সুন্দর ইউনিক করে কেক রেসিপি তৈরি করা যায় যেটা কখনো চেষ্টা করা হয়নি। অনেক সুন্দর হয়েছে আপনার উপস্থাপনার চমৎকার ছিল সব মিলিয়ে অনেক ভালো লাগলো ।যেকোনো পজিশনে আপনি থাকবেন।

 last year 

আপনার মন্তব্য দেখে খুব ভালো লেগেছে।কোনো স্থান পাই আর না পাই মজা করে খেতে পেরেছি তাই ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64307.66
ETH 3146.33
USDT 1.00
SBD 3.88