অনুভূতির গল্প:) স্নেহের পরশমনি ছড়িয়ে যাক জীবন জুড়ে । (The bond of affection between brothers and sisters)

in আমার বাংলা ব্লগ2 years ago

অনুভূতির গল্প:)

"স্নেহের পরশমনি ছড়িয়ে যাক জীবন জুড়ে


IMG20220419134503_01.jpg

স্নেহের পরশমনি

পরশমনি বলতে বোঝায় এমন এক ধরনের পাথর যা লোহাকে স্বর্ণে রূপান্তরিত করতে পারে। অর্থাৎ এই পরশমণির একটি আশ্চর্য শক্তি বা ক্ষমতা রয়েছে সে যে কোন কিছুকেই মূল্যবান বস্তু তে রুপান্তরিত করতে পারে। আমি কখনো বাস্তবে পরশমনি দেখিনি কিন্তু আমার জীবন থেকে আমি এই পরশমনি সম্পর্কে অনেকগুলো উপলব্ধি পেয়েছি। আসলে সত্যি বলতে মায়া-মমতা কিংবা ভালোবাসার থেকে উর্ধ্বে কোন পরশমনি নেই। সত্তিকারের মায়া মমতা একটি পরশমনি থেকেও কোনো অংশে কম নয়, এই পরশমনি আপনার জীবনকে ঐশ্বর্যময় করে তুলতে পারে। আমাদের স্বামী-স্ত্রীর জীবনে আজকে আমরা সেরকমই একটি পরশমনির সন্ধান পেয়েছিলাম আজ দুপুর বেলায়। সত্যিই আমাদের কাছে আজকের দিনটি সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর আমি এতটাই আবেগাপ্লুত হয়ে গেছি যে আপনাদের সাথে পুরো বিষয়টা ভাগ না করে থাকতে পারলাম না। এর কারণ আপনারাও হচ্ছেন আমার পরিবারের সদস্য। তাই চলুন শুনে আসি আমাদের আজকের "স্নেহের পরশমনি ছড়িয়ে যাক জীবন জুড়ে" এর পুরো গল্পটি।

vM1pGHgNcyCbee5hzZJ19JZfuFzCeUv7mVFKdbzHUpgcfdNb1BLwsvbfwcU8F1Ay3ARopdoTuTvAvR5F4HQ3a28L67PaaEWpEPmxJ8cGsjYKG3es1V8d3zFvjKDmyMsxo6L6pMk.png

আমাদের জীবনের আনন্দময় একটি দিন


IMG20220419134513_01.jpg

আমি আমার জীবনের বিভিন্ন চড়াই-উতরাই পার হয়ে আজ ব্লগিংকে আমার ক্যারিয়ার হিসেবে নির্বাচন করে বাসায় রয়েছি এবং আমার কাজগুলো করার চেষ্টা করছি। আমি যদিও বাসায় রয়েছি তারপরও আমার সাংসারিক অন্যান্য কাজ খুব একটা বেশি করতে পারিনা এর কারণটা আশা করি আমাদের সবারই অজানা নয়। আচ্ছা যাক সে বিষয় আজ দুপুরের ঘটনা বলছি। আমাদের মেয়ে ইলমার বয়স ৭ বছর এখনো হয়নি আর আমাদের ছেলের বয়স মাত্র দশ মাস। দুপুরের সময়টা আমাদের সবার ভীষণ ব্যস্ততার সময়। আমি আমার কাজ নিয়ে ব্যাস্ত আর আমার স্ত্রী তার রান্নাবান্না নিয়ে ব্যস্ত। আমাদের আমাদের ছেলেমেয়েরা এই সময়টাতে খেলা করে। আজ ঠিক দুপুর একটার সময় আমাদের ছেলে হঠাৎ কান্নাকাটি শুরু করছিল ঘুমানোর জন্য কিন্তু এমন একটা অবস্থা আমি আমার কাজ ছেড়ে উঠতে পারছিনা আর এই দিকে আমার স্ত্রী তার রান্নার কাজ ফেলে আসতে পারছেনা। এখানে আরেকটু সংযোজন করে তা হলো আমি যখন আমার কাজগুলো করি তখন আমি অন্য রুমে অবস্থান করি আমার কাজগুলো ঠিকমতো করার জন্য। তো আমার ছেলে কান্না করছে কিন্তু আমরা দুজনের একজনও ওখানে যাওয়ার মতো অবস্থায় নেই। তো হঠাৎ আমরা খেয়াল করলাম আমাদের ছেলে আর কান্না করছে না তো আমার কাছে বেশ বিষয়টা কৌতুহল লাগল এবং আমার স্ত্রী আর আমি চিন্তা করলাম সে এতক্ষণ কান্না করছিল হঠাৎ সে থেমে গেল। তার কি কিছু হয়েছে ? আমরা দুজনেই একটু উঁকি দিয়ে যা দেখলাম এতে আমাদের মন আনন্দে ভরে উঠলো। দেখলাম আমাদের মেয়ে ইলমা ঠিক যেভাবে আমরা নিয়ে ঘুম পাড়াই আমাদের ছেলেকে ঠিক সেভাবে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে অথচ সেও কিন্তু এখনও যথেষ্ট ছোট। আমরা দুজন তাকে বিষয়টি বুঝতে দিলাম না কিন্তু আমরা দুজনেই আনন্দে মুচকি হাঁসছিলাম।

IMG20220419134806_01.jpg

IMG20220419134819_01.jpg

আরো অনেক বেশি আশ্চর্য হলাম যখন সে ঠিক আমাদের মত করে তার ভাইকে সুন্দর করে একটি বালিশের মধ্যে শুইয়ে দিয়েছে এবং নিজের হাতেই সবকিছু ঠিক করে দিচ্ছে। আমি সত্যিই ভীষণ আনন্দিত হলাম আমাদের মেয়ে ইলমার তার ভাইয়ের প্রতি মমতা এবং স্নেহ বোধ দেখে। আমি এবং আমার স্ত্রী ইলমাকে আমাদের বুকে জড়িয়ে নিলাম এবং অনেক দোয়া করলাম। বিশ্বাস করুন আমাদের সারাটা দিন এতটাই আনন্দে কেটেছে সেটা সত্যিই ভাষায় প্রকাশ করার মত নয়। আর আমরা সত্যিই আমাদের মেয়ে ইলমাকে নিয়ে অনেক বেশি গর্বিত। আমরা আজ ওদের অন্তর থেকে দোয়া করে দিয়েছি যাতে ওদের ভাইবোনের স্নেহ-মমতা আজীবন যেন ঠিক এভাবেই অটুট থাকে।

স্নেহের পরশমনি ছড়িয়ে যাক জীবন জুড়ে

vM1pGHgNcyCbee5hzZJ19JZfuFzCeUv7mVFKdbzHUpgcfdNb1BLwsvbfwcU8F1Ay3ARopdoTuTvAvR5F4HQ3a28L67PaaEWpEPmxJ8cGsjYKG3es1V8d3zFvjKDmyMsxo6L6pMk.png

ছবির বিবরণ
বিষয়বস্তুস্নেহের পরশমনি ছড়িয়ে যাক জীবন জুড়ে
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

🤍 বিদায় নিলাম 🤍

Sort:  
 2 years ago 

ইলমা যেন তাড়াতাড়ি বড় হয় আর তার ভাইয়ের প্রতি এভাবে যত্নশীল থাকে সেই দোয়াই করি ভাইয়া। বড় বোন যার আছে সেই অনেক ভাগ্যবান,কারন আমি বুঝি এটি। যাইহোক ইলমা মামনির জন্য দোয়া রইলো অনেক ও যেন এভাবে আপনাদের ব্যস্ততায় ভাইকে আগলে রাখতে পারে।

 2 years ago 

সত্যি একটি বড় বোন থাকলে মাথার উপর একটি মমতার ছায়া তৈরি হয়। যাক আপু আমাদের জন্য দোয়া করবেন।
আন্তরিক ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

আর আমরা সত্যিই আমাদের মেয়ে ইলমাকে নিয়ে অনেক বেশি গর্বিত। আমরা আজ ওদের অন্তর থেকে দোয়া করে দিয়েছি যাতে ওদের ভাইবোনের স্নেহ-মমতা আজীবন যেন ঠিক এভাবেই অটুট থাকে।

প্রথমেই দোয়া করি আল্লাহ তায়ালা যেন ঈলমা ও ঈয়ান বাবুকে ভালো রাখে। ভালো মানুষের মতো মানুষ হয়ে উঠে (আমিন). ঈলমা মামুনি যেনো ঠিক আপনার মতোই হয়েছে স্যার। আমি বিষয়টি অনেক দিন লক্ষ্য করেছি। আজকের দিনটি আপনাদের ভিশন আনন্দে কেটেছে জেনে খুশি হলাম। আপনার পুরো পরিবারের জন্য দোয়া রইল। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

ধন্যবাদ লিমন দোয়া করবে ওদের জন্য।
ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর ইলমা সত্যিই তার ভাইকে আগলে রাখার চেষ্টা করছে।

 2 years ago 

সত্যি বড় বোন থাকা যে কতটা ভাগ্যের ব্যাপার তা আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম। ইলমা মামনি ছোট হলেও অনেক বড় একটি কাজ করেছে, আমিই কখনো কোনো বাবুর কান্না থামাতে পারলাম না আর ইলমা মামনি এত সহজেই বাবুর কান্না থামিয়ে দিল 🥰।
যাইহোক তার ভাইয়ের প্রতি স্নেহ মমতা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। তাদের দুজনের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি ভাইয়া তাদের মধ্যে এরকম স্নেহ মমতা যেন সারা জীবন অটুট থাকে।❤️

 2 years ago 

সত্যিই ইভান বড় বোন থাকাটা সৌভাগ্যের বিষয়। বড় বোন থাকলে ছোটদের যত্নের অভাব হয়না।
মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জানাই ♥️

 2 years ago 

আহা ভাই আর বোনের কত মধুর সম্পর্ক 😍।
তবে আমার বড়ো আপু ছিল আমারে সবসময় ধইরা কেলাইত😂,আদর ও করতো সেটাও ধুপ ধাপ দুইটা কইল😂। সে যাই হোক আপনার এই পরশমনির ছোয়ায় ভরে উঠুক আপনাদের সেই ছোট্ট সংসার পূর্ণতা পাক ভালোবাসার, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো ভাইয়া 🖤

 2 years ago 

হা হা 😄
বড় বোন থাকলে আদরের পাশাপাশি মাইরও পাওয়া যায়, এটা সত্যি তবে আদরের মাইর।
দোয়া করবেন আমাদের জন্য।
ধন্যবাদ জানাই ভীষণ মিষ্টি একটি মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

আসলে মেয়েরা যে ভাবে তার ভাইদের ভালোবাসে পারে,আমার মনে হয় ভাইয়া ঐভাবে পারে না,সেইটা ছোট ভাই হোক কিংবা বড় ভাই হোক।যাই হোক ইলমা তার ছোট ভাইকে খুব যত্ন করে ভাইকে ঘুম পারালো,বড় বোন হিসাবে বয়সটা কম হলেও দায়িত্ব টা বড় নিয়ে ফেলেছে।বেচে থাকুক ভাই বোনের ভালোবাসা সব সময়ই। আসলে মা বাবা থেকে ও সন্তান অনেক কিছু শিখে আপনি ও তো ভাবির দায়িত্ব টা খুব ভালো ভাবেই পালন করে যাচ্ছেন, কয়জনই বা এভাবে দায়িত্ব টা পালন করে।ভালো লাগলো।ভালো থাকুন সব সময় পরিবার নিয়ে। ধন্যবাদ

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু মূল্যবান মতামতের জন্য।
সত্যিই তাই বোনের ভালবাসা একটি অতি মূল্যবান জিনিস। দোয়া করবেন আমাদের জন্য 💌

 2 years ago 

ছোট্ট মায়ের জন্য আশীর্বাদ ও ভালোবাসা রইলো সাথে বাবুর জন্যও। সত্যিই ওরা পরশমণি। ওদের নিয়ে ভালো থাকবেন এবং সাবধানে রাখবেন ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আমার পরিবারের জন্য দোয়া করার জন্য। সেই সাথে আপনার পরিবারের জন্য দোয়া রইল। ভালো থাকুন ভাই সবাইকে নিয়ে।

 2 years ago 

পরিবার হচ্ছে স্নেহ বন্ধন এর প্রধান স্থান।প্রত্যেকটা শিশু স্নেহের বন্ধনে থেকে যেন বড় হতে পারে সেই দোয়া রইল। আপনি খুব সুন্দর একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর পোস্ট দেখে।

 2 years ago 

ধন্যবাদ ভাই সত্যিই পরিবার হলো স্নেহের বাঁধনের প্রধান স্থান। মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ ভাই ♥️

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

আসলে গল্পটি পড়লাম বুঝতে পারলাম গল্পটিতে ফুটে উঠেছে। একজন পরিশ্রমি মানুষ ও ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা মায়া-মমতা।আসলে বাস্তবতা এমনই সবকিছু উতরিয়ে আপনি ব্লগিংকে পেশা হিসেবে নির্বাচন করেছেন আশা করি সামনের জীবন খুব সুন্দর ভাবে কাটিয়ে দিবেন। অনেক পরিশ্রম করতে হবে।এখানে যেমন সময় লাগে চাকরির থেকে কম নয়।ঈল্মার জন্য অনেক দোয়া রইলো 😍😍

 2 years ago 

ধন্যবাদ তোমাকে চমৎকার মন্তব্যের জন্য।
ওরাই আমার সব আর ওদের জন্য ভীষণ পরিশ্রম করে যাচ্ছি। আশাকরি সবসময়ই পাশে পাবো তোমায়।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.13
JST 0.032
BTC 61663.08
ETH 2893.40
USDT 1.00
SBD 3.48