এসো নিজে করি (রঙিন কাগজের ফুল)। 10% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ২৭ ফাগুন | ১৪২৮ , বঙ্গাব্দ | শনিবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নতুন সাজে। গাছে গাছে নতুন পাতা আর সেইসঙ্গে কোকিলের ডাকে মুখরিত চারিদিক। ফুল গাছগুলো ভরে আছে নানা রংয়ের রঙিন ফুলে। বসন্ত ভালবাসেনা এমন মানুষের সংখ্যা কম। পৃথিবীতে বেশ কিছু দেশ আছে যাদেরকে চির বসন্তের দেশ বলা হয়। অর্থাৎ সেখানে সর্বক্ষণ বসন্ত ঋতুর মতন আরাম দায়ক আবহাওয়া বিরাজ করে। বেশি শীতও নয় বেশি গরম ও নয়। কিছুদিন আগে আমাদের কমিউনিটি তে হয়ে গেল বসন্তের ফুলের একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণের সাড়া পড়েছিল ব্যাপক। প্রত্যেকেই তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বসন্তের ফুলের সৌন্দর্য তুলে ধরতে চেষ্টা করেছিলেন। প্রাকৃতিক ফুলের পাশাপাশি কৃত্রিম ফুলও কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগে না। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি রঙিন কাগজ দিয়ে একটি ফুলের নকশা কিভাবে তৈরি করা যায় সেটা দেখাতে। আশা করি কেমন লাগলো তা মন্তব্য মাধ্যমে জানাবেন।

MagPic_20220312_111636571.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • পেনসিল

20220312_010832.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

৩×৩ ইঞ্চি সাইজের একখণ্ড লাল কাগজ নিয়ে কোনাকুনিভাবে সমান দু'ভাগে ভাজ করি।

20220312_011259.jpg

20220312_094305.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-২ঃ

এবার চিত্রে প্রদর্শিত ভাবে পেন্সিল দিয়ে স্কেলের সাহায্যে লম্বালম্বি কিছু দাগ টানি।

20220312_094558.jpg

20220312_094856.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৩ঃ

এবার ভাঁজ খুললে কাগজটা দেখতে অনেকটা ছবির মত মনে হবে।

20220312_094920.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৪ঃ

দুই পাশের দুই ফালি কাগজ আঠা দিয়ে একসাথে করে জুড়ে দেই। একইভাবে একটি করে কাগজ বাদ দিয়ে প্রতিটি কাগজ আঠা দিয়ে জোড়া দেই।

20220312_095017.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৫ঃ

এবার বাদ দেয়া কাগজগুলো বিপরীত দিকে ঘুরিয়ে 4 নং ধাপের অনুরুপে আঠা দিয়ে জোড়া দেই।

20220312_095133.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৬ঃ

দুই দিকেই কাগজগুলো জোরা দেয়ার পরে দেখতে অনেকটা চিত্রের মত হবে।

20220312_100027.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৭ঃ

একই পদ্ধতিতে তিনটি ফুল তৈরি করি।

20220312_110109.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ--৮ঃ

সর্বশেষ পর্যায়ে তিনটি ফুলের কোনের দিকে আঠা দিয়ে একটির সঙ্গে আরেকটি লাগিয়ে দেই। তৈরি হয়ে গেল আমাদের রঙিন কাগজের তৈরি ভিন্ন ধরনের ফুল।

20220312_110810.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি করা ফুল গুলো অনেক সুন্দর হয়েছে ভাই। লাল রঙের এই ফুলগুলোর ডিজাইন আমার কাছে ইউনিক লেগেছে। ফুলগুলো তৈরি করার পদ্ধতি ধাপে ধাপে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনিতো অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন ভাইয়া। প্রত্যেকটা দাও আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুল দেখে আমি মুগ্ধ। ধাপগুলো আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আমার মনে হয় এখন আপনার পোস্টটি দেখে যে কেউ এমন ফুল তৈরি করতে পারবে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ফুলটি তৈরি করা একেবারেই সহজ। আমারও মনে হয় যে কেউ এটি তৈরি করতে পারবে। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কাগজের ফুল গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। রাস্তার ধারে এক ধরনের উদ্ভিদ দেখা যায় দেখতে কিছুটা আপনার তৈরি কাগজের ফুলের মত। যদিও সেই উদ্ভিদের নাম জানিনা তবে আপনার যে দক্ষতা আছে সেটার প্রশংসা করতেই হয়। এগিয়ে যান ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

যে আপনি ঠিকই বলেছেন রাস্তার ধারে এই উদ্ভিদগুলোর নাম সম্ভবত ঢেঁকি শাক। উদ্ভিদ বিজ্ঞানের ছাত্রদের কাছে এটি খুবই পরিচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। দেখতে সত্যি অনেক সুন্দর লাগতেছে। এবং প্রত্যেকটি স্টেপ ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল

 2 years ago 

আমার পোস্টে আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনার আজকের কাজটাও খুবই সুন্দর হয়েছে ভাই। আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। কিন্তু এটা একেবারেই নারকেল পাতার মত লাগছে। দেখতে অনেক সুন্দর লাগছে। আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আর আপনি এটা তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

কি বানিয়েছি এটা আমার কাছে তেমন মুখ্য বিষয় নয়। আপনার ভালো লেগেছে এতেই আমার আনন্দ। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য

 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে অনেক চমৎকার একটি ফুল আমাদের উপহার দিয়েছেন দেখে খুব ভালো লাগলো। আপনার বানানো ফুল গুলো এত সুন্দর হয়েছে যে ফুলগুলো আপনার পোস্ট কে রঙিন করে তুলেছে। ফুল বানানোর ধাপ গুলো খুব ভালো উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য। আপনাকে বসন্তের ফুলের শুভেচ্ছা।

 2 years ago 

উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

 2 years ago 

অসাধারন কাজ আপনার। উপস্থাপনা অনেক সুন্দর ছিলো আপনার। ধাপে ধাপে জিনিশ টি বানিয়েছেন তাই বুঝতেও অনেক সুবিধা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি প্রজেক্ট শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমার পোস্টে এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

রঙিন কাগজ দিয়ে আমি কখনো কোন জিনিস তৈরি করিনি। আসলে কখনো চেষ্টাও করেনি। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। যেটি দেখতে ভালই লাগতেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করে দেখবেন ভাই। অনেকটা নেশার মত। একবার শুরু করলে আর ছারতে পারবেন না। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজের ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 2 years ago 

মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.032
BTC 62623.56
ETH 3037.97
USDT 1.00
SBD 3.70