Diy-"কাল্পনিক মানুষের চিত্র অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি অঙ্কন নিয়ে।সেটি হলো-"কাল্পনিক মানুষের চিত্র অঙ্কন"

বন্ধুরা, নবমী পূজা দেখে আসার পর থেকেই আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ।মনে হয় বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখার ফলে ঠান্ডা লেগে এমন হয়েছে।যাইহোক শরীরটা একদম ভালো লাগছিল না তবুও খাতা পেন্সিল নিয়ে বসে পড়লাম আঁকিবুকি করার জন্য।তো আমি একটি কাল্পনিক চিত্র কোনমতে অঙ্কন করা শেষ করেছি ।এই চিত্রটি আমার কেন জানি মনে হয়, বর্তমানে আমাদের অবস্থা এইরকমের।যাইহোক আশা করি ভালো লাগবে অঙ্কনটি আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20221006_191249.jpg

★উপকরণ:

1.পেন্সিল
2.রবার
3.সাদা কাগজ

★অঙ্কনের পদ্ধতি:

IMG_20221006_230329.jpg
👉🏿প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলো নিয়ে নিলাম।

IMG_20221006_185309.jpg
👉🏿এবারে আমি পেন্সিল দিয়ে সাদা কাগজের উপর একটি মানুষের দেহের উপরের অংশ একে নেব।

IMG_20221006_185330.jpg
👉🏿এরপর দেহের একপাশে হাত একে নেব কনুই ভাঁজ করে।

IMG_20221006_185359.jpg
👉🏿এরপর মানুষের মাথা ও মুখমন্ডল একে নেব বডির সঙ্গে লাগোয়া করে এবং অপর হাতটি হাতুড়ি হাতে শুন্যের উপরের দিয়ে করে একে নিয়েছি।

IMG_20221006_185427.jpg
👉🏿এবারে মাথায় চুলের পেন্সিল সেপ একে নেব হালকা করে এবং মুখমন্ডলের চোখ,নাক,ঠোঁট ও ভ্রু একে নেব।যেন মনে হবে হাতুড়ি হাতে লোকটি নিচের দিকে তাকিয়ে আছে।

IMG_20221006_185446.jpg
👉🏿মানুষের বডির নীচে একটি বড় পেন্সিল একে নেব।যাতে মনে হয় লোকটি পেন্সিলের উপর বসে আছে।

IMG_20221006_185508.jpg
👉🏿মানুষের বডির নিচের দিকটা চওড়া করে একে নেব এবং বডির খাঁজ ভাঁজে ভাঁজে একে নেব।

IMG_20221006_185530.jpg
👉🏿বড়ো পেন্সিলের গায়ে পেন্সিল দিয়ে সেপ দিয়ে নেব এবং একটু কাগজের টুকরো দিয়ে ঘষে সেট করে দেব।একইভাবে মানুষের মাথার চুল ও সেট করে নিলাম।

IMG_20221006_185558.jpg
👉🏿সবশেষে আমার নাম লিখে নেব অঙ্কনের নিচে পেন্সিল দিয়ে।তো অঙ্কন করা হয়ে গেল আমার "কাল্পনিক মানুষের"।এটি দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সকলকে

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

দিদি আমিও অষ্টমীতে বৃষ্টিতে ভিজে তারপরের দিন হতে জ্বর সর্দি মাথা ব্যথা ৷ সত্যি বলতে ঠাকুর দেখতেই পারি নি ৷ এখনো জ্বর সর্দি আছেই ৷

যা হোক আপনি অসুস্থ থাকার পরেও খুব একটা কাল্পনিক চিত্র অংকন করেছেন ৷
সত্যিই অনেক ভালো লাগলো আপনার আর্ট টি দেখে ৷ আশা করছি এখন মনে হয় সুস্থ আছেন৷

 2 years ago 

আশা করছি এখন মনে হয় সুস্থ আছেন৷

না দাদা এখনো সর্দি, মাথাব্যথা রয়েছে আমার।যাইহোক অনেকের মনে হয় বৃষ্টিতে ভিজে এমন হয়েছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ খুব অসাধারণ কাল্পনিক মানুষের চিত্র অঙ্কন করেছেন। চিত্র অঙ্কনটি দেখতে অসম্ভব ভালো লাগলো আমার। এক কথায় অসাধারণ অংকনটি। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্যে উৎসাহ পেলাম আপু,অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
অনেক সুন্দর ভাবে আপনি কাল্পনিক চিত্র এঁকেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। ছবিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে আপনি উপস্থাপন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করি। বৃষ্টিতে ভেজার কারণে আপনার ঠান্ডা লেগে গেছে। আপনি অসুস্থতার ভিতরেও আঁকতে বসে গেছেন। সত্যি খুবই চমৎকার একটি আর্ট করেছেন আপনি। কাল্পনিক মানুষের আর্ট দেখে খুবই ভালো লাগছে। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে। খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার আজকের এই আর্ট।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের দ্বারা অনুপ্রেরণা পেলাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শুনে খারাপ লাগলো আপনি অসুস্থ দোয়া করি দ্রুত সুস্থ হয়ে যান।কাল্পনিক চিত্র ট অনেক সুন্দর হয়েছে খুব গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পুজোর ঘোরাঘুরি শেষে সবাই কমবেশি একটু অসুস্থ হয়ে পড়ছে এখন। এই অসুস্থতার মাঝেও আপনি পেন্সিল দিয়ে সুন্দর একটি আর্ট করার চেষ্টা করেছেন এটাই অনেক।

 2 years ago 

ধন্যবাদ দাদা।

 2 years ago 

বৃষ্টিতে ভেজার জন্য আপনার ঠান্ডা লেগে গেছে এজন্য আপনার সুস্থতা কামনা করছি। অসুস্থ হয়েও আপনি আমাদের মাঝে কাল্পনিক মানুষের একটি ছবি অঙ্কন করেছেন দেখতে ভালোই লাগছে। ধন্যবাদ আপু আপনাকে কাল্পনিক মানুষের চিত্র অঙ্কন টি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য দ্বারা আমাকে অনুপ্রাণিত করার জন্য।

নবমীর দশমীর ঠাকুর দেখে আসার পর থেকে আমার, আপনার মত একই অবস্থা। শরীর প্রচন্ড খারাপ হালকা জ্বর আছে এবং পোস্ট লেখার ইচ্ছে একেবারেই হচ্ছে না। অতি দ্রুত আপনার সুস্থতা কামনা করছি। আপনারা আঁকা কাল্পনিক মানুষের চিত্র সুন্দর হলেও চিত্রটির থিম আমি ঠিক বুঝতে পারলাম না।

 2 years ago 

সবকিছু বোঝার দরকার হয় না বলেই তো এটা কাল্পনিক চিত্র দাদা☺️☺️,যাইহোক আপনিও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সেই কামনা করি।শুভকামনা রইলো।

 2 years ago (edited)

ছবিটা ভালো এঁকেছো। তবে এর অন্তর্নিহিত অর্থ খুবই গভীর এবং খুবই কঠিন। নিজেকে গড়ে পিটে নিজেরই তৈরী করতে হবে। লোকে অনেক বাণী দেবে। কিন্তু নিজের কাজটা নিজেকেই করতে হবে।ওয়েদার চেঞ্জের সময়। সাবধানে থাকতে হবে কিন্তু।

 2 years ago 

দিদি আপনি আপনার গঠনমূলক মন্তব্য দ্বারা কঠিন বিষয়কে সহজ করে দিলেন,যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.034
BTC 63956.43
ETH 3320.30
USDT 1.00
SBD 3.92