আবেগের কবিতা || জীবনের যন্ত্রণা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

sad-g2a3f8aee6_1920.jpg



হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছো। কতটা ভালো আছো সেটা হয়তো বলতে পারছি না, কতটা ভালো থাকার চেষ্টা করছো সেটাও হয়তো বলতে পারছি না। কারন কমবেশী সবাই এখন মুখোশের কাছে বন্দী, হৃদয়ের যন্ত্রনাগুলোকে ঢেকে রাখার প্রচেষ্টায় অগ্রগামী। আসলে বাস্তবার নির্মমতায় কমবেশী সবাই পরাজিত, বাস্তবতার আঘাতে কমবেশী সবাই দুর্বিষহ, কিন্তু তবুও আমরা জীবনকে গতিশীল রাখার চেষ্টা করছি, সুখি হওয়ার অভিনয়ে নিজেকে পারদর্শী করার প্রচেষ্টায় নিজেকে বিজয়ী করার চেষ্টা করে যাচ্ছি। মাঝে মাঝে সত্যি খুব কষ্ট হয়, কষ্টের সাগরে নিজেকে ডুবিয়ে দিতে মন চায়, কিন্তু পারি না কারন ব্যর্থতা আমার পিছু ছাড়ে না।

আসলেই আমরা চাইলেও সবটা করতে পারি না, আমরা চাইলেই সব সম্পর্ক ছিন্ন করতে পারি না। একটা অদৃশ্য শেকল যেন আটকে রাখে আমাদের, একটা অদৃশ্য ছায়া যেন আগলে রাখে আমাদের। যার কারনে যন্ত্রণায় নির্জীব হয়ে যায় হৃদয় কিন্তু তবুও সেখান হতে মুক্তি পাওয়া যায় না। আজকের কবিতায় জীবনের লুকানো কষ্টের অনুভূতিগুলোকে ভিন্নভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, আজকের কবিতায় হৃদয়ের গভীরে থাকা ব্যথাগুলোকে ছন্দের আবগে মুক্ত করার চেষ্টা করেছি। হয়তো সবটা প্রকাশ করা সম্ভব না, হয়তো সব ব্যাথাকে মুক্ত করা সম্ভব না, কিন্তু এটাতো সত্য ভেতরের জমানো কথাগুলোকে বের করে দিলে কিছু সময়ের জন্য হলেও হৃদয়কে শান্ত করা যায়।

বাস্তব জীবন এবং জীবনের সম্পর্কগুলোর মাঝ হতে আঘাতের বিবর্ণ রংয়ে নিজেকে রাঙানোর ব্যর্থ প্রয়াসের একটা চিত্র হয়তো আজকের কবিতায় খুঁজে পাবেন, হয়তো মুখোশের আড়ালে থাকা সতেজ হৃদয়ের বিবর্ণ রূপ আজকের কবিতায় খুঁজে পাবেন কিন্তু বাস্তবতার আঘাতে নিজের ভেতরে জমে থাকা পাথড়ের ন্যায় জমাট বাঁধা কষ্টগুলোকে দেখতে পাবেন না, কারন সেগুলো একান্তই নিজের, যার প্রভাব কারো উপর পতিত হতে দেই না আমি। থাক এসব কথা বাদ, বরং কবিতাটি পড়ে কিছু বুঝার চেষ্টা করি চলুন-

danbo-g1aeb8560f_1920.jpg



জীবনের যন্ত্রণাগুলো অযাচিতভাবে
আঘাতে আঘাতে উদাসীন করে হৃদয়
নির্জীব নিশ্চল হয়ে উৎকণ্ঠায় ডুবে মন
একাকীত্বকে আপন করে ছিন্ন করি বাঁধন।

আমি খুব কাছ হতে দেখেছি জীবনের যন্ত্রণা
আমি খুব কাছ হতে উপলদ্ধি করেছি নিঃসঙ্গতা,
যন্ত্রণায় তীব্রতায় আমি বিষন্নতায় হারিয়েছি
নিঃসঙ্গতায় নিজের অতীতকে ভুলতে চেয়েছি।

আমি সবুজ সুন্দর বিস্তৃত পাহাড়ের কান্নায়
সতেজতা খুঁজেছি নিরবে সপেদ ঝর্ণায়
আমি আকাশের কালো ছায়ায় অবিশ্রান্ত কান্নায়
আদ্র্রতা খুজেছি বৃষ্টির নিবিড় শীতলতায়।

আমি দেখেছি বিশ্বস্ততার মাঝে শঠতার তীর
আমি শুনেছি লোভের মায়ার দ্রোহীতার বীন
শঠতার নির্মম প্রতাপে থেমেছে হৃদয়ের স্পন্দন
দ্রোহীতার বীনে শিথিল হয়েছে সম্পর্কের বন্ধন।

আমি নিজেকে বার বার তীব্র আঘাত করেছি
হৃদয়ের যন্ত্রণাগুলোকে শান্ত করার চেষ্টা করেছি
আমি সম্পর্কের বন্ধনের মায়ায় পরাজয় মেনেছি
শঠতা-লিপ্সার নিষ্ঠুরতার দহনে নিঃশেষ হয়েছি।

আমি ছুটে চলেছি যন্ত্রণাগুলোকে আগলে রেখে
আমি নির্জীব হয়েছি হৃদয়ের কামনাগুলোকে ঢেকে,
আমি কান্নাগুলোকে ঢেকেছি মুখোশের আড়ালে
আমি হাঁপিয়ে উঠেছি হাসিমুখের নকল অভিনয়ে।

বাস্তবতার বিষাক্ত যন্ত্রণা নিস্তেজ করে হৃদয়
প্রশান্তির নিমিত্তে সন্ন্যাসী হতে চায় হৃদয়,
কিন্তু ভালোবাসার মমতা, অদৃশ্য একটা ছায়া
যন্ত্রণার সাথে আপোষ, ফেরায় সংযোগের কামনা।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

বাস্তব জীবন বড়োই কঠিন আর এই ক্ষুদ্র জীবনে আমরা কত টুকুই জানতে পারি বাস্তবতার রূপ সম্পর্কে।তবুও ভালো থাকার অভিনয় করেই বেঁচে থাকা।অসাধারণ লিখেছেন কবিতাটি,আমার কাছে বেশ ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হ্যা, এটা ঠিক আমরা কতটুকুই বা জানতে পারি, অনেক কিছুই আমাদের জানার বাহিরে থেকে যায়।

 2 years ago 

আমি কান্নাগুলোকে ঢেকেছি মুখোশের আড়ালে
আমি হাঁপিয়ে উঠেছি হাসিমুখের নকল অভিনয়ে।

মাঝে মাঝে মনে হয় আমরা হলাম সেরা অভিনেতা। আমাদের জীবনের কষ্টগুলোকে অভিনয়ের আড়ালে লুকিয়ে রাখতে আমরা সবাই ব্যস্ত। হয়তো মনে জমানো কষ্টগুলো হাসিমুখে বরণ করে নেই। আবার হয়তো হৃদয়ের গহীনের লুকানো কষ্টগুলো হাসিমুখের আড়ালে লুকিয়ে রাখতে চাই। আমরা সবাই মুখোশের আড়ালে থাকতে পছন্দ করি। কারণ আমরা জীবনের বাস্তবতাকে মেনে নিতে চাই। ভাইয়া আপনি দারুন একটি কবিতা লিখেছেন এবং সেই সাথে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️

 2 years ago 

যার যার অবস্থান হতে বিবেচনা করলে, অবশ্যই সে সে সেই ক্ষেত্রে সেরা অভিনেতা এবং সফল। কারন আমরা কেউ জানি না কার হৃদয়ে কতটা ক্ষত রয়েছে এবং সে কতটা অভিনয় করে চলছে।

 2 years ago 

এত সুন্দর কথাগুলো কেমনে যে লিখেন।আর কবিতার কথাগুলো নতুন করে কি লিখবো।নিজের জীবনের যন্ত্রনাগুলো খুব কাছ থেকে দেখা যায়।

আমি খুব কাছ হতে দেখেছি জীবনের যন্ত্রণা
আমি খুব কাছ হতে উপলদ্ধি করেছি নিঃসঙ্গতা,
যন্ত্রণায় তীব্রতায় আমি বিষন্নতায় হারিয়েছি
নিঃসঙ্গতায় নিজের অতীতকে ভুলতে চেয়েছি।

বেশ সুন্দর। ধন্যবাদ

 2 years ago 

হৃদয়ের অনুভূতি দিয়ে, যাদের মাঝে হৃদয় আছে তারা অনেক কিছুই লিখতে পারে, আপনি দেখেন আগে আপনার হৃদয় আছে নাকি চুরি হয়ে গেছে হি হি হি।

 2 years ago 

আয় হায় কি বলে হৃদয় ও চুড়ি হয়,এই জন্যই মনে হয় আমি পারি না।যদি চুড়ি হয়,তাহলে কি কিনতে পাওয়া যায়,নাকি হ্যাক করতে হবে😉

 2 years ago 

বাস্তবতার বিষাক্ত যন্ত্রণা নিস্তেজ করে হৃদয়
প্রশান্তির নিমিত্তে সন্ন্যাসী হতে চায় হৃদয়,
কিন্তু ভালোবাসার মমতা, অদৃশ্য একটা ছায়া
যন্ত্রণার সাথে আপোষ, ফেরায় সংযোগের কামনা।

ভাই আপনি ঠিকই বলেছেন, চাইলেও সব কিছু ছিন্ন করা যায়না। বুকের ভিতর কষ্ট গুলো নিয়ে আমাদের বাঁচতে হয়। এই জীবনে অনেক কিছু ঘটে যায়। সবকিছুই সবার অজানা থেকে যায়। হৃদয়ের ব্যথাগুলো হৃদয়ের মধ্যে থেকে যায়। নীরবে কষ্ট অনুভব করতে হয়। সত্যিই এই কথাগুলো আপনার এবং আমাদের প্রত্যেকেরই কথাগুলো একদম বাস্তব। প্রতিটা মানুষের ক্ষেত্রেই এই রকম ঘটনা ঘটে থাকে। তাই আপনার হৃদয়ের কথাগুলো আজকে কবিতার মাধ্যমে ছন্দের আকারে খুবই সুন্দর ভাবে প্রকাশ করেছেন। কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

এটা ঠিক, কম বেশী এই ক্ষতগুলো আমাদের সকলের মাঝেই রয়েছে, কেউ হয়তো সেটা প্রকাশ করে আর কেউ হয়তো সেটা নিরবে বয়ে চলে।

 2 years ago 

আমি ছুটে চলেছি যন্ত্রণাগুলোকে আগলে রেখে
আমি নির্জীব হয়েছি হৃদয়ের কামনাগুলোকে ঢেকে,
আমি কান্নাগুলোকে ঢেকেছি মুখোশের আড়ালে
আমি হাঁপিয়ে উঠেছি হাসিমুখের নকল অভিনয়ে।

কিছু কষ্টের কথা প্রকাশ করা যায় না যেটা নিত্য দিনের সঙ্গী হয়ে থাকে।

 2 years ago 

কিছু বিষয় থাকে যেখানে হয়তো যন্ত্রণা লুকিয়ে থাকে কিন্তু তবুও সেটা মানুষ প্রকাশ করতে চায় না, সময়ের সাথে সাথে সেটাও বয়ে চলে।

 2 years ago 

ভাই ইদানিং দেখছি আপনি অনেক ভালো কবিতা লিখেন। অসাধারণ কিছু লাইন আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি। লাইনগুলো পড়ে যা বুঝলাম গভীরভাবে লিখেছেন আপনি কবিতাটি। আমি অনেক চেষ্টা করেছি এরকম করে কবিতা লিখতে। তবে কখনো পারি নাই। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করছি এই যা, যদিও কবিদের মতো খুব একটা ভালো লিখতে পারি না আর কবিতা লিখতেও মেলা সময় চলে যায়। ধন্যবাদ

 2 years ago 

আসলে বাস্তবার নির্মমতায় কমবেশী সবাই পরাজিত, বাস্তবতার আঘাতে কমবেশী সবাই দুর্বিষহ, কিন্তু তবুও আমরা জীবনকে গতিশীল রাখার চেষ্টা করছি, সুখি হওয়ার অভিনয়ে নিজেকে পারদর্শী করার প্রচেষ্টায় নিজেকে বিজয়ী করার চেষ্টা করে যাচ্ছি।

ঠিকই বলেছেন দাদা আমরা সুখী নই তবুও সুখের অভিনয় করে যাচ্ছি সব সময়। আসলে পৃথিবীটাই নাট্যমঞ্চ আমরা সবাই অভিনেতা।

বাস্তবতার বিষাক্ত যন্ত্রণা নিস্তেজ করে হৃদয়
প্রশান্তির নিমিত্তে সন্ন্যাসী হতে চায় হৃদয়,
কিন্তু ভালোবাসার মমতা, অদৃশ্য একটা ছায়া
যন্ত্রণার সাথে আপোষ, ফেরায় সংযোগের কামনা।

লাইনগুলা সত্যিই অনেক আবেগের ছিল মাঝে মাঝে আমিও এমন চিন্তা মাথার মধ্যে করি কিন্তু বাস্তবতার সাথে মিলাতে পারিনা।

 2 years ago 

হুম ভাই আসলেই আমরা সবাই কমবেশী অভিনেতা, কেউ একটু বেশী দক্ষ আর কেউ একটু বেশী অজ্ঞ। ধন্যবাদ

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

সুখেরি পৃথিবী, সুখেরি অভিনয়
যত আড়ালে, রাখো আসলে কেউ সুখী নয়। 😕



কে যে সুখি ব্যাক্তি কে জানে 😕
আমি তার দেখা চাই, দুঃখময় পৃথিবী‌ ভালো লাগে না।

আমরা সুখি আর হাস্যোজ্বল হাফিজ ভাই চাই🤗

কবিতা হৃদয়স্পর্শী ছিল।

 2 years ago 

হ্যা, প্রকৃতপক্ষে আমরা কেউ সুখী নই বরং সবাই সুখের অভিনয়ে পারদর্শিতা অর্জনে ব্যস্ত, নানাভাবে মুখোশের আড়ালে নিজেদের লুকিয়ে রাখা নিয়ে ব্যস্ত। হ্যা ভাই মাঝে মাঝে যন্ত্রনাগুলোর কাছে পরাজিত হয়ে যাই, যার কারনে নিজেকে ধরে রাখতে পারি না।

 2 years ago 

আমি দারুণ অশান্ত আপনার কবিতা পরে হই শ্রান্ত
কি যে অসাধারণ লিখেন হৃদয়ে থাকে তার হামেশা স্পন্দন
প্রতিটি লাইনে কি যে শব্দজোট, মস্তিষ্কে সৃজন করে অপূর্ব বিভ্রাট।

ভাই আপনার কবিতাটি পড়ে আপনার মত করে কয়েকটি লাইন লেখার চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না।

 2 years ago 

বাহ বাহ বাহ!
দারুণ লিখেছেন তো, অবশ্য আপনিও ভালো লিখেন। হ্যা, চেষ্টাটা ভালো হয়েছে আজ। ধন্যবাদ

 2 years ago 

একেবারে মন থেকে বলছি ভাই আপনার অনেক বিষয় আমাকে অনুপ্রেরণা ও উদ্যম দেয়।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63527.41
ETH 3109.34
USDT 1.00
SBD 3.86