আবেগের কবিতা || তুমি ছাড়া আমি || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

heart-g23edc50c1_1920.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং প্রিয় মানুষগুলোর ভালোবাসায় চঞ্চল আছেন। আসলে দিন শেষে আমরা সবাই অভাবী, কি অবাক হচ্ছেন নাকি চিন্তায় পড়ে গেলেন? একটু ভেবে দেখেন, বাস্তবতা আপনাকে কি শেখায় আর আপনি আমি কি শিখি? আমরা যত কিছুই করি না কেন? যত চেষ্টা কিংবা কল্পনা, সব কিছু ঘিরেই কিন্তু একজন থাকেন কেন্দ্রবিন্দুতে, হয়তো আপনারা বিশাল হৃদয়ের অধিকারী তাই আপনাদের কেন্দ্রবিন্দুতে একাধিক তারা থাকতে পারে, কিন্তু আমি ছোট মনের মানুষ তাই আমার কেন্দ্রবিন্দু একটাই। হাসবেন না, একদমই হাসবেন, আমি তো আপনাদের প্রশংসা করলাম, বাহবা দিলাম, মজা করি নাই কিন্তু হা হা হা।

হ্যা, যে কথা বলতেছিলাম, হয়তো পরিস্থিতি আমাদের মাঝে মাঝে পাল্টে দেয়, ভালোবাসার ধরনটা ভিন্নভাবে ধরা দেয় কিন্তু প্রিয় মানুষটির প্রতি আগ্রহ কিংবা আবেগের অনুভূতি বিন্দুমাত্র পরিবর্তন হয় না কিংবা পাল্টে যায় না। হ্যা, কাছের মানুষগুলো আমাদের সবচেয়ে বেশী ভুল বুঝে, সেটায় আমি দোষের কিছু দেখি না, কারন যার প্রতি ভালোবাসা বেশী থাকে তার প্রতি প্রত্যাশাটাও বেশী থাকে, তাই ঊনিশ হতে বিশ হলেই তাদের মাঝে অনুরাগ তৈরী হতেই পারে। আর প্রত্যাশা বেশী থাকে বলেই আমরা সবাই প্রিয় মানুষগুলোর নিকট বড্ড বেশী অভাবী, ভালোবাসার অভাবী। কি এখন ঠিক আছে তো নাকি? এখানেও ভিন্ন মত প্রকাশ করবেন, না করতেই পারেন। আমরা সবাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হি হি হি।

আজকে ভালোবাসার না হৃদয়ের সেই কেন্দ্রবিন্দু না থুক্কু প্রিয় মানুষটিকে নিয়ে একটা কবিতা লেখার চেষ্টা করেছি। আবেগ কিংবা অনুভূতি যাই বলুন সেটাকে ছন্দের শিকলে বন্দি করার চেষ্টা করেছি। কারন তাকে ছাড়া কিংবা তার কল্পনার অনুভূতি ছাড়া আমি শূণ্য, অস্তিত্বটাই বিনষ্ট, জ্বলন্ত ধ্রুবতারা, যাই বলি না কেন মনে হবে উপমাগুলো যথার্থ হচ্ছে না। তাই চলুন কথা না বাড়িয়ে কবিতার ছন্দে অনুভূতিগুলো পড়ে দেখি-

valentines-day-g935da0158_1920.jpg

তুমি ছাড়া আকাশ কালো মেঘে ঢাকা
তুমি ছাড়া কবিতা ছন্দহীন সাদামাটা
তুমি থাকলে পাশে- রঙিন হয় স্বপ্ন
তুমি আসলে কাছে- হৃদয় হয় নিমগ্ন।

তুমি ছাড়া জীবন অচেনা নীড়
তুমি ছাড়া হৃদয় নিথর স্পন্দনহীন,
তুমি থাকলে পাশে- উত্তাল হয় সমুদ্র
তুমি আসলে কাছে- হৃদয় হয় জাগ্রত।

তুমি ছাড়া পাহাড় বিবর্ণ সবুজহীন
তুমি ছাড়া ফুল ফ্যাকাশে সৌরভহীন
তুমি থাকলে পাশে- সতেজ হয় প্রকৃতি
তুমি আসলে কাছে- হৃদয়ে বাড়ে গতি।

তুমি ছাড়া সময়গুলো স্তিমিত গতিহীন
তুমি ছাড়া কল্পনা অসার রংহীন
তুমি থাকলে পাশে- গতি আসে হৃদয়ে
তুমি আসলে কাছে- ভাবনায় মধুরতা বাড়ে।

তুমি ছাড়া জগতটা শূণ্য অন্তঃসারহীন
তুমি ছাড়া সম্পর্ক অনর্থক বাঁধনহীন
তুমি থাকলে পাশে- জগতটা অপরূপ উজ্জ্বল
তুমি আসলে কাছে- বন্ধনটা সার্থক চঞ্চল।

তুমি ছাড়া আমি অন্ধকারাচ্ছন্ন তারকা
তুমি ছাড়া আমি পরাজিত রাজ্যহীন রাজা
তুমি থাকলে পাশে-দিগ্বিজয়ী বিদ্রোহী সেনা
তুমি আসলে কাছে-হৃদয়টা উদ্ভাসিত পূর্ণিমা।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আশাকরি ভাল আছেন ভাইয়া। কবিতার নাম শুনেই বুঝেছি আজকের কবিতা খুব বেশি আবেগময়ী হবে।তুমি ছাড়া আমি এই কবিতাটি ভালবাসার মানুষটি যদি পড়ে তবে অনেক বেশি আপনার জন্য ভালবাসার রাজ্যে হারিয়ে যাবে।খুব সুন্দর লিখেছেন কবিতাটি। আবেগে ভরপুর ছিল। সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

হুম, আপনাদের অভিজ্ঞতা বেশ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আজকাল কবিতার নাম শুনেও অনেক কিছু বলে দিতে পারছেন, হা হা হা।

 last year 

আমরা সবাই প্রিয় মানুষগুলোর নিকট বড্ড বেশী অভাবী, ভালোবাসার অভাবী। কি এখন ঠিক আছে তো নাকি?

অভাবী হওয়া ভালো। কিন্তু ভাবি যদি দানশীল না হয় তাহলে কপালে দুঃখ আছে😅। যাইহোক ভাইয়া কবিতাটি কিন্তু দারুণ হয়েছে মন চাচ্ছে আরো কিছু লাইন লিখে ফেলি,

তুমি পাশে থাকলে খুঁজে পাই ভরসা
তুমি যেন হতাশার মাঝেও আলোর আশা
তুমি শুধু তোমাতে মিশে আছো
তুমি আমি মিলেই বাঁচে আমার এই হৃদয়
তোমার শূন্যতায় হৃদয় বিষন্ন আজ
সময়ের সাথে বদলে গেছো তুমি
দেখেছি তোমার ভিন্ন সাজ।

 last year 

দিলেন তো আশার মাঝে ভয় ঢুকিয়ে, এই আপনারা একটু ভালো থাকতে পারেন না বুঝি, শুধু শুধু উল্টা পাল্টা কথা।

 last year 

ভাইয়া আপনার এই কবিতাটি ও অনেক ভালো লেগেছে আমার।আপনি দারুন কবিতা লিখেন আর এই কবিতা তো ভালোবাসার কবিতা,স্পেশালি তুমির জন্য আবেগী কবিতা।ভাইয়া সুন্দর ছিল প্রতিটি লাইন কবিতার।ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক অনেক ধন্যবাদ কবিতার প্রশংসা করার জন্য।

 last year 

ভাই আপনার কবিতাটি কিন্তু বিশেষ আমার কাছে অনেক ভালো লেগেছে । আসলে ভাই ভালোবাসার মানুষ ছাড়া কোন কিছুই ভাবা ঠিক। আসলে ভাই কবিতার প্রত্যেকটি লাইনের সাথে প্রত্যেকটি লাইনে ছন্দের অনেক মিল রয়েছে। ধন্যবাদ ভাই এত সুন্দর ভালোবাসার কবিতা শেয়ার করার জন্য।

 last year 

ভালোবাসার মানুষ ছাড়া দুনিয়াটা নিরস আর অন্ধকার, যেখানে অনুভূতিগুলো নির্জীব।

 last year 

আসলেই দাদা সবার ভাবনা চিন্তা আবেগ অনুভুতির মাঝে একজন কেন্দ্র বিন্দু থাকে ৷ যার বড় মন তাদের হয়তো বেশি থাকতে পারে ৷ তবে আপনার মতোই আমারও কেন্দ্র বিন্দু একজনই আছে ৷ যাই হোক , আপনার লেখা আবেগি কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে ৷ চমৎকার লিখেছেন ৷ কবিতাটি আমার দারুণ লাগলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷

 last year 

বলেন কি মন বড় হলে কি বেশী রাখা সম্ভব? তাইলে তো আজ হতেই ভিটামিন খাওয়া শুরু করবো মন বড় করার জন্য, হা হা হা।

 last year 

রোমান্টিক ভাইয়া আপনি ঠিকই বলেছেন, ভালোবাসা বেশি থাকলে ভালোবাসার মানুষের প্রতি প্রত্যাশাটাও বেশি থাকে।

তুমি ছাড়া জগতটা শূণ্য অন্তঃসারহীন
তুমি ছাড়া সম্পর্ক অনর্থক বাঁধনহীন

রোমান্টিক ভাইয়া একথা শতভাগ সত্য যে, ভালোবাসার প্রিয় মানুষ কাছে না থাকলে পুরো পৃথিবীটা শূন্য মনে হয়, নিজেকে নিঃসঙ্গ ও বড় একা মনে হয়। চারপাশে যা কিছু থাকে সবকিছুই অনর্থক মনে হয়। তাই একজন মানুষের জীবনে তার ভালোবাসার প্রিয় মানুষটি সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়। অসাধারণ এবং অতি চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য রোমান্টিক ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমাদের মন কিন্তু ক্ষুদ্র! এখানে এতো জনকে জায়গা দেয়ার সুযোগ নেই 😁। আসলে আপনি ঠিক বলেছেন দিনশেষে আমরা অভাবী, বড্ড অভাবী! যে থাকে আমাদের কেন্দ্রবিন্দুতে সেই যদি পাশে না থাকে তাহলে কেমন লাগবে বলেন 😐। যাক, কবিতাটি রোমান্টিক কাপলদের জন্য পারফেক্ট 😁। ভালো ছিল কিন্তু 🌼

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 57592.54
ETH 2911.85
USDT 1.00
SBD 3.67