ABB Contest Result-29 || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২৯ ফলাফল ঘোষণা

in আমার বাংলা ব্লগ3 years ago

Contest-Cover Result29.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং নিজেদের সময়গুলোকে উপভোগ্য রাখার চেষ্টা করছেন। গতকাল যেহেতু আমাদের ২৯তম প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে, সেহেতু আজকের পোষ্টের মাধ্যমে আমি তাদের নামগুলো এবং প্রাইজ বন্টনের বিষয়টি উপস্থাপন করবো। অর্থাৎ বিজয়ী নির্বাচন এবং পুরস্কার বিতরণের অফিসিয়াল পোষ্ট হিসেবে গন্য হবে এটি।

তবে প্রতিযোগিতার বিষয়ে কিছু কথা না বললেই নয়, আমরা নানা ধরনের বিষয় নিয়ে ভিন্ন ভিন্নভাবে আমাদের প্রতিযোগিতাগুলোকে সাজানোর চেষ্টা করি, আমরা কখনোই চাই না যে প্রতিযোগিতার সময় বৃদ্ধি করা হোক, কারন তাতে আমাদের সিডিউলের বিপর্যয় ঘটে। কিন্তু আপনারা যদি সঠিকভাবে এবং সময়মতো অংশগ্রহণ না করেন তাহলে সে ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না। তাই আমরা আপনাদের আবারও অনুরোধ করবো, প্রতিযোগিতার সময় বিবেচনায় রেখে সঠিক নিয়মে অংশগ্রহণ করার চেষ্টা করুন। তাহলে আমরা নির্ধারিত সময়ে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করতে পারবো।


প্রতিযোগিতার বিষয় ছিলো :
শেয়ার করো তোমার পেইন্টিং কিংবা ড্রয়িং দক্ষতা - নতুন বছরের নতুন ব্যানার।
প্রতিযোগিতার সময় ছিলো:
১৯ জানুয়ারী হতে ২ ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত ।
প্রতিযোগিতার ঘোষণার পোষ্ট:
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ২৯


খুব ভালো কিংবা বেশী অংশগ্রহণ ছিলো সেটা আমরা বলতে পারছি না যদিও এবারের প্রতিযোগিতার বিষয়টি ইউজারদের মতামতের উপর ভিত্তি করে নির্বাচন করা হয়েছিলো। যারা নিয়ম মেনে অংশগ্রহণ করেন নাই তাদের অংশগ্রহণের লিংকগুলো আমরা বিবেচনায় আনি নাই, কারন প্রতিযোগিতার ক্ষেত্রে নিয়মগুলোর ব্যাপারে আমরা খুবই আন্তরিক। তাই বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে আমরা মোট ১৬টি এন্ট্রিকে বিবেচনায় নিয়েছি। সুতরাং পরের প্রতিযোগিতা সমূহে যারা অংশগ্রহণ করবেন তারা নিয়মের বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন।

চলুন তাহলে দেখে নেই প্রতিযোগিতার বিজয়ীদের নাম ও পোষ্ট লিংকগুলো-
স্থাননামপোষ্ট লিংকপ্রাইজ
১ম@monira999লিংক৩৫স্টিম
২য়@bdwomenলিংক২৫স্টিম
৩য়@tasonyaলিংক২০ স্টিম
৪র্থ@fasoniyaলিংক১৪ স্টিম
৫ম@emranhasanলিংক১২ স্টিম
৬ষ্ঠ@nevlu123লিংক১০ স্টিম
৭ম@green015লিংক০৯ স্টিম
বিশেষ স্থান@shyamshundorলিংক১৫ স্টিম

বিজয়ীদের পুরস্কার প্রেরণ-

Contest Prize 29.png

প্রতিযোগিতাটির স্পন্সর ছিলেন আমার বাংলা ব্লগের সকল এ্যাডমিনগণ।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 3 years ago 

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২৯ এ আমি সাত জনের একজন বিজয়ী হিসেবে নির্বাচিত হতে পেরেছি এটি অনেক ভালো লাগলো।অনেক অনেক ধন্যবাদ আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২৯ ফলাফল ঘোষণাটি আমাদের সাথে তুলে ধরার জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২৯ এ যারা বিজয়ী হিসাবে নির্বাচিত হয়েছেন তাদের জন্য রইল আন্তরিক অভিনন্দন। আশা করি আগামীতে তারা তাদের ধারা অক্ষন্ন রাখবে।

 3 years ago 

এবারের প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেও ভীষণ ভালো লাগে। সকল বিজয়ীদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন।

 3 years ago 

এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই তাদের নিজ নিজ কাজের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবেন এমনটাই আশাকরি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

দারুণ দারুণ সব পেইন্টিং উপস্থাপন করেছিল সবাই! এবারের প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন 🌼🦋 । ধন্যবাদ আপনাকে

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২৯ এর বিজয়ীদের নাম দেখে অনেক ভাল লেগেছে। যারা কষ্ট ও শ্রম দিয়ে নিজের সৃজনশীলতা প্রকাশ করতে পেরেছে তারাই বিজয়ী হয়েছে। চেষ্টা করলে তার ফলাফল পাওয়া যায়। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 
এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হতে পেরেছেন তাদের প্রত্যেকেকে অভিনন্দন। আসলে প্রতিযোগিতায় অংশ গ্রহন করাটা কাছে খুবই আনন্দের লাগে। আর অনেকেই তাতে অংশগ্রহন করলে তা আরও বেশি উপভোগ্য হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ সকল এডমিন ও মডারেটরদের,প্রতি বার এত সুন্দর সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দারুন একটা প্রতিযোগিতা ছিল এটা। এই প্রতিযোগিতার মাধ্যমে দারুন কিছু পোষ্ট আমরা দেখতে পেয়েছি। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 112989.37
ETH 4195.10
USDT 1.00
SBD 0.88