আমার বাংলা ব্লগ-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৮৯ || ABB Weekly Hangout Report-89

in আমার বাংলা ব্লগlast year

Hangout Format NEW.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৪,৯১০ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১8৫।

হ্যাংআউট-৮৯

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সময় হওয়ার পূর্বে চলে আসেন এবং তারপর হ্যাংআউট নিয়ে নিজের কিছু অনুভূতি শেয়ার করেন। কথা হবে, আড্ডা হবে তার সাথে ইনফরমেশন শেয়ার হবে আগামী দুই ঘন্টা। সবচেয়ে বড় বিষয় হলো আপনাদের সাথে কমিউনিকেশন যা খুবই গুরুত্বপূর্ণ কমিউনিটির জন্য। এই সময়টা নিজেদেরকে প্রাণবন্ত করার জন্য, পরের সপ্তাহে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের মাঝে আভ্যন্তরিন বিষয়গুলোর যেমন সমাধান হয় ঠিক তেমনি নিজেদের সম্পর্কের ক্ষেত্রটিও উন্নতি হয়। তারপর যথারীতি সবাইকে হ্যাংআউট চলাকালীন সময়ে তাকে সহযোগিতা করার অনুরোধ করেন এবং অনাকাংখিত কোন পরিস্থিতি যেন তৈরী না হয় সেই দিকে দৃষ্টি রাখতে বলেন। তারপর সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মুল পর্ব শুরু করেন।

এরপর আমি @hafizullah কথা বলি, সবাইকে যথারীতি স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ৮৯তম সাপ্তাহিক হ্যাংআউটে। আমরা প্রতিনিয়ত চিন্তা করছি এবং নতুন নতুন বিষয়গুলো কমিউনিটিতে সংযুক্ত করার চেষ্টা করছি, আমাদের সবগুলো প্রচেষ্টার মূলে রয়েছেন আপনারা। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের যথাযথ আগ্রহ এবং সংযুক্তি আমরা প্রত্যাশা করছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির গুরুত্বপূর্ন কিছু পরিবর্তনের বিষয়ে আজ কমিউনিটির প্রতিষ্ঠাতা কিছু দিক নির্দেশনা দিবেন এবং কমিউনিটির মডারেটর আইরিন আপুর কিছু কথা বলবেন। আমরা কিছু বিষয় এবং নিয়মের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনছি এই বিষয়ে তারা কথা বলবেন।

এছাড়া যে সকল ইউজার আমার অধীনে ছিলেন, তাদের এ্যাকটিভিটিস মোটামোটি ভালো ছিলো, অর্থাৎ পূর্বের সপ্তাহ হতে এই সপ্তাহের এ্যাক্টিভিটিস বেশ ভালো ছিলো। তবে যথারীতি কিছু ইউজার আগের অবস্থায় রয়ে গেছেন, আশা করছি তারাও নিজের এ্যাকটিভিটিস বৃদ্ধি করবেন। আর একটা বিষয়, আপনারা কখনো এটা ভাববেন না যে, আমরা নিয়মগুলোর ব্যাপারে একদমই উদাসহীন, গত সপ্তাহে আমি লক্ষ্য করেছি অনেকেই আমাদের চোখ ফাঁকি দেয়ার চেষ্টা করছেন, এটা করা হতে বিরত থাকুন। বিশেষ করে ড্রয়িং পোষ্ট, রিভিউ পোষ্ট এবং রেসিপির ক্ষেত্রে যারা নিয়ম ভঙ্গ করবেন তাদের পোষ্ট কিউরেশনে যাবে না।

Untitled-001.png

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, শুরুতেই তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে কথা বলেন, এই সপ্তাহে সকলের এ্যাক্টিভিটিস ঠিকঠাক আছে তেমন কোন সমস্যা দেখতে পাই নাই, তবে অনেকের ডিসকর্ড এনগেজমেন্ট বেশ কম রয়ে গেছে। বিশেষ করে হীরামনি আপুর। তাই তার ডিসকর্ড এনগেজমেন্ট খুবই লো এই সপ্তাহে তা বৃদ্ধি করতে বলেন এবং কাংখিত পরামর্শ দেন। এরপর কাংখিত কমেন্টকারীদের মাঝ হতে বিজয়ীদের নাম ঘোষণা করেন, যথা নিয়মে তাদের রিওয়ার্ডস পৌছে যাবে।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata21 দিদি কথা বলেন এরপর, এই সপ্তাহে যারা এ্যাকটিভ ইউজার হিসেবে তার অধীনে ছিলেন, তাদের পোষ্ট কোয়ালিটি ভালো ছিলো তাই সে সম্পর্কে কিছু বলার নেই। তাছাড়া কিছু ইউজারের ডিসকর্ড এ্যাক্টিভিটিস অনেক কম ছিলো, তাদের নামগুলো প্রকাশ করেন, তাদের কাংখিত পরামর্শ দেন এবং আশা প্রকাশ করেন পরের সপ্তাহ হতে এই বিষয়ে খেয়াল রাখবেন। এরপর কথা বলেন কমেন্ট মনিটরিং রিপোর্ট নিয়ে। কমেন্ট মনিটরিং রিপোটে যেটা দেখা গেছে অনেকের কমেন্টে অনেক বানান ভুল ছিলো, এরপর হতে কমেন্ট করার ক্ষেত্রে তা একটু পড়ে দেখতে বলেন এবং আশা প্রকাশ করেন সেগুলোও ঠিক ঠাক হয়ে যাবে।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু কথা বলেন এরপর, প্রথমে বলবো আমার আন্ডারে এবার যারা ছিলেন।তাদের পোস্ট কোয়ালিটি সবারই ভালো ছিলো এক দুইজন বাদে। তারপর বলবো অনেকে ভয়েজ টাইপিং করেন। এটা ভালো তবে দাঁড়ি, কমা ছাড়া সে লেখা পোস্ট করে দেন। অথবা বানান গুলো ঠিক করেন না, এতে লেখার অর্থই বদলে যায়। এরপরে বলবো, একটিভ লিস্টে আনা হয়েছে @amit1334, @fasoniya , @mohinahmed কে। উনাদের জন্যে শুভেচ্ছা রইলো। অনেক মাস পর আমরা ৩জন নতুন ভেরিফাইড মেম্বার পেয়েছি। তবে একটিভ লিস্টে আসার পরে @amit1334 আপনি যেভাবে পোস্ট করার ব্যাপারে উদাসীন তাতে যথেষ্ট হতাশ হয়েছি। আর @fasoniya এবং @mohinahmed আপনারা বেশ ভালো কাজ করছেন। শুভ কামনা রইলো আপনাদের জন্যে।

@alamin-islam এবং @sajjadsohan আপনাদের ডিস্কোর্ড একটিভিটিস এর জন্যে আপনাদের টায়ার এ আনতে পারিনি। আমার আন্ডারে ছিলেন তাদের মধ্যে ডিস্কোর্ড এংগেজমেন্ট বেশিরভাগ এর ই কম ছিলো। @mohamad786, @azizulmiah আপনাদের ডিস্কোর্ড এনগেজমেন্ট ছিলনা বললেই চলে। ইনএকটিভ ইউজাররা একেবারেই কথা শুনেন না,রেসপন্স করেন না। অর্থাৎ যারা ইনএকটিভ থেকে একটিভ হতে চাচ্ছেন আপনারা যদি রেসপন্সই না করেন তবে কি করে হবে! @shabab7 আপনি দ্রুত ই টিকিট ক্রিয়েট করবেন। তা না হলে আপনাকে একটিভ লিস্টে আনা হবেনা।

Untitled-0012.png

ইনএকটিভ ইউজার রা যেনো সহজেই একটিভ লিস্টে আসতে পারেন আপনাদের জন্যে অনেক বেশি সহজ করে দেওয়া হয়েছে নিয়ম কানুন।তাও নূন্যতম রেসপন্স না করলে আমাদের কিছুই করার থাকে না। একটিভ হবেন জানানোর সাথে সাথেই একটিভ লিস্টে আনা হয়না।১,২ সপ্তাহ সময় লাগে একটিভ লিস্টে আসতে।যেমন আপনি ১ম দিন যদি জানান আপনি ইনএকটিভ হবেন,তাও আপনাকে ইনএকটিভ লিস্টে নেওয়া হয় ১৪ দিন পরেই।কারণ ওটাই রুলস। তেমন একটিভ লিস্টে আসতেও একটু সময় লাগে। পোস্টের কোয়ালিটি একেবারে কমিয়ে ফেললে ডেইলি পোস্ট করেও কোনো সাপোর্ট পাবেন না।যেমন @azizulmiah আপনি একটি ফটোগ্রাফি পোস্ট করেছেন। সে পোস্টে প্রতি ছবির জন্যে এক,দুই লাইন করে লিখেছেন। আর আপুদের যদি কোনো সমস্যা হয়ে থাকে। তবে অবশ্যই আমাকে ডিএম এ জানাবেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন। ডেভলপমেন্ট নিয়ে কথা বলেন শুরুতে, স্টিমপ্রো সবাই কতটা ব্যবহার করছেন সেটা জানেন না, তবে সেখানে অনেকগুলো ভালো ভালো টুলস রয়েছে, যারা মার্কডাউন জানেন না তারা সেখান হতে বেশ ভালো সুবিধা নিতে পারবেন, মার্কডাউনের কোডগুলো যারা মুখস্ত করতে পারেন না তারা সহজেই সেটা ব্যবহার করতে পারবেন, এছাড়াও রয়েছে টেবিল তৈরীর বিষয়টিও। অথর রিপোর্ট সহজেই রেব করতে পারবেন। তারপর স্টিমওয়ান নিয়ে কথা বলেন, নতুন ফিচার যোগ করার পরিকল্পনা করা হয়েছে। নিজের পাসওয়ার্ড হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে সেটার ব্যাপারে তাৎক্ষনিক জানতে পারবেন স্টিমওয়ান হতে, এ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সকলকে বুঝানোর জন্য। তাই সবাই যদি নিয়মিত চেক করেন তাহলে নিজের আইডি সম্পর্কে সহজেই জানতে পারবেন। টিআরএক্স কিংবা পাওয়ার ডাউন সমপর্কেও জানতে পারবেন এখান হতে। খুব শিঘ্রই আমাদের এনড্রয়েড এ্যাপস চলে আসবে বলে আশা প্রকাশ করেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন, শুরুতে টুইটার গিভওয়ে নিয়ে কথা বলেন এবং কারা কারা সেখানে জয়েন করেছেন সেটা জানতে চান। সবার কাছে তথ্যটা গিয়েছে কিনা সেটা জানতে চান। ফেসবুক নিয়ে কথা বলেন এবং সবাইকে উৎসাহ দেন যাতে ফেসবুকের সাথে সাথে টুইটারেও তা শেয়ার করেন। এই প্লাটফর্মকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইলে, ভেল্যু বৃদ্ধি করতে চাইলে টুইটার প্রমোশনের কোন বিকল্প নেই, এ বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেন এবং ইউজারদের উৎসাহিত করার চেষ্টা করেন। নির্দিষ্টভাবে দুটো কমন ট্যাগ ব্যবহার করার অনুরোধ করেন #steem $steem, এ বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেন। ট্যাগগুলোর সাথে সাথে আমার বাংলা ব্লগ ট্যাগ ব্যবহার করার অনুরোধ করেন, তাহলে শুভ ভাই সেটা সহজেই খুজে বের করতে পারবেন। যারা নিয়মিত এটা করছেন তাদের ধন্যবাদ জানান। আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই কাংখিত ফলাফল নিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। যাদের টুইটার একাউন্ট নেই তাদের সেটা খুলতে অনুরোধ করেন।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে @alsarzilsiam ভাই বলেন। লেভেল তিন এ যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব তারা যেন নিয়মিত পোস্ট করেন। এছাড়াও আমি অনুরোধ করব আপনারা সবাই আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়ম-কানুন মেনে চলবেন। কিছু কিছু ইউজাররা আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়ম গুলো ঠিকঠাক ভাবে মানছে তবে কমিউনিটির বাইরেও অ্যাবিউজ করে বেড়াচ্ছেনন। একই পোস্ট বারবার করে বেড়াচ্ছেন, এসব কিন্তু আমরা অবশ্যই চেক করি। আমাদের এই প্লাটফর্মকে দূষণমুক্ত রাখতে হবে, তাই আপনি যেখানে কাজ করেন না কেন নিয়ম মেনেই আপনাকে কাজ করতে হবে। এভাবে অ্যাবিউজ করে গেলে আপনার ভবিষ্যৎ খুব একটা ভালো হবে বলে আমি মনে করছি না।

Untitled-00123.png

লেভেল চার এ এই সপ্তাহে যারা যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে অনুরোধ করব খুব তাড়াতাড়ি লিখিত পরীক্ষা গুলো দিয়ে লেভেল ফাইভ এর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এছাড়াও যারা পাস করতে পারেননি তারা লেভেল ৪ এর বিষয়গুলো ভালোভাবে লক্ষ করবেন এবং কোন সমস্যা হলে আমাদেরকে জানাবেন। যেহেতু কমেন্ট মনিটরিং টিমে আছি সেহেতু কমেন্ট মনিটরিং বিষয়ে কিছু কথা বলতে চাই। এবার অনেকেই অনেক ভালো কমেন্ট করেছে এবং কমেন্টের সংখ্যাও অনেক সন্তুষ্টজনক, তবে কমেন্টের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দাড়ি এবং কমার কিছু সমস্যা দেখা দিয়েছে। এছাড়া বানানের ক্ষেত্রে কিছু ভুল দেখতে পেরেছি। এই ছোট খাটো বিষয় গুলো যদি আপনারা সংশোধন করেন তাহলে আরো ভালো করতে পারবেন বলে আমি মনে করছি।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @rupok ভাই। প্রথমেই কথা বলব লেভেল ফোর নিয়ে। যেহেতু আমি লেভেল ফোরের দায়িত্বে আছি। এই মুহূর্তে লেভেল ফোরে চারজন মেম্বার আছেন। তাদের ভেতরে দুজন মোটামুটি রেগুলার পোস্ট এবং কমেন্ট করছেন। কিন্তু বাকি দুজন বেশ কিছুদিন থেকে ইনঅ্যাকটিভ। আমি এই মেম্বারদের নাম বলছি কারণ তাদের রেফারেল দের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। তাদের যারা রেফার করেছেন তারা অতিসত্বর এই দুজনকে আমার সাথে যোগাযোগ করতে বলবেন। না হলে যে কোন সময় এদের বিরুদ্ধে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা যারা যে কোন লেভেলে যখন পরীক্ষা দেয়ার জন্য আসবেন। তখন অবশ্যই এমন জায়গায় থাকার চেষ্টা করবেন যেখান থেকে আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পাই এবং আপনিও আমাদের কথা পরিষ্কার শুনতে পান। আমরা আপনাদের পরীক্ষাটা ভার্চুয়ালি নিয়ে থাকি। এই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ভালো নেটওয়ার্ক।

নেটওয়ার্ক ভালো না হলে আপনার পরীক্ষা নেয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। আপনার বাড়ির কোন স্থানে নেটওয়ার্ক ভালো এটা আপনি সব থেকে ভালো জানেন। পরীক্ষার সময় অবশ্যই এমন জায়গায় থাকার চেষ্টা করবেন যেখানকার নেটওয়ার্ক কাভারেজ ভালো। এখন কথা বলব আমার বাংলা ব্লগ আয়োজিত ৩৯ নম্বর প্রতিযোগিতা নিয়ে। আপনারা জানেন এখন থেকে প্রতি মাসে দুটো করে কনটেস্টের আয়োজন করা হয়। তার একটি কন্টেস্টের আয়োজন করা হয় আমাদের এডমিন ভাই বোনদের পক্ষ থেকে। আরেকটি কনটেস্টের আয়োজন করি আমরা মডারেটরেরা। এবারের কনটেস্টের বিষয়বস্তু কার্ডবোর্ড দিয়ে ডাই প্রজেক্ট তৈরি করা। ডাই প্রজেক্ট এর সাথে আপনারা সকলেই কমবেশি পরিচিত।

তবে এই প্রতিযোগিতায় একটু ভিন্নতা রাখা হয়েছে। কারণ এবার আপনাদেরকে ডাই প্রজেক্ট তৈরি করতে হবে কার্ডবোর্ড দিয়ে। কার্ডবোর্ড বলতে আমরা কার্টন বানানোর কাজে ব্যবহৃত শক্ত কাগজকে বোঝাতে চাচ্ছি। আশা করি আপনারা সকলেই আগ্রহ সহকারে এই কনটেস্টে অংশগ্রহণ করবেন। আর একটি জিনিস খেয়াল করে দেখেছি গত কয়েকটি কনটেস্টে বিজয়ী হিসেবে আমরা একই মুখ বারবার দেখতে পাচ্ছি। তো এবার আমি চাই যারা কনটেস্টে কম অংশগ্রহণ করেন তাদের ভেতর থেকে কাউকে বিজয়ী হিসেবে দেখতে। তো আশা করি সকলেই এই চমৎকার কনটেস্টে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই। নমস্কার, শুরুতেই লেভেল ২ নিয়ে কিছু কথা বলবো। যেসব ব্লগার লেভেল ২ এ আসছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে কিছুটা হলেও অ্যাকটিভিটিস করবেন। আপনারা যতো অ্যাকটিভিটিস করবেন ততই আপনাদের লেখার হাত ভালো হবে। তাও চেষ্টা করবেন পোস্ট ও কমেন্ট করার। তারপর আমি চলমান কন্টেস্ট নিয়ে কিছু কথা বলতে চাই। আপনাদের সামনে নতুন DIY প্রতিযোগিতা হাজির হয়ে গেলো। আশা করবো কার্ড বোর্ড নিয়ে এই প্রতিযোগিতায় আপনাদের ভালো ভালো অংশগ্রহণ দেখতে পাবো। ধন্যবাদ।

Untitled-001234.png

তারপর শুভ ভাই সকলের অবগতির জন্য জানান যে, তানজিরা ম্যাডাম অসুস্থ্য, তাই কথা বলতে পারছেন না, সবাই মিলে তার জন্য দোয়া করবো যাতে দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। সবাইকে অনুরোধ করেন তার জন্য দোয়া করার জন্য, আপু খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেন কমিউনিটির সুবিধাবঞ্চিত ইউজারদের নিয়ে।

তারপর শুভ ভাই যথারীতি কিছু প্রমোশনাল কথা বলেন। এবিবি স্কুলে যারা আছেন তাদেরকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে, তারপর অবশ্যই সবাইকে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারী দিতে হবে যতদিন আমার বাংলা ব্লগে কাজ করবেন। সকলের জন্য সুখবর রয়েছে বিশেষ করে যারা হিরোইজমকে ডেলিগেশন করেছেন, কারো ভোট যদি কোন কারনে মিস যায় তাহলে তাদেরকে রিপোর্ট করতে অনুরোধ করেন, তাহলে তাদের জন্য থাকবে অতিরিক্ত ১০% বেশী ভোট। তারপর সবাইকে হিরোইজম সার্ভারে যুক্ত হতে অনুরোধ করেন এবং প্রতিনিয়ত সবাই সাপোর্ট পাচ্ছেন কিনা সেটা জানতে চান যারা ডেলিগেশন করেছেন তারা। হিরোইজম বিশ্বব্যাপী একটা প্রজেক্ট, সবাইকে উৎসাহ দেন হিরোইজমকে ডেলিগেশন করার জন্য। এরপর এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, যারা বিনিয়োগ করতে পছন্দ করেন তারা চাইলে এবিবি কিউরেশনে যে কোন এমান্টে ডেলিগেশন করতে পারেন তবে সর্বনিম্ম একশ এসপি করতে হবে, বোনাস সাপোর্ট দেয়া হচ্ছে সবাইকে যারা এবিবি কিউরেশনে ডেলিগেশন করেছেন।

এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, প্রতি বুধবার এ বিষয়ে রিমাইন্ড দেয়া চেষ্টা করেন শুভ ভাই, চাইলে স্টিম অথবা বেনিফিশিয়ারী দিয়ে ডোনেশন করতে পারেন এবিবি চ্যারিটিকে। তারপর কিভাবে এখান হতে সাপোর্ট বা সহযোগিতা নেয়া যাবে সেটা তুলে ধরেন। এরপর কথা বলেন এবিবি পিন পোষ্ট নিয়ে এবং এ ব্যাপারে সবাইকে কিছু বিষয় শেয়ার করেন, যা হয়তো তারা জানেন না। কমিউনিটিতে পাঁচটি এবিবি পিন পোষ্ট রয়েছে, কোথায় কোন ধরনের পোষ্ট রয়েছে সে ব্যাপারে কথা বলেন এবং সবাইকে সেগুলো নিয়মিত চেক করতে বলেন, যাতে কমিউনিটির আপডেট তথ্যগুলোর ব্যাপারে সহজেই অবগত হওয়া যায়।

তারপর সানডে ফানডে স্টেজ শো নিয়ে কথা বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা শো, আমরা আপনাদের দ্বারপ্রান্তে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদের কথা শুনছি, সব কিছু ছাপিয়ে আমরা আপনাদের প্রাধান্য দেয়ার জন্য এই শোটি চালু করেছি। আপনার মনে থাকা না বলা কতাগুলো কিংবা পরামর্শগুলো আমরা শুনার ও জানার চেষ্টা করছি। তারপর বলেন ফান করো আর্ন করো, এবিবি ফান নিয়ে কথা বলেন, এটাও একটা সফল প্রজেক্ট। এরপর এবিবি ফানের মাধ্যমে নতুনরা ডেলিগেশন নেয়ার সুযোগ নিতে পারেন, নতুনদের ফ্রি ডেলিগেশন দেয়া হয় এখান হতে। তারপর নতুনদের নিয়মিত রিওয়াডর্স ক্লেইম করতে অনুরোধ করেন। সাইফক্স ইউক নিয়ে কথা বলেন, কারা ভালোবাসেন সেটা জানতে চান, সাইফক্স এর টোটাল পাওয়ার কত সেটাও জানতে চান। তারপর বলেন সাইফক্স সপ্তাহ হলো সোমবার হতে রবিবার। এরপর নতুন প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, সবাইকে অংশগ্রহন করার জন্য উৎসাহ দেন।

Untitled-0012345.png

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুরুতে দাদা সবাইকে এবিবি পিন পোষ্টসমূহ চেক করতে বলেন এবং এরপর হতে সকল গুরুত্বপূর্ণ পোষ্ট এবিবি পিন এর ভেতর থাকবে। তবে নতুন কোন পোষ্ট পিন এ যুক্ত করা হলে সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। এরপর বলেন আমার বাংলা ব্লগ সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে, বিশেষ করে গেস্ট ব্লগারদের জন্য দারুণ সুযোগ করে দেয়া হয়েছে, সামান্য ডেলিগেশন করে নিয়মিত সাপোর্ট পাওয়ার সুযোগ পাবেন তারা। তাদের জন্য প্রতিনিয়ত একটা ফান্ড যোগ হতে থাকবে। এছাড়াও যদি কেউ গেষ্ট ব্লগার হতে নিয়মিত ব্লগার হতে চান, তাহলে সেটাও করতে পারবেন এবিবি স্কুলের ক্লাস করার মাধ্যমে, মানে সব সুবিধা রাখা হচ্ছে সকলের জন্য। তারপর এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, আজ থেকে সকলের জন্য 10%বোনাস নির্দিষ্ট করা হয়েছে পুনরায় এবিবি কিউরেশনে।

এরপর দাদা টুইটার প্রমোশন নিয়ে কথা বলেন। টুইটার প্রমোশন করার ক্ষেত্রে এখন আরো বেশী গুরুত্ব দেয়া হচ্ছে, প্রতিদিন সামান্য হলেও টুইটারে প্রমোট করার চেষ্টা করবেন সবাই, কমপক্ষে দশটি করবেন, এই ক্ষেত্রে নির্দিষ্ট দুটো ট্যাগ ব্যবহার করবেন #steem এবং $steem। সবাইকে এই ব্যাপারে গাইড করা হবে এবং একটা পোষ্টের মাধ্যমে সব কিছু তোলে ধরা হবে। আমরা যদি এভাবে টানা একমাস প্রমোট করতে পারি তাহলে টেন্ডারিং এ চলে আসবো। এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করেন এবং টেন্ডারিং কিংবা হ্যাস ট্যাগগুলোর ব্যাপারটা কি তা বুঝানোর চেষ্টা করেন সবাইকে। টুইটারের মাধ্যমে বর্হিবিশ্বে স্টিমকে তুলে ধরতে হবে। মার্কেট নিয়ে সবাইকে চিন্তা করতে না করেন, আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে আসবে এবং আশা প্রকাশ করেন এসবিডি খুব দ্রুত প্রিন্টিং হবে। তারপর একটা সুখবর প্রকাশ করেন, আর মাত্র তিনমাস পরেই আমার বাংলা ব্লগের দুই বছর পূর্তি হবে।

এরপর দাদা ডেলিগেশন প্রজেক্টগুলো নিয়ে কিছু কথা বলেন, এখন বেশ কয়েকটি এই রকম ডেলিগেশন প্রজেক্ট চালু রয়েছে, অর্থাৎ আপনার ডেলিগেশনের ভিত্তিতে আপনাকে নির্দিষ্ট সাপোর্ট প্রদান করবেন প্রতিদিন, ফ্রি ব্লগিং করার ক্ষেত্রে অবশ্য এগুলো লাগে না। এগুলো হলো গ্যারান্টেড সাপোর্ট, এসব জায়গায় ডেলিগেশন করলে আর্নিংটা নিশ্চিত হবে। আমাদের প্রমোশন টিম গঠন করা হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত তথ্যসহ পোষ্ট শেয়ার করা হবে। তারপর দাদা বেষ্ট ব্লগার অব দ্যা ইউক নিয়ে কথা বলেন, যেহেতু তানজিরা ম্যাডাম অসুস্থ্য তাই নামগুলো এখন প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তবে পরবর্তীতে ঘোষণার মাধ্যমে সেটা জানিয়ে দেয়া হয়। এই সপ্তাহের বেষ্ট ব্লগাররা হলেন, @tasonya @nevlu123@rahimakhatun এবং বিশেষ ক্যাটাগরিতে @monira999

Untitled-00123456.png

তারপর কুইজ পর্ব শুরু করার জন্য আরিফ ভাইকে আমন্ত্রন জানান শুভ ভাই, এই পর্বে আরিফ ভাইকে সহযোগিতা করেন মডারেটর রুপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং যথারীতি আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতো একই রয়েছে সেহেতু আরিফ ভাই নতুন করে কিছু বলেন নাই, তাই সরাসরি কুইজ পর্ব শুরু করেন। এরপর একে একে চারটি কুইজ শেয়ার করেন, তবে এই সপ্তাহে বাড়তি কোন কুইজ ছিলো না। বিজয়ীদের পরবর্তীতে রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে, এই জন্য মডারেটরকে কুইজের বিজয়ীদের নাম এবং হ্যাংআউটের ক্রমিকসহ দিতে বলেন। এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার পক্ষ হতে পর পর তিনটি কুইজ ধরা হয়, দাদার পক্ষ হতে কুইজের পুরস্কার দেয়া হয়। তারপর শুভ ভাই ফিরে আসেন এবং সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

তারপর গানের পর্ব শুরু করেন শুভ ভাই, শুরুতেই সাথি আপুকে স্টেজে আমন্ত্রণ জানান এবং তার সাথে কৌশল বিনিয়ম করেন। তারপর সাথি আপু কবিতার ছন্দে ছন্দে গানের পর্বটি পরিচালনা করেন। একে একে @saymaakter কবিতা আবৃত্তি, @tuhin002 গান, @joniprins কবিতা আবৃত্তি, @mahbubul.lemon গান, @bristychaki গান, @selinasathi1 কবিতা আবৃত্তি, শুভ ভাই গান, @hiramoni গান এবং সময় থাকার কারনে আমি ও সাথি আপু একটা করে কবিতা আবৃত্তি করি।

এরপর শুভ ভাই উপস্থিত সবাইকে কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে সেটা শেয়ার করার সুযোগ দেন, তারপর @mahbubul.lemon ভাই প্রশ্ন করেন। আর কেউ প্রশ্ন না করায় শুভ ভাই সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যাংআউটের সমাপ্তী ঘোষণা করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Sort:  
 last year 

এ সপ্তাহে হ্যাংআউটে প্রায় বিভিন্ন বিষয়ে সম্পর্কে জানতে পেরেছি। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অপেক্ষা করে থাকি হ্যাংআউট শোনার জন্য। বিশেষ করে সবার কথাগুলো শুনে নতুন নতুন কিছু জানতে পারি। তাছাড়া পুরো সপ্তাহে নিজে কি রকম কাজ করলাম এটাও জানতে পারি সুপার একটিভ লিস্টের মাধ্যমে। তা তাছাড়াও দাদার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ব্যক্তিগত সমস্যা থাকার কারণে গত বৃহস্পতিবারের হ্যাংআউট এ জয়েন হতে পারেনি। তবে এই ভেবে তাৎক্ষণ খুব কষ্ট লাগছিল।। তবে এখন হাফিজুল্লাহ ভাইয়ের পুরো পোস্টটি পড়ে খুব ভালো লাগলো হ্যাংআউট বিষয়ে মোটামুটি একটি ধারণা পেলাম গত সপ্তাহের।।

 last year 

হাং আউটের পোস্ট দেখে খুব ভাল লাগলো। আপনি খুব সুন্দরভাবে রিপোর্ট টি তুলে ধরেছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় এই হ্যাং আউটের মাধ্যমে আমরা জানতে পারি।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 last year 

পুরো সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার হ্যাংআউট এর মাধ্যমে মনে হয় যেন পুরো সপ্তাহের স্বস্তি খুঁজে পাই। আবার হ্যাংআউট মানে মোটিভেশন, পুরো সপ্তাহ জুড়ে যে যেরকম কাজ করেছে, তার একটা মোটিভেশনও বটে। আর এই মোটিভেশন থেকে পুনরায় নতুন উদ্যমে কাজ করার একটি দারুন মাধ্যম হলো বৃহস্পতিবারের হ্যাংআউট।

 last year (edited)

প্রতি সপ্তাহে হ্যাংআউট এ পার্টিসিপেট করতে অনেক বেশিই ভালো। সবার সাথে জমিয়ে আড্ডা বেশ সুন্দর একটি মুহূর্ত কাটে। চেষ্টা করেছি নিজেকে সুপারএকটিভ লিস্ট দেখার, সে অনুযায়ী কাজ করে নিজের জায়গা নিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাপ্তাহিক হ্যাংআউটের এত সুন্দর একটি রিপোর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও হ্যাংআউট পর্বটা ভীষণ উপভোগ করেছি। অনেক তথ্যবহুল ব্যাপারও জানতে পেরেছি। আপনি একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে সম্পূর্ণ হ্যাংআউট প্রোগ্রামটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

দেখতে দেখতে আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি চলে আসছে। সময়গুলো যেন কিভাবে চলে গেল! টেরই পেলাম না মনে হচ্ছে! কতটা আবেগ, কতটা ভালোবাসা মিশে আছে আমার বাংলা ব্লগের প্রতি 🌼। হ্যাশ ট্যাগের ব্যাপারটা আমাদের সবারই আমলে আনা উচিত। দামের কথা চিন্তা না করে কাজ করাটাই হলো মূখ্য! স্টিমিটকে আমরা একসাথে সবাই ভালো একটা পজিশনে নিয়ে আসতে পারবো বলে আমি বিশ্বাস করি 🦋

 last year 

দেখতে দেখতে 100 তম হ্যাংআউটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেই বিশেষ দিনের অপেক্ষায় আছি ভাইয়া। সপ্তাহিক হ্যাংআউটের প্রতিটি বিষয় এত সুন্দর ভাবে তুলে ধরেছেন পড়ে মনে হচ্ছিল যেন আবারও হ্যাংআউট শুনতে পাচ্ছি। প্রতিটি কথাই নিখুঁতভাবে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 57329.79
ETH 2914.99
USDT 1.00
SBD 3.67