Incredible India কমিউনিটিতে ডিসকার্ড ইনচার্জ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি।

in Incredible Indialast year

আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী
আমার দায়িত্ব গ্রহণের লেখনীতে আপনাকে স্বাগতম।

আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্যই আজকে আমার এই লেখনি। বিজয়ের মাসে সকলকে ডিসেম্বরের শুভেচ্ছা জানাই।

20221221_162401_0000.pngCanva দ্বারা ডিজাইন করা

আমি আমার দায়িত্ব গ্রহণে প্রতিশ্রুতি দিচ্ছি।
মাননীয় @sduttaskitchen এডমিন মহোদয় আশা করি আপনার দেওয়া দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো শুধুমাত্র আপনাদের দোয়া চাই।

আমি একজন বাংলাদেশী নাগরিক #Bangladesh 🇧🇩। আমার নাম মোঃ জাকারিয়া ইসলাম। আমার গ্রামের বাড়ি নাটুয়ার পাড়া গ্রাম, গাজীপুর উপজেলা, সিরাজগঞ্জ জেলা এবং রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত।

আমার ছাত্র জীবনে বিভিন্ন শিক্ষা:

আমি আমার গ্রাম থেকেই লেখাপড়া করি মাদ্রাসা সেক্টরে। প্রথমে কেজি স্কুলে ভর্তি হই এর পরবর্তীতে আমি ক্লাস থ্রিতে এসে মাদ্রাসায় ভর্তি হই। ক্লাস থ্রি থেকে একাধারে ক্লাস টেন পর্যন্ত লেখাপড়া করি এবং দাখিলী পাস করে যা আমরা জেনারেল এ SSC বলি। সেখান থেকে মোটামুটি ভালো একটি রেজাল্ট নিয়ে ভর্তি হই ডিপ্লোমা পলিটেকনিকে। এখানে আমি সিরামিক ডিপার্টমেন্টের উপর অর্ধাঙ্গত আছি। আগামী সম্ভাবনা সিরামিকসের বাজার খুবই ভালো এ কারণে আমার পরিবারসহ আমরা সকলেই সিদ্ধান্ত নেই যে সিরামিক ডিপার্টমেন্টে ভালো হবে আশা করা যায়। এভাবে আমি লেখাপড়া চালিয়ে যাই এখন আমার বর্তমান সেমিস্টার ষষ্ঠ। আর মাত্র দুটি সেমিস্টার রয়েছে। আমি যখন মাদ্রাসা থেকে দাখিল পাস করি, তখন দীর্ঘ একটি ছুটি থাকে ওই সময় আমি কম্পিউটার ডিপার্টমেন্টের উপর শর্ট কোর্স করি। এতে আমার কম্পিউটারের উপর বেসিক ধারণা হয় সেখান থেকে মোটামুটি আমি ভালো কিছু শিখতে পারি। MX word, MX Excel, MX PowerPoint এগুলো সম্পর্কে আমার বেশ ভালো একটি ধারণা এসেছে। এরপর পরবর্তীতে আমি কম্পিউটার নিয়ে অনেক রিসার্চ করি এবং সময় দেই। বেসিক টা ধারনা নেওয়ার পরে প্রোগ্রামিং নিয়ে একটু মনোযোগ দেই। ফোকাস দেই কোডিং কিভাবে শেখা যায়। সেখান থেকে আমি HTML, CSS, BOOTSTRAP-5 এগুলো সম্পর্কে বেসিক একটু ধারণা হয় এবং এগুলো নিয়ে ছোটখাটো ওয়েবসাইট তৈরি করতাম। ছাত্র জীবনে আমার আরো অনেক কিছুই রয়েছে যা এখানে উল্লেখ করে শেষ করার মত নয়। এখনো ছাত্রজীবনেই আছি। কর্মজীবনে এখনো পদার্পণ করিনি। শিক্ষার কোন শেষ নেই। তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ শিক্ষার বয়স।

এখন আসি দায়িত্ব সম্পর্কে।

দায়িত্ব খুবই কঠিন একটি কাজ। অনেক মানুষই চায় যে আমি যেন ওই দায়িত্বটা পাই আমার কাজটা যেন আমি করতে পারি এমন অনেক আগ্রহ সৃষ্টি হয় দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু কতজন পারে এই দায়িত্বটিকে সঠিকভাবে পালন করতে। দায়িত্ব খুবই সেনসিটিভ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদেরকে অনেক মনোযোগ সহকারে ধৈর্যশীলতার সহিত সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। আমি আমাদের এই Incredible India কমিউনিটিতে ডিসকার্ড সার্ভারের একজন ইনচার্জ। অর্থাৎ বাংলা ভাষাভাষী ইউজারদেরকে সঠিক গাইড লাইনের মাধ্যমে দিকনির্দেশনা প্রদান করা। আমাদের ডিসকর্ড সার্ভারের লিংক: Discord Server

আমি আস্থা রাখি আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে যাব। আমি দীর্ঘ এক বছরের বেশি Blockchain এর সাথে সংযুক্ত। আমি যতটুকু জানি আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব অথবা আমি যেটা না জানি আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করব। একজন মানুষ তো সব কিছুই জানে না যেটা আপনি জানেন হয়তো আমি সেটা জানি না আবার আমি যেটা জানি হয়তো আপনি সেটা জানেন না আমরা একে অপরের সাথে বন্ধুসুলভ আচরণ করব এবং আমরা এখানে সবাই একত্রিত হয়ে একটি পরিবার। তাই আমরা একে অপরের সাথে সম্মানের সহিত আচরণ করব এতে করে আমাদের মান-সম্মান শ্রদ্ধাবোধ একনিষ্ঠ সবকিছুই বৃদ্ধি পাবে।

আমাদের উদ্দেশ্য কি:

আমরা চেষ্টা করব কিভাবে একজন সাধারন ইউজার তার সৃজনশীলতাকে বৃদ্ধি করতে পারে। কোয়ালিটি ফুল পোস্ট তৈরি করার জন্য আমরা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা আমাদের মূল্যবান সময়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমরা সকলেই একসাথে আমাদের এই কমিউনিটি বহুদিন নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। আমরা যেন আমাদের কাজ এর মাধ্যমে মানুষকে ইমপ্রেস করতে পারি আমাদেরকে যেন বলতে না হয় আমাকে একটু সাপোর্ট দাও। আমরা আমাদের ক্রিয়েটিভিটি প্রয়োগ করে সামনে অগ্রসর হতে চাই। কিভাবে একটি পোস্ট কে আমরা সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি সমস্ত কিছুই আমাদের জানতে হবে শিখতে হবে এবং প্রয়োগ করতে হবে। আর এজন্যই আমাদেরকে সময় দিতে হবে। তাই আমি আপনাদের কাছে এসেছি এই দায়িত্ব সঠিকভাবে পালন করার উদ্দেশ্য। আপনারা শুধু দোয়া করবেন আমি যেন আমার এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং সঠিক দিকনির্দেশনা আপনাদের দিতে পারি।

আশা করি আমরা যদি আমাদের পরিকল্পনামা অনুযায়ী সামনে অগ্রসর হই তাহলে সফল হওয়া যাবে ইনশাল্লাহ। আর এজন্য আমাদের সাথে সবসময় সংযুক্ত থাকবেন সমস্ত মডারেটর এবং ডিসকার্ড ইনচার্জ সহ আমাদের মাননীয় এডমিন মহোদয়।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgaQoCtGeKVqRDUGfrmTXsfxHraVeGpEUQ6HjQHG9igTSfqGMVa6WEJmNoG7kyP96MeJqwySjh1g.png
45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtXBBbvSyg7mut1UXDfs91vJBbjvRWniW7kqxJWyzxfBiUR15zUSmmBJcNfGq...Ht8czzm6jLNcmNtMoo5CkngVjPkfuaMSLwsyZ4C5H6d9jw4uJUs6CASqouF5fYyKSD1UQmTGYWz78pUD8S1PSYbAD7jA5t5jwPtEujVi2vgQth35XJdpamtpjp.png

(CC)
@rme (Chief Admin)
@sduttaskitchen (admin)
@sampabiswas (moderator)
@nainaztengra (moderator)

Sort:  
Loading...
 last year 

I would like to welcome here wholeheartedly and wish you will maintain the decorum and work honestly I
for this community and give your best for the community growth.

 last year 

আপনাকে অনেক শুভেচ্ছা জানাই নতুন দায়িত্বভার পাওয়ার জন্য। আশাকরি আপনি খুব ভালো করে দায়িত্ব পালন করবেন।

 last year 

জি অবশ্যই দোয়া করবেন।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63383.41
ETH 3119.37
USDT 1.00
SBD 3.85