ভিন্ন ভিন্ন কালারের জবা ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আস-সালামু আলাইকুম।

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন ও বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকে আবার একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমি ভিন্ন ভিন্ন কালারের জবা ফুলের ও জবা ফুলের একটা বড় গাছের ফটোগ্রাফি শেয়ার করব আপনাদের মাঝে।

IMG_20220805_174159.jpg

ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11ক্যামেরাঃ13mpলোকেশনঃজুগিরগোফা-গাংনী-মেহেরপুর

আমি আর আমার মামাতো ভাই বের হয়েছিলাম কিছু ফটোগ্রাফির উদ্দেশ্যে তখন আমি দেখি এই সাদা জাবা ফুলটা তখন এই ফুলটার ফটোগ্রাফি করলাম। সাদা জবা ফুল আমি খুব কমই দেখেছি। তবে এটা দেখতে খারাপ না সুন্দর অনেক।

IMG_20220805_173120.jpg

ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11ক্যামেরাঃ13mpলোকেশনঃজুগিরগোফা-গাংনী-মেহেরপুর

ওখানে আমি আরো একটা চুপসে যাওয়া জবা ফুল দেখলাম তাই সেটার একটা ফটোগ্রাফি করলাম আপনারা ফটোতে দেখতে পারছেন।

তো প্রথমটা তো ছিল সাদা জামা এবার আপনাদের মাঝে শেয়ার করব লাল জবা।

IMG_20220809_134750-01.jpeg

ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11ক্যামেরাঃ13mpলোকেশনঃগাংনী-মেহেরপুর

এই লাল জবা ফুলের ছবিটা যেখান থেকে আমি তুলছি এই গাছটা অবশ্য আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বাড়ির ভিতরে গাছটা লাগানো হঠাৎ সেদিন ঐখান দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখি ওই গাছটাতে অনেকগুলো জবা ফুল লাল লাল তাই আমি তখন ফটোগ্রাফি করলাম।

IMG_20220809_134741-01.jpg

ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11ক্যামেরাঃ13mpলোকেশনঃগাংনী-মেহেরপুর

আপনার ছবিটা দেখতে পাচ্ছেন ওই জবা ফুল গাছটা অনেক বড়। আপনারা ছবিতে তা দেখতে পারছেন। আর গাছটা অনেক সুন্দর লাগছে কারণ গাছে ভর্তি ফুল। এই জবা ফুল নিয়ে আপনাদেরকে একটা ঘটনা বলি আগে যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বাড়ির পাশে একটা এতিমখানা আছে যেখানে অনেক ফুল গাছ আছে সেখানে আগে অনেক জবা ফুল গাছও থাকতো। এখন আর তেমন দেখা যায় না যাওয়া ফুল ওইখানে একটা আছে হয়তো। তো যাইহোক আমরা মূলত ওইদিকেই খেলা খেলার উদ্দেশ্যে থাকতাম তো তখন জবার ফুলের মাঝখানে যে শীষ থাকে ওইটা নাকি খাওয়া যায়। তোমার বন্ধুরা বলতো আসলেই কি খাওয়া যায় কিনা তা জানি না। তবে মানুষ খাইলে কিছু হয় না নাইলে এতদিন কিছু হয়ে যেত কারণ এটা আমরা অনেক খাইছি। এরকম কাহিনী এর আগে কোনদিন শুনছেন কিনা জানিনা।

IMG_20220805_174449.jpg

ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11ক্যামেরাঃ13mpলোকেশনঃজুগিরগোফা-গাংনী-মেহেরপুর

আর এইটা হইল আমাদের গোলাপি জাব ফুল এটা আমি তেমন দেখি নাই গোলাপি কালারের জবা ফুল আমি মনে হয় এই বাড় প্রথম দেখছি। তবে এই তিন কালারের জবা ফুলের মধ্যে আমার সাদা কালারের জবা ফুলটা বেশি ভালো লেগেছে।

IMG_20220805_174211.jpg

ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11ক্যামেরাঃ13mpলোকেশনঃজুগিরগোফা-গাংনী-মেহেরপুর

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন ও বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট। আর মামাতো ভাইয়ের সাথে যেখানে গিয়েছিলাম ওইখানে আরও ফটোগ্রাফি করছি এরপরে আবার কোন পোস্টে সেগুলো নিয়ে আসবো। তো আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ।

Sort:  
 2 years ago 

ভিন্ন ভিন্ন কালারের জবা ফুলগুলো দেখে মন ভরে গেল। আপনি খুব সুন্দর ভাবে আপনার ফটোগ্রাফি গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন ।শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি দেখার জন্য ও এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

জবা ফুল দেখতে আসলেই খুবই সুন্দর। আপনি বিভিন্ন কালারের দারুন কিছু জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফুল দেখে আমি মুগ্ধ খুবই। সুন্দর লাগছে আপনার ফটোগ্রাফি গুলো।

তবে আপনার টাইটেলে জবা বানানটা ভুল আছে এটা ঠিক করে নেবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সাদ রঙের যে জবা ফুল হয় এটাই তো জানা ছিল না । আবার লোকেশনে দেখছি আমাদের গ্রামের নাম । এদিকে আমি আজ পর্যন্ত দেখিনি এমন ফুল । খুব ভাল লাগলো আপনার ফটোগ্রাফি পোস্ট দেখে । বিশেষ করে অনেক নতুন নতুন রঙের জবা ফুলের সাথে পরিচিত হতে পেরে ভালই লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আমিও সাদা যাবো ওই দিনই প্রথম দেখেছিলাম আপনাদের এলাকায় ধন্যবাদ আপনাকে আমার পোস্টে এত সুন্দর মন্তব্য করার জন্য।

সত্যি অনেক চমৎকার একটি ফটোগ্রাফি আপনার থেকে দেখতে পেলাম সেটা হচ্ছে কয়েকটি জবা ফুলের ফটোগ্রাফি দেখে আমার বেশ ভালো লাগলো অনেক ধরনের জবা ফুলের সাথে পরিচয় হতে পারলাম ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আমরা সবাই তো আর সব ফুল দেখে থাকি না আমিও অবশ্যই প্রথম দেখলাম গোলাপী কালারের জবা ফুলটা। তবে ধন্যবাদ আপনাকে আমার পোস্টে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমারে কাছে সব রকমের জবা ফুলই দেখতে ভীষণ ভালো লাগে। আমি সব রকমের জবা ফুলই দেখেছি। আপনি খুবই সুন্দর সুন্দর জবা ফুলের ফটোগ্রাফি করেছেন এবং আমাদের সকলের মাঝে উপস্থাপনা করে শেয়ার। এরকম ভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আমার পোস্টে মন্তব্য করার জন্য আমার ফটোগ্রাফি দেখার জন্য।

 2 years ago 

বর্তমানে বিভিন্ন রঙের জবা ফুল পাওয়া যায়। বিভিন্ন রঙের জবা ফুল দেখতে সুন্দর। বিভিন্ন নার্সারিতে গেলে আজকাল উন্নত প্রজাতির জবা ফুল গুলো দেখতে পাওয়া যায়। এই জবা ফুলগুলো অনেক সুন্দর রংয়ের হয়। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপনি ঠিক বলেছেন নার্সারিতে গেলে তো কালারের জবা ফুল আমরা অনেকেই দেখতে পাই কিন্তু যা তো হয় না বাড়ির কাছে এগুলো দেখতে পেলাম তাই ফটোগ্রাফি করলাম। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

জামা ফুলের

পোস্টের টাইটেলে ভুল আছে। অনুগ্রহপূর্বক সেটা সংশোধন করে নিন।

 2 years ago 

জি আমি খেয়াল করছিলাম না এখন ঠিক করে নিয়েছি।

 2 years ago 

বাহ! বেশ চমৎকার চমৎকার জবা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভাই ফুল আমার খুবই প্রিয় আমি অনেক ভালবাসি ফুলগুলোকে। এজন্য ফুলের ফটোগ্রাফি দেখলে আর লোভ সামলে থাকতে পারি না, জটপট ঢুকে পড়ি আর মন্তব্য করে ফুলগুলো দিকে এক নজরে তাকিয়ে থাকি অনেকক্ষণ। ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল তবে আপনার হেডিং এ জবা ফুলের নামটি ঠিক করে নেবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার পোষ্টের মাধ্যমে অনেকগুলো জবা ফুল দেখতে পেলাম ।যেগুলো জবা ফুল দেখিনি সেগুলোও দেখে নেওয়া হলো। আসলে আপনি অনেক সুন্দর সুন্দর জবা ফুল আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার ফটোতে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও খুবই অসাধারণ আপনি খুব সুন্দর করে ভিন্ন ভিন্ন কালারের জবা ফুলের ফটোগ্রাফি করেছেন। একসাথে অনেকগুলো জবা ফুল বিভিন্ন কালারের দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70434.55
ETH 3761.18
USDT 1.00
SBD 3.84