বাংলাদেশের ক্রিকেট খেলা ও আমার অনুভূতি ।। 10% beneficary for @shyfox ❤️

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামুআলাইকুম

বিশ্বের সকল স্টিমিট বাসিকে আমার বাংলা ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে একটি পোষ্ট সেয়ার করতে চলে এসেছি। প্রতিদিন ভিন্ন ভিন্ন পোষ্ট করতে আমার যেমন ভাল লাগে ঠিক তেমনি আপনাদের পড়তেও ভাল লাগে। আমি রান্না বান্না তেমন পারি না। তাই রেসিপি পোষ্টও বেশি দিতে পারি না। তবে মাঝে মাঝে সহজ রেসিপি পোষ্ট গুলো দেওয়ার চেষ্টা করি। আজকে বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে মনের আবেগ অনুভূতি প্রকাশ করে একটি পোষ্ট সেয়ার করবো। চলুন শুরু করা যাক।

cricket-662956_1920.jpg
Source

আমি যখন ছোট ছিলাম, তখন বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল বিটিভিতে প্রতি সাপ্তাহ শুক্রবারে বিকাল তিনটার সময় বাংলা মুভি দেখতাম। অনেক সময় সাদা কালো আবার অনেক সময় রঙিন কালার মুভি দেখতাম। ছবি দেখার জন্য বিকাল তিনটার আগে সমস্ত কাজ শেষ করে যাদের বাড়িতে টিভি আছে তাদের বাড়িতে বসে থাকতাম। মুভি দেখার জন্য গিয়ে যদি দেখি বিটিভিতে বাংলাদেশের ক্রিকেট খেলা চলতেছে তখন মনটা অনেক খারাপ হয়ে যেত। ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে আসতাম। তখন খেলা বুঝতাম না তাই খেলা দেখে মজাও পেতাম না।

আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম তখন বাড়িতে মাঠে ঘাটে একটু একটু ক্রিকেট খেলা খেলতে খেলতে ক্রিকেট খেলা বুঝতে শুরু করলাম। তখন দেখি ক্রিকেট খেলা দেখতে ভালই লাগে। তবে তখন খেলোয়ারদের নাম তেমন জানতাম না। শুধু হাতে গনা কয়েকজন খেলোয়ারের নাম জানতাম। যেমন নাফিস ইকবাল,তামিম ইকবাল,রফিক,আব্দুর রাজ্জাক, সাকিব,মাশরাফি শুধু এই কয়েক জনের নাম ছাড়া আর কারো নাম তেমন জানতাম না।

২০১২ সালে এসএসসি পরিক্ষা দিয়ে বাড়িতে তখন অবসর সময় পার করতেছি। তখন বাংলাদেশে শুরু হলো এশিয়া কাপ খেলা। সেই এশিয়া কাপের খেলা দেখতে গিয়ে মোটামুটি বাংলাদেশের ক্রিকেট খেলার প্রতি ভাল একটি আগ্রহ চলে আসলো। সব গুলো খেলা দেখলাম। বাংলাদেশ ঐ বছর পাকিস্তানের সাথে এশিয়া কাপ ফাইনাল খেলা খেললো। পাকিস্তান ২৩৬/৯ রান করেছিল। আর বাংলাদেশ ২৩৪/৮ রান করে। পাকিস্তান ২ রানে বিজয়ী হয়। ঐদিন খেলা দেখে মনের ভিতর এত কষ্ট পেয়েছিলাম যে ঐদিন রাতে খাবার না খেয়েই ঘুমিয়ে গেছিলাম। আর প্রতিজ্ঞা করেছিলাম আর ক্রিকেট খেলা দেখবো না।

cricket-262180_1920.jpg
Source

পরের দিন সবাই এই খেলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করলো। সবাই বলতে লাগলো যে খেলার মাঝে হার জিত আছে। তাই বলে খেলা দেখা ছেড়ে দেওয়া যাবে না, কষ্ট পেলে চলবে না। সামনে ভাল কিছু করার আশা নিয়ে এগিয়ে যেতে হবে। সবার থেকে উৎসাহ নিয়ে আবার খেলা দেখতে শুরু করলাম। ভালই লাগে খেলা দেখতে। অনেক ক্রিকেট টুর্নামেন্ট দেখতে গিয়ে খাওয়া দাওয়া ভুলে যেতাম। এভাবে ২০১৬ সালে টি২০ বিশ্বকাপ খেলা শুরু হয় পাশের দেশ ভারতে। সেখানে ২৩ মার্চ রাতে বাংলাদেশ একটি খেলায় মাত্র এক রানের ব্যবধানে হেরে যায়। মুশিফিক,মাহমুদুল্লাহ থাকা সত্বেও লাষ্ট তিন বলে এক রান নিতে পারে নাই। ঐদিন দ্বিতীয় বারের মত হৃদয়টা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। ঐদিনও রাতের বেলা না খেয়ে ঘুমিয়ে গেলাম। তারপর আবার প্রতিজ্ঞা করলাম, বাংলাদেশের ক্রিকেট খেলা আর দেখবো না।

তারপর থেকে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখলেও তেমন গুরুত্ব দিয়ে দেখি না। কারন জানি বাংলাদেশ সবসময় তীরে এসে তরী ডুবিয়ে দেয়। অনেক আগ্রহ নিয়ে খেলা দেখলেও শেষ পর্যন্ত ফলাফল ভাল হয় না। একসময় রাতের পর রাত জেগে খেলা দেখতাম আর এখন কখন কার সাথে খেলা তার খবরও রাখি না।

বর্তমানে অষ্ট্রেলিয়াতে ২০২২ টি২০ বিশ্বকাপ খেলা চলতেছে। বাংলাদেশ জিম্বাবুয়ে আর নেদারল্যান্ডসের সাথে জিতে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে। আজকে পাকিস্তানের সাথে জিততে পারলে সরাসরি সেমিফাইনালে চলে যেত। সকালে অফিসে আসার পর সবাই খুব আগ্রহ নিয়ে খেলা দেখার প্রস্ততি নিচ্ছে। আমি বললাম এত খুশি হয়ে লাভ নেই বাংলাদেশ ১৪০থেকে ১৫০ রান করবে। আর পাকিস্তান বিনা উইকেটে জিতে যাবে। তা না হলে সর্বচ্চ একটি উইকেট পরতে পারে। সমিকরণ ঠিকই হলো বাংলাদেশ ১২৭ রান করলো আর পাকিস্তান বাংলাদেশিদের সকল আশা ভঙ্গ করে হেসে খেলে জিতে গেল।

wicketkeeper-390621_1920.jpg
Source

বাংলাদেশে যখন হেরে গেল তখন কেউ আমার সাথে কথা বললো না। সবাই নিজ নিজ কাজে ব্যাস্ত হয়ে পড়ল। কারন রেজাল্ট আগেই জানা ছিল । যায়হোক যদিও আমি বাংলাদেশের খেলা দেখতে চাই না। তারপরও বাংলাদেশের ক্রিকেটের জন্য মনে আলাদা একটা ভালবাসা আছে। হারতে হারতেই একসময় টাইগার টিম বিশ্ব জয় করবে। সেই কামনা রেখেই আজকে আমার অগোছালো আলোচনার সমাপ্তি টানলাম। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।।

555555.png

111.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jpbMNKdA1Swxiey857mvDu4v9YQGGGa7u8o3aSuH2T9hohoCpGA4xjXECnmqJUuaGBR4n9tutUQsJX8FzZckBvZL.png

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPL.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

112.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

হ্যাঁ বাংলাদেশ এতদিন ধরে খেলেও তেমন উন্নতি করতে পারল না। এটা খুবই আফসোস এর বিষয়।

 last year 

জী ভাইয়া আপনি ঠিক বলেছেন। বাংলাদেশের খেলার কোন উন্নতি হচ্ছে না।

 last year 

আসলেই ছোট বেলায় আমিও টিভি দেখার জন্য অন্যর বাড়িতে আগেই গিয়ে বসে থাকতাম ৷ তবে ক্রিকেট দেখার জন্য নাহ ৷ অন্য সব বিনোদন উপভোগ ৷ যাই হোক ক্রিকেট খেলার প্রতি আপনার প্রথম অনুভুতি দেখে সত্যিই অনেক ভালো লাগলো ৷ তবে ঠিকই বাংলাদেশ সবসময় তীরে এসে তরী ডুবিয়ে দেয়। যেটা সত্যিই দুঃখজনক ৷ বাংলাদেশর ক্রিকেটের এমন অবস্থা আসলেই মন ভেঙ্গে দেয় ৷ যাই হোক পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 last year 

জী ভাইয়া বার বার মন ভেঙ্গে যায়। তাই আর দেখি না। ধন্যবাদ।

 last year 

বাংলাদেশের ক্রিকেট এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমারো। ২০১২ সালের এশিয়া কাপ ফাইনাল এর কথা আমারো মনে আছে। তখন সম্ভবত আমি ৭ম শ্রেনীতে পড়ি। খুব খারাপ লেগেছিলো সেদিন। আমি অনেক কান্না করেছিলাম সেদিন। কবে যে বাংলাদেশ এর ক্রিকেট এর উন্নতি হবে কে জানে।

 last year 

আসলে আগে খেলা দেখলে সব সময় বাংলাদেশের প্রতি একটা প্রত্যাশা ছিল। সব সময় চাইতাম বাংলাদেশ জিতুক। কিন্তু এখন চাই সব সময় ক্রিকেট জিতুক। আসলে ক্রিকেট টাকে উপভোগ করতে জানলে জয় পরাজয় তেমন বেশি ম্যাটার করে না।আর এটা ঠিক সবাই মুখে বলে বাংলাদেশের খেলা আর দেখব না এমনকি আমি নিজেও কত বলেছি।কিন্তু দিনশেষে দেখা যায় খেলা শুরু হওয়ার আগে আমি নিজেই সবার আগে টিভির সামনে বসে পড়ি।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63732.43
ETH 3135.73
USDT 1.00
SBD 3.83