DIY-এসো নিজে করি: সিম্পল মেহেদী ডিজাইন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম
আমি ঢাকা, বাংলাদেশ থেকে মোঃ কাওসার হোসেন ।


আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন আমিও ভালো আছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আরো একটি পোষ্ট শুরু করতে যাচ্ছি। আজ আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি মেহেদি আর্ট শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে আমার এই আর্টটি ভালো লাগবে। যদিও আমি ভালো আর্ট করতে পারি না, তবুও চেষ্ঠা করেছি ভালোভাবে করার জন্য । সবাই দোয়া করবেন যেন আরো ভালো আর্ট করে আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমার যদি কোন ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


PSX_20220705_104311.jpg



উপকরণ:

  • একটি সাদা কাগজ
  • একটা কলম

অংকন পদ্ধতি:

ধাপ ১:

20220705_101926.jpg



আজকে আমি মেহেদী আর্ট একটি সাদা পৃষ্ঠায় করে দেখাবো। এজন্যই প্রথমে আমি একটি সাদা পৃষ্ঠা নেবো এবং একটি কলমের সাহায্যে এই পৃষ্ঠার মাঝ বরাবর একটি ফুল একে নেবো।



ধাপ ২:

20220705_102027.jpg


প্রথমে সাদা পৃষ্ঠায় যে ফুলটি এঁকেছি তার উপর বরাবর আরো একটি ছোট্ট ফুলে কে দেব।



ধাপ ৩:

20220705_102354.jpg


যখন এই উপরে ছোট্ট ফুলটি আকা হবে তখন এর মাঝ বরাবর থেকে আমি একটি কলসির মতো একে দেব এবং এর ভিতরে আমি ডিজাইন করে নিয়ে পাশে একটি পাতা এঁকে দেবো এবং পাতার উপরে আরো একটি কলসি একে এর ভিতরের ডিজাইন করে দেবো।



ধাপ ৪:

20220705_102450.jpg


একটি কলসির উপরে যখন আরেকটি কলসি একে এর ভিতরের ডিজাইন করে নিবো তখন এই কলসির পাশ থেকে আরেকটি সুন্দর করে পাতায় একে দিব যাতে এটা দেখতে আরো বেশী সুন্দর লাগবে।

ধাপ ৫:

20220705_102643.jpg


উপরের ডিজাইন গুলো আঁকা যখন শেষ হবে তখন প্রথম যে বড় একটি ফুল একেছিলাম তার সেই ফুলের পাপড়ির ভিতরে আমি কিছু ডিজাইন করে দেব এতে এটা দেখতে আরো বেশী ভালো লাগবে।



ধাপ ৬:

20220705_103248.jpg


যখন আমার ওই ফুলের ভিতর ডিজাইন করা শেষ হবে। তখন আমি ফুলের নিচে আর একটি কলসির মতো একে দিব এবং এর পাশ থেকে খুব সুন্দর করে কিছু পাপড়ি একে দেব এবং এই কলসির ভিতরে আবারো সুন্দর করে ডিজাইন করে নেব।



ধাপ ৭:

20220705_103310.jpg


এ পর্যায়ে প্রথম যে ফুলের পাপড়ি এঁকেছিলাম সেই পাপড়ির ভিতরে আবার ছোট করে পাপড়ি একেছিলাম তার ভিতরে আমি একটু ডিজাইন করে নেব এতে এই ফুলটা দেখতে আসলে ভালো লাগবে। আসলে এভাবে মেহেদি ডিজাইন করলে দেখতে ভালো লাগে। আমি অনেক ডিজাইন দেখেছি সেইজন্য এটা আমি করে দিয়েছি।



শেষ ধাপ:

20220705_103615.jpg


এভাবেই একটু একটু করে আমি আমার এই মেহেদি ডিজাইন করা শেষ করেছি। আসলে এটা করতে আমার মোটামুটি ভালো সময় লেগেছে। কেননা আমার আগে কোন অভিজ্ঞতা ছিল না। আশাকরি আপনাদের কাছে আমার এই মেহেদি ডিজাইন টি ভালো লেগেছে।


আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। পরবর্তীতে আরো একটি পোস্ট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।



image.png


আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য।
@kawsar

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি তো দেখছি খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন আর্ট করেছেন। দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। হাতে ডিজাইন টা দিলে খুব ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মেহেদীর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

মেহেদি ডিজাইন টি আপনার কাছে ভাল লেগেছে এটা শুনে আমার সত্যি আনন্দ হচ্ছে ধন্যবাদ আপু এভাবে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন আপনি। বেশ সুন্দর একটি আর্ট ছিল এবং প্রতিটি ধাপ সুস্পষ্ট ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

আমার মেহেদি ডিজাইন আপনার কাছে ভাল লেগেছে এটা শুনে যেমন ভাল লাগছে। আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি অনেক ধন্যবাদ ভাই সুন্দর করে কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

সত্যিই ডিজাইনটি ভালো ছিল ভাই, ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আপনার মেহেদি ডিজাইন দেখে ভীষণ ভালো লেগেছে ভাই। খুবই সুন্দর ভাবে আপনি মেহেদি ডিজাইন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার উপস্থাপনা ছিল খুব অসাধারণ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সত্যি বলতে আমি মেহেদী ডিজাইন তেমন একটা পারি না। তবে আজকেই করলাম আপনার কাছে ভালো লাগছে শুনে ভালো লাগলো ।

 2 years ago 

আপনার মেহেদি ডিজাইনটি আমার অনেক ভালো লেগেছে। আপনি দক্ষতার সাথে ধাপে ধাপে মেহেদীর ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করলেন, সত্যিই আমার খুবই ভালো লাগলো। শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

 2 years ago 

ভাইয়া ভালোই এঁকেছেন।ঈদে ভাবীর হাতে এভাবে দিয়ে দিবেন মেহেদী 😉।সিম্পল হলেও সুন্দর। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

জি আপু আশা করি আপনার কথাটা আমি রাখবো কেননা এতে আমি নেকিও পাবো। দোয়া রইল

 2 years ago 

আর কিছুদিন পরেই ঈদ তার আগ মুহূর্তে আপনি চমৎকার একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে তুলে ধরলেন। আপনার তৈরি এই মেহেদি ডিজাইন দেখতে খুবই সুন্দর হয়েছে। নিখুঁত এবং মনোমুগ্ধকর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আপনার কমেন্ট পড়ে বুঝতে পারলাম আমার ডিজাইন সত্যি সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

বাহ খুবই চমৎকার একটি মেহেদি ডিজাইন প্রস্তুত করেছেন তো খুবই ভালো লেগেছে নকশাটি আমার কাছে দেখেই বোঝা যাচ্ছে ধৈর্য ধারণ করে অনেক সময় নিয়ে প্রস্তুত করেছেন শুভকামনা থাকলো আপনার জন্য

 2 years ago 

জি ভাই এটা করতে আসলে ধৈর্যের প্রয়োজন ছিল, কেননা আমার যেহেতু আগে থেকে এটা করার অভিজ্ঞতা ছিল না।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন । ডিজাইনটি ঈদে অনেকের কাজে আসবে এবং ভালো লাগবে। আপনার মেহেদি ডিজাইন টি সত্যি অসাধারণ লাগলো আমার কাছে। এত সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইলো।

 2 years ago 

আমার মেহেদী ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। অনেক শুভকামনা রইল

 2 years ago 

অও,ভাইয়া দারুণ মেহেদী ডিজাইনের আর্ট করেছেন।খুবই ভালো লাগছে সাধারণের মধ্যে, এগুলো খুবই সূক্ষ্ম হয়।ভাইয়া সাদা কাগজে আর্ট করলে আরো বেশি ভালো লাগতো দেখতে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কমেন্ট পড়ে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে ও শুভকামনা রইল

 2 years ago 

আপনার হাতে লেখা আর্ট খুব ভালো লেগেছে আমার। খুব সহজ-সরল ভাবে অনেক সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ নাকি ভাই

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69774.83
ETH 3620.03
USDT 1.00
SBD 3.72