Steemit প্ল্যাটফর্মে সফল হওয়ার চাবিকাঠি

Picsart_23-02-14_06-24-04-771.jpg

আমরা যখন কোন প্রতিষ্ঠানে কিংবা কোনো প্লাটফর্মে কাজ করি তখন আমরা চাই সেই প্ল্যাটফর্মে কিংবা প্রতিষ্ঠানে আমরা যেন সফল হই। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই এই ইচ্ছাটি আছে, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে জীবনে সফল হতে চায় না।

আমাদের মধ্যে শুধু সফল হওয়ার ইচ্ছা থাকলেই চলবে না, আমাদের সফলতা অর্জন করার মত কাজ করতে হবে তাছাড়া কখনই আমরা সফল হতে পারব না। আমরা বড় বড় সফল ব্যক্তির ইতিহাস ঘাটলে দেখতে পারব তারা প্রত্যেকেই কঠোর পরিশ্রমী ছিলেন তাই তারা সফল হয়েছেন।

তাই আমাদেরও কঠোর পরিশ্রমী হতে হবে তারে আমরা যে কোন কাজে সফলতা অর্জন করতে পারব। কঠোর পরিশ্রমী হওয়ার পাশাপাশি আমাদের মাঝে ধৈর্য শক্তি থাকতে হবে। ধৈর্য শক্তিকেই সফলতার চাবিকাঠি বলা হয়।

কঠোর পরিশ্রম তো যে কেউ চাইলেই করতে পারে কিন্তু সেই পরিশ্রম আমরা যদি দুদিন করে ছেড়ে দেই তোর জন্য না ধারণ করি তাহলে সেই কঠোর পরিশ্রমের কোন মূল্যই থাকে না। এজন্যই তোরে শক্তিকে সফলতার চাবিকাঠি বলা হয়ে থাকে।

Picsart_23-02-14_06-44-53-798.jpg

এখন নতুন যারা Steemit এ জয়েন হচ্ছে আমি লক্ষ্য করেছি তাদের মধ্যে বেশিরভাগ লোকই দু চার দিন কাজ করে চলে যায়। দু চার দিন কাজ করে মোটা অংকের কোন ভোট না পেলেই আর কাজ করার প্রতি তাদের কোন আগ্রহই থাকে না। দু চার দিনে কখনোই কোন প্লাটফর্ম কিংবা প্রতিষ্ঠান থেকে সফলতা অর্জন করা সম্ভব নয়।

Steemit প্ল্যাটফর্মে সফলতা অর্জন করার জন্য আমাদের অবশ্যই ধৈর্য সহকারে কাজ চালিয়ে যেতে হবে। আমরা যদি সততার সাথে আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করি তাহলে আমরা খুব সহজেই সকলের নজরে আসব হলে আমাদের পাঠক বেড়ে যাবে, এই প্লাটফর্মে আপনার কাছে পাঠক থাকা মানেই আপনি সফল।

আমি যখন Steemit এ জয়েন করি তখন আমি রোজ পোস্ট করার চেষ্টা করতাম। সত্যি বলতে আমি তখন কোন ভোটই পেতাম না, আমার প্রত্যেকটা পোষ্টের আর্নিং ছিল জিরো ডলার। তবুও আমি হাল ছাড়েনি না হওয়া সত্ত্বেও আমি কাজ করে গেছি কারণ আমি জানতাম সফলতা অর্জনের জন্য অবশ্যই আমাকে ধৈর্য ধারণ করে কাজ চালিয়ে যেতে হবে।

তারপর প্রায় সাত থেকে আট মাস পর আমি আমার একটি পোস্টে সামান্য কিছু সংখ্যক সেন্ট ভোট পেয়েছিলাম। সেই ভোট পেয়ে কি যে ভালো লেগেছিল সেই খুশিটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এভাবেই আমি দীর্ঘদিন সেন্ট ভোট পেয়েই কাজ চালিয়ে গিয়েছি।

কাজ করতে করতে এখন আমার কাজের বয়স প্রায় তিন বছর হয়ে গিয়েছে। এখন সৃষ্টিকর্তা রহমতে আমার প্রত্যেকটা পোস্টেই ভালো পরিমাণে একটা ভোট পরে। আমি যদি ধরেও ধারণা করে আজ এই অব্দি কাজ না করতাম তাহলে কখনোই আমি এরকম আর্নিং করতে পারতাম না। আপনারা তো বুঝতেই পারছেন ধৈর্যশক্তির ক্ষমতা কতখানি।

তাই সকলের উদ্দেশ্যে এটাই বলব আপনারা কখনোই আপনাদের ধৈর্য শক্তি কমতে দেবেন না। যেখানেই কাজ করুন না কেন অবশ্যই নিজের মধ্যে ধৈর্য শক্তিকে স্থাপন করতে হবে তাহলেই আপনারা সফল হতে পারবেন।


32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErKKPbSxG5Mu4td2nwcefKtyzY5bQNoYriA7ee2io3uuUAqLY4H62WjAse79Dn9B6cPrqK93MTJc9z59BagFDcsoikLgoxHSLnkE.png

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ব্লগটি পড়ার জন্য। আপনাদের সাথে আবারও দেখা হবে আমার নতুন কোন ব্লগে। সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য।

-1675190969286.gif

Join our Discord server

Sort:  

আপনার পোষ্টটি পড়ে STEEMIT প্লাটফর্ম এ কাজ করার ইচ্ছাটা আরো বেড়ে গেলো।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা অনুপ্রেরণা মুলক পোষ্ট আমাদেরকে উপহার দেবার জন্য।

 last year 

আমাদের জীবনে প্রথম অবস্থায় কোন মানুষ খুব সহজে সাফল্য অর্জন করতে পারে না। সাফল্য অর্জন করতে হলে আপনাকে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনি কোন অফিস বা কোন কম্পানি বা অনলাইন যে কোন কাজ আপনি করেন না কেন, আপনাকে ধৈর্য সহকারে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে।

আর অনলাইন জগৎ এমন একটা প্লাটফর্ম যেখানে আপনাকে আপনার সততা নিষ্ঠা, এবং আপনার ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলতে হবে।

কথায় আছে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, আপনি যদি প্ল্যাটফর্মে আপনার জন্য একটা জায়গা বানিয়ে নিতে চান। তাহলে আপনাকে অবশ্যই তার পেছনে শ্রম দিতে হবে। যে কোন কিছু অর্জনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে।কঠোর পরিশ্রম দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে।

আপনার পোষ্টের প্রত্যেকটা লেখা আমাদের সবার জন্য অনুপ্রেরণামূলক একটা অধ্যায়। আমরা যদি নিজেদের জীবনে, এই বিষয়গুলো আয়ত্ত করে নিতে পারি। তাহলে সাফল্য অর্জন করা খুব একটা কঠিন বিষয় নয় বলে আমি মনে করি।

ইনশাল্লাহ আপনার মত করেই চেষ্টা করব এগিয়ে যাওয়ার জন্য, বাকিটা উপরওয়ালার উপর ভরসা।

 last year 

সত্যিই আপনি দারুন লিখেছেন ভাই। ধৈর্যের সাথে মোকাবেলা করে এই প্লাটফর্মে থাকাটাই হলো আসল সফলতা। যদিও আমার এই প্লাটফর্মের বয়স ২ মাসের একটু বেশি। বাট তবুও আমি শুরু থেকে এখন পর্যন্ত দেখতে পারছি, একটু না একটু উন্নতি পেয়েছি। আসলে শুধু ধৈর্যের হাত ধরে বসে থাকলে হবে না সেই সাথে পরিশ্রম করাটা অত্যন্ত জুরুরি। পরিশ্রম আর ধৈর্যই আমাদেরকে নিয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছে দিতে। শুধু এই প্লাটফর্মেই না, যেকোন কর্মেই এই পদ্ধতি অবলম্বন করা উচিত।

আপনার সফলতার পিছনে অনেক পরিশ্রম ও ধৈর্য দিয়ে এই পর্যন্ত এসেছেন শুনে খুব ভালো লাগলো। এরকম আরো কাজ করার উৎসাহ প্রদান কারী মোটিভেট করার জন্য সব সময় অনুরোধ রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

 last year 

আপনি সুন্দর একটি কিছু তুলে ধরেছেন ভাই ৷ এটা সত্যি বলেছেন যে সফলতা অর্জন করা জন্য শুধু কাজ করলে হবে না ৷ ধৈর্য ধরে শেষ পযন্ত থাকতে হবে ৷
আপনি ঠিক বলেছেন কয়েক বছর আগে যখন আমিও কাজ করেছি ভোট পেতাম না ৷ তবুও প্রতিদিন নিজের কাজ করে গেছি ৷ তবে সাত আট মাস আমার এটি পোষ্টে একটা সেন্ট পরিমান ভোট পরে ৷ যা হোক এখন সর্বোপরি একটা ভালো একটা ভোট পাই ৷

আসলে কোনো কিছু একদিনে হয় ৷ যার জন্য ধৈর্য সময় আর পরিশ্রম করতে হয় ৷
আপনি সবাইকে অনেক উৎসাহ দিয়েছেন ৷

Brother can you share your discord ID
I want to ask something about Incredible India community rules?

@mahir4221

Join our Discord server by clicking here.

Join our Discord server

 last year 

খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ভাই মানুষের ইচ্ছাশক্তি মানুষের সবথেকে বড় শক্তি যদি মানুষের স্থান থাকে তাহলে সে জীবনকে কখনো জয়ী করতে পারবে না এজন্য প্রতিটা মানুষের জীবনে ইচ্ছা শক্তির প্রয়োজন আছে আপনার মতামত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই

Loading...

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 69380.97
ETH 3764.30
USDT 1.00
SBD 3.86