বদরের যুদ্ধ এবং হযরত বারা রদিয়াল্লহু আ’নহু এর আগ্রহ (Sahabah story )

in #life6 years ago

বদরের যুদ্ধ এবং হযরত বারা রদিয়াল্লহু আ’নহু এর আগ্রহ

বদরের যুদ্ধ সবচেয়ে শ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। কেননা ইহাতে মুকাবেলা বড় কঠিন ছিল আর মুসলমানদের ছিল অতি নগণ্য। সর্বমোট তিনশত পনের জন লোক ছিলেন। যাহাদের নিকট মাত্র তিনটি ঘোড়া, ছয় অথবা নয়টি লৌহবর্ম এবং আটটি তরবারী ও সত্তরটি উট ছিল। এক একটি উটের উপর পালাক্রমে কয়েকজন সওয়ার হইতেন এবং কাফেরদের সংখ্যা প্রায় এক হাজার ছিল। যাহাদের সঙ্গে একশত ঘোড়া, সাত শত উট এবং প্রচুর পরিমাণে যুদ্ধের সামান ছিল। এইজন্য তাহারা অত্যন্ত নিশ্চিন্ত মনে বাদ্যযন্ত্র এবং গায়িকা স্ত্রী লোকদিগকে লইয়া যুদ্ধক্ষেত্রে আসিল। অপরদিকে রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম অত্যন্ত চিন্তিত ছিলেন। কেননা মুসলমানগণ খুবই দুর্বল অবস্থায় ছিলেন। রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম উভয় দলের অবস্থা অনুমান করিয়া দুআ’ করিলেন, “হে আল্লহ! এই সমস্ত মুসলমান নগ্ন পা, আপনিই ইহাদের সওয়ারী দানকারী। ইহারা বস্ত্রহীন, আপনিই ইহাদের বস্ত্রদানকারী। ইহারা ক্ষুধার্ত, আপনিই ইহাদের অন্নদানকারী। ইহারা অভাবগ্রস্থ, আপনিই ইহাদের সচ্ছলতা দানকারী।”

mussolini-sword-of-islam-J318RH.jpg

Image source<\a>

সুতরাং এই দুআ’ করুল হইল। এরূপ অবস্থা সত্ত্বেও হযরত আ’ব্দুল্লহ ইবনে উ’মার রদিয়াল্লহু আ’নহুমা ও হযরত বারা ইবনে আযেব রদিয়াল্লহু আ’নহু উভয়ে যুদ্ধে শরীক হওয়ার আগ্রহে ঘর হইতে রওয়ানা হইয়া পড়িলেন। রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম তাহাদিগকে অল্পবয়স্ক হওয়ার কারণে রাস্তা হইতে ফিরাইয়া দিলেন। (খামীস) এই উভয়জনকে উহুদের যুদ্ধ হইতেও ফিরাইয়া দেওয়া হইয়াছিল। যেমন প্রথম ঘটনায় বর্ণিত হইয়াছে। উহুদের যুদ্ধ বদরের যুদ্ধের এক বছর পরে হইয়াছে। যখন উহাতেও বাচ্চাদের মধ্যে গণ্য করা হইয়াছে সেক্ষেত্রে বদরে তো আরো বেশী বাচ্চা ছিলেন। কিন্তু তাঁহাদের অত্যন্ত আগ্রহ ছিল, কেননা ছোটবেলা হইতেই এই আগ্রহ ও চেতনা অন্তরে ঢেউ খেলিত। তাই প্রত্যেক জিহাদে শরীক হওয়ার এবং অনুমতি লাভের চেষ্টা করিতেন।

war-dance-of-the-sultan-of-zanzibar-s-irregular-troops-1880s-A9PPWN.jpg

Image source<\a>

Source : Story of Sahabah,Story is 1440 years back.who were Sahahbah? Sahabah (Radiallahoanum) were Those prominent mens who saw Prophet Muhammad (pbuh ) & were his follower. Prophet beMuhammad (pbuh ) said, "Allah has selected out my sahabahs from whole human being since the beginning of human being & upto end of human being. They were very competent to be. They are the model of among whole man kind.Very few we know about them.

Saying an example with other Prophets follower, Hazrat Musa (pbuh - he is also Jews Prophet) While asked his followers, "let's go fight with Kafir (non believes)" ; it was commandants of Allah. They answered you & your Allah fight with them, we are not going with you.

IMG_20180823_075353.jpg

On the other hand coming Badar Battle field Prophet Muhammad (pbuh) found whole situation is against him, position, weapons, soldiers, horses..... They had only 8 Sword against 1000 enemies. Prophet Muhammad (pbuh) was in deep worried about the battle ; coming forward to him, his sahabah (followers of Prophet Muhammad (pbuh)) said to him, " Oh! messenger of Allah, what you thinking, "if you Command us we will jump from the mountain, we will Jump into the sea ". They didn't like Jew & practically showing that in battle. This is sahabah their story is inspiarable for whole human kind upto doomed day.

steem.gif

Sort:  

I upvoted your post.

Keep steeming for a better tomorrow.
@Acknowledgement - God Bless

Posted using https://Steeming.com condenser site.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67646.55
ETH 3796.22
USDT 1.00
SBD 3.52