নদীর বুকে নৌকাতে ভেসে বেড়ানো||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ -০১ই, ভাদ্র ,|১৪২৯ বঙ্গাব্দ||মঙ্গলবার||শরৎকাল||


IMG_20220816_230108.jpg


আমার ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে।সেটা হোক বাইক অথবা বাস অথবা নদীতে নৌকা নিয়ে। তবে নদীতে নৌকা নিয়ে ঘুরাঘুরি করতে আলাদা একটি মজা পাওয়া যায় আলাদা একটি অনুভূতি কাজ করে। চারিদিকে শুধু পানি আর পানি এর মাঝে যদি নৌকায় ভেসে বেড়ানো যায় তাহলে মনটাও নদীর মত বিশাল হয়ে যায় । নদীর বুকে নৌকা নিয়ে ঘুরতে হলে মনে কিছুটা সাহস হওয়া দরকার কারণ এটা অনেক রিস্কি। তারপরও বড় নৌকা হলে তেমন ভয় লাগে না কিন্তু ছোট নৌকা নিয়ে নদীর বিশালতার মাঝে ঘোরাঘুরি করতে একটু ভয় ভয় লাগে। যদি বাতাস শুরু হয় অনেক ভয়ঙ্কর ভাবে দুলতে থাকে। যাদের নৌকায় ঘোরাঘুরি করার অভ্যাস নেই তাদের এই নৌকাগুলো দেখলে অনেক ভয় পাবে এবং তারা আর কখনোই নৌকায় উঠতে চাইবে না।


IMG20220816180127_00-01.jpeg

IMG20220816180113_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

হঠাৎ করেই আমরা বন্ধু এবং বড় ভাইয়েরা মিলে প্লান করি বিকেলে নদীতে নৌকায় ঘুরে বেড়াবো। আমাদের বের হতে বেশ দেরি হয়ে যায়। আমরা বের হতে হতে ৫.৩০ মিনিট হয়ে যায়। তখন নৌকাতে উঠে আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকে আমাদের গন্তব্যতে যেতে প্রায় দুই ঘণ্টা সময় লাগবে। আমরা ওখান থেকে আবার ফিরে আসবো যাত্রা সময় বুঝতে পেরেছিলাম আমাদের আসতে আসতে বেশ রাত হয়ে যাবে। আমরা দশ মিনিটের যাত্রা শুরু করার পর পাশে একটি বাজার পাই ওখান থেকে কিছু শুকনা খাবার নিয়ে নৌকাতে উঠি এবং আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকি।

IMG20220816181354_01-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা যাত্রা পথে দেখতে পাই জেলারা নদীতে ধরছে তারা এই মাছ আবার বাজারে বিক্রি করবে। মাছ ধরার দৃশ্য দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তারপর আমরা শাখা নদী দিয়ে আর একটি শাখা নদীতে প্রবেশ করি। সেখানে কৃষকেরা পাঠ পানিতে রেখে দিয়েছে যাকে গ্রাম বাংলার ভাষায় পাট জাক দেওয়া বলা হয়।


IMG20220816182508_00-01.jpeg

IMG20220816182721_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

কৃষকেরা এই পাটগুলো ধৌত করে আলাদা পাটকাঠি নদীর পাশেই শুকাতে দিয়েছে যা নদী দিয়ে যাওয়ার সময় দেখতে চমৎকার লাগছিল। এই পাটকাঠি আবার বিক্রি হবে।


IMG20220816190422_00.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

আমাদের গন্তব্য থেকে যেতে যেতেই সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা সময় থেকে গন্তব্যে পৌঁছাতে আরো একঘন্টা সময় লাগবে আমরা হাফছা আলোতেই এগোরে থাকি গন্তব্যের দিকে। গন্তব্য প্রায়ই পাবো পাব সেই মুহূর্তে নৌকার তেল ফুরিয়ে যায়। তারপর অন্য একটি বোতলের তেল ছিল সেটা দিয়ে আবার নৌকা স্টার্ট করে গন্তব্যে পৌঁছায়। সেখানে গিয়ে কিছু সময় বিশ্রাম গ্রহণ করে এবং চা এবং শুকনা কিছু খাবার খাই।তারপর বাসার উদ্দেশ্যে রওনা করি। আমাদের নৌকা নিয়ে বাসায় আসতে আসতে রাত সাড়ে নয়টা বেজে যায় এই গভীর রাতে নৌকা তে ঘুরতে অসম্ভব ভালো লাগছিল চায়ের দিকে নিস্তব্ধ হালকা ঠান্ডা আবহাওয়ার যা যে কারো মনকে ভালো করে দিতে সক্ষম।


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

ওয়াও প্রথমে বলবো আপনি আপনার বন্ধু বড় ভাইয়ের খুব সুন্দর একটি সময় পার করেছেন ৷নদীতে নৌকায় করে ঘুরতে মজাই আলাদা ৷ফটোগ্রাভি গুলোও ছিল অসাধারণ ৷
ধন্যবাদ ভাই সুন্দর একটি মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

নদীতে নৌকায় করে ঘুরতে মজাই আলাদা ৷ফটোগ্রাভি গুলোও ছিল অসাধারণ

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিলো। আমি নিজেও ফটোগ্রাফি অনেক পছন্দ করি। ৩ নাম্বার ছবিটা বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি নিজেও ফটোগ্রাফি অনেক পছন্দ করি। ৩ নাম্বার ছবিটা বেশি ভালো লেগেছে।

অসংখ্য ধন্যবাদ মতামতের

 2 years ago 

নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর সময় আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। সে সকল ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরলেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর সময় আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

নৌকাতে ভেসে বেড়ানোর মুহূর্ত গুলো বেশ চমৎকারভাবে শেয়ার করেছেন ভাইয়া। আমার কাছেও নৌকা ভ্রমন খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি এবং বর্ণনার সাথে চমৎকার এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন এবং অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

নৌকাতে ভেসে বেড়ানোর মুহূর্ত গুলো বেশ চমৎকারভাবে শেয়ার করেছেন ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

নৌকায় চড়ে নদীতে ঘুরে বেড়ানোর উপভোগটা আসলে অন্যরকম। আপনি নৌকাতে চড়ে নদীতে ঘুরতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলছেন ভাইয়া । আসলেই ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ লাগছে এমন পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলেই ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ লাগছে এমন পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

নদীর বুকে নৌকা ভেসে বাড়ানোর ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে আপনার মোবাইলের ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো বেশ দারুন লেগেছে। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো বেশ দারুন লেগেছে।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

সত্যি ভাইয়া অনেক চমৎকার মুহূর্ত ছবি শেয়ায় করেছেন। নদীর বুকে নৌকায় ভেসে বেড়াতে কার না ভালো লাগে।আপনি আপনার বন্ধুর সাথে অনেক মজার সময় উপভোগ করেছেন। সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

নদীর বুকে নৌকায় ভেসে বেড়াতে কার না ভালো লাগে।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

সময়টা খুবই সুন্দর ছিল। আসলে নদীতে পানি যদি আরো বেশি থাকতো তাহলে আরো মজা করতে পারতাম। নেক্সট টাইমে আবার ঘুরতে যাব ঐদিন আরো বেশি মজা করব।।

 2 years ago 

আসলে নদীতে পানি যদি আরো বেশি থাকতো তাহলে আরো মজা করতে পারতাম

একদম ঠিক বলেছো

 2 years ago 

আমি সব সময় ঠিক কথাই বলি কারন আমি খুব বুদ্ধিমান তো।।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে নদীর বুকে নৌকাতে ভেসে বেড়ানো আমাদের মাঝে শেয়ার করেছেন। এভাবে নদীতে নৌকা নিয়ে ঘুরতে আমারও খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে নদীর বুকে নৌকাতে ভেসে বেড়ানো আমাদের মাঝে শেয়ার করেছেন।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

মাশাআল্লাহ ভাইয়া অনেক সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরণের জায়গায় নৌকা ⛵ দিয়ে ঘুরতে বেশ ভালো লাগে। গ্রামের বাড়িতে বন্যার পানি হলে চারদিকে নৌকা চলাচল শুরু হয়।তখন বেশি সময় এইরকম ভাবে ঘুরা ঘুরি করা হয়। নৌকা ভ্রমণ খুবই মজাদার একটি ভ্রমণ। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

মাশাআল্লাহ ভাইয়া অনেক সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69852.07
ETH 3757.14
USDT 1.00
SBD 3.75