গান:তামাক পাতা

in আমার বাংলা ব্লগlast year

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 04 November,2022
আজ ১৯ কার্তিক,১৪২৯ বঙ্গাব্দ


20221104_234611.jpg


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


জোসনা স্নাত রাত চারদিকে নিস্তব্ধতা আর নিচে শুধু আমি একা, এ এক অন্যরকম অনুভূতি।গতকাল রাতে চাঁদের আলোয় বসে আছি একা আর সাথে হিমেল বাতাস আর সাথে শুনছি গান।গান,আমি আর চাঁদের আলো সব মিলায় এক অন্যরকম মাদকতা।আমার মন খারাপ থাকলে প্রায় একলা বসে আকাশের দিকে তাকিয়ে গান শুনি আর গুনগুন করি,কিন্তু গতকাল আমার সঙ্গী হিসেবে ছিল জোৎস্না ভরা চাঁদ।মনের সব দুঃখ গুলোকে এক সাইডে রেখে মনের আনন্দে পরিবেশটা উপভোগ করছিলাম।এরই মধ্যে হটাৎ করে ছাদে হিমেল এর আগমন, সেও আমার মত উপভোগ করছিল পরিবেশটা।এভাবে বেশ কয়েকটা গান শোনা হয়ে গেলো, এরি মাঝে হিমেল অনুরোধ করলো তামাক পাতা গানটা ধরার জন্য।আমি আর বাঁধ বিচার না করে শুরু করলাম গান গাওয়া,হিমেল ও আমার সাথে গুনগুন করছিল তখন।গান গাওয়া শেষ হতেই দেখি হিমেল এইটা রেকর্ড করে ফেলেছে কিন্তু সেই রেকর্ডটা তেমন গুরুত্ব দেই নাই। পরে যখন হিমেলের কাছ থেকে ভিডিওটা নেই,তখন নিজের গাওয়া গান নিজের কাছেই কেমন জানি ভালো লাগলো।তাই ভাবলাম গানটা নাহয় আপনাদের সাথে শেয়ার করাই যায়। তো শুনেন আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন,আমি অতটাও ভালো গাইতে পারি না।😅


গান:



গান: তামাক পাতা
ব্যান্ড:ashes
লিরিক্স ও সুর:জুনায়েদ ইভান


লিরিক্স:


তুমি তামাক ধর, তামাক ছাড়
আগুন জ্বালিয়ে দাও
তুমি তামাক ধর, তামাক ছাড়
আগুন জ্বালিয়ে দাও
আগুন জ্বালালে, উড়ে যাবে পাখি, মনা
আগুন জ্বালালে, উড়ে যাবে পাখি
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
জটিল করলেই জটিল হবে
সহজ করলেই সহজ
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা
গাঁজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা
নষ্ট করে মন!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে?
জটিল করলেই জটিল হবে
সহজ করলেই সহজ
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা
গাঁজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা
নষ্ট করে মন!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
তুমি মাঝে মাঝে আমার কাছে তোমারে চাইতা
তুমি মাঝে মাঝে আমার কাছে আমারে চাইতা
আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে
আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে
মনের বিরুদ্ধে কি নিজেরে দেয়া যায় রে?
জটিল করলেই জটিল হবে
সহজ করলেই সহজ
মাথার ভিতরে গাঁজা ঘুরে
গাঁজার ভিতরে মাথা
গাঁজার ভিতরে মাথা ঘুরে
তামাক বৃক্ষের পাতা
নষ্ট করে মন!
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে


আজকের এই গানটি একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।এই ধরনের কভারকে বলা হয় লিপ ম্যাচিং অর্থাৎ গান ও চলবে মিউজিক ও বাজবে কিন্তু আপনার ভয়েস বেশি শোনা যাবে।যাইহোক আশা করি এই উপস্থাপনাও বরাবরের মত আপনাদের ভালো লাগবে।আর আজকের মত এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমি এই সমাজের তথাকতিত সকল নিয়ম এর ঊর্ধ্বে।আমি কেবল আমার সত্তায় বিশ্বাস করি,আর বুক ভরা সাহস নিয়ে পথ চলি।একদিন এই ঘুনে খাওয়া সমাজের পরিবর্তন আমার মত কারো হাত ধরেই হবে এটাও আমি জানি।সেদিন সকল পরাধীনতার শিকল ভেঙ্গে আমি উড়বো মুক্ত নীল আকাশে,তখন লোকে কি বলে বলুক কিছুই যায় না আসে মোর তাতে।আজ শুনেছি আমি বিজয়ের গান,আমি পেয়েছি নতুন আহ্বান।আজ মুক্ত আমি বাঙালি হয়ে বাংলাই আমার প্রাণ।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  
 last year 

ওরে সেরা একটা গান রে ভাই 👌👌👌 ক্যাম্পাস লাইফে এই গানটা যে কত গেয়েছি তার ঠিক নেই। আমার তো মনে হয় সব ভার্সিটি পড়ুয়া ছাত্র দের সব থেকে প্রিয় একটা গান এটা। গানের শুরুতে যখন গিটার টা বাজে তখনই যেন একটা নেশা ধরে যায়। বেশ ভালো লাগলো যে আপনি এই গানটা চয়েস করে গেয়েছেন। আসলে যে পরিবেশে গান টা করেছেন,রাতের চাঁদনী আলোয়, ঐ পরিবেশের জন্য গানটা একদম পারফেক্ট ছিল। বেশ ভালো গেয়েছেন। নতুন একটা অ্যারেঞ্জমেন্ট দেখলাম ।

 last year 

একদম দাদা।এই গানটা যে কিভাবে ভালো লেগে যায় কেউ বুঝতেই পারে না।আর গিটারটা এর টিউন টা সত্যিই নেশার মত কাজ করে।আর আরেঞ্জমেন্ট হুট করেই হয়ে গেছে দাদা,আমি জানিও না যে ভিডিও করছে কেউ।😁

 last year 

চাঁদের আলো আর হিমেল হাওয়া দুটি মিলে তো একাকার অবস্থা। এরকম হলে তো গুনগুন করে গান আসেই। আপনার বন্ধু হিমেল আপনার অগোচরে গানটা রেকর্ড করে ভালোই করেছে আপনি দারুন করে গানটি গেয়েছেন ভালই লাগলো শুনতে। এই গানটি আমি আগে কখনো শুনিনি আপনার কাছ থেকে শুনলাম। আসলেই বন্ধুরা সবাই মিলে একত্র হলে এরকম গান এমনিতেই আসে।

 last year 

হা এই জন্য আজকে হিমেল কে ধন্যবাদ দিয়েছি।আর এটা নতুন জেনারেশন এর গান তো এই জন্য বোধয় শুনেন নি।তবে গানটার একটা প্রেক্ষাপট আছে ওটা জানতে পারলে আরো ভালো লাগবে।যাইহোক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।😌

 last year 
আপনি চাদের আলোর সাথে হিমেল বাতাস উপভোগ করছিলেন। এরকম পরিবেশে আসলে মন খারাপ থাকলেও অন্যরকম ভাল লাগা কাজ করে আর মনের অজান্তেই গান চলে আসে। হিমেল ভাই ভিডিউ রেকর্ড করে রাখাতে এত সুন্দর কাভার গানটি শুনতে পেরেছি। আপনার ভয়েস অনেক চমৎকার। গানের লিরিক্স ভাল ছিল। এসেজ ব্যান্ডের এই ধরনের গানগুলো ভাল হয়। ধন্যবাদ ভাইয়া।
 last year 

এটা কিন্তু ঠিক বলছেন ভাই।এই রকম পরিবেশ থাকলে এমনিতেই গান গাইতে মন চায় ।আর আসলেই এটা হিমেল এর কৃতিত্ব,আসলে আমি নিজেও জানতাম না যে ও রেকর্ড করতেছে।

 last year 

ভাইরে ভাই কি ছিল এটা? অসাধারণ।সেই কলেজ লাইফ মনে পড়ে গেল।রাতের বেলা সবাই মিলে কোরাসে এই গান ও আরো কয়েকটি গান গাইতে গাইতে গলা ভেঙ্গে ফেলতাম।তবে আসর শুরু হত এই গান দিয়ে।ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 last year 

ভাই আমি তো এটা সেই স্কুল লাইফ থেকেই শুনি।আর গানের আড্ডা হলে এই গান থাকবেই থাকবেই😌।যাইহোক খুব ভালো লাগলো ভাই আপনার মন্তব্য পড়ে।অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য।

 last year 

অও,চাঁদনী রাতের হিমেল হাওয়ায় বসে আপনারা সুন্দর গান রেকর্ড করেছেন।চারিদিকের নিস্তব্ধতায় গান গাইতে আসলেই ভালো লাগে।দারুণ সময় উপভোগ করার সঙ্গে সঙ্গে সুন্দর গান পরিবেশন করেছেন ভাইয়া।গানের সঙ্গে মৃদু মিউজিকের শব্দ ভালো লাগছিল শুনতে।সকাল বেলা শুনে মন জুড়িয়ে গেল,ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে আমি শুধু গানের সাথে গলা মিলাচ্ছিলাম কিন্তু হিমেল যে পাশ থেকে ভিডিও করছে এটা জানতাম না।এই জন্যে ব্যাকগ্রাউন্ড এ ওই গানের মিউজিক টা শোনা যাচ্ছিল,তবে এটা ঠিক শুনতে ভালো লাগছিলো।

 last year 

গানটা অনেক ভাল ছিল ভাই।আমার অনেক পছন্দের একজন শিল্পি যখন খুব একা লাগে। সে আমারে আমার হতে দেয় না গান টা প্রচুর শুমি আপনারর গাওয়া গান্টাও আমার অনেক পছন্দের ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

জুনায়েদ ইভান ব্যর্থ প্রেমিকদের জন্য অনেকটা ড্রাগ এর মত।তবে এটা ঠিক ওনার গান এখন পর্যন্ত খুব একটা ভালো লাগে না দুই একটা বাদে।তবে নিঃসন্দেহে উনি সেরা একজন মিউজিশিয়ান।

 last year 

আরে বাহ চাঁদেরে আলোয়ে ছাতে বসে বেশ চমৎকার করে গান গেয়েছেন ৷ আর ছাদে বসে রাতে চাঁদের আলো দেখতে অনেক ভালো লাগে ৷ আর হালকা বাতাস আহা!!!৷
যা হোক ভালো লাগলো ৷ ভাই

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।ভালো থাকবেন সবসময় আর এভাবেই পাশে থাকবেন।

 last year 

অ‍্যাশেজের সবগুলো গান আমার পছন্দের তারমধ‍্যে এটা যেন বেশি পছন্দের। আমিও অনেকটা আপনার মতো ভাই। মন খারাপ থাকলে এই টাইপের গানগুলো শুনি এবং গুণগুণ করি। একেবারে সেরা ছিল ভাই। চমৎকার হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

আমি জানি ভাই অ্যাশেজ এর কত বড়ো ফ্যান😌।যাইহোক আপনার আমার মিলটা তাইলে ভালই আসলে মিউজিক এর উপরে কোনো ওষুধ নাই।মণ ভালো করার জন্য অনেকটা ড্রাগ এর মত কাজ করে কিন্তু।

 last year 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি গান আমাদের মাঝে কভার করেছেন।গানটি বেশ সুন্দর হয়েছে। যদি ও আমি গান টি আগে কখনো শুনিনি। আপনার কন্ঠও বেশ সুন্দর। আশা করছি আরো গান শেয়ার করবেন আমাদের মাঝে।

 last year 

যাইহোক প্রথম শোনাতেই যে আপনার পছন্দ হয়েছে এটা জেনেই অনেক ভালো লাগলো।আর সুন্দর মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ আপু,এভাবেই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন।

 last year 

আপনি চাঁদের আলোর সাথে হিমেল বাতাস উপভোগ করছিলেন। এই সময় তো মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে। আপনার কন্ঠে এই গানটি শুনে খুবই ভালো লাগলো আমার কাছে। আপনার বন্ধু হিমেল এই গানটি রেকর্ড করাতে শুনতে পারলাম। সত্যিই খুবই ভালো গেয়েছেন আপনি।

 last year 

আসলেই ভাই কালকের পরিবেশটা একদম মণ ভালো করার জন্য পারফেক্ট ছিল।আর গান আমি এমনিতেও সারাদিন গাই,কিন্তু হিমেল যে রেকর্ড করবে সেটা ভাবি নি।😌

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 60318.52
ETH 2983.06
USDT 1.00
SBD 3.78