এক্রাইলিক পেইন্টিংঃ সূর্যাস্তের পর রক্তিম আকাশের কালো অন্ধকার ধেয়ে আসার দৃশ্য🎨

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে বিভিন্ন রেসিপি, আর্ট, ফটোগ্রাফি ও বিভিন্ন ডাই প্রজেক্ট শেয়ার করতে। আজকেও আমি শেয়ার করবো একটি পেইন্টিং। আমি আর্ট বা পেইন্টিং করতে খুবই ভালোবাসি। আমার প্রিয় শখের মধ্যে অন্যতম একটি হলো আর্ট। তাই আমি সময় পেলেই আর্ট করতে বসে যাই।

  • আজকে আমি আপনাদের মাঝে যে আর্ট শেয়ার করবো তা হলো সূর্যাস্তের পর রক্তিম আকাশের কালো অন্ধকার ধেয়ে আসার দৃশ্য🎨আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে। আমি নিচে অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂
আমি নিচে আর্টটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের বুজতে সহজ হবে
আর্ট এর ফাইনাল লুক

GridArt_20220915_160645945.jpg

GridArt_20220915_160612625.jpg

প্রয়োজনীয় সামগ্রী
  • আর্ট পেপার
  • পেন্সিল
  • এক্রাইলিক রং
  • তুলি
  • রংয়ের প্লেট

20220920_155056.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি আর্ট পেপারের মধ্যে নিচের ছবিতে দেওয়া এই দুই রং দিয়ে দিলাম এবং তুলির সাহায্যে কাগজের সাথে মিশিয়ে নিলাম।

20220915_134133.jpg

GridArt_20220920_134827492.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর উপরে নেভি ব্লু কালার দিয়ে রং করে নিলাম এবং সাদা রং এর ছিটে ফোটা দিয়ে দিলাম।

GridArt_20220920_134850751.jpg

তৃতীয় ধাপ:
  • এখন এক কোনে অনেকগুলে উইশ বল এঁকে নিলাম।

GridArt_20220920_134919953.jpg

চতুর্থ ধাপ:
  • তারপর নিচের অংশ কালো রং দিয়ে রং করে নিলাম।

GridArt_20220920_135006202.jpg

পঞ্চম ধাপ:
  • তারপর বামকোনে একটি বড় নারিকেল গাছ এঁকে নিলাম।

GridArt_20220920_135135973.jpg

সর্বশেষ ধাপ:
  • পেইন্টিং টি সম্পূর্ন করার পর নিচে আমি আমার সিগনেচার দিয়ে দিলাম।

GridArt_20220920_135253390.jpg

GridArt_20220920_135240545.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই আর্ট এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 2 years ago 

এক্রাইলিক পেইন্টিং অষ্টম শ্রেণীতে চারু ও কারুকলা বইয়ে দেখেছিলাম। অনেক দিন পর আবার দেখলাম। ভালো হয়েছে সত্যি বলতে। সূর্যাস্তের দৃশ্যটা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

ভাইয়া আপনার কাজ দেখতে চাই,,,

 2 years ago 

আপনার কাছ থেকে আগে শিখতে হবে 🙂
আর্টে দক্ষ নয় আমি তেমন

 2 years ago 

চোখ ধাঁধানো একটি পেইন্টিং ছিল আপু। মনে হচ্ছে যেন প্রকৃতি সত্যি সত্যি আপনার পেইন্টিংয়ে হাজির হয়েছে। সূর্যাস্তের পর রক্তিম আকাশের কালো অন্ধকারের দৃশ্য একেবারে বাস্তব মনে হচ্ছে। দারুন হয়েছে আপু। এভাবে আরও সুন্দর সুন্দর পেইন্টিং শেয়ার করুন আপু।

 2 years ago 

সত্যি মন্তব্য গুলো পড়তে বেশ ভালো লাগে। কাজ করার আগ্রহ আরো বেড়ে যায়। এমন সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য আপু।

 2 years ago 

বাহ প্রো আর্টিস্ট হয়ে গেছেন দেখছি। আমি তো প্রথম দেখে ভেবেছিলাম ক্যানভাসের উপর অংকন করেছেন। অসাধারণ হয়েছে পেইন্টিংটি। বিশেষ করে উইশ বল গুলো দারুন লাগছে দেখতে। ফটোগ্রাফি গুলোও চমৎকার করেছেন।

 2 years ago 

উইশ বল গুলে অংকের আমারো বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এই প্রশংসা মূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও আপু আমি তো দৃশ্যটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলেই সূর্যাস্তের পর প্রকৃতির রূপ এমনটাই দেখা যায়। এই চমৎকার দৃশ্যটি আপনি রং তুলিতে ফুটিয়ে তুলেছেন দেখে আমি অবাক হয়ে গেলাম। সূর্যের লাল আভা আর অন্ধকারে গাছগুলো কালো হয়ে থাকা আসলেই অসাধারণ হয়েছে।

 2 years ago 

আমার এই দৃশ্য অংকের মাধ্যমে আপনাকে মুগ্ধ করাতে পেরেছি এতেই ভালে লাগছে আপু। ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোষ্টের সূর্যাস্তের পর রক্তিম আকাশের কালো অন্ধকার ধেয়ে আসার দৃশ্য এই শিরনামটা পড়েই মনটা ভরে গেল। কারন এরকম হেডলাইন দেওয়ার চিন্তাও সবার মাথায় আসে না। আবার দৃশ্যটা দেখে হৃদয়টা জুড়িয়ে গেল। ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক্ক্ষণ ভেবে চিন্তে এই টাইটেল দিয়েছি আমি৷ আবার ভাবছিলাম কেউনকিছু বললে,,,
এখন বেশ ভালো লাগছে মন্তব্য দেখে।

 2 years ago 

চারুকলায় ভর্তি হওয়ার পরেউ এই জাতীয় জিনিসগুলো শিখতে পারলাম না। তাই আফসোস মনের মধ্যে রয়ে গেছে। অবশ্য আমাদের এলাকায় এসব রং গুলো খুঁজে পায় না যার জন্যই সমস্যা বেশি। খুবই ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।

 2 years ago 

ভাইয়া অর্ডার করেই নিয়ে আসতে পারেন। আপনার হাতের কাজ দেখবো।

অসাধারণ একটি পেইন্টিং ছিল এত সুন্দর পেইন্টিং সত্যি বলতে আমি এর আগে কখনো দেখিনি। আর্টিস্ট এরই সম্ভব এত সুন্দর পেইন্টিং আর্ট করার। এক্রাইলিক পেইন্টিংঃ সূর্যাস্তের পর রক্তিম আকাশের কালো অন্ধকার ধেয়ে আসার দৃশ্য। প্রতিটি ধাপ অনেক চমৎকার এবং দক্ষতার সাথে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কি বলছেন,,, আগে দেখেননি। 🤪🤪
আমাদের কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর পেইন্টিং দেখি। ধন্যবাদ আপনাকে ভাইয়া এই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার পেইন্টিং টি আমার কাছে বেশ সুন্দর লেগেছে ।খুবই চমৎকার করে যত্ন নিয়ে আপনি পেইন্টিং করেছেন দেখতে অসাধারণ লাগছে। কালার কম্বিনেশনটা খুবই চমৎকার হয়েছে। গাছ টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ।প্রতিটি ধাপ অসম্ভব সুন্দর করে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই যত্ন সহকারে পেইন্টিং করেছিলাম আপু। আর গাছটি আামরো বেশ ভালো লেগেছে।

 2 years ago 

ওয়াও আপু আপনার পেইন্টিং দেখে চোখ জুড়িয়ে গেল। আজ অনেকদিন পর সুন্দর একটি পেইন্টিং দেখতে পেলাম। একেই বলে দক্ষতা। এরকম আরো সুন্দর পেইন্টিং আমাদের উপহার দিন আপু। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

প্রশংসায় পেট ফুলে যাচ্ছে,, 😆
ধন্যবাদ আপু এই উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ সত্যিই অসাধারণ একটি পেইন্টিং ছিলো। দেখতে অসম্ভব ভালো লাগলো। আমি তো প্রথম ভেবেছিলাম এটি একটি ছবির ক্যালেন্ডার। পরে দেখলাম খুব অসাধারণ একটি প্রিইন্টিং আর্ট। খুব অসাধারণ ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

প্রথম ভেবেছিলাম এটি একটি ছবির ক্যালেন্ডার।

ভালো লাগলো মন্তব্যটি আপু। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63755.07
ETH 3328.24
USDT 1.00
SBD 3.91