ডিজিটাল আর্টের মাধ্যমে কালারফুল একটি ম্যান্ডেলা আর্ট এর চিত্রাংকন

in Beauty of Creativity2 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Projenysmyct 102.png

Untitled (1).png

আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল আর্টের মাধ্যমে কালারফুল একটি ম্যান্ডেলা আর্ট এর চিত্রাংকন। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে এই আর্টটি করার জন্য আমি সর্বপ্রথম আমার ইনফিনিট ডিজাইন সফটওয়্যার দিয়ে প্রথমে ধাপে ধাপে গ্রাফটি করে নিলাম।তারপর সেখানেই আমি বাকি কালারের কাজগুলো সম্পন্ন করি।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

প্রথম ধাপঃ

আমি প্রথমে গ্যালারি থেকে ফটোটি ওপেন করলাম।আর সেটি ছিলো ইনফিনিটি অ্যাপের মাধ্যমে। এরপর আমি অপশানে গিয়ে অপাচিটি কমিয়ে দিয়ে সেখানে প্রথমত কিছু সার্কেল একে নিলাম এবং সে সার্কেলের উপরে আরো কিছু সার্কেল একে নিলাম।

Unjsjtitled (1).png

Untsjksitled.png

দ্বিতীয় ধাপঃ

তারপর দাপে ধাপে আরও কিছু বৃত্ত একে নিলাম বড় বৃত্তের মাঝখানে এবং সেখানে অতিরিক্ত কিছু ডিজাইন করলাম। তারপর অতিরিক্ত ডিজাইনে কয়েকটি কালারে ভরাট করে নিলাম

Unkeketitled.png

Unjektitled (1).png


তৃতীয় ধাপঃ

এরপর আরো কিছু বৃত্তের মধ্যে কয়েকটি কালারের সমন্বয়ে ভরাট করে নিলাম এবং একের পর এক ভিন্ন কালার সিলেক্ট করে ভরাট করতে লাগলাম।

Unjektitled (2).png

Untijetled.png

চতুর্থ ধাপঃ

এরপর ধীরে ধীরে বাকি বৃত্ত এবং ডিজাইনগুলো বিভিন্ন কালারের সমন্বয়ে ভরাট করে নিলাম এবং অবশেষে সবগুলো গ্যাপ ভরাট করে নিলাম।

Ujsntitled.png

hshsj.png

পঞ্চম ধাপঃ

তারপর মেন্ডেলা আর্টের পিছনের ব্যাকগ্রাউন্ড ভিন্ন কালারে পরিবর্তন করলাম। আর এর সমন্বয়ে এই চিত্রাংকনটি আপনাদের সাথে পরিপূর্ণ ভাবে তুলে ধরলাম।

Projenysmyct 102.png

তো বন্ধুরা আজকে আমার এই ডিজিটাল আর্ট কেমন লেগেছে তা জানাবেন। আর পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডিজিটাল আর্ট
ক্যামেরা.মডেলএম ৩২
সফটওয়্যারইনফিনিট ডিজাইন
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

Thanka for your support by comment

 2 years ago 

ওয়াও অসাধারন আপনি অনেক সুন্দর করে একটি ডিজিটাল আর্টের মাধ্যমে মেন্ডেলা আর্ট করেছেন। মেন্ডেলাগুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

Apnaka o onek onek donnobad.. valo thakben

 2 years ago 

বেশ দুর্দান্ত করে আপনি মেন্ডেলা আঁকতে পারেন। অনেক ভালো লেগেছে আমার কালারফুল এত সুন্দর একটা ম্যান্ডেলা দেখে।

 2 years ago 

Onek onek donnbad priyo vai,ato sundor kora montobbo korar jonno

 2 years ago 

ডিজিটাল আর্টের মাধ্যমে কালারফুল একটি ম্যান্ডেলা আর্ট এর চিত্রাংকন আমার কাছে অনেক ভাল লেগেছে।

 2 years ago 

Onek Onek donnbad, valo thaken sob somoy

 2 years ago 

Amazing art your art is very beautiful

 2 years ago 

Lot of thanks friend..

 2 years ago 

আপনার হতের কাজ খুবই সুন্দর। ম্যান্ডেলা আর্টটি অনেক সুন্দর করে একেছেন আপনি।

 2 years ago 

Onek Onek donnbad, valo thaken sob somoy

 2 years ago 

It is the low quality art. Try to improve your art.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70130.51
ETH 3786.12
USDT 1.00
SBD 3.78