এসে নিজে করি || রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

20221002_081144.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি। আজ আবারো ফিরে আসলাম রঙিন কাগজের জিনিস নিয়ে। রঙিন কাগজের জিনিস তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে।তাই তো মাঝে মধ্যে আপনাদের মাঝে ফিরে আসি রঙিন কাগজ নিয়ে। রঙিন কাগজের জিনিস তৈরি করতে যদিও একটু সময় লাগে তারপর যখন সেটি কমপ্লিট হয়ে যায় দেখতে অনেক সুন্দর লাগে।আজ সকালে যখন ঘুম থেকে উঠেছি, তখনি বৃষ্টি শুরু হয়ে গেছে। কি করব এখন সবাই ঘুমিয়ে রয়েছে। ভাবলাম মোবাইলে কাজ করি কিন্তু কারেন্ট চলে গেল।তারপর আর কি করা বসলাম রঙিন কাগজ নিয়ে। বাচ্চারা ঘুমিয়ে ছিল সেই সুযোগে আমি ফুল তৈরি করে নিয়েছি।ফুল গুলো ভালভাবে তৈরি করতে পেরেছি।আজ আর ফুল তৈরি করতে কোন ঝামেলা করেনি।তবে তারা ঘুম থেকে ওঠে দেখে যে একটা ফুল, তখন দুবোনের ঝামেলা লেগেছে। তারপর আমি আরেকটা বানানোর কথা বলে ঝামেলা মিটালাম।রঙিন কাগজের জিনিস তাদের কাছে অনেক ভালো লাগে।।যাইহোক আর কথা না বাড়িয়ে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছিঃ

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

20221002_075706.jpg
১.রঙিন কাগজ
২.পেন্সিল
৩.কাঁচি

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

20221002_075906.jpg20221002_075958.jpg

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়েছে। তারপর রঙিন কাগজকে কেটে স্কার করে নিয়েছি।

20221002_080126.jpg
স্কার করার পরে কাগজটিকে চিত্রের মতো এভাবে ভাজ করে নেব।

20221002_080227.jpg

এখন আবারো চিত্রের মতো করে দুবার ভাজ করে নেব।

20221002_080327.jpg20221002_080601.jpg

এখন লম্বা ভাবে আর একটি ভাজ দিয়ে দেব। তারপর পেন্সিল দিয়ে এভাবে এঁকে নিব।

20221002_081046.jpg20221002_081144.jpg

এখন কাঁচি দিয়ে চিত্রের মতো করে কেটে নেব।তারপর ভাঁজ খুললে হয়ে যাবে আমার ফুল তৈরি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

পোষ্টেরবিবরণ
শ্রেণিডাই
ডিভাইসLGK30
ফটোগ্রাফার@parul19
লোকেশনফরিদপুর

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি । আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্হ্য থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এইবাংলা লেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।

সবাইকে অনেক ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 2 years ago 

বাচ্চারা রঙিন যে কোন জিনিস পছন্দ করে। যাক বাচ্চা যখন ঘুমিয়েছে।আপনি সেই ফাঁকে সুন্দর একটা ফুল তৈরি করছেন। রঙিন কাগজের ফুল টি দেখতে অনেক সুন্দর হয়েছে আর তৈরি ধাপগুলি ভাবে উপস্থাপন করছেন আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

আপু আপনার রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরির প্রক্রিয়াটা অনেক সুন্দর ছিল এবং ফুলটি ও দেখতে সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সহজভাবে একটি ফুল তৈরি করে ফেলেছেন। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। নতুনদের জন্য আপনার এই পোস্টটি খুবই উপকারী হবে। প্রতিটি ধাপ আপনি অনেক সহজ ভাবে দেখিয়েছেন ধন্যবাদ।

 2 years ago 

জি আপু ফুলটি অনেক সহজ ভাবেই করেছি।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা অবশ্যই করতে হয়। রঙিন কাগজ ব্যবহারের মাধ্যমে অসাধারণ একটি ফুল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি খুবই সহজ ভাবে ফুলটি উপস্থাপন করেছেন যা পরবর্তীতে এটি তৈরি করতে সুবিধা হবে।

 2 years ago 

ভাইয়া আপনাদের উৎসাহ আমার কাজের প্রতি আরো আগ্রহ বাড়ে। পাশে থাকবেন ধন্যবাদ।

 2 years ago 

নিজ হাতে কোনো কাজ করতে পারলে খুবই ভালো লাগে রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে আমারও খুব ভালো লাগে। আপনি খুব দক্ষতার সাথে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর হয়েছে দেয়ালে লাগালে অনেক বেশী সুন্দর লাগবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

প্রশংসনীয় মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি সুন্দর হয়েছে।ভালো করেছেন সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় কাজটি করেছেন এইসব কাজ নিরিবিলি করতেই বেশি ভালো লাগে।তারপর আপনি আবার একটা তৈরি করেছেন আপনার মেয়েদের মধ্যে ঝামেলা বেঁধে যাওয়ায়।খুবই ভালো লাগলো শুনে,ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রশংসানীয় মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিদি।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপু। ফুল গুলো তৈরি প্রতিটি ধাপ আপনি সহজ ভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। যা পরবর্তীতে অন্য কেউ দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

জি আপু যেকেউ তৈরি করতে পারবে সহজ ভাবে ধাপে ধাপে দেওয়া আছে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন আপু খুব সুন্দর লাগছে দেখতে এবং ধাপ গুলো গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইল।

 2 years ago 

আপনাদের ভালো লাগা আমার কাছে অনেক ভালো। ধন্যবাদ

 2 years ago 

আপনি অনেক দক্ষতা সহকারে রঙিন কাগজ কেটে কেটে খুবই দারুণ একটি ফুল তৈরি করেছেন। এভাবে রঙিন কাগজ কেটে কেটে ফুল তৈরি করতে অনেক সময় লাগে। ছোট বাচ্চারা এরকম জিনিস একটু বেশি পছন্দ করে। সত্যি প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 57791.14
ETH 2962.27
USDT 1.00
SBD 3.67