চিংড়ি মাছ ভুনা রেসিপি ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

PhotoCollage_1663742065756.jpg

প্রতিদিনের মতো আজ ও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চিংড়ি ভুনা। চিংড়ি মাছ আমার বাচ্চারা অনেক পছন্দ করে।চিংড়ি মাছ থাকলে তাদের মাছ, মাংস আর কিছুই লাগে না।এভাবে চিংড়ি মাছে ভুনা করলে পোলাও এর সাথে খেতে অনেক ভালো লাগে।চিংড়ি একটি জনপ্রিয় খাবার। শতকরা প্রায় ৯০% মানুষ চিংড়ি খেয়ে থাকে। তাছাড়া চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা আয় করা হয়। চিংড়ি তে লো ক্যালোরি এবং ভিটামিন B এবং আয়রন যা আমাদের রক্তকোষ বাড়াতে সাহায্য করে। যাইহোক আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল রেসিপিতে।

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

PhotoCollage_1663737397606.jpg

১.চিংড়ি মাছ
২.পিঁয়াজ কুঁচি
৩.আদা ও রসুন বাটা
৪.হলুদের, মরিচের, ধরনের ও জিরার গুঁড়ো
৫.লবন ও তেল

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjTRiKiq1ekVUHcddKWhjsUEZN3UbAqjshx4eFoLArzKkMU9yh6LhnkbdUMZpnMu8xB2xr9Avfdr7mX9h...nxZ9cbyhyjhwaSL6V8BUafPMHt2YYZ58KznKnyRuz82sNnXWkdfLiXRcm51zucQpc6PpNxp3sdLpUA3zM86SpDWQazL3FHbRAqKtvy5hbi8DM4ZsXyqd8bDjKC.png

ধাপ-১

PhotoCollage_1663738941330.jpg
প্রথমে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি।মাছগুলো ভালো করে ভেছে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো ভিতর হলুদ ও লবন মাখিয়ে নিয়েছি।

ধাপ-২

20220915_105606.jpg20220915_105636.jpg

এখন চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম।

ধাপ-৩

PhotoCollage_1663739043025.jpg

তেল গরম হয়ে আসলে মাখিয়ে রাখা চিংড়িগুলো দেয়ে উল্টেপাল্টে ভেজে নেব।

ধাপ-৪

20220915_105748.jpg

এখন সেই তেলের ভিতরে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব।

ধাপ-৫

20220921_103640.jpg20220921_103822.jpg

পিঁয়াজ বাদামি রঙের হয়ে আসলে আাদাও রসুনবাটা দিয়ে কিছু সময় নেড়ে। এখন হলুদের, মরিচের, ধনের গুঁড়ো দিয়ে কষিয়ে নেব।কষাণো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব।

ধাপ-৬

20220921_104055.jpg20220921_105338.jpg

মাছগুলো দিয়ে কিছু ক্ষণ কষিয়ে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। পানি কমে আসলে এখন জিরার গুঁড়ো দিয়ে দেব।

ধাপ-৭

20220921_110235.jpg20220921_112553.jpg

জিরার গুড়া দিয়ে আরেকটু জ্বাল দিয়ে নামিয়ে নেব। এখন একটি বাটিতে তুলে পরিবেশ করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য সময় অন্য কোন লেখা নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্হ্য থাকবেন, আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা লেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 2 years ago 

আপনি ঠিকই বলেছেন চিংড়ি তে লো ক্যালোরি এবং ভিটামিন B এবং আয়রন যা আমাদের রক্তকোষ বাড়াতে সাহায্য করে। চিংড়ি মাছ খেতে আমার কাছে ও ভীষণ ভালো লাগে। আপনার রেসিপির কালার কম্বিনেশন একটু বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ভাইয়া প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

চিংড়ি মাছ ভুনা রেসিপি দেখে তো লোভ সামলানো মুশকিল খেতে ইচ্ছা করছে। আপু আপনি ঠিকই বলেছেন ৯০% মানুষ চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করেন। আপনার রেসিপি অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সত্যি ভাইয়া ৯০% মানুষ পছন্দ করে কিন্তু ভাইয়া আমি করি না, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

গরম ভাতের সাথে চিংড়ি মাছ দেখলেই তো মনে হয় খেতে বসে যাই। আপনার রেসিপি কালার টা অসাধারন হয়েছে আপু। কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে রেসিপির প্রতিটি ধাপ তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপু সুন্দর রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু এমন চিংড়ি ভুনা দেখলে খেতে মন চাওয়া স্বাভাবিক। মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এরকম বড় চিংড়ি ভুনা করে অনেক দিনই খাওয়া হয়না অনেকদিন পর এমন একটি রেসিপি দেখলাম দেখে খুব লোভ হচ্ছে আমার কাছে তো চিংড়ি মাছ খুবই প্রিয়।। ঠিকই বলেছেন আপনি চিংড়ি মাছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন বি এবং শর্করা থাকে যেটি আমাদের দেহ গঠনে খুবই সহায়তা করে।। ধন্যবাদ আপনাকে লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।।

 2 years ago 

আমার পোস্টটি পড়, সুন্দর মন্তব্য করে, পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

চিংড়ি মাছ পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে। ঠিক বলেছেন আপনি চিংড়ি মাছে অনেক ক্যালরি ও ভিটামিন বি এবং আয়রন রয়েছে যার রক্ত কোষ বাড়াতে সাহায্য করে ।চিংড়ি মাছ রপ্তানি করে অনেক বিদেশী মুদ্রা আয় করা হয়। রেসিপিটি দেখে খেতে ইচ্ছা করছে। রেসিপিটি অনেক লোভনীয় ছিল ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ খুব অসাধারণ চিংড়ি মাছ ভুনা রেসিপি করেছেন। খুব লোভনীয় পোস্ট। সত্যি বলেছেন পোলাও এর সাথে চিংড়ি মাছ খেতে খুব মজা লাগে। আমার তো রেসিপি দেখে জিভে জল এসে গেলো। আর রেসিপি কালার দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার তৈরি করার চিংড়ি মাছের ভুনা রেসিপি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রথম তো আমি ছবিটি দেখে আচার মনে করেছিলাম। কারণ ভুনা রেসিপিটি প্রায় আচার এর মতো দেখতে। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

চিংড়ি মাছ আমার খুবই প্রিয়। ছোটবেলায় দুই ভাইয়ে গামছা বা তোয়ালে দিয়ে পুকুরে চিংড়ি মাছ ধরতাম আর মায়ের কাছে নিয়ে এনে দিতাম। সারা দিনের এই বিষয়ে মনে থাকতো না কিন্তু রাতে খাওয়ার বেলায় ঠিকই ভাজা অবস্থায় পেয়ে যেতাম। হয়তো অনেকদিন আর ধরা হয় না। তাই আপনার চিংড়ি মাছের রেসিপি দেখে খুব ভালো লাগলো। স্মরণ হলো শৈশবের সেই স্মৃতিগুলো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.034
BTC 63236.79
ETH 3280.48
USDT 1.00
SBD 3.85