আমার প্রথম অংকন : পেন্সিল দিয়ে গ্রামের দৃশ্য অংকন।

"পেন্সিল দিয়ে গ্রামের দৃশ্য অংকন"

20221003_175254~4.jpg

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই শুভ সন্ধ্যা। আশাকরি সবাই ভালো আছেন। আমার বরাবরই গ্রাম, পাহাড়, নদী এসব অনেক ভালো লাগে। আজকে তাই আমি পেন্সিল দিয়ে একটি গ্রামের দৃশ্য অংকন করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণ

20221003_185224~3.jpg

  • হার্ডবোর্ড
  • সাদা কাগজ
  • পেন্সিল
  • স্কেল
  • রাবার

"অংকন চলছে"

20221003_171127~2.jpg

প্রথমে আমরা হার্ডবোর্ডের উপরে কাগজ নিয়ে তাতে পেন্সিল ও স্কেল দিয়ে পাশাপাশি দুটি বাড়ি অংকন করলাম।

"অংকন চলছে"

20221003_171801~2.jpg

তারপর বাড়ি দুটিতে দরজা জানালা অংকন করলাম।

"অংকন চলছে"

20221003_172815~2.jpg

তারপর বাড়ির পিছন দিকে ধীরে ধীরে একটি কলা গাছ অংকন করলাম ও পাশ দিয়ে একটি দাগ টেনে দিলাম।

"অংকন চলছে"

20221003_173111~2.jpg

এরপর নদীর একপাড় অংকন করলাম। একটি গাছ ও পাহাড়ও অংকন করলাম।

"অংকন চলছে"

20221003_174117~2.jpg

এরপর পাহাড়ের উপর সূর্য ও বাড়ির পাশে একটি খেজুর গাছ অংকন করলাম।

"অংকন চলছে"

20221003_174757~2.jpg

তারপর নদীর আরেক পাড় ও পাড়ে একটি নৌকা অংকন করলাম।

"অংকন চলছে"

20221003_183251~4.jpg

সবশেষে আমি আকাশে কয়েকটি পাখি অংকন করে দিলাম। আমার অংকন করা শেষ।

20221003_181825~3.jpg

তো বন্ধুরা, আমার অংকন কেমন লাগলো। আশা করি ভালো লেগেছে। অংকন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে আশাকরি সবাই তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে আপানাদের মাঝে আসার চেষ্টা করবো।

আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

পেন্সিল দিয়ে গ্রামের দৃশ্য অনেক সুন্দর হয়েছে এটা আরেকটু রং করলে আরো ভালো হতো ধন্যবাদ শেয়ার করার জন্য

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই ।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

আমার কাছে গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে। নদী রাস্তা ছোট ছোট বাড়ি। রাস্তার পাশে গাছপালা গুলো দেখলে মন জুড়িয়ে যায়। আপনার প্রথম অংকন : পেন্সিল দিয়ে গ্রামের দৃশ্য অংকন। দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

জি ভাই আমার কাছেও গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে। আপনাদের অনুপ্রেরণা গুলো আমাকে সামনের দিকে আরো ভালো ভালো কাজ করতে সাহায্য করবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাই।

 2 years ago 

বাহ ভাইয়া দারুন একটি গ্রামের দৃশ্য চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্রামের দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে। আপনার চিত্র অংকনের ঘর দুটি এবং খেজুর গাছ দুটি দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এভাবে এগিয়ে যান।

অনেক ধন্যবাদ আপু। দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি।

 2 years ago 

সত্যি বলতে আপনার প্রথম অংকন হলে ও অনেক বেশি চমৎকার হয়েছে। তবে এখানে যদি একটু রং পেন্সিলের ব্যবহার করতেন, তাহলে জিনিসটি আরো সুন্দর লাগতো। যাইহোক অনেক ভালো ছিল ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

ভাইয়া আজকের ছবিটি শুধু পেন্সিল দিয়ে করেছি। দোয়া করবেন পরবর্তীতে রং পেন্সিল ব্যবহার করে ভাল কিছু যেন করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জি অবশ্যই দোয়া থাকবে এবং আশা করি এভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ

 2 years ago 

পেন্সিল দিয়ে যে কোন রকমের আর্ট বা দৃশ্য অঙ্কন করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ এটি খুবই সুন্দর ভাবে করা যায় এবং ফুটে উঠে। আপনি অনেক ধৈর্য এবং দক্ষতা সহকারে গ্রামের দৃশ্য অংকন করেছেন পেন্সিল ব্যবহার করে। সত্যি আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেলাম।

পেন্সিল দিয়ে অংকন করতে আমার ভালো লাগে ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি পেন্সিল দিয়ে খুব অসাধারণ একটি গ্রামের দৃশ্য অঙ্কন করেছেন। গ্রামের দৃশ্য আমার কাছে খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে নদী এবং গাছ ও ঘর দেখতে অসাধারণ লাগলো। খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

গ্রামের দৃশ্য আমারো অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে বোন।

 2 years ago 

আপনার কাঠ পেন্সিলের চিত্র অংকটি বেশ দারুন লেগেছে। আপনি দৃশ্যটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। অনায়াসে বলা যেতে পারে আপনি আমার বাংলা ব্লগের একজন ভালো আর্টিস্ট। আপনার জন্য রইল শুভকামনা।

আপনাদের অনুপ্রেরণা ও সহযোগীতা ভবিষ্যতে আমাকে আরো ভালো কাজ করতে শক্তি যোগাবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আপনি গ্রাম্য পরিবেশের খুবই সুন্দর একটি পেন্সিল স্কেচ আমাদের মাঝে প্রস্তুত করে প্রদর্শন করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কথা খুবই ভালো লেগেছে।।।

আপনার চিত্রের মাধ্যমে গ্রাম্য বাড়ি এবং তার পাশ দিয়ে বয়ে চলা নদীর খুব সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন।।

আপনার প্রস্তুত করা চিত্রটি দেখে বোঝারই মত নেই যে আপনি প্রথমবার এমন চিত্র প্রস্তুত করলেন।।

অনেক সুন্দর হয়েছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল পরবর্তীতে আরো ভালো চিত্র আপনার কাছ থেকে আশা করি।।।

ধন্যবাদ ভাই দোয়া করবেন যেন আগামীতে আরো ভাল কাজ করতে পারি।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 57791.14
ETH 2962.27
USDT 1.00
SBD 3.67