গ্ৰামে মাছ ধরার অনুভূতি।।১০% বেনিফিশিয়ারি @shy-fox ও ৫% @abb-school এর জন্যে।


আসসালামু আলাইকুম


সবাইকে শুভেচ্ছা।সকলে কেমন আছেন। আশাকরি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।

IMG_20220522_174955.jpg
Device: oppo A15
https://w3w.co/chinos.frescoed.commandos

প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি পোস্ট নিয়ে এসেছি। গ্রামের বাড়িতে কাদা মাটিতে মাছ ধরার অনুভূতি।

ছোটবেলায় প্রায় সময় এভাবে কাদা মাটিতে মাছ ধরতাম।সহপাঠী বন্ধুদের সাথে।খুব মজা লাগত যখন ছোট ছোট মাছগুলোর সাথে বড় মাছ ধরতে পেতাম।আসলে সেই অনুভূতিগুলো কোনদিন কখনোই কাউকে বোঝানো যাবে না।এইতো সেদিন এবারের ঈদে বাড়িতে গিয়ে দেখি কাদা মাটিতে মাছ ধরার এই দৃশ্যগুলো।যা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল।আর তাই আপনাদের সাথে শেয়ার করার জন্যে আজকে আমার এই আয়োজন।

IMG_20220522_174031.jpg
Device: oppo A15
https://w3w.co/chinos.frescoed.commandos

অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম ছোট ছোট ছেলে মেয়েদের মাছ ধরা। দেখে খুব ভালো লাগলো।আর মনে পড়ে গেল সেই ছোটবেলার মাছ ধরার কথা। এক সময় আমরাও এভাবে কাদা মাটিতে মাছ ধরেছি অনেক।

গ্রামে বিভিন্ন উপায়ে মাছ ধরার কৌশল থাকলেও। কাদা পানিতে মাছ ধরার মজাটাই আলাদা।

IMG_20220522_174144.jpg
Device: oppo A15
https://w3w.co/chinos.frescoed.commandos

গ্রামে নদীনালা খালে বিলে কম‌বেশি আমরা সবাই পছন্দ করি। ছোট বড় মাছ ধরতে। তবে আমার খুব পছন্দ খালে বিলে মাছ ধরার। আমার ছোট থেকে মাছ ধরার অভ্যাসটা একটু বেশি ছিল। তিন-চার জন মিলে একসঙ্গে মাছ ধরতে যেতাম। খুব ভালো লাগতো।সকালবেলা বাড়ি থেকে বের হই মাছ ধরার উদ্দেশ্যে। দুইটা তিনটার সময় আবার মাছ নিয়ে বাড়িতে আসি। মা আমাকে অনেক সময় বকা বকি করত। সারা দিন কোন খাওয়া-দাওয়া নেই। দুপুরের টাইমে কোন ঘুম নেই। এত মাছ ধরতে কে বলছে তোকে। আর আমাদের একটাই চিন্তা থাকতো। মাছ ধরে না নিয়ে বাড়িতে তার আগে আসব না। আর এই ছোট ছোট মাছগুলো খেতে অনেক সুস্বাদু হয়

IMG_20220522_174508.jpg
Device: oppo A15
https://w3w.co/chinos.frescoed.commandos

যেমন-পুঁটি মাছ চিংড়ি মাছ টেংরা মাছ টাকি মাছ এই ধরনের আরও বিভিন্ন মাছ। আমাদের গ্রামের এই যায়গা গুলোতে খুব বেশি মাছ পাওয়া যেত। কারণ এদিকে ধান চাষ হয় বেশি তারপর ছোট ছোট খাল বিল নদী নালা অনেক অনেক বেশি।

IMG_20220522_174305.jpg
Device: oppo A15
https://w3w.co/chinos.frescoed.commandos

আবার অনেকেই আমরা পুকুরে কিংবা নদীতে বরশি দিয়ে মাছ ধরেতে পছন্দ করি। বরশি দিয়ে মাছ ধরতে খুব ভালো লাগে। বরশিতে টোপ দিয়ে বসে থাকি। যখন ওই টোপ এসে মাছ খেতে চাই তখনই আমরা টান দিয়ে উপরে উঠায়। যখন বড় মাছে ওঠে তখন আনন্দে মনটা ভরে যায়। এবং সবাইকে দেখিয়ে বলি আমি বড় মাছ পেয়েছি আমি বড় মাছ পেয়েছি। খুব বেশি মনে পড়ে সেই দিনের কথাগুলো।

🌼 সবাইকে অসংখ্য ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

গ্রামে এভাবে পুকুর সেচ দেওয়ার পর সবাই মিলে এভাবে পুকুরে মাছ ধরে যা দেখতে খুবই ভালো লাগে। তখন মাটির নিচ থেকে খুঁজে খুঁজে বের করে। এসব দৃশ্য দেখতে খুব ভালো লাগে। খুব ভালো লাগলো আপনার আজকের এই পোস্টটি। ছোটবেলায় এগুলো খুব দেখা হতো এখন আর দেখিনা। আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া।

গ্রামে দেখা যায় কাদা মাটিতে মাছ ধরার দৃশ্য গুলো। সবাই মিলে একসঙ্গে মাছ ধরে দেখতে খুব ভালো লাগে। খুব সুন্দর একটা মন্তব্য করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে পানির মধ্যে নেমে মাছ ধরার মজাই আলাদা। অনেকদিন হলো এভাবে মাছ ধরা হয় না। আপনি খুবই সুন্দর একটি সময় পার করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

এত সুন্দর একটা মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গ্ৰামে মাছ ধরার অনুভূতি শেয়ার করেছেন দারুন হয়েছে। এভাবে আমিও অনেক মাছ ধরেছি। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যি ভাই আপনার আজকের এই মাছ ধরার অনুভূতি পোস্টটি পড়ে সেই ছোটবেলায় হারিয়ে গিয়েছি, মনে পড়েছে অনেক মাছ ধরার স্মৃতি। ভাই এই পোষ্টের মাধ্যমে আমি অনেক ছোট বেলার স্মৃতি খুঁজে পেয়েছি যা আমি পরবর্তীতে পোস্ট আকারে অবশ্যই শেয়ার করব, খুব ভালো লেগেছে ভাই
অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এই মাছ ধরার দেখে আমারও খুব বেশি মনে পড়তেছিল ছোটবেলার কথা গুলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এভাবে কখনও আমার মাছ ধরা হয়নি। তবে গ্রামে দেখেছি অনেক লোক মিলে একসঙ্গে কাদা মাটির ভেতরে মাছ ধরছে। সে দৃশ্য দেখতে খুবই ভালো লা। তবে বরশি দিয়ে মাছ মারার অভিজ্ঞতা আমার আছে । যদিও খুব বেশি নয় খুব সামান্য । কারণ বড়শি দিয়ে মাছ ধরতে খুব ধৈর্যশীল হতে হয়। আমার আবার এতটা ধৈর্য নেই । ভালোই লিখেছেন । ধন্যবাদ আপনাকে ।

গ্রামে কাদামাটিতে এভাবে কমবেশি সবাই মাছ ধরে। এবং খুব মজা লাগে এভাবে মাছ ধরতে। ঠিক বলেছেন বরশি দিয়ে মাছ ধরতে গেলে অনেক ধৈর্যশীল হতে হয়। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এই ধরনের অনুভূতি গুলো আসলে বলে বোঝানো যাবে না এগুলো শুধু উপভোগ করার মতো। ছোটবেলায় যখন গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে যেতাম তখন আমিও এইভাবে কাদা পানিতে মাছ ধরতাম। মাছ না পেলেও কাদায় গড়াগড়ি করতে ভালো লাগতো। আপনার অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

হ্যাঁ ভাই আমি ছোটবেলা কাদামাটিতে অনেক মাছ ধরেছি। খুব ভালো লাগছে আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ছোটবেলায় জীবনে অনেক মাছ ধরেছি, তার কথা বলে শেষ করা যাবে না। আপনিও আজকে গ্রামের সুন্দর পরিবেশে চমৎকার মাছ ধরার কিছু দৃশ্য আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো, আর আপনি আমার সাথে যে দ্বিতীয় ছবিটা শেয়ার করেছেন ছবিটাতে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে।

হ্যাঁ ভাই আমিও ছোটবেলায় অনেক মাছ ধরেছি যা বলে শেষ করা যাবে। আমার খুব নেশা ছিল এ মাছ মারার প্রতি। এবং তার সাথে আপনারও। সুন্দর একটি মন্তব্য করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আহা সেই পুরান দিনের কথা মনে পড়ে গেলো।আগে কত এরকম মাছ ধরতে গেছি আর বাড়িতে এসে বকাও খেয়েছি হিহি😍।

যাইহোক ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনের জন্য।

হ্যাঁ ভাই ছোটবেলায় এভাবে মাছ ধরতে গেলে। বাসায় এসে বকা খাওয়া লাগতো। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার মাছ ধরার অনুভূতি পোস্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় এমন প্রচুর মাছ ধরেছি।

খুবই সুন্দর একটি মন্তব্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গ্রামের মধ্যে এ ধরনের দৃশ্য গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে মাছ ধরার দৃশ্য। দেখেই আমার অসম্ভব ভালো লেগেছে। এত সুন্দর একটা অনুভূতি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

এত সুন্দর করে একটি মন্তব্য করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.034
BTC 63914.94
ETH 3312.82
USDT 1.00
SBD 3.92