অর্থ vs. হ্যাপিনেস।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? সবাইকে জানাই পড়ন্ত বিকেলের শুভেচ্ছা। আর সেই সাথে শুরু করছি আজকের ব্লগ।

background-3881394_1280.jpg

image source & credit: copyright & royalty free PIXABAY



সাধারণ ব্লগ


  • The 19th April , 2022
  • Tuesday

গরমের এই সময়ে দুপুরবেলায় ইম্পরট্যান্ট কাজ ছাড়া তেমন একটা বাইরে যাওয়া হয়না। তবে বিকাল টাইমে মাঠের দিকে ঘুরাঘুরি করতে ভালোই লাগে। বিকেল টাইমে মাঠে প্রচণ্ড বাতাস থাকে, রোদ কেটে যায়। বেশ শান্ত শিষ্ট পরিবেশ। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো বিকাল টাইমে ছোট ছোট ছেলে পেলে মাঠে এসে দৌড়াদৌড়ি করে, ঘুড়ি উড়ায়, বিভিন্ন রকম খেলাধুলা করে। দেখতে বেশ ভালই লাগে । আমি মাঝেমধ্যেই মাঠে গিয়ে ওদের হৈ-হুল্লোড় উপভোগ করি। এই আনন্দটা আপনি লাখ টাকা খরচ করেও নিতে পারবেন না।

টাকা কি আসলেই সুখ কিনতে পারে? টাকা দিয়ে কি সবকিছু করা সম্ভব? মাথায় এই বিষয়টা ঘুরপাক খাচ্ছিল। আমি এর সঠিক কোন উত্তর খুঁজে পেলাম না। কখনো কিছু বিষয় নিয়ে ভাবলে মনে হয় টাকা দিয়ে সবকিছু সম্ভব। আবার কিছু কিছু বিষয় মাথায় আসলে চিন্তা ভাবনা পাল্টে যায়। মনে হয় টাকা মোটেও হ্যাপিনেস আনতে পারেনা। তবে এর বিপরীত যুক্তিটাও ফেলে দেওয়ার মতন নয়।

আমি যখন ক্লাস ফোর কিংবা ফাইভে পড়ি তখন আমার বাড়িতে নোকিয়া মোবাইল কেনা হয়। আমি মোবাইলটি দেখে খুবই খুশি হয়েছিলাম। খুব এক্সাইটেড ছিলাম। ফোন হাতে পেয়ে বারবার রিংটোন পরিবর্তন করতাম আর রিংটোন গুলো শুনে বেড়াতাম। এরপর যখন আমি ক্লাস সেভেনে উঠে তখন আমি নতুন একটি ফোন পাই । যেটি আমার দুলাভাই আমাকে দিয়েছিল । ফোনটি ছিল টেকনো ব্রান্ডের। ফোনটির অর্ধেক স্কিনটাস আর অর্ধেক ছিল বাটন। ওই ফোনটা পেয়ে আমি কি যে খুশি হয়েছিলাম সেটা বলে আমি কখনোই বুঝাতে পারবো না। গ্রাম্য ভাষায় খুশিতে আট্খ্যন যেটাকে বলে। আমাদের গ্রামে আমার সমবয়সী যারা ছিল অর্থাৎ আমি যাদের সাথে মিশতাম তাদের মধ্যে সর্বপ্রথম আমি ফোন হাতে পেয়েছিলাম। সবাই আমার ফোনে গান শুনতো, ভিডিও দেখতো। বিভিন্ন নাটক, ভিডিও গান লোড দিয়ে নিয়ে আসতাম বাজার থেকে। সেগুলো সবাই বসে দেখতাম। সবাই ছবি তুলতে চাইতো আমার ফোনে। আমার অন্যরকম একটা কদোর ছিলো সার্কেলের মধ্যে। সব মিলিয়ে আমার খুশির পরিমানটা ছিল ১০১ লেভেলের।

এখন ওর থেকে অনেক উন্নত মানের ফোন ব্যবহার করেও সেই আনন্দ, সেই ভালো লাগা, সেই খুশি গুলো আমি আর খুঁজে পাই না। এরইমধ্যে আমি অ্যাপেলের ফোন ব্যবহার করেছি, স্যামসাংয়ের ফোন ব্যবহার করেছি আরও বেশ কয়েকটা মডেলের অ্যান্ড্রয়েড ফোন ব্যাবহার করেছি। কিন্তু ওরকম আনন্দ, ওরকম ভালো লাগা আমি আর কোন ফোন ব্যাবহার করে এখন পর্যন্ত আর খুঁজে পাইনি। আর কখনো পাবোও না। ভবিষ্যতে হয়তো আরো দামী ফোন কিনতে পারব কিন্তু সেই অনুভূতিটা আর কখনো পাবোনা।

hourglass-2910948_1280.jpg
image source & credit: copyright & royalty free PIXABAY

তো এই দ্বারা আমরা বুঝতে পারি এখানে টাকা দিয়ে হ্যাপিনেস কেনা সম্ভব হচ্ছে না। এবার আসি আর একটা বিষয়ে। আমার ভীষণ সখ একটি বাইক কেনার। আমি যদি তিন থেকে চার লক্ষ টাকা দিয়ে একটি স্বপ্নের বাইক কিনতে পারি তাহলে অনেক হ্যাপি হব। আমার একটি স্বপ্ন পূরণ হবে। বাইকটি কিনতে পারলে ছোটবেলায় ফোন পেয়ে যেরকম খুশি হয়েছিলাম ওরকম খুশি হতে পারব। যদিও সেটা অন্য টাইপের হবে কিন্তু পরিমাণ টা ওরকমই হবে। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে একই রকম খুশি পেতে হলে আমাকে বেশি খরচ করতে হচ্ছে। ছোটবেলায় ওই ফোনটিও কিন্তু টাকা দিয়ে কিনতে হয়েছিল। তখন ফোনটি কেনা হয়েছিল ৫০০০ (±) টাকা দিয়ে। কিন্তু এখন একটি বাইক কিনতে হবে তিন থেকে চার লক্ষ টাকা দিয়ে। তাহলে মোটামুটি একই পরিমাণ খুশি হতে হলে আমাকে খরচ করতে হচ্ছে অনেক অনেক অনেক বেশি টাকা। বয়স বৃদ্ধির সাথে সাথে একই পরিমাণ খুশি হতে হয়তো আরো অনেক বেশী খরচ করা লাগবে।

আমরা এতক্ষণের আলোচনায় বুঝতে পারলাম টাকা হ্যাপিনেস কিনতে পারে কিন্তু সেটার জন্য বয়সের পার্থক্যের সাথে সাথে অর্থের পরিমাণ টাও বেশি হতে হয়। মনে রাখতে হবে ছোটবেলায় যে ফোনটি কেনা হয়েছিল ওটাও অর্থ দিয়েই কেন হয়েছিল।

বিষয়টি খুবই কমপ্লেক্স। উপরের আলোচনা গুলো তুচ্ছ হয়ে যেতে পারে আবার ব্যতিক্রমী কোন উদাহরন দিয়ে। আপনি অর্থ দিয়ে আবার অনেক কিছুই কিনতে পারবেন না। এটার লিস্ট ও বিশাল। তার মদ্ধে অন্যতম স্বাস্থ্য, সম্মান, প্রেম ভালোবাসা ইত্যাদি। এগুলো অর্থ দিয়ে কখনোই পাওয়া যায় না। আর এগুলোর মধ্যে যে সুখ-শান্তি যে হ্যাপিনেস এগুলো আলটিমেটলি আপনি অর্থ দিয়ে কিনতে পারছেন না। সো এখানে আমরা বুঝতে পারছি অর্থ দিয়ে হ্যাপিনেস কেনা যাচ্ছে না।

দুঃখিত ভাই!! আমি এ বিষয়ে আর আলোচনা করতে পারছিনা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগন এই বিষয়ে বহু গবেষণা করেছে। যুগ যুগ ধরে এসব বিষয়ে গবেষণা চলে আসছে। কিন্তু এর এক কথায় উত্তর কখনোই কেউ দিতে পারেনি, আর পারবেও না। এটা স্থানভেদে, পরিবেশভেদে আলাদা আলাদা হয়ে থাকে। তাই শুধুমাত্র ২-১ টা পেইজে এটার আলোচনা করে কিছুই বোঝানো সম্ভব না। আমি আজ বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ্ হাফেজ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

টাকা কি আসলেই সুখ কিনতে পারে? টাকা দিয়ে কি সবকিছু করা সম্ভব?

আমার মতে ,সুখ কখনো টাকার বিনিময়ে বা অন্য কিছুর দ্বারা পরিমাপ বা কেনা যায় না।টাকাকে আমরা শুধুমাত্র প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করে থাকি।সুখ জিনিসটা সম্পূর্ণ সেই ব্যক্তির চাহিদার উপর নির্ভর করে বা সেই ব্যক্তির মনের উপর।কেউ খুবই সাধারণ বিষয় নিয়ে অট্টালিকা সমান সুখী থাকতে পারে আবার অনেকের গোটা রাজত্ব থাকলেও সুখী হতে পারে না।এক্ষেত্রে তার মন-মানসিকতার উপর নির্ভর করে সুখ বিষয়টি আমার ধারনায়।ধন্যবাদ দাদা,সুন্দর বিষয় তুলে ধরেছেন।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

টাকা কি আসলেই সুখ কিনতে পারে? টাকা দিয়ে কি সবকিছু করা সম্ভব?

টাকা দিয়ে সুখ কেনা যায় কিনা জানিনা তবে মাঝে মাঝে হয়তো সুখ কেনার চেষ্টা করা হয়। কিন্তু মন থেকে যে হ্যাপিনেস তৈরি হয় সেটা হয়তো খুব একটা দেখা যায়না তখন। কোন এক সময়ের অল্প দামের মোবাইল ফোন ব্যবহার করার মধ্যে যে আনন্দ ছিল পরবর্তী সময়ে লক্ষ টাকার বাইক কেনার মধ্যেও সেই আনন্দ আমরা খুঁজতে চাই। হয়তো সেই আনন্দ কিছুটা হলেও আছে। কিন্তু সেই মোবাইল কেনার আনন্দের মতো নয়। আসলে অর্থ ও হ্যাপিনেসের গোলকধাঁধা যদি আমরা মেলাতে যাই তখন অনেক দিক চিন্তা করতে হয়। একদিকে যেমন অর্থ দিয়ে হ্যাপিনেস কেনা যায় না অন্যদিকে অর্থ ছাড়া জীবন চলেনা। হ্যাপিনেস ও অর্থ দুটোই একে অন্যের পরিপূরক। অর্থ দিয়ে হয়তো ক্ষণিকের হ্যাপিনেস কেনা যায়। কিন্তু অন্তর থেকে হ্যাপিনেস তৈরি করা যায় না। আপনার এই পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। সুন্দর ভাবে আপনি আপনার অনুভূতি তুলে ধরেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️

 2 years ago 

হয়তো সেই আনন্দ কিছুটা হলেও আছে। কিন্তু সেই মোবাইল কেনার আনন্দের মতো নয়।

আপনার সাথে আমি একমত।

 2 years ago 

ছোটবেলায় আইসক্রিম খাওয়ার জন্য আম্মুর থেকে প্রতিদিন ৫ টাকা নিতাম। এবং ঐ ৫ টাকার আইসক্রিমে যতটা খুশি হতাম এবং এখন শত শত টাকার আইসক্রিমে তার ছিটে ফোটাও পাই না। আসলে ভাই আমাদের অভাব যত দূর হয় বিলাসিতা যত বাড়তে থাকে সুখ যেন আমাদের ছেড়ে ততই দূরে চলে যেতে থাকে। তবে একেবারে দীর্ন অবস্থায়ও সুখে থাকা যায় না এটা আমার অভিমত।

 2 years ago 

আপনার পোস্ট পড়ে আমিও কিছুটা ভাবুক হয়ে গেলাম, আমার মনে হয় এই বিষয়গুলো সবারই মাথায় ঘুরপাক খায়। একসময় আমি বলি অনেকটা টাকা আয় করতে হবে, দুনিয়ার সব সুখ কিনে নিতে হবে। আবার পরক্ষনেই আমি বলি সব কিছু টাকা দিয়ে পরিমাপ করা যায় না। এই দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে।

খুব ভাল লাগল নতুন একটি কনসেপ্ট আপনার পোষ্টের মাধ্যমে পেলাম, বয়স বাড়ার সাথে সাথে অতীতের মতো করে সুখ পাওয়া যায় তবে তা কয়েক গুণ বেশি দামি হয়ে যায়।

 2 years ago 

আমিও মনে করি বর্তমানে অর্থ এবং সুখ দুটোই প্রয়োজন।আর অর্থ দিয়ে কখনোই সুখ কিনা যায়নাহ। আপনি যথার্থ বলেছেন,প্রেম, ভালোবাসা অর্থ দিয়ে কেনা যায় নাহ। জীবনে চলতে হলে দুটোই প্রয়োজন।
ভাইয়া আগের ফিলিংস গুলে এখন নেই যেমনঃ আগে ঈদের শপিং এর জন্য সারাদিন বায়বা ধরতাম, আম্মুকে সারাদিন জালাতন করতাম। ঈদের জন্য অপেক্ষা করতাম, কবে যে রমজান শেষ হবে। এখন কোনটাই নেই। মানে ছোট বেলার সেই হ্যাপিনেসটা আর নেই।
শেষ একটা কথা বলি ছোটবেলায় আমিও নোকেয়া মোবাইলের রিংটোন চেঞ্জ করে সারাদিন শুনতাম।

 2 years ago (edited)

বিকাল বেলায় দূরন্তপনা ছেলেদের দৌড়াদৌড়ি সত্যিই মাঝেমধ্যে আমরা উপভোগ করে থাকি‌। যা আমরা টাকার বিনিময়ে পেতে পারব না। এ থেকে সহজেই বোঝা যায় সব কিছুই আমরা টাকা দিয়ে করতে পারবোনা। আবার শেষের দিকে আপনি বুঝিয়েছেন যে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা টাকা দিয়ে সুখ ক্রয় করতে পারব কিন্তু সেই সুখ ক্রয়ের অর্থের পরিমাণ হয়ে যাবে অনেক বেশি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই খুব জটিল একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। অর্থ দিয়ে আসলেই কি সুখ কেনা যায়!!! আমার মনে হয় বিষয়টা আপেক্ষিক। বয়স, পরিবেশ এবং পারিপার্শ্বিক বিষয়ের উপর এগুলো নির্ভরশীল। বয়সের সঙ্গে সঙ্গে যেমন ইচ্ছা এবং চাহিদার পরিবর্তন হয় তেমনি টাকার পরিমাণ ও বেড়ে যায়। তবে একথা সত্যি যে জীবনে টাকার প্রয়োজন অনস্বীকার্য। আশা করি আপনার পোস্টটি সকলের চিন্তার খোরাক যোগাবে।

 2 years ago 

আমার মনে হয় ক্ষেত্রবিশেষে দুটো যুক্তিই ঠিক।আবার ক্ষেত্রবিশেষে দুটো যুক্তিই ভুল।যেমন বাবা মা এর ভালোবাসার মধ্যে আমাদের যে হ্যাপিনেস থাকে তা টাকা দিয়ে কিনতে পাবোনা।আবার বাবা মা এর টাকা না থাকলে আমাদের ভালোবাসা দিতে পারলেও বাহ্যিক যে সুন্দর লাইফস্টাইল আছে তার হ্যাপিনেস আমাদের দিতে পারবেনা।অর্থাৎ টাকাই সুখ নয় আবার টাকাতেই সুখ।বিষয়টা অনেক জটিল!

 2 years ago 

আসলে আমাদের গ্রাম অঞ্চলে তেমন একটা বিকালে প্রভাব পড়ে না। একটু বাইক নিয়ে মাঠের ভিতরে গেলে অনেক ভালো লাগে। হালকা হালকা বাতাস আজকের দিনটা অনেক ঠান্ডা ছিল। খেলাধুলা হৈ-হুল্লোড় গুলোর মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করে। টাকা দিয়ে সব কিছুই সম্ভব আবার টাকা ছাড়া দুনিয়া অচল। টাকা না থাকলে বোঝা যায় দুনিয়ায় টিকে থাকে কতটা কষ্ট। টাকা থাকলে সে মর্ম টা আমরা বুঝতে পারি না। একজনের অনেক টাকা আছে কিন্তু সেই অনেক জটিল রোগে আক্রান্ত তাহলে কিন্তু সেই মুহূর্তটা উপভোগ করতে পারবে না কিন্তু একজনের টাকা নাই কিন্তু সুস্থ অনেক সুখে আছে।আসলে ভাইয়া আপনার মত আমারও এরকম হয়েছে। নতুন কোন ফোন কিনে আনলে শুধু রিংটোন পরিবর্তন করে শুনে বেরাতাম। আসলেই মুহূর্ত গুলো খুব মিস করি।আসলে আপনি ঠিক বলেছেন দুনিয়ায় টাকা এবং সবকিছুরই স্থানভেদে আলাদা হয়ে থাকে এবং টাকা থাকলে সুখী হবে তাও কোন কথা নাই।

 2 years ago 

আপনি খুবই সুন্দর কিছু উদাহরণ দিয়েছেন। এটাই আসলে বাস্তব।

 2 years ago 

তার মদ্ধে অন্যতম স্বাস্থ্য, সম্মান, প্রেম ভালোবাসা ইত্যাদি। এগুলো অর্থ দিয়ে কখনোই পাওয়া যায় না। আর এগুলোর মধ্যে যে সুখ-শান্তি যে হ্যাপিনেস এগুলো আলটিমেটলি আপনি অর্থ দিয়ে কিনতে পারছেন না। সো এখানে আমরা বুঝতে পারছি অর্থ দিয়ে হ্যাপিনেস কেনা যাচ্ছে না।

ভাই আপনার এই কথায় আমিও একমত অর্থ দিয়ে কখনো এই উপরের বিষয়গুলো কেনা সম্ভব না। কখনোই না এটা আমি একবারে জোর গলায় বলতে পারি।
তবে আপনার দেওয়া দুইটা উদাহরণই আমি পড়ে দেখলাম এবং আমি যেটা বুঝতে পারলাম আসলেই অর্থ দিয়ে প্রকৃত সুখ কিনা যায় না। হ্যাঁ তবে বর্তমান ডিজিটাল জামানায় আপনি যদি আনকমন কিছু পেয়ে থাকেন যেটা হয়তো অন্য কারো কাছে নেই বা অন্য কেউ এখনো পর্যন্ত সেভাবে ব্যবহার করেনি, তাহলে হয়তো সেই খুশিটা আপনি পেতে পারেন। হ্যাঁ তবে এখানে আপনি ঠিকই বলেছেন বয়সভেদে ও প্রচুর পরিমাণে অর্থ প্রয়োজন হতে পারে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 62500.50
ETH 2936.24
USDT 1.00
SBD 3.59