ABB power up Award 2022 - এ.বি.বি পাওয়ার আপ অ্যাওয়ার্ড ২০২২

in আমার বাংলা ব্লগlast year

Polish_20221224_205902194.png

P.B.C

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? দেখতে দেখতে ২০২২ সালের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা। বাংলা ব্লগ চলছে দুর্বার গতিতে। সেই সাথে বাংলা ব্লগের ইউজাররা নিজেদের পাওয়ার বৃদ্ধি করে এখন বেশ শক্তিশালী। টার্গেট ডিসেম্বর সিজন টু ইতিমধ্যেই শেষ হয়েছে। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম টার্গেট ডিসেম্বর সিজন টু শেষ হলে সেরা দুইজন পুরস্কৃত হবে।

এ পর্যন্ত ১০৪,৯৩৭ স্টিম পাওয়ার বৃদ্ধি করা হয়েছে সিজন টু তে। এটা সত্যিই অনেক বড় একটা এমাউন্ট। অনেক ইউজার ইতিমধ্যেই ভালো এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করে #clubdolphin এ পদার্পণ করেছে। তাদের সকলকে অভিনন্দন।


ABB power up Award 2022


কমিউনিটির পক্ষ থেকে সেরা দুইজনকে পুরস্কৃত করা হবে। সর্বোচ্চ পারসেন্টেন্স পাওয়ার বৃদ্ধিকারী পাবে একটি অ্যাওয়ার্ড এবং সর্বোচ্চ অ্যামাউন্ট পাওয়ার বৃদ্ধিকারী পাবে একটি অ্যাওয়ার্ড। এছাড়া দুজনই @rme দাদার পক্ষ থেকে পাবে বিশাল এমাউন্টের আপভোট পুরস্কার।

বছরের প্রথম থেকে এখন পর্যন্ত প্রত্যেকের একাউন্টে আলাদাভাবে প্রবেশ করে পাওয়ার বৃদ্ধির পরিমাণ এবং পার্সেন্টেজ হিসাব করাটা খুবই জটিল এবং সময় সাপেক্ষ। এজন্য এক্ষেত্রে আপনাদের প্রত্যেককের সহযোগিতা প্রয়োজন। যারা এ পর্যন্ত পাওয়ার বৃদ্ধি করেছেন তারা তাদের নিজ নিজ একাউন্টের পাওয়ার আপ পোস্টে গিয়ে প্রত্যেকবার যে অ্যামাউন্ট এর পাওয়ার বৃদ্ধি করেছেন সেটি যোগ দিবেন এবং যত পারসেন্টেন্স এর পাওয়ার আপ করেছেন সেটিও যোগ দিবেন। এরপর ফলাফল আমার এই পোস্টের কমেন্ট বক্সে লিখবেন।

আপনাদের নমিনেশন দেওয়া কমেন্টগুলো আমি পুনরায় যাচাই-বাছাই করে দেখব। এতে আপনারা ভুল করলেও আসল বিজয়ীদের বাছাই করায় ত্রুটি থাকবে না। তাহলে নিম্নে উল্লেখিত ফরম্যাটে আপনাদের নমিনেশন জমা দিন।

আমার নমিনেশন:
মোট পার্সেন্টেজঃ-
মোট এমাউন্টঃ-

এই ফরমেটে আপনারা নমিনেশন করবেন । আগামী বৃহস্পতিবার দুপুর ১২ টা (IST) নমিনেশনের শেষ সময়।

নোট ১:- আপনারা চাইলে এ বিষয়ে একটি পোস্ট লিখে কমেন্ট বক্সে লিঙ্ক সাবমিট করে আপনার নমিনেশন নিশ্চিত করতে পারেন।

নোট ২:- একজন ইউজার সর্বোচ্চ একটি অ্যাওয়ার্ড এচিভ করতে পারবে।

পুরস্কার হিসেবে ফিজিক্যালি দুজনকে দুটি ক্রেস্ট পাঠানো হবে । যেখানে আপনার নাম, কমিউনিটির লোগো এবং বর্ষসেরা পাওয়ার আপের বিষয়টি উল্লেখ থাকবে। এছাড়াও আপ ভোটের ব্যবস্থা তো আছেই। ধন্যবাদ সবাইকে।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

আমার নমিনেশন:
মোট পার্সেন্টেজঃ-169.97894%
মোট এমাউন্টঃ-500

 last year 

আমার নমিনেশন:
মোট পার্সেন্টেজঃ-109.33101
মোট এমাউন্টঃ-550

 last year 

এটা ঠিক তাহলে আমরা যদি নিজেদের হিসাবটা নিজেরাই করে দিতে পারি তাহলে অনেকটাই সময় বেঁচে যাবে আপনার, এবং আপনি ফলাফল স্বরূপ খুব তাড়াতাড়ি মানুষের পোষ্টগুলো দেখে একটা সঠিক নির্ণয় করতে পারবেন আশা করি সবাই আপনার এই রিপোর্ট তৈরি করতে সাহায্য করবে।

 last year 

এই মহৎ উদ্যোগের সাথে সব সময় ছিলাম আছি থাকবো। পাওয়ার আপ প্রতিযোগিতার মাধ্যমে অনেকগুলো স্টিমের মালিক হয়ে গেছি। সত্যি এটা অনেক বড় পাওয়া ছিল চেষ্টা করব এই প্রতিযোগিতায় নিজের পার্সেন্টেজ তুলে ধরার।

 last year 

আমার নমিনেশনঃ- @razuahmed
মোট পার্সেন্টেজঃ- 125.3013%
মোট এমাউন্টঃ- 1138.625

 last year 

টার্গেট ডিসেম্বর সিজন-২ তে অনেক গুলো এসপি সবাই মিলে পাওয়ার আপ করেছি। মার্কেট ভালো থাকলে পাওয়ার আপের একাউন্ট আরো বৃদ্ধি পেতো। মোট পাওয়ার আপের হিসাব দেখে ভীষণ খুশি হলাম। ভাইয়া আপনি চমৎকার উদ্যোগ নিয়েছেন। পোস্ট ভিজিট করে ভালো লাগলো। আমিও আমার পাওয়ার আপের হিসাব করে কমেন্ট করে জানো তো। আপনার জন্য শুভ কামনা রইলো।

 last year 

এ পর্যন্ত ১০৪,৯৩৭ স্টিম পাওয়ার বৃদ্ধি করা হয়েছে সিজন টু তে।

আসলেই ভাইয়া এটা হিউজ পরিমাণে ছিল।

 last year 

আমার পাওয়ার বৃদ্ধি

https://steemit.com/hive-129948/@jibon47/6hwyvn

 last year 

পোস্টে এই বিষয় গুলো অবশ্যই উল্লেখ থাকতে হবে।

মোট পার্সেন্টেজঃ-
মোট এমাউন্টঃ-

 last year 

আমার পাওয়ার আপে অংশগ্রহণ:
শুরুর এসপি-১২৪
বর্তমান এসপি:৬২৯
মোট পাওয়ার আপ:৪৯০

https://steemit.com/hive-129948/@samhunnahar/66rqzg

 last year 

পোস্টে এই বিষয় গুলো অবশ্যই উল্লেখ থাকতে হবে।

মোট পার্সেন্টেজঃ-
মোট এমাউন্টঃ-

 last year 

সবার পাওয়ার আপ দেখছিলাম, কিন্তু এত বড় একটি এমাউন্ট বছর শেষে হয়ে গেছে, সেটি আসলে কল্পনাও করতে পারেনি। সকলের প্রচেষ্টায় ভালই কিন্তু এই স্টিম পাওয়ার সবাই অর্জন করতে পরেছে।

 last year 

আপনার প্রচেষ্টা এবং অগ্রগতি ভালো ছিলো।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.12
JST 0.033
BTC 64009.76
ETH 3148.04
USDT 1.00
SBD 3.91