একগুচ্ছ অণুকবিতা "ব্যাথাতুর মন, অভিমানী সত্ত্বা"

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright-free Image source : Pixabay


ব্যাথাতুর মন, অভিমানী সত্ত্বা



💘


♡ ♥💕❤

ভুল বুঝে থাক দূরে,
বোঝোনা মনের ব্যাথা কিসে?

অভিমান কেন হয়? বোঝোনা তুমি।
মনের এ পিপাসা কিসে মিটে, জানো কি তুমি!

কখনো পাইনা কোন সাড়া,
যদি না ডাকি তোমায়।

এ কেমন ভালোবাসা বল,
যদি না-ই থাকে হৃদয়েরই কোনো টান।

জানি তুমি ব্যস্ত, তবু প্রিয়,
শত ব্যস্ততার মাঝে, যায়না কি খোঁজ
নেওয়া একটিবারও ?


নদীর মতো প্রবাহমান
হতে চায় মন ।
দুঃখের উজানে ভাসিয়ে তরী
সুখ খুঁজে খুঁজে তাই আমি ফিরি ।

ভালোবাসি তোমায়, খুঁজি অনুখন,
বোঝে না তবু তোমার অবুঝ মন ।

অভিমান পিয়াসী এ দুটি আঁখি,
নিদহীন চোখে প্রিয়, তোমারই অপেক্ষায় থাকি ।


জানি তোমায় পাবো না কোনোদিন,
তবু পেতে চায় যে মন ।
এ জীবনে চাওনা হতে আমার,
অন্য জীবনেও অধিকারের প্রশ্ন উঠবে আবার ।

তোমাকে পাওয়ার অধিকার,
এ জীবনে, ও জীবনেও হবে না তো আর ।


সুবর্ণরেখা নদীর তীরে সেই গোধূলীবেলা,
মনে কি পড়ে প্রিয়া ?
ভেজা বালির ঘাসহীন বুকে,
আঁকড়ে ধরেছিলে আমার হাত ।
বেঁচে থাকার স্বপ্নে বিভোর হয়ে
করেছিলাম তোমার অধর চুম্বন ।
গাঙচিলের ডানায় গোধূলি আবীর মাখা
শুভ্র ডানায় তার রক্তিম সাজ আঁকা ।

রক্ত গোলাপ ফুটেছিলো সেদিন দুটি হৃদয়ের উষ্ণতায় ।
ভালোবাসার অভাবে আজ সে গোলাপ বিবর্ণ মৃতপ্রায় ।

হলুদ জীর্ন একটি খাম ।
কাঁপা হাতে তারে বের করে আনলাম
কম্পিত হৃদয়ে, একটি পুরাতন চিঠি ।
ছেঁড়া, বিবর্ণ কিন্তু অক্ষর গুলো আজও যায় পড়া ।
তিরিশটা বছর কম তো আর নয় ।

লেখা শুধু তাতে একটাই
"ক্ষমা করো, ভালোবাসি তোমায়"।
তিরিশটা বছর তো কম নয়,
তবু আজও পারিনি করতে ক্ষমা তোমায় ।

ভালোবাসার এত টান, তবুও কিসের তরে,
গেলো সে চলে মৃত্যু-নদীর ওপারে ?


জোৎস্না রাতের আধো আলো, আধো ছায়া,
এসো প্রিয়, কিসের এতো অভিমান, কেন দূরে থাকা ?
ঝিরি ঝিরি বাতাসের গুঞ্জন কান পেতে শুনি,
এসো দু'জনা রাতের আকাশের তারাদের আজ গুনি ।
দেখো তারারাও আজ অভিমান ভুলে
ঝিকিমিকি ঝিকিমিকি হেসেই চলেছে আকাশ গঙ্গার ওপারে ।


প্রথম কদম ফুল, মেঘলা আকাশ,
এলো হাওয়া আর বৃষ্টির রিমঝিম ।
হাতে হাত রেখে এক সাথে ভেজা,
বনকুহেলির পথে মিলেমিশে এক হওয়া ।

♡ ♥💕❤


Sort:  

বাহ চমৎকার গল্প এই পছন্দ

나와 교류하는 모든 사람, 나도 그와 교류
pexels-anna-shvets-4226269.jpg

দারুন লিখেছেন দাদা। কবিতাটি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। ধন্যবাদ দাদা আপনাকে এতো সুন্দর একটি কবিতার জন্য।

 2 years ago 

শ্রদ্ধেয় প্রিয় দাদা আশা করি ভাল আছেন? আজকে আপনার ব্যাথাতুর মন, অভিমানী সত্ত্বা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে আপনি এত ব্যস্ততার মাঝেও কিভাবে এত চমৎকার ভাবে কবিতা লিখেন তা ভাবতে আমার অবাক লাগে। আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতার প্রতিটি লাইন খুব দুর্দান্তভাবে মনের গভীর থেকে লিখেছেন। আসলে আপনার কবিতা যে কেউ পড়লে অনেক ভালো লাগবে। বিশেষ করে এই লাইনগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে।

রক্ত গোলাপ ফুটেছিলো সেদিন দুটি হৃদয়ের উষ্ণতায়
ভালোবাসার অভাবে আজ সে গোলাপ বিবর্ণ মৃতপ্রায় ।

এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন প্রিয়, দাদা। 🙏💞

 2 years ago 

লেখা শুধু তাতে একটাই
"ক্ষমা করো, ভালোবাসি তোমায়".
তিরিশটা বছর তো কম নয়,
তবু আজও পারিনি করতে ক্ষমা তোমায়.

আজকের কবিতাটি সুন্দর হয়েছে দাদা। প্রত্যেকটি লাইন খুব সুন্দর করে লিখেছেন। যদিও আমি কবিতার ভাবার্থ কম বুঝি। তবে উপরের চরণগুলি আমার কাছে বেশি ভালো লেগেছে। প্রিয় মানুষটিকে নিয়ে কবির মনে যে ব্যথা সেটি ফুটে উঠেছে। আপনাকে ধন্যবাদ দাদা আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 2 years ago 

প্রথম কদম ফুল, মেঘলা আকাশ,
এলো হাওয়া আর বৃষ্টির রিমঝিম ।
হাতে হাত রেখে এক সাথে ভেজা,
বনকুহেলির পথে মিলেমিশে এক হওয়া ।

ভালবাসা এমন একটা অনুভূতি, যা কখনো শেষ হওয়ার নয়। ভালবাসার মানুষের হাতে হাত রেখে দেয়া যাবে পুরো জীবন পাড়ি। সত্যিই তাই,,,

দাদা প্রতিটি কবিতার লাইন মন ছুয়ে গেছে। অসাধারণ কবিতা।

 2 years ago 

ছোট ছোট কবিতা গুলো পড়তে অনেক ভালো লেগেছে দাদা। ছন্দা ছন্দে তাল মিলানো।
লেখা শুধু তাতে একটাই

"ক্ষমা করো, ভালোবাসি তোমায়"।
তিরিশটা বছর তো কম নয়,
তবু আজও পারিনি করতে ক্ষমা তোমায় ।

লেখাটিতে যাদু আছে। পড়তেই ভালোলাগে। বলতে পারেন আমি এ চরণ ৩টি মুখস্থ করে পেলেছি। বেশ ভালো লাগলো কবিতাগুলো পড়ে। শুভকামনা রইল দাদা

 2 years ago 

জানি তোমায় পাবো না কোনোদিন,
তবু পেতে চায় যে মন ।
এ জীবনে চাওনা হতে আমার,
অন্য জীবনেও অধিকারের প্রশ্ন উঠবে আবার ।

ভালোবাসার আকুলতা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন দাদা। আপনার কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগে। আজকে কবিতাটি অসাধারণ হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দাদা, একটা দারুন পোস্ট ছিল এটা। তিন,পাঁচ এবং সাত নম্বর কবিতাগুলো এক কথায় মন ছুঁয়ে গেল। ভাবনা গুলো খুবই ভালো। খুব ভালো থেকো দাদা। নতুন বছর ভালো কাটুক।

 2 years ago 

হলুদ জীর্ন একটি খাম ।
কাঁপা হাতে তারে বের করে আনলাম
কম্পিত হৃদয়ে, একটি পুরাতন চিঠি ।
ছেঁড়া, বিবর্ণ কিন্তু অক্ষর গুলো আজও যায় পড়া ।
তিরিশটা বছর কম তো আর নয় ।

যদিও কবিতাটি পুরোটাই ভাল লেগেছে । তবে এই লাইন গুলো অনেকটা হৃদয় ছোঁয়া । চাইলেই কি আর ভুলে থাকা যায় , যদিও ছেঁড়া চিঠি । তবে কথা গুলোতো আর ছেঁড়া নয় । জাস্ট অসাধারণ ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago (edited)

দাদা কি বলবো এক কথায় অসাধারণ ।

হলুদ জীর্ন একটি খাম ।
কাঁপা হাতে তারে বের করে আনলাম
কম্পিত হৃদয়ে, একটি পুরাতন চিঠি ।
ছেঁড়া, বিবর্ণ কিন্তু অক্ষর গুলো আজও যায় পড়া ।
তিরিশটা বছর কম তো আর নয় ।

আমার কাছে এই লাইন গুলো বেশী মনে ধরেছে। যদিও কবিতা খুব একটা বেশী বুঝি না। তারপরও যত টুকু বুঝি তার ভেতর থেকে মন্তব্য করার চেষ্টা । ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা রইল ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.029
BTC 67443.45
ETH 3518.97
USDT 1.00
SBD 3.16