আমার বাংলা কবিতা "ভালোবাসার মূল্য"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "ভালোবাসার মূল্য"



💘


♡ ♥💕❤
আঙুলে আঙুল, একটু উষ্ণতার খোঁজে,
মন খারাপের দিনে শুধু তোমায় মনে পড়ে ।
মন শুধু তোমার শরীর খোঁজে না,
শরীরও মন খোঁজে ।
ভালোবাসা কয় কারে ?
দেহও জানে এই মনখারাপের মানে।

শুধু তুমি জানো না,
জানতে কখনো চাইলেও না ,
কেন আমার মনটি খারাপ থাকে;
সতত শুধু তোমায় মনে পড়ে ।

আমার কি মনে হয় জানো?
হৃদয়ের ভাষা বোধহয় বোঝো না ।
তা যদি তুমি বুঝতে ?
তবে, টাকার মূল্যে ভালবাসা
যায় না কেনা ,
এ কথা তুমি মানতে ।

অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

বসন্তের এই উষ্ণতম ফুল ফোটার দিনে,
হৃদয় আমার শীতল আজি,
হৃদয়ে তুষার ঢাকে ।

কালবোশেখীর ঝোড়ো হাওয়ায়
আজ স্বপ্নকুটির ভাঙে ।
♡ ♥💕❤


Sort:  
 2 years ago 

দাদা আপনার কবিতায় আপনি ঠিকই অনুভব করছেন প্রিয় তোমার স্পর্শ , এখানে একটি কথা স্পষ্ট হয়ে যায়, শুধু যে মন স্পর্শ খুঁজে তা নয়। মন মনের ভালোবাসা খুঁজে হাজারবার। আপনি ঠিক বলেছেন টাকা পয়সা দিয়ে সবকিছু হয়না। মন কেনা যায় না, আর সেটা অনেকেই বোঝে না। আপনি অসাধারণ একটি কবিতা আমাদেরকে উপহার দিয়েছে। আর আপনার এই কবিতা থেকে আমি কয়েকটা লাইন নিলাম।

আমার কি মনে হয় জানো?
হৃদয়ের ভাষা বোধহয় বোঝো না ।
তা যদি তুমি বুঝতে ?
তবে, টাকার মূল্যে ভালবাসা
যায় না কেনা ,
এ কথা তুমি মানতে ।
অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

আমাদেরকে আপনার এই শত ব্যস্ততার মাঝে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।

অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?

আসলেই দাদা টাকা দিয়ে সবকিছু কেনা যায় নাহ। কারো মন পেতে গেলে তার মনের মতো হতে হয়।এই দুটো লাইন আমার অনেক ভাল লেগেছে। খুবই সুন্দর ভাবার্থ দিয়েছেন এই লাইন দুটোতে ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আঙুলে আঙুল, একটু উষ্ণতার খোঁজে,
মন খারাপের দিনে শুধু তোমায় মনে পড়ে ।
মন শুধু তোমার শরীর খোঁজে না,
শরীরও মন খোঁজে ।
ভালোবাসা কয় কারে ?
দেহও জানে এই মনখারাপের মানে।

বাহ দাদা কি কবিতা লিখেছেন সত্যিই অসাধারণ হয়েছে। কবিতাটি একদম মন ছুয়ে গেল। কবিতার ছন্দ গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেয়ার জন্য, ভালোবাসা নেবেন।

 2 years ago 

আঙুলে আঙুল, একটু উষ্ণতার খোঁজে,
মন খারাপের দিনে শুধু তোমায় মনে পড়ে ।
মন শুধু তোমার শরীর খোঁজে না,
শরীরও মন খোঁজে ।
ভালোবাসা কয় কারে ?
দেহও জানে এই মনখারাপের মানে।

বাহ দাদা কি সুন্দর কবিতা লিখেছেন সত্যিই অসাধারণ হয়েছে। কবিতাটি একদম আমার মন ছুয়ে গেল। কবিতার ছন্দ গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেয়ার জন্য, ভালোবাসা নেবেন।

 2 years ago 

আঙুলে আঙুল, একটু উষ্ণতার খোঁজে,
মন খারাপের দিনে শুধু তোমায় মনে পড়ে ।
মন শুধু তোমার শরীর খোঁজে না,
শরীরও মন খোঁজে ।
ভালোবাসা কয় কারে ?
দেহও জানে এই মনখারাপের মানে।

দাদা কবিতা পড়ার ব্যাপারে আমার খুব একটা আগ্রহ কখনোই ছিল না। শুধু মাঝে মাঝে জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গুলো পড়তে ভালো লাগতো। তবে কমিউনিটিতে যোগদানের পর থেকে আপনার কবিতাগুলো নিয়মিত পড়ি। দারুন সুন্দর লেখেন আপনি। এটা আপনাকে খুশি করার জন্য নয় মন থেকেই বললাম। মনে হয় আগের জন্মে আপনি কবি ছিলেন। আমাদের সাথে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 
দাদা অসাধারণ। সেই কবিতা লিখেছেন। আসলেই টাকা দিয়ে সব কিনা যায় ,কখনো কি মন কিনা যায়। অনেক ভালো লেগেছে।

বসন্তের এই উষ্ণতম ফুল ফোটার দিনে,
হৃদয় আমার শীতল আজি,
হৃদয়ে তুষার ঢাকে ।

কালবোশেখীর ঝোড়ো হাওয়ায়
আজ স্বপ্নকুটির ভাঙে ।

লাইন গুলা বেশ সুন্দর। ❤❤ধন্যবাদ আপনাকে❤❤

আমার কি মনে হয় জানো?
হৃদয়ের ভাষা বোধহয় বোঝো না ।
তা যদি তুমি বুঝতে ?
তবে, টাকার মূল্যে ভালবাসা
যায় না কেনা ,
এ কথা তুমি মানতে ।

অসাধারণ কবিতা দাদা। কবিতার প্রতিটি কথা একজন প্রেমিকের মনের কথা। একজন প্রেমিক কতটা ব্যাকুল হয়ে তার প্রিয়তমাকে কথাগুলো বলতে পারে কবিতা না পড়লে জানতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটা কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আমার কি মনে হয় জানো?
হৃদয়ের ভাষা বোধহয় বোঝো না ।
তা যদি তুমি বুঝতে ?
তবে, টাকার মূল্যে ভালবাসা
যায় না কেনা ,
এ কথা তুমি মানতে ।

ঠিক বলেছেন দাদা। ভালোবাসা অমূল্য। যা মূল্য দিয়ে কখনো বিবেচনা করা যায়না। টাকা দিয়ে আর যাই পাওয়া যাক না কেনো সত্যিকারের ভালোবাসা কখনোই পাওয়া যায়না। খুবই সুন্দর একটি কবিতা উপহার দিলেন আমাদের দাদা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
দাদা একদম ঠিক বলেছেন দাদা আপনার কবিতার ভাষা বুঝতে গেলে সমৃদ্ধ উপলব্ধি থাকা প্রয়োজন।ভালোবাসা কেবল ভালোবাসা দিয়ে কেনা যায়।টাকা দিয়ে নয়।ভালোবাসা শুধু শরীর খুঁজে না মন খোঁজে।এটাই তো ভালোবাসা ভালোবাসা চিরন্তন♥♥

অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

 2 years ago 

অর্থ দিয়ে যায় পাওয়া যায় এই দুনিয়ার সবই,
মন কখনো যায় কি কেনা ?
ভেবে দেখেছো তুমি ?

দাদা আপনি এই কবিতাটি তে ভালোবাসার প্রকৃত রুপ খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যি ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। পৃথিবীতে এখনো এমন কিছু কিছু জিনিস রয়েছে যা টাকা দিয়ে কখনই কেনা সম্ভব নয়। যেমন মানুষের মন অর্থাৎ ভালোবাসার মানুষের মন কখনো টাকা দিয়ে কেনা সম্ভব নয় সেটা একমাত্র ভালোবাসা দিয়েই জিতে নেওয়া সম্ভব। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63207.78
ETH 3068.52
USDT 1.00
SBD 3.87