ফোটো অ্যালবাম : সিকিমের Enchey MonasterysteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


সিকিমের Enchey Monastery, এটি একটি বৌদ্ধদের গুম্ফা । "ওঁম মণিপদ্মে হুঁম" বৌদ্ধ লামাদের মহা মন্ত্র খোদাই করা মহা জপযন্ত্র ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : সকাল ১১ টা ৫৫ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


গুম্ফার মূল গর্ভগৃহে প্রবেশদ্বারে রয়েছে দু'টি বিশাল সিংহের মতো দেখতে অদ্ভুত দর্শন দুটি প্রাণীর মূর্তি । এগুলোর নাম তিব্বতীয় তুষার সিংহ (Tibetan Snow Lion) ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : সকাল ১২ টা ০০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


গুম্ফার মূল প্রবেশদ্বারের দু'পাশে অনেকগুলি বৌদ্ধ দেব-দেবীর মূর্তি রয়েছে ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : সকাল ১২ টা ০০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


বৌদ্ধ দেবতা বিরূপাক্ষ (Virupaksa) এর মূর্তি ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : সকাল ১২ টা ০০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


বৌদ্ধ দেবতা "The Lord of death" বা " Dharam Raj" ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : সকাল ১২ টা ০০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


বৌদ্ধ দেবতা Virudhaka বা ধর্মপাল।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : সকাল ১২ টা ০০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


বৌদ্ধ দেবতা deity, প্রাকৃত বা অতিপ্রাকৃত শক্তির দেবতা; অন্য নাম বিরূপাক্ষ (Virupaksa) ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : সকাল ১২ টা ০০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


গুম্ফার অভ্যন্তরে ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : সকাল ১২ টা ০৫ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


গুম্ফার অভ্যন্তরে অসংখ্য কারুকার্যখচিত নানান সব আসবাব, বৌদ্ধ দেব-দেবীর মূর্তি এবং বিশালকায় গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


বৌদ্ধদের প্রধান অপদেবতা এবং সকল অশুভ শক্তির উৎস "মারের" (wrathful deities or fierce deities) পেইন্টিং , তিব্বতীয় ভাষায় মারের নাম trowo।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : সকাল ১২ টা ১৫ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ২৪ এপ্রিল ২০২৩

টাস্ক ২৪৫ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : c4a8628109839c20aa237647c81c22c9aa501776c1e7915b9e0d62cefcf2ea48

টাস্ক ২৪৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

নতুন নতুন কিছু জানার সাথে সাথে দারুণ কিছু দৃশ্য উপভোগ করলাম, বৌদ্ধদের প্রধান অপদেবতার দৃশ্যটা বেশ অদ্ভুত মনে হয়েছে। সবগুলো ফটোগ্রাফিই বেশ সুন্দর ক্যাপচার করেছেন। ধন্যবাদ

 2 years ago 

ঘুরতে গিয়ে দারুন সব ফটোগ্রাফি করেছেন। আসলে ঘুরতে গেলে অনেক কিছুই দেখা যায়। সেই সাথে স্মৃতিগুলো ধরে রাখার জন্য দারুন সব ফটোগ্রাফি গুলোও করা যায়। বৌদ্ধ লামাদের মহা মন্ত্র খোদাই করা মহা জপযন্ত্র দেখে অনেক ভালো লাগলো দাদা। এছাড়া বৌদ্ধদের বিভিন্ন সংস্কৃতি আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। অনেক ভালো লেগেছে দাদা।

তোমার আজকের পোষ্টের মাধ্যমে বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি দেখলাম এবং অনেক অজানা তথ্য জানতে পারলাম দাদা। সিকিমের এই Enchey Monastery সম্পর্কে অনেক শুনেছি, তবে ভেতরটা যে এত সুন্দর সেটা তোমার এই ফটোগ্রাফি গুলো না দেখলে হয়তো বুঝতে পারতাম না। বিশেষ করে বৌদ্ধ মন্দিরের ভেতরের ডেকোরেশনটা অসাধারণ সুন্দর।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা আপনার ফোটো অ্যালবাম থেকে দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফটোগ্রাফি অনেক ভালো হয়েছে। বিশেষ করে বৌদি আর টিনটিন বাবুকে অনেক কিউট লাগছে। বৌদ্ধ লামাদের মহা মন্ত্র খোদাই করা মহা জপযন্ত্র দেখে অনেক ভালো লেগেছে। এই জপযন্ত্র বানাতে নিশ্চয়ই তাদের অনেক দিন সময় লেগেছিল। এছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর। অ্যালবাম খুঁজতে গিয়ে যখন পুরোনো ছবি খুজে পাওয়া যায় তখন সেই সময়ের স্মৃতি গুলো খুব মনে পড়ে যায়। ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আশা করি শ্রদ্ধেয় দাদা ভালো আছেন? সিকিমে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন‌‌ । কারুর কাজের অসাধারণ দৃষ্টিনন্দন শিল্প বেশ অসাধারণ। কারুকার্যখচিত বিভিন্ন রকমের মূর্তি গুলোর অসাধারণ সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা ‌‌।

 2 years ago 

দাদা সিকিমের আজকের ফোটো অ্যালবামে ধারুন কিছু ফটো দেখলাম। অনেক জাগায় লেখা আছে ফটো তুলা নিষেধ। কিন্তুু আপনি চালাকি করে আমাদের দেখানোর জন্য ঠিকই ফটো তুলেছেন। প্রত্যেকটা জিনিষের কারুকার্য দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ দাদা।

 2 years ago 

সিকিমের কারু কাজ করা বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে দেখার সুযোগ করে দিলেন। আজ হয়তো আপনার বুদ্ধির জন্যই আমরা এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। যদিও সেখানে লেখা ছিল ছবি তুলা নিষেধ। তবু আপনি আপনার মেধা দিয়ে আমাদের জন্য অনেকগুলো কারো কাজ সম্পূর্ণ ছবি তুলেছেন। ধন্যবাদ দাদা আপনাকে।

 2 years ago 

দাদা আপনি সিকিমের Enchey Monastery এর অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে।বৌদ্ধদের গুম্ফা পাশে দাঁড়িয়ে থাকা আমাদের বৌদি এবং আমাদের অত্যন্ত প্রিয় টিনটিন বাবুকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। দারুন একটি ভ্রমণ এবং ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.33
JST 0.032
BTC 109318.80
ETH 3924.28
USDT 1.00
SBD 0.87