গোলাপী ঘাস ফুলের কিছু ফটোগ্রাফি

in Beauty of Creativity2 years ago

প্রিয় বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। আজকের নতুন একটি ব্লগে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে গোলাপী ঘাস ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করব।

কয়েক মাস আগে আমি আমার ছাদ বাগানের বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি তোমাদের সাথে নিয়মিত শেয়ার করতাম। কিছুদিন আগের একটি ব্লগে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমার ছাদ বাগানে এখনো কিছু কিছু গাছে ফুল ফুটে রয়েছে কিন্তু সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তাই আজ ভাবলাম নতুন একটি ফুলের ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করি যা এর আগে কোনদিনও আমি করিনি। আজ যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব সেই ফুলের নাম হচ্ছে গোলাপী ঘাসফুল। এই ফুল কিন্তু বর্ষার সময় ফুটতে দেখা যায় এই জন্য এর নাম বৃষ্টি লিলিও বলা হয়ে থাকে। এই জাতের ফুল গাছে অনেক রকম কালারের ফুল ফুটতে দেখা যায় যেমন সাদা, হলুদ, গোলাপী ইত্যাদি । আমার ছাদে যেটি রয়েছে সেটিতে গোলাপী রঙের ফুল ফোটে। এই ধরনের ফুল গাছে কিন্তু ডাল থাকে না। ফুলের স্টিক মাটি ফুঁড়ে বেরোয় এদের।
এই জাতের ফুল গাছ গুলো বাগানে প্রচুর পরিমাণে লাগানো হয় । বর্ষার মৌসুমে বাগানের সৌন্দর্য অনেকক্ষণ বাড়িয়ে দেয় এই ফুল গাছের ফুটে থাকা ফুলগুলো।

InShot_20220910_234408976.jpg
Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Taken from the roof of the house

InShot_20220910_234210584.jpg

InShot_20220910_234539584.jpg

InShot_20220910_234628392.jpg

Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Taken from the roof of the house

InShot_20220910_234733144.jpg

InShot_20220910_234707663.jpg

বন্ধুরা, গোলাপী ঘাস ফুলের কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

💐💐ধন্যবাদ সবাইকে💐💐

Sort:  
 2 years ago 

এটা পিঙ্ক কালারের ফুল। তবে একটি ঘাসফুল নয় এটিকে রসুন ফুল বলা হয়। ফুলগুলোর ফটোগ্রাফি বেশ ভালো মানের এবং যথাযথ অ্যাঙ্গেল এ ফটোগ্রাফি করার কারণে বেশ ভালো লাগছে।

 2 years ago 

এই ফুলের বেশ কয়েকটি নাম রয়েছে এক এক জায়গায় এক এক নামে পরিচিত এটি।ভাই এটিকে গোলাপী ঘাস ফুলও বলা হয় আপনি একটু গুগলে সার্চ করে দেখতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য রাখার জন্য।

 2 years ago 

ছোটবেলা আমাদের ঘরের আঙ্গিনায় এই ফুল গাছগুলো অনেক লাগাতাম। তবে এই ফুল গাছগুলো এখন আর খুব বেশি একটা চোখে পড়ে না। সুন্দর হয়েছে ফটোগুলো।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য। এখন ফুলগাছ গুলো আবার লাগান ঠিকই চোখে পড়ে যাবে। এই সময়টা অনেক উপযুক্ত এই ফুল গাছের জন্য।

 2 years ago 

আপনি গোলাপি রঙের ঘাসফুলগুলো র খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। ছোট ছোট ঘাসফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 66791.52
ETH 3092.76
USDT 1.00
SBD 3.73