নদীর পাড়ে কাটানো সুন্দর কিছুটা সময় ।। BOC।। জুলাই -২১/০৭/২০২২

in Beauty of Creativity2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।
প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।আমি অধিকাংশ সময় বিভিন্ন ফটোগ্রাফি বেশি শেয়ার করি, কারন আমার ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। সামনে ভালো ফটোগ্রাফি করার মত কিছু পেলে তা ক্যামেরাবন্দি করতে একদমই ভুল হয়না।
আজ বিকালে গেছিলাম নদীর তীরে ঘুরতে বন্ধুদের সাথে। ঐরকম কিছু ফটোগ্রাফি এখন আপনাদের সামনে তুলে ধরবো। আশাকরি আপনাদের ভালই লাগবে।
InShot_20220721_223201085.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত এই নদীটি অনেকের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। কারণ একটা সময় যখন সমুদ্র থেকে এখানে নোনা জল ঢুকে তখন এখানে প্রচুর পরিমাণে বাগদা চিংড়ির বাচ্চা পাওয়া যায়। এবং ওই সিজনটাতে প্রচুর লোক এখানে মাছ ধরতে আসে। এই নদীর গভীরতা অনেক বেশি। ফলে মাছ ও পাওয়া যায় বিভিন্ন রকম। আজ বিকালে অনেকটা সময় করে বন্ধুদের সাথে নিয়ে, বাইকে করে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম।কিছুটা সময় নৌকায় করে ঘুরেছি এবং বাকিটা সময় নদীর পাড় ধরে হেঁটেছি। যাইহোক আর বেশি কিছু বলতে চাই না চলুন আজকের ফটোগুলো দেখে নেওয়া যাক তাহলে এক এক করে।
InShot_20220721_223433381.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220721_223351933.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220721_223342313.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220721_223325734.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220721_223300128.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220721_223246739.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220721_223232594.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220721_223218775.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল । আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

নদীর পাড়ে অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের ফটোগ্রাফি করেছেন। দেখে ভাল লাগল, সত্যিই অসাধারণ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই 🙂

 2 years ago 

নদীর পারে আপনি খুব চমৎকার একটা মুহূর্ত কাটিয়েছেন। এবং সেখানে তোলা ছবিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই 🙂

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 57453.27
ETH 2928.75
USDT 1.00
SBD 3.67