RE: ফিশিং এট্যাক (Phishing attack)
আমাদের কখনোই সন্দেহজনক লিংকে প্রবেশ করা উচিত নয়, আমরা অনেক সময় ফেসবুকে কোন লিংক দেখলে কৌতূহলবশত সেখানে ক্লিক করি এতে করে আমাদের ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে।
অনেক সময় আমাদেরকে ফোন করে আমাদের পার্সোনাল ইনফরমেশন জানার জন্য ফোর্স করে কিছু অসাধু ব্যক্তি কোন প্রতিষ্ঠান অফিসার বলে। কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনো অফিসার আপনাকে ফোন কলের মাধ্যমে আপনার ডিটেইলস নিবেনা।
স্কুল জীবন থেকে আমি একটি আইডি ব্যবহার করতাম, কলেজে আসার পর হঠাৎ করেই আমার আইডিটি হ্যাক হয়ে যায়, এটি কোন ফিশিং ছিল কিনা আমার ধারণা নেই, তবে তখন দেশের অবস্থা খুব খারাপ ছিল এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেশবিরোধী পোস্ট করার হুমকি আসে। তাই আমি কিছু পরিমাণ টাকা পরিশোধ করে তাদের কথামতো, ছোট ছিলাম তাই পুলিশের সহায়তা নেয়ার মত সাহস হয় নাই। তবে কার এরকম হলে অবশ্যই পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ এখন আমি দিয়ে থাকি।