ফটোগ্রাফি-"কক্সবাজার বৌদ্ধ মন্দির"।।০৪.০৭.০২২।।@samhunnahar

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলামুআলাইকুম
“আমার বাংলা ব্লগ” এর সকল বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন? আমি সামশুন নাহার হিরা, কক্সবাজার, বাংলাদেশ থেকে। আমি “আমার বাংলা ব্লগ” এ কাজ করার সুযোগ পেয়ে অনেক কৃতজ্ঞ। কারন আমি আমার প্রতিভাকে কাজে লাগানোর সুযোগ পেয়েছি। আমি আমার ব্লগ এ এক্টিভ থেকে আমার পরিচিতি তৈরী করতে চাই। তাই সবার সহযোগিতা কামনা করছি। সবাই পাশে থেকে সার্পোট করবেন আর কোন ভুল বা ঘাটতি থাকলে অবশ্যই ধরিয়ে দিয়ে হেল্প করবেন এই আশা কামনা করি।

অনেক কথা বলে পেলেছি বন্ধুরা আজ আর কথা না বাড়িয়ে আমার আজকের মূল বিষয়ে চলে যাচ্ছি।
আমার আজকের ব্লগ লেখার বিষয় হচ্ছে কক্সবাজার শহরের নাম করা “বৌদ্ধ মন্দির” নিয়ে।

mondir main pic.jpeg

কক্সবাজার শহরের “গোল দীঘির পাড়” সংলগ্ন এই মন্দির অবস্থিত। বায়তুশ শরফ হাসপাতালের পাশে। এই “বৌদ্ধ মন্দির” টা আসলেই দেখার মত একটি জায়গা। যা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা চারদিকে। বাচ্চাদের নিয়ে বা একা অথবা সবাই মিলে বিকেল বেলা হাটা যায়। নিরিবিলি পরিবেশে বসে সময় কাটানোর মত একটি স্থান। বসার খোলামেলা অনেক জায়গা আছে। বৌদ্ধ মন্দিরে অনেক দুর-দুরান্ত থেকে লোকজন আসে দেখার জন্য।

বন্ধুরা, আমি গত কয়েকদিন আগে আমার মেয়েদের নিয়ে এই “বৌদ্ধ মন্দির” দেখতে যায়। তখন আমি আমার মোবাইলে কিছু ছবি ধারণ করি যা আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো।

mondir main pic1.jpeg

মন্দিরের মেইন গেইট।

mondir main pic2.jpeg

মন্দির টা তৈরী করা হয় কাঠ দিয়ে।

mondir main pic3.jpeg

মন্দিরের প্রথান আকর্ষন।

mondir1.jpeg

mondir2.jpeg

mondir3.jpeg

মন্দিরের ভিতর।

mondir5.jpeg

mondir6.jpeg

mondir7.jpeg

মন্দিরের পাশের বাইরের প্রাকৃ্তিক পরিবেশ।

mondir8.jpeg

ছবির তথ্য নিচে টেবিল আকারে দেওয়া হলোঃ

ক্যাটাগরিফটোগ্রাফি
ডিভাইসস্যমসং গ্যালাক্সি
ফটোগ্রাফার@samhunnahar
মডেলA51
লোকেশনকক্সবাজার, বাংলাদেশ

বন্ধুরা আজ এই পর্যন্ত! এখানে শেষ নয় আর ও নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। আশা করি সকলের ভাল লাগবে। সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

দেখছি কক্সবাজারের অনেক বড় একটি মন্দির। মন্দিরটা দেখতে বেশ বড় এবং আকর্ষণীয় মনে হচ্ছে। আমার এখনো যাওয়া হয়নি এই জায়গায়। তাছাড়া আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। মনে হচ্ছে এটা একটা দর্শনীয় স্থান। এরকম দর্শনীয় স্থানে অনেকজন ঘুরতে যায়। মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু পাশে থাকার জন্য।

 2 years ago 

অনেকবার কক্সবাজার গিয়েছি তবে বৌদ্ধ মন্দির এ কখনো যাওয়া হয়নি। আশা করি সামনে কখনো যদি যাওয়া হয় তখন বৌদ্ধ মন্দির ঘুরে আসবো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

ভাইয়া অনেক সুন্দর একটি জায়গা। আসবেন দেখতে ভাল লাগবে।

 2 years ago 

কক্সবাজারের এই বৌদ্ধ মন্দির আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে জায়গাটি অনেক সুন্দর। বৌদ্ধ মন্দিরের সৌন্দর্য আপনি আপনার ফটোগ্রাফিতে তুলে ধরেছেন। মন চাচ্ছে এখনই গিয়ে ঘুরে আসি। আপনার ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু

 2 years ago 

কক্সবাজার বৌদ্ধ মন্দিরের অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে এবং আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া খুব সুন্দর আপনার মন্তব্য।অনেক অনুপ্রেরণা পায় কাজ করতে।

 2 years ago 

আমি কিছুদিন আগে কক্সবাজারে গিয়েছিলাম কিন্তু বুদ্ধমন্দির ঘোরা হয়নি ।আপনার পোষ্টের মাধ্যমে মন্দির সম্পর্কে অনেক ধারণা পেলাম। ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি কক্সবাজার আসলে দেখে যাবেন ভাল লাগবে ভাইয়া

 2 years ago 

ওয়াও কক্সবাজার গিয়ে বৌদ্ধ মন্দিরের দারুন ফটোগ্রাফি করেছেন। আসলেই ভিন্ন ধরনের কোন দৃশ্য পটভূমি দেখতে পারলে খুবই ভালো লাগে। আমিও কক্সবাজার গিয়েছে কিন্তু এরকম উপভোগ করা হয়নি অনেক ভালো লাগলো।

 2 years ago 

উপভোগ করার মত জায়গা ভাইয়া। ধন্যবাদ

 2 years ago 

বৌদ্ধ মন্দির এর পরিবেশটা খুব সুন্দর লাগলো। বেশ বড় জায়গা নিয়ে মন্দিরটা স্থাপিত হয়েছে। বৌদ্ধ মন্দিরের ফটোগ্রাফি গুলোর মাধ্যমে মন্দিরটি দর্শন হয়ে গেল। ধন্যবাদ আপু বৌদ্ধ মন্দিরের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এভাবেই দক্ষতার সাথে এগিয়ে যান। শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু মণি

 2 years ago 

কক্সবাজার বৌদ্ধ মন্দির ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো হয়েছে। আমি কক্সবাজার গিয়েছিলাম কিন্তু এখানে যাওয়া হয়নি। আপনার উপস্থাপনা বেশ সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপু কক্সবাজার আসলেই দেখে যাবেন অনেক সুন্দর একটি জায়গা। দেখার মত আপু।

 2 years ago 

আপনি কক্সবাজার বৌদ্ধ মন্দির এর খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আমার এখন পর্যন্ত কক্সবাজার যাওয়ার সৌভাগ্য হয় নাই। কক্সবাজার গেলে অবশ্যই এই মন্দির পরিদর্শন করে আসবো।

 2 years ago 

ভাইয়া কক্সবাজার এসে ঘুরে যান অনেক ভাল লাগার, দেখার জায়গা আছে এখানে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 66996.44
ETH 3098.15
USDT 1.00
SBD 3.72