"টাকা ধরে রাখার অভিনব কৌশল" ♥♥ ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য।।



সসালামু আলাইকুম

সকলকে অনাবিল শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি ও অনেক ভালো আছি।


dropshadow_1644249828865.jpg


বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি আশা করি বিষয়টি খুব ভালো করে মনোযোগ সহকারে উপলব্ধি করলে অনেকেরই কাজে আসবে।আমরা প্রায় প্রত্যেকেই জানি------

টাকা আয় করা যতটা সহজ। ধরে রাখা ততটাই কঠিন।

তবে এই টাকা ধরে রাখার কিছু কৌশল আছে সেই কৌশলগুলি আমি আপনাদের সাথে আজ শেয়ার করব।আমি কিভাবে টাকা সেভ করার চেষ্টা করি,,সেই বিষয়টি আজ আপনাদের সাথে তুলে ধরব।আশাকরি অনেকেরই কাজে লাগবে।।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক

IMG_20220207_205837.jpg


প্রথমেই বলব আমাদের বেশি বেশি স্বপ্ন দেখতে হবে।কারন আপনার স্বপ্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্যই আপনাকে আয় করতে হবে।এবং সেটা অবশ্যই বৈধ ভাবে।আমরা কি জানি আয় কত প্রকার?আমার কাছে মনে হয় আয় দুই প্রকার
১ .বৈধ আয়
২.এবং অবৈধ আয়।
এখানে আরো এভাবে বলা যেতে পারে
১. স্থায়ী এবং ২.অস্থায়ী আয়।আমরা কেউ কখনই চাইব না অবৈধ আয় করতে অবশ্যই আমাদের চাওয়া-পাওয়া টা থাকবে বৈধভাবে আয় করা।অন্যের টাকায় বিরানি খেতে যতটা না ভালো লাগে। নিজের কষ্টে আয় করা টাকায় এক চাপ লাল চা খেতে তার চেয়ে অনেক বেশি তৃপ্তিদায়ক।এবং আমরা যে পরিমানে আয় করি তার চেয়ে বেশি ব্যয় হয়ে যায। কোন একটা সময়ে এসে দেখি আমাদের হাত একদম খালি।বন্ধুরা আমরা আয় করি মূলত ব্যয় করার জন্যই তবে,,,,
শুধু ব্যয় করলেও হবে না কিছু টাকা আমাকে প্রতিদিন সেভিংস করতে হবে।অনেকেরই ধারণা যা আয় করি তা খরচ করতেই চলে যায় সেভিংস করব কিভাবে??সে ক্ষেত্রে সকলের জন্য বলব আমি আমাদেরকে মিত্যব্যয়ি হতে হবে।সে ক্ষেত্রে আমাদের সার্টের চেয়ে গেঞ্জি বড় করলে চলবে না।অর্থাৎ আয় এর চেয়ে বেশি করা যাবে না।বরং ব্যয়ের খাত তৈরি করে সেভাবেই আয় করতে হবে।

IMG_20220207_205906.jpg


আপনি যদি আপনার আয়ের টাকাটা কে তিন ভাগে ভাগ করে খরচ করেন,,, তাহলে দেখবেন আপনি কিছু টাকা ধরে রাখতে পারছেন।যেমন ধরুন আজকের একদিনে আপনার ইনকাম হলো পাঁচশত টাকা এই টাকাটা কে আপনি কিভাবে খরচ করবেন? আপনি ওই পাঁচশত টাকা থেকে ১৫০/(একশত পঞ্চাশ) টাকা পারিবারিক খরচের জন্য ব্যয় করবেন।১৫০/(একশত পঞ্চাশ) টাকা আপনার বিজনেস পারপাস খরচ করবেন।এবং একশত পঞ্চাশ টাকা সঞ্চয় করবেন।আর 50 টাকা আপনার পকেট খরচ করবেন।এভাবে খরচ করলেও কিন্তু প্রতিদিনের আয় থেকে কিছু টাকা ধরে রাখা সম্ভব।
আমি ঠিক এভাবে আমার বাসায় কয়েকটি খাম রেখেছি। যে খামের ভেতরে আমি প্রতিদিন একটু একটু করে জমিয়ে রাখি।আসুন সেগুলো দেখে নেই কিভাবে।

টাকা ধরে রাখার অভিনব কৌশল


IMG_20220207_205314.jpg


এটি হচ্ছে আমার পারিবারিক খরচের খাম। প্রতিদিন আমি ছোট ছোট টাকা এখানে জমিয়ে রাখি। পরিবারের খরচের জন্য।কারণ আমরা যে যাই করি না কেন মূলত আমাদের পরিবারের জন্যই করি তাই সবার আগে পারিবারিক খরচটা কেই রাখতে হবে।

IMG_20220207_205455.jpg


এর পরে বাচ্চা কিংবা নিজের লেখাপড়ার জন্য কিছু টাকা এভাবে জমিয়ে রাখি অন্য আরেকটি খামে।এটা আমি আমার প্রতিদিনের আয়ের টাকা থেকেই ভাগ করে রাখি।কারণ লেখাপড়ার খরচের টাকা তো আর প্রতিদিন লাগে না তবে প্রতিদিন যদি আমরা ছোট ছোট করে টাকা জমিয়ে রাখি তাহলে পরবর্তীতে আর টাকার জন্য ততটা কষ্ট পেতে হয় না।

IMG_20220207_205416.jpg


এবার আসুন পরিবারের জ্বালানি খরচ আমাদের দু'ভাবে হয়। এক হচ্ছে বিদ্যুৎ আর,, 2 হচ্ছে গ্যাস এই দুটোর জন্য একটি খামে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি। যেন মাস শেষে বেগ পেতে না হয়।।

IMG_20220207_205333.jpg


প্রতিদিন যেমন পারিবারিক খরচ বাধ্যতামূলক ঠিক তেমনি সঞ্চয় ও বাধ্যতামূলক হওয়া উচিত। তাই আমি সব খরচের মধ্যে থেকেও সবার আগে সঞ্চয় খাতে কিছু টাকা জমিয়ে রাখি।কারণ আজকের ছোট ছোট সঞ্চয় আগামী দিনে সন্তানের চেয়েও বড় ভূমিকা রাখবে। তাই আমি মনে করি।আমাদের প্রতিটা মানুষেরই সঞ্চয় করা বাধ্যতামূলক।

IMG_20220207_205233.jpg


যেহেতু আমি একটি গাড়ি পরিচালনা করি তাই গাড়ি মেনটেনেন্স খরচ ও ড্রাইভার খরচের জন্য প্রতিদিনের ইনকাম থেকে কিছু টাকা সঞ্চয় করার চেষ্টা করি।এভাবে আলাদা একটি খামে। যাতে করে মাস শেষে প্যারাটা আমার কম আসে।

IMG_20220207_205251.jpg


ইনকামের একটি অংশ যদি আমরা দুস্থ গরিব দের মাঝে দান করতে না পারি তাহলে আসলে,,সৃষ্টির সেরা জীব হিসেবে সমাজে কতটুকু ভূমিকা রাখলাম।আমাদের প্রত্যেকের উচিত এভাবে একটি দান ফান্ড তৈরি করা যেখান থেকে আমরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, সহ বিভিন্ন ভাবে,, মানুষ হয়ে মানুষের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারি বলে আমি মনে করি।

IMG20220207210155.jpg


আসলে বিপদ-আপদ আমাদের বলে আসেনা।তাই বিপদ-আপদের কথা আমরা তেমন মনে রেখেও সেভিংস করিনা।কিন্তু যখন আমরা বিপদে পড়ি ঠিক তখনই টাকা পয়সা হাতে না থাকলে দিশেহারা হয়ে যাই। কিংবা অন্য মানুষের কাছে হাত পাততে হয়। যা অত্যন্ত লজ্জাকর।তাই প্রতিদিনের আয় থেকে ছোট্ট একটা অংশও যদি আমরা ঝুঁকি ফান্ডে রাখতে পারি তাহলে একদিন অনেক বড় একটি ফান্ড তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।

IMG_20220207_205209.jpg


কিছু মানুষ থাকে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। তাদের মধ্যে আমি একজন। তাই আমার স্বপ্নপূরণের জন্য একটি আলাদা খাম রেখেছি যেখানে প্রতিদিন ছোট্ট ছোট্ট কিছু কয়েন হলেও রাখি।স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে। তবে এভাবে সঞ্চয় করে আমি আমার অনেকগুলো ছোট ছোট স্বপ্ন পূরণ করতে পেরেছি।আপনিও চেষ্টা করতে পারেন।

IMG_20220207_205742.jpg


যার জীবন আছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই আমরা কেউ মৃত্যুর ঊর্ধ্বে নই।এবং যে কোন সময় আমার মৃত্যু হতে পারে।তাই পরিবারের অন্য সদস্যদের কে ঝামেলায় না ফেলে নিজের দাফন-কাফনের টাকাটা আরেকটি খামের মধ্যে আমি এভাবে সঞ্চয় করে রেখেছি।যাতে করে আমার আয় করা টাকা দিয়ে আমার দাফন-কাফনের কার্য সম্পন্ন হয়। এটা আমার জন্য পরম তৃপ্তির।আপনি রাখতে চাঁন কি চান না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি কিন্তু রেখেছি।আসলে আমি কোনদিন কখনোই চাইনা আমাকে নিয়ে কেউ কোনো ঝামেলায় পরুক।

IMG_20220207_205704.jpg


এবার সবগুলো খাম একত্রে করে দেখুনতো কতগুলো টাকা আপনি ধরে রাখতে পেরেছেন।আমরা চাইলে প্রতিদিন ছোট ছোট সঞ্চয় এর মাধ্যমে খাত ওয়ারী এভাবে টাকা ধরে রাখতে পারি।যা আমি আমার ব্যক্তিগত জীবনের করে থাকি।এবং এখান থেকে খুবই চমৎকার ভাবে টাকার টেনশন থেকে মুক্ত থাকা যায়। তবে এটা সবাই যে পারবে এমন কিন্তু নয়।

আমি একজন নারী উদ্যোক্তা হয়ে এভাবে টাকা ধরে রাখার চেষ্টা করি।



খাত অনুযায়ী যদি আমরা প্রতিদিন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা 20 টাকা করে ও জমাই তবুও একটা সময়ে গিয়ে অনেক টাকা জমে যাবেইনশাল্লাহ।তাই সবার উদ্দেশ্যে বলতে চাই -আমাদের অবশ্যই সঞ্চয়ী হতে হবে।একটু ভেবে দেখুন প্রতিদিন অনেক টাকা কিন্তু আমাদের প্রায় অকেজো খরচ হয়ে যায়। যা না করলেও হতো। শুধু সঞ্চয় এর বেলায় আমরা কেন যেন একটু কৃপণতা করি।।।

আমার এই পোস্টটি যদি কারো এতোটুকু উপকারে আসে। তবেই আমার সার্থকতা। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা সব সময়।♥♥


20220121_173417.jpg

siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার পুরো পোস্টটা পড়লাম অসাধারণ লিখেছেন। এখন আফসোস হচ্ছে টাকা ভালোই ইনকাম করছি কিন্তু ধরে রাখতে পারি নাই। আপনার পোস্ট টা আরো আগে করা উচিত ছিলো তাহলে আমার মতো অনেকেই উপকৃত হতো।
পরিশেষে বলবো আপনি চমৎকার ভাবে টাকা ধরে রাখার অভিনব কৌশল বর্ণনা করেছেন।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ধন্যবাদ
♥♥

 2 years ago 

ভালোই ছিল কৌশল গুলো । ব্যাক্তিগত ভাবে ব্যাপারটা আমার কাছে ভালই লেগেছে । শুভেচ্ছা রইল।

 2 years ago 
আমি ধন্য ভাইয়া আমার পোস্টটি আপনার ভালো লেগেছে বলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা আমার পোস্টটি পড়ার জন্য♥♥
 2 years ago 

টাকা আয় করা যতটা সহজ। ধরে রাখা ততটাই কঠিন।

কথাটি কিন্তু ১০০% সত্যি। টাকাকে ধরে রাখা কিন্তু বুদ্ধিমানের কাজ। আর এই কাজটি মেয়েরা বেশি করতে পারে😜। আপনার টাকা ধরে রাখার কৌশল পোস্টি সত্যি অসাধারণ একটি পোস্ট। শুভকামনা রইল আপু

 2 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা
♥♥

 2 years ago 

আসলে আপু আজকে আমার বাংলা ব্লগে এসে আমি অনেক কিছু জানি অনেক কিছু বুঝতে শিখেছি এবং অনেক কিছু নিয়ে ভাবিও। তবে আজকে আপনি যে হিসাবটা দেখিয়েছেন এরকম হিসাব টা যদি আমাকে ফোনের ও বছর আগে কেউ দিত তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। হয়তো আজ আমাকে চাকরি করতে হতোনা। জীবনে পিছুটান ছিল না বিধায় খরচ করেছি ইনকাম করেছি কিন্তু অর্থ সঞ্চয় করতে হয় সেটা জানতাম না। আর ওই সঞ্চয় কাজে লাগে সেটা কখনো ভাবিনি। যাইহোক আপনি অনেক সুন্দর করে অনেকগুলো খাত দেখিয়েছেন, তবে হ্যাঁ আপনি যেভাবে টাকা সঞ্চয় এর মাধ্যম গুলো দেখিয়েছেন এভাবে যে কেউ স্বাবলম্বী হতে পারে। আর বিশেষ করে যে কথাটি আপনি প্রথমে বলেছেন আমাদের বৈধ আয় করতে হবে। পরের টাকায় বিরানি খাওয়ার চেয়ে নিজের টাকায় এক কাপ রঙ চা খাওয়া অনেক তৃপ্তি এটা আমি ১০০% সাপোর্ট করি। কারণ আমি যে রোজগার করি সেটা হচ্ছে আমার মাথার ঘাম পায়ে ফেলা নুর ইনকাম। তাই আমি এর সাধটা ভালোভাবেই অনুভব করতে পারি। যাইহোক আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা

 2 years ago 

পুরো পোস্টটি পড়ে আপনার উপলব্ধিটা আসলে দারুন ছিল অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য ভাইয়া♥♥

 2 years ago 
সঞ্চয় করার আপনার কৌশল গুলো সত্যিই অমায়িক বলতে হবে! এটা সত্যি আই এর চেয়ে কখনোই ব্যয় বেশি হওয়া যাবে না। আপনার আজকের সঞ্চয় এর কৌশল কি সত্যি খুবই ভালো লাগলো। আপনার শেয়ার করা এই কৌশল অবলম্বন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্য ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়♥♥

 2 years ago 

কি বলব কিছু সময়ের জন্য আমি নিস্তব্ধ হয়ে গেছি ,এত সুন্দর ভাবে আপনি টাকা সঞ্চয় করার কৌশল শিখিয়েছেন। সত্যিই আমরা আয় এর থেকে বেশি ব্যয় করে থাকি, এর জন্য আমাদেরকে পরবর্তীতে কষ্ট করতে হয়। আপনার সঞ্চয় পদ্ধতি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, জানিনা কতটুকু এপ্লাই করতে পারব নিজের জীবনের, তবে ব্যাপারটি শিখে রাখলাম।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য
♥♥

 2 years ago 

অনেক সৃজনশীল এবং অসাধারণ একটি কৌশল ছিল। আসলে আপনি ঠিকই বলেছেন সঞ্চয় এর ক্ষেত্রে আমরা সবাই একটু কৃপণতা করি, কিন্তু যখন কোন বিপদে পড়ি তখনই শুধু মনে হয়, কেন যে সঞ্চয় কিছু করলাম না। আসলে আমাদের সকলেরই সঞ্চয় করা উচিত। আর আপনি যে কৌশলগুলো দেখিয়েছেন সত্যিই অসাধারণ ছিল বেশ ভালো লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ
♥♥

 2 years ago 

আপু আমার কাছে আপনার এই পোস্ট টা অনেক ভালো লেগেছে। টাকা ধরে রাখার অভিনব কৌশল সত্যি দারুণ ছিলো।আপু আপনার এই পোস্ট আমাদের অনেকের অনেক উপকারে আসবে। সবার উপকার হবে কি না জানি না তবে আমার অনেক উপকার হলো আপু মনি। প্রতি মাসে যদি এভাবে হিসাব করে টাকা খরচ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের কখনোই কষ্ট করতে হবে না।
আপু আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো আপু মনি।

 2 years ago 

আমার পরম পাওয়া আমি নিজেকে ধন্য মনে করব আমার এই পোস্ট দেখে যদি কারো বিন্দু পরিমাণ উপকার আসে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা ও অফুরন্ত দোয়া রইল আপুমনি♥♥

 2 years ago 

আমি লিখে রাখি না তবে আমি এভাবেই আলাদা করে রাখি। কৌশলটি কিন্তু দারুন কাজের। খুব সুন্দর ভাবে লিখেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে যেভাবেই রাখে না কেন আমাদের সেভিংস করা খুব জরুরি♥♥

 2 years ago 

সঞ্চয় হল আয়ের সেই অংশ যা ভোগে ব্যয় হয় না।

 2 years ago 

আসলে আপনার চিন্তা চেতনার তারিফ করতে হয় 👌
প্রতিটি বিষয় খুব যুক্তি সংগত ছিল ♥️
আমি ও কিছুটা সেভিং করার চেষ্টা শুরু করেছি।
শুভ কামনা রইল আপনার জন্য 💌

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য
♥♥

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64223.84
ETH 3158.34
USDT 1.00
SBD 4.29