ব্যতিক্রমধর্মী স্বরচিত কবিতা ♥"আ"♥সেলিনা সাথী♥

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আসসালামু আলাইকুম/আদাব

IMG_20220704_192224.jpg


বন্ধুরা আমি বাংলাদেশের নীলফামারী জেলা থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।বন্ধুরা আজ আমি আপনাদের জন্য স্বরচিত আর একটি ব্যতিক্রমধর্মী কবিতা নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে।হঠাৎ শুয়ে থাকতে থাকতে এই ব্যতিক্রমধর্মী প্লান্টি আমার মাথায় আসলো।আর ঝটপট লিখে ফেললাম।হয়তো ভাবছেন ব্যতিক্রমধর্মী কবিতা আবার কেমন হয়।একটু অপেক্ষা করো একটু পরেই দেখতে পাবেন ব্যতিক্রমধর্মী কবিতা আসলেই কেমন ব্যতিক্রম হয়।বন্ধুরা স্বরচিত কবিতা শিরোনাম "আ"।তবে চলুন দেরী না করে শুরু করা যাক স্বরচিত কবিতা।আমার কবিতা টি যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমার পরম পাওয়া।

dropshadow_1656944262180.jpg


IMG_20220704_192125.jpg



আমার মধ্যে আছি আমি
তোমার মধ্যে নাই,,
আপনার মধ্যে আছি কিন্তু
তাদের মধ্যে নাই।

আম্মার মধ্যে আছি আমি
নানার মধ্যে নাই,,
আব্বারর মধ্যে আছি কিন্ত
দাদার মধ্যে নাই।

আন্টির মধ্যে আছে কিন্তু
চাচির মধ্যে নাই,
আঙ্কেলএ তে আছি আবার
চাচার মধ্যে নাই।

আমের মধ্যে আছি আমি
জামের মধ্যে নাই,
আনারসে আছি আবার
পেঁপের মধ্যে নাই।

আতার মাঝে আছি কিন্ত
পাতার মধ্যে নাই,,
আশার মধ্যে আছি আমি
ভাষার মধ্যে নাই।

আলোর মধ্যে আছি আমি
কালোর মধ্যে নাই
আঁধারেতে আছি কিন্তু
ঊষার মধ্যে নাই।

আমাজনে আছি আমি
সুন্দরবনে নাই,,
আপেলেতে আছি আমি
কমলাতে নাই।!

"আলমগীর" এর মাঝে আছি কিন্ত
শাবানার মধ্যে নাই,
"আসিফ" এর মাঝে আছি আমি
সালমার মধ্যে নাই।

"আমির খানে" আছি আমি
কাজলের মধ্যে নাই,,
"আতিফ আসলাম" এ আছি
কিন্তু নিহাক্কারে নাই।

আমি তে ও আছি আমি
তুমি তে কেন নাই??
আপুর মধ্যে আছি কিন্তু
ভাইয়ের মধ্যে নাই।।

আত্রাইয়ের মধ্যে আছি
কিন্তু যমুনাতে নাই,,
আচারের মধ্যে আছি আমি
তেঁতুলে কিন্তু নাই।।।

আযানেতে আছি আমি
নামাজেতে নাই,,
আরাধনায় আছি কিন্তু
পূজার মধ্যে নাই।

আল্লাহর মাঝে আছি আমি
ভগবানের নাই,,
আল-কুরআনে আছি আবার
বেতের মধ্যে নাই।

আমার বাংলা ব্লগে আছি
বিউটি অফ ক্রিটিভিটি তে নাই,,
"আরএমই"' দাদায় আছি কিন্ত
ব্লাক্স দাদায় নাই।

আছি আমি আমার মত
আপনজনকে ঘিরে,,
আপনের চেয়ে আপন যারা
থাকি এক নীড়ে।

"আ"দিয়ে শুরু আমার
"আ" দিয়েই শেষ
"আ"মার বাংলা ব্লগে আমি
"আ"ছি ভালই বেশ।
"আ"জকের মত এখানেই
"আ"মি টানলাম ইতি
"আ"শা নিয়ে বেঁচে থেকো
♥ সঙ্গে প্রেম-প্রিতি ♥


dropshadow_1656944197164.jpg


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

সত্যি ব্যতিক্রমধর্মী একটি কবিতা ছিলো। এমন কবিতা আগে কখনো পড়া হয় নাই। আপনার --আ-- দিয়ে কবিতা খুব ভালো ছিলো। আপনার সাফল্য কামনা করছি। চালিয়ে যান এভাবেই।

 2 years ago 

আমার শুভকামনা করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।♥♥

 2 years ago 

হা হা,বেশ মজার একটি কবিতা লিখেছেন আপু আ দিয়ে।আপু আপনি কেমনে ইনস্ট্যান্ট কবিতা লিখে ফেলেন।ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

আসলে যে কোন বিষয়ের উপরে আমি লিখতে পারি ঝটপট খুব সহজেই সহজ ভাষায়।আমার কবিতা যেরকম আপনারা সবাই পছন্দ করেন কিন্তু আমার গল্প অনেকেই পছন্দ করেন না এটা আমার মনে হচ্ছে।কারণ গতকাল আমি আমার জীবনের একটি গল্প শেয়ার করেছি।আমি কেমন করে অংশগ্রহণ পাইনি কেমন যেন হতাশ,,,,ভালো থাকবেন প্রিয় আপুমনি♥♥ আপনার জন্য সব সময় দোয়া এবং ভালোবাসা

 2 years ago 

অসাধারণ হয়েছে কবিতাটি। বিশেষ করে ছন্দ মিলিয়ে যে রকম ছিল, সে রকম "আ" এর ব্যবহারও অনেক চমৎকার ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য♥♥

 2 years ago 

সত্যিই অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। আজকের কবিতাটি আসলেই ব্যতিক্রম ধর্মী ছিল। প্রথম চারটি লাইন এর মত কয়েকটি লাইন আমিও শুনেছিলাম। তবে আমি ধাঁধা আকারে শুনেছিলাম এটি। আপনার পুরো কবিতাটি পড়ে ভালো লাগলো। আতিফ আসলাম নেহা কাক্কার এদের কেও নিয়ে এসেছেন দেখছি। সত্যি অসাধারণ ছিল কবিতাটি। সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু মনি এত চমৎকার করে উৎসাহ এবং প্রেরণা দেয়ার জন্য।♥♥

 2 years ago 

আসলে অবসর সময়ে আপনার মাথায় অনেক সুন্দর একটি ব্যতিক্রমধর্মী কবিতা এসেছে যার নাম দিয়েছেন "আ"। নিচের লাইনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।

আমার বাংলা ব্লগে আছি
বিউটি অফ ক্রিটিভিটি তে নাই,,
"আরএমই"' দাদায় আছি কিন্ত
ব্লাক্স দাদায় নাই।

আছি আমি আমার মত
আপনজনকে ঘিরে,,
আপনের চেয়ে আপন যারা
থাকি এক নীড়ে।

আপনার রচিত 'আ' কবিতা টি খুব মজার ছিলো। কবিতার প্রথম চার লাইন গুলো সবার মনোযোগ বাড়িয়ে দেয়। আপনি বরাবরই খুব সুন্দর কবিতা রচনা করেন। কবিতা গুলোর মাঝে প্রায়ই অনেই ভিন্নতা বিরাজমান। এভাবেই নতুন নতুন কবিতা আমাদের উপহার দিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69774.83
ETH 3620.03
USDT 1.00
SBD 3.72