স্বরচিত কবিতা আবৃত্তি ♥"সমাধি"♥



আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।

received_787083172438901.webp


বন্ধুরা আজ আবার অনেকদিন পর স্বরচিত কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই কবিতাটি আমার অনেক আগের লেখা।কিন্তু নতুন করে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে পোষণ করছি আজ।কবিতা টি শুনলে আপনাদের ভাল লাগবে এটা আমি নিশ্চিত।বিশেষ করে প্রেমিক-প্রেমিকাদের জন্য সেরা একটি কবিতা আমার কাছে মনে হয়।প্রেমিক প্রেমিকা যখন গভীর প্রেমে আবদ্ধ হয় যখন একজন আরেকজনকে ছাড়া ভাবতেই পারেনা ঠিক সেই সময়ে তাদের মনের যে, ভাবনাগুলো সেগুলোই এই কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে।প্রেমিক মনে,,এরকম এলোমেলো অগোছালো কত রকম অনুভূতি এসে যে দোলা দেয়,,শুধু যারা প্রেম করছেন তারাই এই অনুভূতি উপলব্ধি করতে পারবেন।একজন আরেক জনকে ছেড়ে অন্যত্র চলে গেলে কিংবা বিয়ে করলে মনের অবস্থাটা আরেকজনের কী হয় সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।আমার কবিতা টি যদি আপনাদের এতোটুকু ভালো লেগে থাকে তবে আমার সার্থকতা আমার পরম পাওয়া আমার এই আয়োজন শুধু আপনাদেরকে ঘিরেই অর্থাৎ আমার বাংলা ব্লগ পরিবারের জন্য।তবে চলুন দেরী না করে শুরু করা যাক স্বরচিত কবিতা আবৃত্তি সমাধি
স্বরচিত কবিতা


♥*সমাধি


সেলিনা সাথী


ভিডিও লিংক




কবিতার লিরিক্স


ভুলে যাবি যেদিন তুমি
এই আমাকে,
স্বপ্নগুলো হারিয়ে যাবে
নীল দিগন্তে।

তোমার মনের মাঝে যেদিন
ভাববে অন্যকে,
অশ্রুধারায় ঝরবে নয়ন
আঘাত হানবে বুকে।

বিয়ের সাজে বসবে যেদিন
বিয়ের পিঁড়িতে,
কোমল হৃদয় হবে কঠোর
নিরব নিভৃতে।

সুখের বাসর কাটাবে যখন
সাজানো পালঙ্কে,
বিষের জ্বালায় ছটফট
এই ধরণীর বুকে।

নতুন সাথীকে নিয়ে যখন
করবে আলিঙ্গন,
সেদিন আমার জানাজা হবে
কাঁদবে আপনজন।

সুখী যখন হবে তুমি
নব সঙ্গীর সংস্পর্শে,
আমি তখন থাকব শুয়ে
মৃত্তিকার বুকে।

হানিমুনে যাবে যখন
হাতে ধরে তার,
এই ধরনের বুকে সেদিন
থাকবো না আমি আর।

তোমাদের কোলজুড়ে যেদিন
আসবে সোনামণি,
সবুজ ঘাসে থেমে যাবে
আমার সমাধি।
♥♥




dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

আমি কিছু বলার বাক্য হারিয়ে ফেলেছি কবিতাটা সত্যিই চমৎকার ছিল, এজন্য হাজারো ব্যর্থ প্রেমিক প্রতিদিন জীবনের সাথে লড়াই করার সেই মুহূর্তগুলোকে আপনি ফুটিয়ে তুলেছেন আপনার প্রতিটা লাইনের মধ্যে।

 2 years ago 

একদম ঠিকই ধরেছেন ভাইয়া। আপনি খুব চমৎকার করে অনুভূতিগুলো উপলব্ধি করতে পেরেছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ।♥♥

 2 years ago 

একদম ঠিকই ধরেছেন ভাইয়া। আপনি খুব চমৎকার করে অনুভূতিগুলো উপলব্ধি করতে পেরেছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ।♥♥

হারানোর ব্যাথা টা যে কত কষ্টের তা আপনার মধুর কণ্ঠে ফুটে উঠেছে ।। খুবই সুন্দর হয়েছে আবৃতি করা ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য♥♥

 2 years ago 

বরবরের মতই অসাধারণ হয়েছে।প্রেমিকা বা প্রেমিকের বিচ্ছেদের পর যে বিরহ তা সুন্দর ভাবে ফুটে উঠেছে।ধন্যবাদ এমন সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে বিরহের এই মুহূর্তগুলো সবার বোধগম্য হবে না।যারা প্রেমের নামে ছলনা করে বেড়ায় তাদের মধ্যে রিয়াল প্রেমের অনুভূতি পাওয়া যাবে না।আপনি একদম ঠিক বলেছেন গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ♥♥

 2 years ago 

বাহ প্রেম নিয়ে ভালই কবিতা লিখেছেন দেখছি।তবে প্রেমে পড়ার অভিজ্ঞতা নাই বলে কবিতার ভাব খুব একটা বুঝতে পারলাম না।তবে লেখার ধরন আমার ভালো লেগেছে তা নিয়ে সন্দেহ নাই।🙏

 2 years ago 

হাসালে মোরে বালক। প্রেমে পড়ার অভিজ্ঞতা নাই এটা আমি নিতে পারলাম না। তবে কবিতাটি আপনার ভালো লেগেছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ♥♥

 2 years ago 

এটাই সত্যি আপু।জীবনে কোনো বনলতা সেনের প্রেমে পড়ার আগ্রহ কখনোই ছিল না।তবে প্রেমে পড়ি নি এটা বললে ভুল হবে।প্রেমে পড়েছিলাম তবে সেটা মিউজিকের প্রেমে।🙏

 2 years ago 

হা হা হা,,,,,

 2 years ago 

আপনার কবিতা মানেই ওয়াও এবং ইউনিক আর সবথেকে ব্যতিক্রম কবিতাগুলোই আপনার কাছ থেকে আমি পেয়ে থাকি। তাই আপনার কবিতা আমার অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি বরাবরই আমার কবিতার অনেক ভক্ত। আপনার সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি প্রাণবন্ত এবং উজ্জীবিত করে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য♥♥

 2 years ago 

আপনি খুব অসাধারণ কবিতা সমাধি লিখেছেন আমাদের মাঝে। সত্যি আপনার কবিতাগুলো আমার খুব ভালো লাগে। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে আবৃত্তি করেছেন।

নতুন সাথীকে নিয়ে যখন
করবে আলিঙ্গন,
সেদিন আমার জানাজা হবে
কাঁদবে আপনজন।

কবিতার প্রতিটি লাইন আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে এই কয়টি লাইন আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সমাধি কবিতাটি আমার অনেক আগের লেখা। তবে হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে শেয়ার করে নেই। তাই শেয়ার করলাম আপনার ভালো লেগেছে। জেনে খুশি হলাম।♥♥

 2 years ago 

অনেক বেদনাদায়ক একটি কবিতা লিখেছেন আপু।ঠিক বলেছেন আপু, একজন আরেক জনকে ছেড়ে অন্যত্র চলে গেলে কিংবা বিয়ে করলে মনের অবস্থাটা খুবই ব্যথাতুর হয়।প্রেমিক প্রেমিকার অপূর্ন ভালোবাসা প্রকাশ পেয়েছে আপনার কবিতায়।সুন্দর লিখেছেন,ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ একদম ঠিক বলেছো আপু মনি।এরকম ব্যথাতুর কবিতার সাধারণত কম লিখি আমি।তোমার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ।♥♥

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার স্বরচিত কবিতা পাঠ করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। নিজের কবিতা নিজে পাঠ করতে ভালো লাগে কিন্তু আমি খেয়াল করেছি আমি যেন লেখার বেলায় খুব ভালো লিখতে পারি কিন্তু এভাবে পাঠ করতে পারি না। তবে চেষ্টা করব।আপনার দেখাদেখি উৎসব জেগেছে মনে।

 2 years ago 

নিশ্চয় চেষ্টা করুন অবশ্যই খুব ভালো আবৃত্তি করতে পারবেন।অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63759.51
ETH 3318.76
USDT 1.00
SBD 3.91