স্বরচিত কবিতা || সাথী পাঠাগার|| সেলিনা সাথী||



আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।

IMG_20220919_232456.jpg


বন্ধুরা আজ দুদিন ধরে খুবই ব্যস্ততম সময় পার করছি আগামী আরো 10 থেকে 12 দিন খুবই ব্যস্ত থাকবো আমি।সাংগঠনিক অনেক কাজের চাপ পেয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হচ্ছে এত পরিমান কাজ সামাল দিতে হচ্ছে যা বলে বোঝানো যাবে না।পোস্ট করব কমেন্ট করবো কিছুই সময় করে উঠতে পারছিনা।অনেকের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যেতে হচ্ছে। আজ সন্ধ্যে থেকে বহুবার চেষ্টা করেছি পোস্ট করার জন্য কিন্তু কিছুতেই সুযোগ হয়ে উঠেনি। একেক জনের একেক রকমের সমস্যা নিয়ে আমার কাছে আসতে ছিল।তাদের কথা শোনা,,এবং দুই পক্ষকে বুঝিয়ে শান্ত করা অনেক কঠিন কাজ।সেই কঠিন কাজগুলো আজকে আমাকে খুব শান্ত মস্তিষ্কে করতে হয়েছে।যাইহোক গতকাল আমি আপনাদের সাথে সাথেই পাঠাগারের পরিচয় করিয়ে দিয়েছিলাম আর আজ সাথী পাঠাগার নামে স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।আপনারা শুনে খুশি হবেন যে গুগল ম্যাপে সাথী পাঠাগার সার্চ করলে এখন পাওয়া যাবে।আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠিত এই সাথে পাঠাগার যেন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে আমার স্বপ্ন পূরণে যেন আমি এগিয়ে যেতে পারি কাঙ্খিত লক্ষ্যে।তো চলুন আর দেরি না করে শুরু করা যাক স্বরচিত কবিতা সাথী পাঠাগার।

সাথী পাঠাগার

IMG_20220919_232816.jpg


সেলিনা সাথী


জ্ঞানের আলোয় উদ্ভাসিত
সাথী পাঠাগার,,
শিশু, কিশোর, বয়স্ক যারা
সবারই দরকার।

বই এর চেয়ে ভালো বন্ধু
আর কেহ হয় না,,
জ্ঞান চর্চায় বইয়ের তাই
হয়না তুলনা।

গৃহিণী আছেন যারা
অবসরে এসে,,
রান্না-বান্না, প্রশিক্ষণের
বই পড়বেন বসে।

ছড়ায় ছড়ায় অংক শেখা
কি মজারে এই বই,,
কোমলমতি শিশু তোমরা
আছো এখন কই?

প্রমিত বাংলা উচ্চারণ
ছন্দ শেখার বই,,
মন দিয়ে পড়বে সবাই
করবে না হইচই।।

ইন্টারনেটে আসক্ত শিশু-
কিশোর,,-তরুণ,,
মোবাইল ফোনটা রেখে একটু
পড়ার অভ্যেস করুন।

মাদকাসক্ত ভাই বোনদের
বলি এবার শোনো,,
সুখী সুন্দর জীবন গড়তে
বই পড়ো যেন।

বই পাঠ প্রতিযোগিতায়
অংশগ্রহণ করো,,
আঁধারে ঘেরা নেশা টা কে
একটু করে ছাড়ো।

শিশু বিয়ে বন্ধ করতে
সাথী পাঠাগার,,,
শিক্ষণীয় বই এনেছে
করে হাতিয়ার।

সুস্থ সমাজ গড়ে তুলতে
করি অঙ্গীকার,,
ঘরে ঘরে তৈরি করি
ঘরোয়া গ্রন্থাগার।

ঘুটঘুটে ওই আমাবস্যার
ঘুঁচিয়ে দিতে আঁধার,,
সঙ্গে আছে তৃণমূলের
সাথী পাঠাগার।।

দেশ গড়া রক্ষার কাজে
থাকবে অবিচল,,,,
সাথী পাঠাগারের
কার্যকরী দল।।

উৎসাহ দিও, প্রেরণা দিও
থেকো সবাই সঙ্গে,,
সবাই মিলে সাজাবো সমাজ
নানা রকম রঙে।।

IMG_20220919_232612.jpg



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

বই এর চেয়ে ভালো বন্ধু
আর কেহ হয় না,,
জ্ঞান চর্চায় বইয়ের তাই
হয়না তুলনা।

ওয়াও অসাধারন কবিতা লিখেছেন আপনি।প্রতিটি লাইন খুব অসাধারণ লাগলো আমার কাছে। এবং আপনার কবিতাগুলো পড়তে আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে কবিতা শেয়ার করার জন্য। এবং আপনার জন্য অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা রইলো।

 2 years ago 

আমার কবিতার প্রতিটি লাইন আপনার অনেক ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম। আসলে প্রশংসিত হতে সবার ভালো লাগে। আপনি সুন্দর প্রশংসা করে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছেন।অনেক অনেক ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য♥♥

 2 years ago 

আপনি আপনার পাঠাগার সম্পর্কে বেশ দারু একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো আমার। কবিতারটিউ বেশ উৎসাহ ও অনুপ্রেরণামূলক। যা পাঠ করার পরে মন মুগ্ধ হয়ে গেল।

 2 years ago 

আসলে সমাজের মানুষের জন্য কিছু করার তীব্র আকাংখার মধ্যে একটির প্রতিফলন হচ্ছে সাথী পাঠাগার।দোয়া করবেন আমার স্বপ্ন যেন সার্থক হয়।
♥♥

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59179.00
ETH 2969.17
USDT 1.00
SBD 3.75