টি-শার্ট ডিজাইন || ডিজিটাল আর্ট-(০২)।। 10 % Beneficiary @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার/আদাব/আসসালামু আলাইকুম
আমি @shipracha , বাংলাদেশ

“আমার বাংলা ব্লগের“বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন ।আমি ও ভগবানের অশেষ ক্পায় ভাল আছি । প্রতিদিনের মত আজকে আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । আজ ডিজিটাল আর্টে মাধ্যমে টি-শার্ট ডিজাইন তৈরি করছি ।আশা করি আপনাদের ভাল লাগবে ।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ।

ডিজিটাল আর্ট-(০২)

T-shirt-copia.png

প্রয়োজনীয় উপকরণ (2).gif

  • কম্পিউটার
  • Adobe Illustrator Cs6

প্রয়োজনীয় উপকরণ (3).gif

ধাপ-১

Screenshot_1.png

  • আমি ড্রইং করার জন্য সফটওয়্যারটি রান করলাম এবং একটি পেজ তৈরী করলাম এবং সেই পেজের সাইজ দিয়েছিলাম এ ফোর সাইজ ।টি -শার্ট বিভিন্ন সাইজে হয় । আমি এ ফোর সাইজ নিলাম ।
ধাপ-২

Screenshot_2.png

  • আমার ড্রইং করার সুবিধার জন্য আমি পেজটির উপরে আর একটি পেইজ নিলাম ।সেই কালার টা নিলাম কালো কালার টা ব্যাকসাইটে নিলাম ।
ধাপ-৩

Screenshot_3.png

  • এরপরে আমি টাইপ টুলস মাধ্যমে টেক্স টি লিখে নিলাম এবং দুই সাইটে দুইটি ডিজাইন দিলাম । কালার করলাম লাল ।
ধাপ-৪

Screenshot_4.png

  • টেক্স আর ডিজাইনটি অ্যালাইন করে নিলাম মাঝখান বরাবর এবং দুই সাইটে দুইটি রুলাল নিলাম যাতে লেখা গুলো ঠিক থাকে ।এটা সম্পূর্ণ হওয়ার পরে টেক্স টা লিখে নিব ওয়ার্ল্ড লেখাটি ।লেটু ফ্রন্ট ব্যবহার করছি ।
ধাপ-৫
Screenshot_5.pngScreenshot_6.png
  • নিড লেখাটি লিখব শুধু এন ই টা আগে লিখে নিব। এন এর ফিলটা অফ করে দিব আর স্টক টা বাড়িয়ে দিব।এন এর উপরে একটা ডিজাইন করে নিব পেন টুলস এর মাধ্যমে। সেইম ভাবে এন সেই ডিজাইন টি কপি করে বসিয়ে দিব রোটেট করে ।কালার নিব ওরেঞ্জ কালার ।
ধাপ-৬

Screenshot_7.png

  • পরে স্টেপের এন ডি টা লিখে নিব এবং ডি এর ভিতরে একটা ডিজাইন করে নিব ।
ধাপ-৭

Screenshot_8.png

  • তারপর স্টেপের প্রথমে রেক্টেংগ্লে টুলসের মাধ্যমে একটা সেপ নিয়ে নিব কালার টা দিব ওরেঞ্জ কালার । সেপ এর উপর এলিপ্স টুলসের মাধ্যমে গোলাকার দুইটি ডিজাইন দিয়ে দিব। ইউর লেখাটি লিখে নিব এবং লাইট লেখাটি ও নিচে লিখে নিব ।আমার টেক্স গুলো সম্পূর্ণ হয়ে গেল ।উপরে কালার টা ওরেঞ্জ কালার করব ।
ধাপ-৮
Screenshot_11.pngScreenshot_12.png
  • সব কিছু সম্পূর্ণ হওয়ার পরে আমার সিগনেচার টি করে নিব আর png ফাইলে সেভ করে নিব । আমার টিশার্ট ডিজাইনটি মকাপ প্রেজেন্ট করে নিব ।

প্রয়োজনীয় উপকরণ (4).gif

T-shirt-copia.png

  • এটি আমার সর্বশেষ ধাপ এবং আমার চূড়ান্ত অংকন।

এই ছিল আমার আজকের ডিজিটাল আর্ট টি-শার্ট ডিজাইন , কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি।

ধন্যবাদ সকলকে

image.png

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর হয়েছে দিদি।আপনি তো এডোবে এর কাজে বেশ দক্ষ। ফ্রিল্যান্সিং সেক্টরে আছেন কি?

 2 years ago 

মাত্র শিখতেছি ।এখন ও দক্ষতা অর্জন করতে পারিনি । ধন্যবাদ দাদা মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 2 years ago 

আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি টি-শার্টের ফটোগ্রাফি করেছেন। সত্যি আপনি খুবই দক্ষতা সহকারে এই টি-শার্ট অঙ্কন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপনা করে শেয়ার। কালার কম্বিনেশনটা ও বেশ দারুন ছিল। কালো কালার দেওয়ার কারনে আমার কাছে একটু বেশি ভালো।

 2 years ago 

আপনার গঠনমূলক মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কালো কালার পছন্দ হয়েছে জেনে ভাল লাগল।

 2 years ago 

আপনি তো বেশ চমৎকার একটি টাইপোগ্রাফি তৈরি করলেন, এটির টাইলেন বোধহয় ডিজিটাল আর্ট না হয়ে গ্রাফিক্স ডিজাইন হলে ভালো হতো। এই কাজ গুলো দেখতে যেমন সুন্দর তেমনি এর পেছনে থাকে অনেক পরিশ্রম এবং অনেক মেধা। খুবই ভালো লাগলো আমিও কিছু শিখতে পারলাম আজকে আপনার পোস্টে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

গঠনমূলক মতামত দিয়ে কমেন্ট করে এবং আমাকেই উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি একদম ঠিক বলছেন ভাইয়া। আপনি আমার ডিজাইন দেখে শেখতে পারলেন জেনে আমি ও খুব খুশি হলাম। আপনার জন্য রইল অবিরাম শুভকামনা ভাইয়া।

 2 years ago 

দিদি নমস্কার
আপনার ডিজিটাল আর্ট টি দেখে অনেক ভালো লাগলো ৷ টি -শার্ট এর কালারটা ছিল অসাধারণ ৷তার সাথে লেখার পেইন্টিং গুলো ৷
তবে দিদি কী অ্যাপ ব্যবহার করছেন নাম কী ৷

 2 years ago 

নমস্কার দাদা
আপনার আমার করা ডিজিটাল আর্ট ভালো লাগল জেনে আমি অনেক খুশি হলাম।আপনি প্রয়োজনীয় উপকরণ গেলে দেখতে পাবেন কি অ্যাপ দিয়ে করছি তা।আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা কষ্ট করে আমার ডিজিটাল আর্ট ভিজিট করা জন্য।

 2 years ago 

দিদি খুব সুনদর হয়েছে আপনার ডিজিটাল আর্ট টি -শার্ট। আমিও Adobe Illustrator 2020 নিয়ে বেশ কিছু দিন কাজ করেছিলাম তবে পুরোপুরি না।কিন্তু আজ আপনার আর্ট দেখে আবার শিখতে ইচ্ছে করছে।ধাপ গুলো ক্লিয়ার ছিল।আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আপু আপনি সবার শেষে ধাপটি থেকে সরাসরি টি-শার্টে চলে গেলেন এই ধাপটি আমি বুঝলাম না। টি শার্ট ডিজাইন করতে হলে তো প্রথমে বডি অংশ নিতে হয় পরে হাতার অংশ। তবে সবার আগে ফ্রন্ট নিতে। আপনি সবকিছুই নিছেন কিন্তু হাতার অংশটি আমাদের সাথে শেয়ার করেননি।
আপনার টি শার্ট ডিজাইনটি অনেক সুন্দর ছিল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago (edited)

মকাপ প্রেজেন্ট করছি ।আমি লিখে দিচ্ছি তো ।আপনি ভাল করে পড়ে দেখেন ভাইয়া । বডি অংশ লগু ডিজাইন করছি । এর পরে মকাপ প্রেজেন্ট করছি ।অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

ডিজিটাল টি-শার্টটি দেখতে অনেক সুন্দর লাগছে। আপু আজ আমি আপনার প্রথম ডিজিটাল আর্ট দেখলাম । শুরু থেকে শেষ পর্যন্ত ধাপ গুলো অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি কোনো ইকমার্স এ কাজ করেন নাকি?

ভালই হয়েছে আপু আপনার ডিজাইন টি।আপনি এই ডিজাইন কোনো ইকমার্স এ সেল করার মাধ্যমে ও কিন্তু উপার্জন করতে পারেন।

 2 years ago 

ভাইয়া আমি এখন ও মার্কেট প্লেস কাজ করি না ।মাত্র কাজ শিখতেছি ।দেখি পরে কি হয় । আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পরামর্শ দিয়ে মন্তব্য করা জন্য ।

 2 years ago 

বাহ খুবই অসাধারণ টি-শার্ট ডিজাইন। আমি তো প্রথম ভেবেই নিয়েছি এটি একটি টি-শার্টের ফটোগ্রাফি। পরে দেখলাম একটি ডিজিটাল আর্ট। সত্যি আপনি অনেক প্রশংসার যোগ্য। খুব খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনাকে অনেক ধন্যবাদ ।আমাকে উৎসাহিত করার জন্য ।আপনার প্রশংসা পেয়ে আমি খুব খুশি হলাম ।আপু দোয়া করবেন এর থেকে আরও বেশি সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি ।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63759.51
ETH 3318.76
USDT 1.00
SBD 3.91